![]() |
| Western Railway Recruitment 2021 |
Western Railway Recruitment 2021: ওয়েস্টার্ন রেলওয়ে নতুন শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট 3591 টি Apprentice পদ, ট্রেনিং দেওয়া হবে Fitter ,Welder (G&E), Turner, Machinist, Carpenter, Painter (General), Mechanic (Motor Vehicle), Programming & Systems Administration Assistant (PSAA), Electrician, Electronics Mechanic, Refrigeration & AC Mechanic, Pipe Fitter, Plumber, Draftsman (Civil), Stenographer (English) এই সমস্ত ট্রেডে । নিয়োগ হবে Western Railway এর বিভিন্ন ডিভিশন / ওয়ার্কশপ এবং হেড কোয়ার্টার এ। Western Railway Recruitment 2021 এর এপ্রেন্টিস পদে আবেদন করতে হবে অনলাইনে। আবেদন শুরু হবে 25/05/2021 থেকে। আবেদনের শেষ দিন 24/06/2021, মাধ্যমিক পাস সাথে সংশ্লিষ্টি ট্রেড এ ITI পাস করে থাকলে আবেদন করতে পারবেন। বিস্তারিত নিচে আলোচনা করা হলো। Western Railway Recruitment 2021 এর Notification No. RRC/WR/01/2021
Important
Event & Date : গুরুত্বপূর্ণ তারিখ :
Online
Application Start :
25/05/2021 @ 11.00 hrs.
Last
Date of Online Application :
24/06/2021 @ 17.00 hrs.
আরও পড়ুন : পলিটেকনিক এ ভর্তির পরীক্ষা JEXPO 2021 এর অনলাইন আবেদন শুরু হলো
Vacancy
Details : শূন্যপদ :
Western
Railway Recruitment 2021 vacancy :
মোট 3591 টি Apprentice পদ, সংরক্ষিত
প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুসারে শূন্যপদ সংরক্ষিত আছে। অফিসিয়াল নোটিফিকেশন দেখতে
অনুরোধ করা হচ্ছে।
Trade wise Vacancy:
|
Trade |
Vacancy |
|
Fitter |
979 |
|
Welder
(G&E) |
342 |
|
Welder |
07 |
|
Turner |
28 |
|
Machinist |
22 |
|
Carpenter |
252 |
|
Painter
(General) |
45 |
|
Mechanic
(Motor Vehicle) |
16 |
|
DSL
Mechanic |
255 |
|
Programming
& Systems Administration Assistant (PASAA) |
172 |
|
Electrician |
651 |
|
Electronics
Mechanic |
123 |
|
Wireman |
14 |
|
Refrigeration
& AC Mechanic |
163 |
|
Pipe
Fitter |
290 |
|
Plumber |
196 |
|
Draftsman
(Civil) |
72 |
|
Stenographer
(English) |
08 |
|
Name of the Post |
Vacancy |
|
MUMBAI
(MMCT ) DIVISION |
738 |
|
VADODARA
(BRC ) DIVISION |
489 |
|
AHMEDABAD
(ADI) DIVISION |
611 |
|
RATLAM
(RTM) DIVISION |
434 |
|
RAJKOT
( RJT) DIVISION |
176 |
|
BHAVNAGAR
(BVP) DIVISION |
210 |
|
LOWER
PAREL (PL ) W/SHOP |
396 |
|
MAHALAXMI
(MX) W/SHOP |
64 |
|
BHAVNAGAR
(BVP ) W/SHOP |
73 |
|
DAHOD
(DHD) W/SHOP |
187 |
|
PRATAP
NAGAR (PRTN) W/SHOP, VADODARA |
45 |
|
SABARMATI
(SBI ) ENGG W/SHOP, AHMEDABAD |
60 |
|
SABARMATI
(SBI) SIGNAL W/SHOP, AHMEDABAD |
25 |
|
HEADQUARTER
OFFICE |
83 |
আরও পড়ুন : রাজ্যের পলিটেকনিক এ দ্বিতীয় বছরে ভর্তির ল্যাটেরাল এন্ট্রি পরীক্ষার অনলাইন আবেদন শুরু হলো
Eligibility
Criteria : যোগ্যতা :
Western
Railway Recruitment 2021 Qualification :
যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মোট
অন্তত ৫০ % নম্বর নিয়ে মাধ্যমিক পাস (১০+২ সিস্টেম এ পড়াশুনা করে থাকতে হবে )সাথে সংশ্লিষ্টি
ট্রেড এ NCVT / SCVT স্বীকৃত ITI কোর্স পাস।
Age
Limit : বয়সসীমা :
Western
Railway Recruitment 2021 Age :
24/06/2021 এর হিসাবে বয়স হতে হবে
15 থেকে 24 বছর। SC / ST প্রার্থীরা 05 বছর,
OBC প্রার্থীরা 03 বছর, PWD প্রার্থীরা 10 বছর বয়েসের উর্দ্ধসীমায় ছাড় পাবেন।
Stipend:
স্টাইপেন্ড :
এক বছরের ট্রেনিং চলাকালীন প্রতি
মাসে স্টাইপেন্ড পাবেন ।
Application
Fee : আবেদন ফি :
আবেদন ফী 100 টাকা।
SC/ST/PWD/Women প্রার্থীদের কোনো আবেদন ফী
দিতে হবে না। ফী পেমেন্ট করতে হবে অনলাইনে।
Selection
Process: প্রার্থী বাছাই পদ্ধতি:
প্রার্থী বাছাই এর জন্য কোনো লিখিত
পরীক্ষা হবে না। মাধ্যমিক এবং ITI এ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরী করে
নিয়োগ হবে।
আরও পড়ুন : পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ বোর্ড এ বিভিন্ন শূন্যপদে কর্মী নিয়োগ
Application
Process : আবেদন পদ্ধতি:
যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের
RRC Western Railway এর অফিসিয়াল ওয়েব পোর্টাল
https://rrc-wr.com/ এর মাধ্যমে অনলাইনে
আবেদন করতে হবে। আবেদন করার সময় আবেদনকারীদের ব্যক্তিগত তথ্য / ট্রেড / আধার নম্বর
/ মার্কস / সিজিপিএ / ডিভিশন / ওয়ার্কশপ ইত্যাদি পূরণ করতে হবে।
আবেদনকারীদের নিম্নলিখিত ডকুমেন্টগুলির
self attested স্ক্যান কপি আপলোড করতে হবে :
- মাধ্যমিক বা এর সমমানের মার্ক শীট এবং সার্টিফিকেট।
- জন্মের প্রমান পত্র (মাধ্যমিকের এডমিট)
- আইটিআই ট্রেডের সমস্ত সেমিস্টারের মার্ক শীট এবং পাস সার্টিফিকেট।
- কাস্ট সার্টিফিকেট (SC/ST/OBC/EWS প্রার্থীদের জন্য)।
- প্রতিবন্ধী প্রার্থী হলে তার সার্টিফিকেট।
- যদি Ex-Servicemen হন তাহলে Discharge certificate / Serving certificate .
আরোও বিশদে জানতে এবং অনলাইন আবেদন
করতে অফিসিয়াল নোটিফিকেশন এর লিংক নিচে দেওয়া আছে দেখতে অনুরোধ করা হচ্ছে।
Western Railway Website : Click Here
Official Notification : Click Here
Online Application : Click Here
সরকারি, বেসরকারি , পার্টটাইম চাকরির আপডেট পেতে, বিভিন্ন বিষয়ের GK এবং কারেন্ট অ্যাফেয়ার্স বাংলায় পড়তে Tathya Point এর FACEBOOK পেইজ টি লাইক এবং ফলো করুন এবং টেলিগ্রাম চ্যানেল টি JOIN এবং Subscribe করুন।
|
FACEBOOK |
|
|
TELEGRAM |
আরও পড়ুন : গোয়া শিপইয়ার্ড বিভিন্ন শূন্যপদে কর্মী নিয়োগ
পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ বোর্ড এ বিভিন্ন শূন্যপদে কর্মী নিয়োগ
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে 5237 ক্লার্ক নিয়োগ
আই টি আই লিমিটেড এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নিয়োগ
ডেডিকেটেড ফ্রেট করিডোর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এ Executive ও অন্যান্য পদে প্রার্থী নিয়োগ
পশ্চিমবঙ্গের বিভিন্ন নার্সিং কলেজে ANM এবং GNM কোর্স এ ভর্তির জন্য জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন
ইন্ডিয়ান এয়ার ফোর্সেগ্রুপ-সি কর্মী নিয়োগ
N.B : Tathya Point (www.tathyapoint.com) is a bengali job news portal who provide various government,private,Part time job information’s to jobseekers. We are not a recruitment agency and do not offer any jobs. We are requested to all Jobseekers please go through the official website of the company/department for complete details & application process. If any company/department/agency is taking money for giving job is the jobseekers own risk, Tathya Point (www.tathyapoint.com) will not responsible this.


Post a Comment
0 Comments