JEXPO 2021 |
Joint Entrance Examination for Polytechnics West Bengal (JEXPO) 2021 :
JEXPO 2021: পশ্চিমবঙ্গ রাজ্য কারিগরি শিক্ষা
কাউন্সিল(West Bengal State Council of Technical Education) রাজ্যের পলিটেকনিক গুলিতে 3 বছরের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ট্রেড এর ডিপ্লোমা কোর্সের ভর্তির এন্ট্রান্স পরীক্ষার
"JEXPO 2021" এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মাধ্যমিক উত্তীর্ণ প্রার্থীরা আবেদন
করতে পারবেন। অনলাইনে আবেদন করতে হবে WEBSCTE এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে। আবেদন শুরু
হয়েছে 06/05/2021 থেকে। আবেদন করতে পারবেন
30/06/2021 পর্যন্ত। পরীক্ষার দিন এবং কাউন্সেলিং এর দিন পরে WEBSCTE এর অফিসিয়াল ওয়েবসাইট এ জানিয়ে দেওয়া হবে। বিস্তারিত
নিচে আলোচনা করা হলো।
Important
Event & Date : গুরুত্বপূর্ণ তারিখ :
Online
Application Start :
06/05/2021
Last
Date of Online Application :
30/06/2021
Last
Date Of Online Fee Payment :
30/06/2021
আরও পড়ুন : রাজ্যের পলিটেকনিক এ দ্বিতীয় বছরে ভর্তির ল্যাটেরাল এন্ট্রি পরীক্ষার অনলাইন আবেদন শুরু হলো
Eligibility
Criteria : যোগ্যতা :
JEXPO
2021 eligibility : কারা আবেদন করতে পারবেন
?
মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষায় পাস সাথে ইংলিশ
/ ম্যাথমেটিক্স / ফিজিক্যাল সাইন্স / সাইন্স / সাইন্স এন্ড টেকনোলজি এই সব বিষয় পড়ে থাকলে 35 % মার্ক্স্ থাকতে হবে।
যারা এই বছর যারা মাধ্যমিক পরীক্ষা দেবেন বা
দিয়েছেন তারও আবেদন করতে পারবেন কিন্তু তাদের রেজাল্ট বেরোবার পর ওপরের যোগ্যতা পূরণ
করতে হবে।
JEXPO Age Limit : বয়সসীমা :
01/07/2006 এর পরে জন্ম হলে আবেদন করতে পারবেন না। বয়সের উর্ধ সীমায় কোনো
বিধি নিষেধ নেই।
Application Fee : আবেদন
ফি :
JEXPO 2021
Application Fee:
আবেদন করার জন্য লাগবে 450 টাকা টাকা।
কন্যাশ্রী তে এনরোল থাকলে 225 টাকা।
Debit / Credit card / Net
banking / e-wallet / UPI এর মাধ্যমে Application Fee পেমেন্ট করতে পারবেন।
Selection Process:
প্রার্থী বাছাই পদ্ধতি:
JEXPO 2021
Selection process :
Joint
Entrance Examination for Polytechnics West Bengal (JEXPO) 2021 পরীক্ষার মাধ্যমে রাজ্যের
পলিটেকনিক গুলিতে ভর্তির স্টুডেন্ট বাছাই করা হবে। পরীক্ষাটি কবে হবে সেটি WEBSCTE
এর অফিসিয়াল ওয়েবসাইট এ জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন : পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারী আই টি আই তে ভর্তির পক্রিয়া শুরু হলো
Application
Process : আবেদন পদ্ধতি:
JEXPO
2021 how to apply :
Joint Entrance Examination for Polytechnics West Bengal (JEXPO)
2021 পরীক্ষার আবেদন করতে হবে WEBSCTE এর অফিসিয়াল
ওয়েবসাইট থেকে। আবেদন শুরু হয়েছে 03/05/2021 থেকে। আবেদন চলবে 18/06/2021 পর্যন্ত।
আবেদনের লিংক
নিচে দেওয়া আছে।
How to apply Video Tutorial By WEBSCTE : Click Here
WEBSCTE Official Website : Click Here
Official Notification : Click Here
Online Application : Click Here
JEXPO
2021 Exam Pattern:
JEXPO
2021
পরীক্ষাটি হবে অফলাইনে অথবা অনলাইনে ( WEBSCTE এর অফিসিয়াল ওয়েবসাইট এ জানিয়ে দেওয়া
হবে)। প্রশ্ন হবে ইংরেজি এবং বাংলা ভাষায় মাল্টিপল চয়েস টাইপের। মোট 100 নম্বরের পরীক্ষা
থাকবে 100 টি প্রশ্ন। প্রশ্ন হবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এর মাধ্যমিক মানের।
নেগেটিভ মার্কস
আছে, প্রত্যেক 1 টি ভুলের জন্য 0.25 নম্বর কাটা যাবে।
ফিজিক্স – 25 নম্বর।
কেমিস্ট্রি – 25 নম্বর।
ম্যাথমেটিক্স – 50 নম্বর।
JEXPO
2021 Syllabus :
প্রশ্ন হবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এর মাধ্যমিক
মানের, ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স বিষয়ে।
Mathematics: Graphs, real
numbers, law of indices, coordinate geometry- distance formula, linear
simultaneous equations, profit and loss, statics, theorem on areas,
polynomials, area and perimeters of triangles and quadrilateral shaped region,
trigonometric ratios and trigonometric identities, theorem on concurrence,
theorem related to circle, simple interest etc.
সরকারি, বেসরকারি , পার্টটাইম চাকরির এবং বিভিন্ন কোর্সের আপডেট পেতে আমাদের Facebook Page টি লাইক করুন
Post a Comment
0 Comments