Type Here to Get Search Results !

VOCLET 2021: রাজ্যের পলিটেকনিক এ দ্বিতীয় বছরে ভর্তির ল্যাটেরাল এন্ট্রি পরীক্ষার অনলাইন আবেদন শুরু হলো: Application Online (Notification out), Exam date, Syllabus, Counselling, Colleges @webscte.co.in

VOCLET 2021

পশ্চিমবঙ্গ রাজ্য কারিগরি শিক্ষা কাউন্সিল(West Bengal State Council of Technical Education) রাজ্যের পলিটেকনিক গুলিতে দ্বিতীয় বছরে ভর্তির ল্যাটেরাল এন্ট্রি পরীক্ষা VOCLET 2021 এর বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। Vocational Lateral Entry Test (VOCLET) পরীক্ষার মাধ্যমে দ্বিতীয় বছর থেকে পলিটেকনিক কোর্স এ ভর্তি হতে পারবেন। এই পরীক্ষায় যোগ্যতা অর্জনকারী প্রার্থীরা Engineering, Technology, Architecture, Pharmacy সহ বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ট্রেড এ পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত বিভিন্ন সরকারী বা বেসরকারী পলিটেকনিক প্রতিষ্ঠানে ডিপ্লোমা কোর্স এর দ্বিতীয় বছরে ভর্তির সুযোগ পাবেন। বিস্তারিত নিচে আলোচনা করা হলো।

Important Event & Date : গুরুত্বপূর্ণ তারিখ :

Online Application Start : 

06/05/2021

Last Date of Online Application :

30/06/2021

Last Date Of Online Fee Payment :

30/06/2021

আরও পড়ুন :  পলিটেকনিক এ ভর্তির পরীক্ষা JEXPO 2021 এর অনলাইন আবেদন শুরু হলো

Eligibility Criteria : যোগ্যতা :

VOCLET 2021 eligibility :  কারা আবেদন করতে পারবেন ?

West Bengal State Council of Vocational Education & Training অথবা West Bengal State Council of Technical and Vocational Education and Skill Development (Vocational Education Division) অনুমোদিত উচ্চমাধ্যমিক (১০+২) পরীক্ষায় পাস। যারা এবছর পরীক্ষা দেবেন তারাও আবেদন করতে পারবেন।

অথবা

মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশের পর ২ বছরের ITI কোর্স পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। ITI এপিয়ার্ড প্রার্থীরা আবেদন করতে পারবেন না।

অথবা

যেকোনো স্বীকৃত বোর্ড / কাউন্সিল থেকে ফিজিক্স, কেমিস্ট্রি মূল বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক ( 10+2) পাস/ এপিয়ার্ড সাথে ম্যাথমেটিক্স অথবা বায়োলজি বিষয় থাকতে হবে।

অথবা

যেকোনো স্বীকৃত বোর্ড / কাউন্সিল থেকে বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক ( 10+2) পাস / এপিয়ার্ড সাথে ম্যাথমেটিক্স বিষয় থাকতে হবে।

 অথবা

যেকোনো স্বীকৃত বোর্ড / কাউন্সিল থেকে বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক ( 10+2) পাস / এপিয়ার্ড সাথে প্রযুক্তিগত বৃত্তিমূলক (Technical Vocational Subjects) বিষয় থাকতে হবে (including CSS for VHSE)।

VOCLET  Age Limit : বয়সসীমা :

বয়সের উর্ধ সীমায় কোনো বিধি নিষেধ নেই।

Application Fee : আবেদন ফি :

VOCLET 2021 Application Fee:

আবেদন করার জন্য লাগবে 450 টাকা টাকা।  কন্যাশ্রী তে এনরোল থাকলে  225 টাকা।

Debit / Credit card /  Net banking / e-wallet / UPI এর মাধ্যমে Application Fee পেমেন্ট করতে পারবেন।

আরও পড়ুন :  পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারী আই টি আই তে ভর্তির পক্রিয়া  শুরু হলো 

Selection Process: প্রার্থী বাছাই পদ্ধতি:

VOCLET 2021 Selection process :

Vocational Lateral Entry Test (VOCLET) 2021 পরীক্ষার মাধ্যমে রাজ্যের পলিটেকনিক গুলিতে দ্বিতীয় বছরে ভর্তির স্টুডেন্ট বাছাই করা হবে। পরীক্ষাটি কবে হবে সেটি WEBSCTE এর অফিসিয়াল ওয়েবসাইট এ জানিয়ে দেওয়া হবে।

Application Process : আবেদন পদ্ধতি:

VOCLET 2021 how to apply :

Vocational Lateral Entry Test (VOCLET) 2021  পরীক্ষার আবেদন করতে হবে WEBSCTE এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে। আবেদন শুরু হয়েছে 03/05/2021 থেকে। আবেদন চলবে 18/06/2021 পর্যন্ত। আবেদনের লিংক নিচে দেওয়া আছে।

How to apply Video Tutorial By WEBSCTE : Click Here

WEBSCTE Official Website : Click Here

Official Notification : Click Here

Online Application : Click Here 

VOCLET 2021 Exam Pattern:

VOCLET 2021 পরীক্ষাটি হবে অফলাইনে অথবা অনলাইনে ( WEBSCTE এর অফিসিয়াল ওয়েবসাইট এ জানিয়ে দেওয়া হবে)। প্রশ্ন হবে ইংরেজি এবং বাংলা ভাষায় মাল্টিপল চয়েস টাইপের। মোট 100 নম্বরের পরীক্ষা থাকবে 100 টি প্রশ্ন। প্রশ্ন হবে West Bengal State Council of Vocational Education & Training এর উচ্চমাধ্যমিক (10+2) মানের। নেগেটিভ মার্কস আছে, প্রত্যেক 1 টি ভুলের জন্য 0.25 নম্বর কাটা যাবে।

ফিজিক্স –  20 নম্বর।

কেমিস্ট্রি –  20 নম্বর।

ম্যাথমেটিক্স –  20 নম্বর।

মেকানিক্স - 20 নম্বর।

কম্পিউটার - 20 নম্বর।

সরকারি, বেসরকারি , পার্টটাইম চাকরির এবং বিভিন্ন কোর্সের আপডেট পেতে আমাদের Facebook Page টি লাইক করুন 

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.