Type Here to Get Search Results !

SSC GD পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের 6 টি আধাসামরিক বাহিনীতে 25271 টি শূন্যপদে নিয়োগ

 


SSC GD Constable Recruitment 2021:

কেন্দ্রীয় পুলিশ বিভাগে চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। পুরুষ এবং মহিলা উভয়েই আবেদন করতে পারবেন। স্টাফ সিলেকশন কমিশন 25271 টি শূন্যপদে কনস্টবল জেনারেল ডিউটি (Constable GD) নিয়োগ করতে চলেছে (SSC GD Constable Recruitment 2021)। প্রার্থী বাছাই করবে Staff Selection Commission(SSC)। নিয়োগ হবে কেন্দ্রীয় সরকারের এই সমস্ত সশস্ত্র পুলিশ বিভাগে Border Security Force (BSF), Central Industrial Security Force (CISF), Indo Tibetan Border Police (ITBP), Sashastra Seema Bal (SSB), Secretariat Security Force (SSF) and Rifleman (General Duty) in Assam Rifles (AR) । পুরুষ এবং মহিলা উভয়েই আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত বোর্ড / কাউন্সিল থেকে ম্যট্রিকুলেশন / মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন। অনলাইন এ আবেদন করতে হবে। আবেদন শুরু হবে 17.07.2021 তারিখ থেকে।  আবেদনের শেষ দিন 31.08.2021 তারিখ । SSC GD Constable Recruitment 2021 প্রার্থী বাছাই হবে অনলাইন পরীক্ষা, Physical  Efficiency  Test  (PET)/  Physical  Standard  Test  (PST)/ এবং শেষে  Medical Examination । বিস্তারিত নিচে আলোচনা করা হলো।

Important Event & Date : গুরুত্বপূর্ণ তারিখ :

এক নজরে -  SSC GD Constable Recruitment 2021 :

Organization Name

SSC

Post Name      

Constable GD

Vacancies        

25271 Posts

Online Application Starts     

17.07.2021

Last Date of Apply Online     

31.08.2021

Mode Of Application               

Online

Official Website          

https://ssc.nic.in/

 আরও পড়ুন : কলকাতা পুলিশে সাব ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টরেস্ এবং সার্জেন্ট নিয়োগ

Vacancy Details : শূন্যপদ :

SSC GD Constable Recruitment 2021 vacancy: মোট শূন্যপদ 25271 টি । পুরুষ। 22424 জন এবং মহিলা 2847 জন ।

Border Security Force (BSF) :

MALE:  মোট শূন্যপদ  6413 ( SC -   1026, ST - 603, OBC -  1453, EWS -  641, UR -  2690 )।

FEMALE: মোট শূন্যপদ  1132 (SC -  176, ST - 110, OBC -  255, EWS -  113, UR -  478 )।

 

Central Industrial Security Force (CISF :

MALE: মোট শূন্যপদ  7610  (SC -  1133, ST - 786, OBC -  1714, EWS -  760, UR -  3217 )।

FEMALE: মোট শূন্যপদ  854  (SC -  128, ST - 86, OBC -  193, EWS -  88,  UR -  359 )।

 

Sashastra Seema Bal (SSB) :

MALE: মোট শূন্যপদ  3806 (SC -  604, ST - 314, OBC -  892, EWS -  380, UR -  1616 )।

 

Indo Tibetan Border Police (ITBP) :

MALE: মোট শূন্যপদ  1216 (SC -  177, ST - 131, OBC -  250, EWS -  95, UR -  563)।

FEMALE: মোট শূন্যপদ  215 (UR -  28, ST - 20, OBC -  42, EWS -  08, UR -  117 )।

 

Assam Rifles (AR) :

MALE: মোট শূন্যপদ  3185 ( SC -  391, ST - 508, OBC -  615,  EWS -  317, UR -  1354 )।

FEMALE: মোট শূন্যপদ  600  (SC -  71, ST - 99, OBC -  115, EWS -  60, UR -  255)।

 

Secretariat Security Force (SSF) :

MALE: মোট শূন্যপদ  194 (SC -  28, ST - 14, OBC -  49, EWS -  19, UR -  84 )।

FEMALE: মোট শূন্যপদ  46  (SC -  07, ST - 03, OBC -  11, EWS -  08, UR -  21 )।


Eligibility Criteria : যোগ্যতা :

SSC GD Constable Recruitment 2021 qualification:

 আবেদনের জন্য প্রার্থীকে যেকোনো সরকারি সিকৃত বোর্ড থেকে মাধ্যমিক (10th pass) অথবা সমতুল্য পরীক্ষায় পাস হতে হবে।

Age Limit : বয়সসীমা :

SSC GD Constable Recruitment 2021 age limit:

আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে 01-08-2021 এর হিসাবে 18 থেকে 23 বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা বয়সের উর্দ্ধসীমায় নির্দিষ্ট ছাড় পাবেন।

Salary : বেতন :

SSC GD Constable Recruitment 2021 Pay Scale:

21,700 – 69,100/-

Selection Process: প্রার্থী বাছাই পদ্ধতি:

SSC GD Constable Recruitment 2021 প্রার্থী বাছাই হবে  Computer  Based  Examination (CBE), Physical  Efficiency  Test  (PET)/  Physical  Standard  Test  (PST)/ এবং শেষে  Medical Examination । প্রশ্ন হবে English এবং Hindi তে multiple Choice ।

আরও পড়ুন : ভারতীয় নৌবাহিনীতে চিফ, স্টুয়ার্ড এবং হাইজিনিস্ট পদে নিয়োগ

Syllabus:

Computer  Based  Examination (CBE):

মোট প্রশ্ন থাকবে 100 টি Total Marks 100, সময় 90 মিনিট। প্রশ্ন হবে এই সমস্ত বিষয়ে General Intelligence and Reasoning, General Knowledge and General Awareness, Elementary Mathematics, English/ Hindi ।

Physical Efficiency Test (PET):

Computer Based Examination (CBE) এ পাস করলে তবেই Physical Efficiency Test (PET)/ Physical Standard Test (PST) এর জন্য প্রযোজ্য হবেন।

সমস্ত পুরুষ প্রার্থীদের 24 মিনিট এ 5 KM দৌড় সম্পূর্ণ করতে হবে এবং মহিলা প্রার্থীদের সাড়ে আট মিনিট এ 1.6 KM দৌড় সম্পূর্ণ করতে হবে।

 

Ladakh এর প্রার্থীদের ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের সাড়ে ছয় মিনিট এ 1 মাইল দৌড় সম্পূর্ণ করতে হবে এবং মহিলা প্রার্থীদের 4 মিনিট এ 800 মিটার দৌড় সম্পূর্ণ করতে হবে।

 

Physical Standard Test (PST):

পুরুষ প্রার্থীদের জন্য :

Height: উচ্চতা:

General, SC & OBC প্রার্থীদের ক্ষেত্রে : - 170 CM

ST প্রার্থীদের ক্ষেত্রে : 162.5 CM

ST ( North Eastern Region) প্রার্থীদের ক্ষেত্রে - 160 CM

বাকি সমস্ত North-Eastern Region এর প্রার্থীদের ক্ষেত্রে – 162.5 CM

 

Chest: ছাতি:

General / OBC / SC প্রার্থীদের ক্ষেত্রে : 80 cm ( ফুলিয়ে  85 cm)

ST প্রার্থীদের ক্ষেত্রে : 76 cm ( ফুলিয়ে  81 cm)

Garwalies, Kumaonis, Dogras, Marathas ( Assam, Himachal Pradesh,

Jammu Kashmir)  : 78cm ( ফুলিয়ে  83 cm)

 

মহিলা প্রার্থীদের জন্য :

Height: উচ্চতা:

General/OBC/SC প্রার্থীদের ক্ষেত্রে  : 157 cm

ST প্রার্থীদের ক্ষেত্রে : 150 cm

ST ( North Eastern Region) প্রার্থীদের ক্ষেত্রে : 147.5cm

বাকি সমস্ত North-Eastern Region এর প্রার্থীদের ক্ষেত্রে  : 152.5 cm

 

Chest: ছাতি:  N/A


Application Fee : আবেদন ফি :

SSC GD Constable Recruitment 2021 application fee:

Gen / OBC প্রার্থীদের ক্ষেত্রে - 100 টাকা

SC/ ST / Female / Ex-serviceman দের কোনো আবেদন ফী দিতে হবে না।


Application Process : আবেদন পদ্ধতি:

SSC GD Constable Recruitment 2021 How to apply:

 শুধুমাত্র online এই আবেদন করা যাবে। Online এবং Offline দুই ভাবেই Application  Fee দেওয়া যাবে। আবেদন করতে হলে নতুন প্রার্থীকে (রেজিস্ট্রেশন না করা থাকলে) প্রথমে New User অপসন এ গিয়ে রেজিস্টার করে নিতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে অথবা আগের থেকে রেজিস্ট্রেশন করা থাকলে Login অপসন এ গিয়ে Apply করতে হবে। আরও বিস্তারিত ভাবে জানতে এবং অনলাইন আবেদন করতে নিচে দেওয়া SSC GD Constable Recruitment 2021 এর Offical Notification টি দেখুন।


Official Website : Click Here

Official Notification :  Click Here

Online Application :  Click Here


সরকারি, বেসরকারি , পার্টটাইম চাকরির আপডেট পেতে, বিভিন্ন বিষয়ের GK এবং কারেন্ট অ্যাফেয়ার্স বাংলায় পড়তে Tathya Point এর FACEBOOK পেইজ টি Like এবং Follow  করুন এবং Telegram চ্যানেল টি JOIN এবংSubscribe করুন।


আরও পড়ুন : কলকাতা পুলিশে সাব ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টরেস্ এবং সার্জেন্ট নিয়োগ

ন্যাশনাল বোর্ড অফ এডুকেশন অফ মেডিকেল সাইন্স এ অ্যাসিস্ট্যান্ট এবং একাউন্ট্যান্ট নিয়োগ

ভারতীয় নৌবাহিনীতে চিফ, স্টুয়ার্ড এবং হাইজিনিস্ট পদে নিয়োগ, যোগ্যতা মাধ্যমিক উত্তীর্ণ

প্রতিরক্ষা মন্ত্রনালয়ে ট্রেডস ম্যান মেট ও বিভিন্ন পদে নিয়োগ

IBPS ক্লার্ক এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে @ শূন্যপদ প্রায় 5830 টি

পশ্চিমবঙ্গে ইন্ডিয়ান আর্মির র‍্যালির আবেদন প্রক্রিয়া শুরু হলো, বিস্তারিত জানুন

IBPS ক্লার্ক এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে @ শূন্যপদ প্রায় 5830 টি

 ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডে অ্যাপ্রেন্টিস নিয়োগ

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় 6100 টি শূন্যপদে নিয়োগ

ইন্ডিয়ান স্ট্যাটিসটিকাল ইনস্টিটিউট, কলকাতায় বিভিন্ন শূন্যপদে নিয়োগ

ISRO LPSC তে এপ্রেন্টিস নিয়োগ

নাবার্ড কনসালটেন্সি সার্ভিসেস এ রাজ্যে বিভিন্ন পদে কর্মী নিয়োগ

  টাকা তৈরির প্রেসে (কলকাতায়) সুপারভাইজার এবং অন্যান্য পদে কর্মী নিয়োগ

ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইসার কোঅপারেটিভ লিমিটেড(IFFCO) তে এপ্রেন্টিস পদে নিয়োগ

ভারতীয় উপকূলরক্ষী বাহিনীতে নাবিক পদে নিয়োগ

গ্রামীণ ব্যাঙ্ক এ 11687 টি শূন্যপদে নিয়োগ

ইন্ডিয়ান আর্মি, এয়ারফোর্স  ও নেভিতে নিয়োগ

 রাজ্যের পলিটেকনিক এ ভর্তির পরীক্ষা JEXPO 2021 এর অনলাইন আবেদন

পশ্চিমবঙ্গের বিভিন্ন নার্সিং কলেজে ANM এবং GNM কোর্স এ ভর্তির জন্য জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন


N.B : Tathya Point (www.tathyapoint.com) is a  bengali job news portal who provide various government,private,Part time job information’s to jobseekers. We are not a recruitment agency and do not offer any jobs. We are requested to all Jobseekers please go through the official website of the company/department for complete details & application process. If any company/department/agency is taking money for giving job is the jobseekers own risk, Tathya Point (www.tathyapoint.com) will not responsible this.


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.