IBPS
CRP Clerks -XI এর আবেদন প্রক্রিয়া আবার শুরু হলো । শূন্যপদ বেড়ে হয়েছে 7855 টি ।
IBPS
Clerk Recruitment 2021:
দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক গুলিতে চাকরি প্রার্থীদের জন্য আবার দারুন খবর। IBPS CRP Clerks -XI এর আবেদন প্রক্রিয়া আবার শুরু হলো। এর আগে July 12 - 14, 2021 তারিখে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল, Institute of Banking Personnel Selection (IBPS) সেই IBPS Clerk 2021 Recruitment (CRP Clerks -XI) এর আবেদন প্রক্রিয়া আবার শুরু করলো। তাই যারা সে সময় আবেদন করতে পারেন নি, আবেদন করতে পারেন। যে সমস্ত প্রার্থী July 12 - 14, 2021 এর বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করেছিলেন তাদেরকে আর আবেদন করতে হবে না, নির্দিষ্ট সময়ে ADMIT কার্ড ডাউনলোড করতে পারবেন। July 12 - 14, 2021 তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী শূন্যপদ ছিল 5830 টি, এবার শুন্যপদ বেড়ে হয়েছে 7855 টি।
IBPS Clerk 2021 examination (CRP Clerks –XI) এর আবেদন প্রক্রিয়াটি শুরু হয়েছে 07.10.2021 তারিখ। আবেদন করতে পারবেন 27.10.2021 তারিখ পর্যন্ত। যোগ্যতা, বয়স সীমা, আবেদন প্রক্রিয়া, সব আগের মতোই রয়েছে (শেষে পুরানো প্রতিবেদনটি দেওয়া আছে।)। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখতে অনুরোধ করা হচ্ছে।
আরও পড়ুন : SBI PO 2021 পরীক্ষার মাধ্যমে 2056 জন নিয়োগ
IBPS
Clerk 2021 examination (CRP Clerks –XI) New Exam Date:
Highlights
- IBPS Clerk Recruitment 2021:
Organization
Name |
IBPS |
Post
Name |
Clerk |
Exam
Name |
CRP Clerks –XI |
IBPS
CRP Clerks –XI Application Status |
Re-Open |
Online
Application Starts |
07/10/2021 |
Last
Date of Apply Online |
27/10/2021 |
Mode
Of Application |
Online |
Job
Category |
Govt Jobs |
IBPS
Clerk 2021 prelims Exam Admit Download |
November/December 2021 |
IBPS
Clerk 2021 prelims Exam Date |
December 2021 |
IBPS
Clerk 2021 prelims Exam result |
December 2021/January 2022 |
IBPS
Clerk 2021 main Exam Admit Download |
December 2021/January 2022 |
IBPS
Clerk 2021 main Exam Date |
January/February 2022 |
Official
Website |
www.ibps.in |
অরোও বিশদে জানতে IBPS Clerk 2021 Recruitment নিয়োগের অফিশিয়াল নোটিফিকেশন দেখতে অনুরোধ করা হচ্ছে।
সরকারি, বেসরকারি , পার্টটাইম চাকরির আপডেট পেতে, বিভিন্ন বিষয়ের GK এবং কারেন্ট অ্যাফেয়ার্স বাংলায় পড়তে Tathya Point এর FACEBOOK পেইজ টি Like এবং Follow করুন এবং Telegram চ্যানেল টি JOIN এবংSubscribe করুন।
Official Website : Click Here
Official Notification New : Click Here
Apply Online New: Click Here
আরও পড়ুন : SBI PO 2021 পরীক্ষার মাধ্যমে 2056 জন নিয়োগ
FSSAI অ্যাসিস্ট্যান্ট, টেকনিকাল অফিসার এবং অন্যান্য পদে নিয়োগ
পূর্ব রেলের বিভিন্ন ডিভিশনে 3366 জন অ্যাপ্রেন্টিস নিয়োগ
কেন্দ্রীয় সরকারে 3261 জন নিয়োগ | স্টাফ সিলেকশন কমিশনের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত |
ইস্টার্ন কমান্ড সিগন্যাল রেজিমেন্ট কলকাতায় Group D পদে নিয়োগ
IBPS CRP Clerks -XI, July 12 - 14, 2021 Notification:
IBPS ক্লার্ক এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে @ শূন্যপদ প্রায় 5830 টি
IBPS Clerk Recruitment 2021 :
ব্যাঙ্ক এ চাকরি প্রার্থীদের জন্য
দারুন খবর, IBPS ক্লার্ক 2021 পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে (IBPS Clerk
Recruitment 2021)। দেশের মোট 11 টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে প্রায় 5830 ক্লার্ক নিয়োগের
জন্য অনলাইন দরখাস্ত নেওয়া শুরু হবে 12/07/2021 থেকে ৷ প্রার্থী বাছাই করবে
Institute of Banking Personnel Selection (IBPS) ৷ প্রার্থী বাছাইয়ের হবে আইবিপিএসের
কমন রিটেন এগজামিনেশন ( CRP Clerks -XI ) এর মাধ্যমে। নিয়োগ হবে এই সমস্ত (ব্যাঙ্ক অব বরোদা, ব্যাঙ্ক অব ইন্ডিয়া, ইন্ডিয়ান
ব্যাঙ্ক অব ইন্ডিয়া, ব্যাঙ্ক অব মহারাষ্ট্র, সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া, ইন্ডিয়ান
ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, কানাড়া ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল
ব্যাঙ্ক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক, ) ব্যাঙ্কে । যে-কোনো শাখায় গ্র্যাজুয়েশন
উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনে। আবেদন শুরু হয়েছে
12/07/2021 তারিখ থেকে, আবেদনের শেষ দিন 01/08/2021 তারিখ। বিস্তারিত নিচে আলোচনা করা
হলো।
Important
Event & Date :
এক
নজরে - IBPS Clerk Recruitment 2021 :
Organization
Name |
IBPS |
Post
Name |
Clerk |
Vacancies
|
5830 Posts |
Online
Application Starts |
12/07/2021 |
Last
Date of Apply Online |
01/08/2021 |
Mode
Of Application |
Online |
Job
Category |
Govt Jobs |
Official
Website |
www.ibps.in |
IBPS Clerk 2021 Notification PDF টি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। এই প্রতিবেদনের শেষে ডাউনলোড লিংক দেওয়া আছে।
আরও পড়ুন : পশ্চিমবঙ্গে ইন্ডিয়ান আর্মির র্যালির আবেদন প্রক্রিয়া শুরু হলো, বিস্তারিত জানুন
Vacancy
Details : শূন্যপদ :
IBPS
Clerk Recruitment 2021 vacancy:
মোট প্রায় 5830 টি শূন্যপদ। তবে মনে করা হচ্ছে মোট শূন্যপদের সংখ্যা
আরও বাড়তে পারে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী শূন্যপদে সংরক্ষণ পাবেন। সংরক্ষণ জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখতে অনুরোধ
করা হচ্ছে।
Eligibility
Criteria : যোগ্যতা :
IBPS
Clerk Recruitment 2021 qualification :
(i). যে কোনো সরকারি স্বীকৃত ইনস্টিটিউট / ইউনিভার্সিটি থেকে
যে-কোনো শাখায় গ্র্যাজুয়েশন উত্তীর্ণ হতে হবে।
(ii). কম্পিউটার অপারেশন / কম্পিউটার ল্যাঙ্গুয়েজে সার্টিফিকেট / ডিপ্লোমা/ ডিগ্রি থাকতে
হবে অথবা হাই স্কুল / কলেজ / ইনস্টিটিউটে কম্পিউটার / ইনফরমেশন টেকনোলজির কোনো একটি
বিষয় নিয়ে পড়ে থাকতে হবে।
(iii). কম্পিউটার অপারেটিং এবং কম্পিউটার সিস্টেমে কাজের অভিজ্ঞতা
থাকতে হবে।
মনে রাখবেন সমস্ত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা 01/08/2021 তারিখের
মধ্যে সম্পূর্ণ হতে হবে এবং যে রাজ্যের শূন্যপদের জন্য আবেদন করবেন সেই রাজ্যের সরকারি
ভাষা (Regional language) লিখতে, পড়তে ও বলতে
জানতে হবে।
Age
Limit : বয়সসীমা :
IBPS
Clerk Recruitment 2021 Age Limit:
1/07/2021 এর হিসাবে বয়স হতে হবে
20 থেকে 28 বছর । SC/ST প্রার্থীরা 5 বছর, OBC প্রার্থীরা 3 বছর, PWD প্রার্থীরা 10
বছর বয়েসের উর্দ্ধসীমায় ছাড় পাবেন। আরও বিশদে জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখতে অনুরোধ
করা হচ্ছে।
Selection
Process: প্রার্থী বাছাই পদ্ধতি:
IBPS
Clerk Recruitment 2021 Selection process:
আইবিপিএস ক্লার্কের পদ প্রার্থী
বাছাইয়ের জন্য অনলাইনে দুটি ধাপে লিখিত পরীক্ষা হবে
1. Preliminary Examination.
2. Main Examination.
মেইন পরীক্ষার প্রাপ্ত নম্বরের
ভিত্তিতে নিয়োগ করা হবে। Preliminary Examination এ উত্তীর্ণ হলে Main Examination
দিতে পারবেন। এর জন্য কোনও ইন্টারভিউ হবে না।
IBPS
Clerk 2021 : Exam Pattern : পরীক্ষার ধরন :
প্রিলিমিনারি এবং মেইন দুটি পরীক্ষাতেই প্রশ্ন থাকবে অবজেক্টিভ টাইপের। প্রশ্ন হবে ইংরেজি ও হিন্দিতে। নেগেটিভ মার্কিং থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর করে কাটা যাবে।
Application
Fee : আবেদন ফি :
IBPS
Clerk Recruitment 2021 Application fee :
SC/ST/PWBD/EXSM প্রার্র্থীদের জন্য 175/- টাকা।
বাকি সমস্ত প্রার্থীদের জন্য 850 /- টাকা।
আবেদন ফী অনলাইনে ডেবিট কার্ড ,
ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, আইএমপিএস, ক্যাশ কার্ড/ মোবাইল ওয়ালেটের মাধ্যমে
জমা করতে পারবেন। ট্র্যানজ্যাকশন সম্পূর্ণ হলে ই-রিসিটের প্রিন্ট-আউট করে রাখবেন।
Application Process : আবেদন পদ্ধতি:
IBPS
Clerk Recruitment 2021 How to apply :
ইচ্ছুক এবং আগ্রহী প্রার্থীরা অনলাইনে
IBPS এর অফিসিয়াল ওয়েবসাইট www.ibps.in থেকে আবেদন করতে পারবেন। আবেদন করতে হলে প্রথমে
বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন।
আবেদন করার আগে নিজের ফটো, সিগনেচার,
বাঁহাতের বুড়ো আঙুলের ছাপ এবং নির্দিষ্ট বয়ানে নিজের হাতে লেখা ডিক্ল্যারেশন টি স্ক্যান
করে নেবেন। আবেদন করার সময় নির্দিষ্ট স্থানে তা আপলোড করতে হবে। সংরক্ষিত শ্রেণির
প্রার্থীদের জন্য প্রি-এগজামিনেশন ট্রেনিংয়ের ব্যবস্থা রয়েছে, আরও বিশদে জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখতে অনুরোধ
করা হচ্ছে।
Official Website : Click Here
Official Notification :
Link 1 Click Here
Link 2 Click Here
Apply Online: Click Here
সরকারি, বেসরকারি , পার্টটাইম চাকরির আপডেট পেতে, বিভিন্ন বিষয়ের GK এবং কারেন্ট অ্যাফেয়ার্স বাংলায় পড়তে Tathya Point এর FACEBOOK পেইজ টি Like এবং Follow করুন এবং Telegram চ্যানেল টি JOIN এবংSubscribe করুন।
N.B : Tathya Point (www.tathyapoint.com) is a bengali job news portal who provide various government,private,Part time job information’s to jobseekers. We are not a recruitment agency and do not offer any jobs. We are requested to all Jobseekers please go through the official website of the company/department for complete details & application process. If any company/department/agency is taking money for giving job is the jobseekers own risk, Tathya Point (www.tathyapoint.com) will not responsible this.
Post a Comment
0 Comments