NBEMS Recruitment 2021:
ন্যাশনাল বোর্ড অফ এডুকেশন অফ মেডিকেল
সাইন্স, National Board of Education of Medical Sciences (NBEMS) বিভিন্ন পদে নিয়োগের
বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিয়োগ হবে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট (Senior Assistant), জুনিয়র
অ্যাসিস্ট্যান্ট(Junior Assistant) এবং জুনিয়র একাউন্ট্যান্ট (Junior Accountant) পদে।
মোট শূন্যপদ 42 টি। উচ্চ মাধ্যমিক / গ্রাজুয়েট
উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনে, আবেদন শুরু
হয়েছে 15-07-2021 তারিখ থেকে, আবেদনের শেষ দিন 14-08-2021 তারিখ। বিস্তারিত নিচে আলোচনা
করা হলো। NBEMS Recruitment 2021 এর Advertisement No. 21005/RECT/2020 Date: 01/06/2021.
NBE
Recruitment 2021 notification PDF টি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড
করতে পারবেন। এই প্রতিবেদনের শেষে ডাউনলোড লিংক দেওয়া আছে।
Important
Event & Date : গুরুত্বপূর্ণ তারিখ :
এক
নজরে - NBEMS Recruitment 2021 :
Organization
Name |
NBEMS |
Post
Name |
Assistant
/ Accountant |
Vacancies
|
42 Posts |
Online
Application Starts |
15-07-2021 |
Last
Date of Apply Online |
14-08-2021 |
Date
of CBT Exam |
20-09-2021 |
Mode
Of Application |
Online |
Official
Website |
www.natboard.edu.in |
আরও পড়ুন : প্রতিরক্ষা মন্ত্রনালয়ে ট্রেডস ম্যান মেট ও বিভিন্ন পদে নিয়োগ
Vacancy
Details : শূন্যপদ :
NBEMS
Recruitment 2021 vacancy:
মোট প্রায় 42 টি শূন্যপদ। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী
শূন্যপদে সংরক্ষণ পাবেন।
Post Name |
No Of Vacancy |
Senior
Assistant |
08 টি ( UR - 03 , SC - 01, OBC – 04 ) |
Junior
Assistant |
30 টি ( UR - 05 , SC - 06 , ST - 03 , OBC – 16
) |
Junior
Accountant |
04 টি (UR - 02 , SC - 01, OBC - 01 ) |
Total |
42 টি |
Eligibility
Criteria : যোগ্যতা :
NBEMS
Recruitment 2021 qualification :
সিনিয়র
অ্যাসিস্ট্যান্ট (Senior Assistant):
যে কোনো সরকারি স্বীকৃত ইনস্টিটিউট / ইউনিভার্সিটি থেকে যে-কোনো
শাখায় গ্র্যাজুয়েশন উত্তীর্ণ হতে হবে।
জুনিয়র
অ্যাসিস্ট্যান্ট (Junior Assistant):
যে কোনো সরকারি স্বীকৃত বোর্ড / কাউন্সিল / ইনস্টিটিউট / ইউনিভার্সিটি
থেকে যে-কোনো শাখায় উচ্চমাধ্যমিক (Senior Secondary Examination) উত্তীর্ণ হতে হবে।
কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং বেসিক সফ্টওয়্যার প্যাকেজ যেমন
উইন্ডোজ / নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম / ল্যান (LAN) আর্কিটেকচার এর সম্পর্কে জ্ঞান
থাকতে হবে।
জুনিয়র
একাউন্ট্যান্ট (Junior Accountant):
যে কোনো সরকারি স্বীকৃত ইনস্টিটিউট
/ ইউনিভার্সিটি থেকে বাণিজ্য শাখায় গ্র্যাজুয়েশন (B.COM ) উত্তীর্ণ হতে হবে।
অথবা
যে কোনো সরকারি স্বীকৃত ইনস্টিটিউট
/ ইউনিভার্সিটি থেকে ম্যাথমেটিক্স এবং স্ট্যাটিসটিক্স বিষয় নিয়ে গ্র্যাজুয়েশন উত্তীর্ণ
হতে হবে।
সাথে কোনো সরকারী প্রতিষ্ঠানে কম্পিউটার
ভিত্তিক অ্যাকাউন্টিংয়ের কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আরও পড়ুন : ভারতীয় নৌবাহিনীতে চিফ, স্টুয়ার্ড এবং হাইজিনিস্ট পদে নিয়োগ, যোগ্যতা মাধ্যমিক উত্তীর্ণ
Age Limit : বয়সসীমা :
NBEMS
Recruitment 2021 Age Limit:
বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে
। SC/ST প্রার্থীরা 5 বছর, OBC প্রার্থীরা 3 বছর, PwD (UR) প্রার্থীরা 10 বছর, PwD
(OBC) প্রার্থীরা 13 বছর, PwD (SC/ST) প্রার্থীরা 15 বছর
বয়েসের উর্দ্ধসীমায় ছাড় পাবেন। আরও বিশদে জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখতে অনুরোধ
করা হচ্ছে।
Selection
Process: প্রার্থী বাছাই পদ্ধতি:
NBEMS
Recruitment 2021 Selection process:
প্রার্থী বাছাইয়ের জন্য দুটি পর্যায়ে
পরীক্ষা নেয়া হবে Stage-I এবং Stage-II ,
Stage-I এ থাকবে অনলাইনে কম্পিউটার বেসড টেস্ট (CBT) এবং Stage-II এ থাকবে কম্পিউটার
টেস্ট / Skill Test, প্রশ্ন হবে ইংরেজি ও হিন্দিতে।
Stage-I
/ কম্পিউটার বেসড টেস্ট (CBT):
প্রথম পর্যায়ের পরীক্ষা কম্পিউটার
ভিত্তিক পরীক্ষা (সিবিটি) টেস্ট হবে মোট
200 নম্বরের থাকবে 200 টি প্রশ্ন, সময়কাল 180 মিনিট(তিন ঘন্টা)। নেগেটিভ মার্ক্স্
আছে, প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এর প্রশ্ন
হবে উচ্চ মাধ্যমিক মানের এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট / জুনিয়র একাউন্ট্যান্ট এর প্রশ্ন
হবে গ্রাডুয়েশন মানের।
NBEMS
Recruitment 2021 Syllabus :
for
(Stage-I) Examination :
Subject |
No. of Question |
General
Intelligence & Reasoning |
50 |
General
Awareness |
50 |
Quantitative
aptitude |
50 |
English
Comprehension |
50 |
Total |
200 |
Stage-II
/ Skill Test :
দ্বিতীয় পর্যায় পরীক্ষায় থাকবে কম্পিউটার জ্ঞান / দক্ষতা পরীক্ষা। এতে মোট 100 নম্বর পরীক্ষা হবে সময়কাল হবে 75 মিনিট।
প্রার্থীদের কে 500 শব্দের একটি নোট দেওয়া হবে সেটি প্রার্থীদের কে 15 মিনিটের মধ্যে কম্পিউটারে একই ফরম্যাটে টাইপ করতে হবে। কম্পিউটার জ্ঞান / দক্ষতা পরীক্ষাটিতে ডেটা এন্ট্রি, ওয়ার্ড প্রসেসিং এবং কম্পিউটার অপারেশন এর টেস্ট থাকবে।
Salary
: বেতন :
NBEMS
Recruitment 2021 Salary :
Post
Name |
Pay Scale |
Junior
Assistant |
Level – 2 |
Senior
Assistant |
Level – 7 |
Junior
Accountant |
Level – 4 |
Application
Fee : আবেদন ফি :
NBEMS
Recruitment 2021 Application fee :
UR / OBC প্রার্থীদের
জন্য 1500 টাকা সাথে 18%GST লাগবে।
SC/ST/PWBD/Women প্রার্থীদের কোনো ফী লাগবে না।
Application
Process : আবেদন পদ্ধতি:
NBEMS
Recruitment 2021 How to apply :
ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা আবেদন
করতে পারবেন অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইট www.natboard.edu.in এর মাধ্যমে। আবেদন শুরু হয়েছে 15-07-2021 তারিখ থেকে, আবেদনের
শেষ দিন 14-08-2021 তারিখ।
আবেদন করতে হলে প্রথমে সমস্ত নথি
দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে
এবং Email ID তে User ID এবং Password পাঠানো হবে। এরপর লগইন করে আবেদন করতে হবে।
আরও বিশদে জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখতে অনুরোধ
করা হচ্ছে।
Official Website : Click Here
Official Notification : Click Here
Online Application : Click Here
Applicant Login : Click Here
সরকারি, বেসরকারি , পার্টটাইম চাকরির আপডেট পেতে, বিভিন্ন বিষয়ের GK এবং কারেন্ট অ্যাফেয়ার্স বাংলায় পড়তে Tathya Point এর FACEBOOK পেইজ টি Like এবং Follow করুন এবং Telegram চ্যানেল টি JOIN এবংSubscribe করুন।
আরও পড়ুন : ভারতীয় নৌবাহিনীতে চিফ, স্টুয়ার্ড এবং হাইজিনিস্ট পদে নিয়োগ, যোগ্যতা মাধ্যমিক উত্তীর্ণ
প্রতিরক্ষা মন্ত্রনালয়ে ট্রেডস ম্যান মেট ও বিভিন্ন পদে নিয়োগ
IBPS ক্লার্ক এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে @ শূন্যপদ প্রায় 5830 টি
পশ্চিমবঙ্গে ইন্ডিয়ান আর্মির র্যালির আবেদন প্রক্রিয়া শুরু হলো, বিস্তারিত জানুন
IBPS ক্লার্ক এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে @ শূন্যপদ প্রায় 5830 টি
ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডে অ্যাপ্রেন্টিস নিয়োগ
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় 6100 টি শূন্যপদে নিয়োগ
ইন্ডিয়ান স্ট্যাটিসটিকাল ইনস্টিটিউট, কলকাতায় বিভিন্ন শূন্যপদে নিয়োগ
নাবার্ড কনসালটেন্সি সার্ভিসেস এ রাজ্যে বিভিন্ন পদে কর্মী নিয়োগ
টাকা তৈরির প্রেসে (কলকাতায়) সুপারভাইজার এবং অন্যান্য পদে কর্মী নিয়োগ
ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইসার কোঅপারেটিভ লিমিটেড(IFFCO) তে এপ্রেন্টিস পদে নিয়োগ
ভারতীয় উপকূলরক্ষী বাহিনীতে নাবিক পদে নিয়োগ
গ্রামীণ ব্যাঙ্ক এ 11687 টি শূন্যপদে নিয়োগ
ইন্ডিয়ান আর্মি, এয়ারফোর্স ও নেভিতে নিয়োগ
রাজ্যের পলিটেকনিক এ ভর্তির পরীক্ষা JEXPO 2021 এর অনলাইন আবেদন
পশ্চিমবঙ্গের বিভিন্ন নার্সিং কলেজে ANM এবং GNM কোর্স এ ভর্তির জন্য জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন
N.B : Tathya Point (www.tathyapoint.com) is a bengali job news portal who provide various government,private,Part time job information’s to jobseekers. We are not a recruitment agency and do not offer any jobs. We are requested to all Jobseekers please go through the official website of the company/department for complete details & application process. If any company/department/agency is taking money for giving job is the jobseekers own risk, Tathya Point (www.tathyapoint.com) will not responsible this.
Post a Comment
0 Comments