Tata
Metaliks Limited Kharagpur Recruitment 2021:
টাটা মেটালিক্স লিমিটেড খড়গপুরে
(Tata Metaliks Limited Kharagpur) চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর (Job in
Kharagpur)। টাটা মেটালিক্স লিমিটেড খড়গপুর অফিসার, সুপারভাইসার, ওয়ার্কার এবং অ্যাপ্রেন্টিস
নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে (Tata Metaliks Limited Kharagpur Recruitment
2021)। ITI, Diploma, B.E, B.TECH উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 28/09/2021 তারিখের "The Telegraph"
ইংরেজি দৈনিকে। Tata Metaliks Limited লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটেও বিজ্ঞপ্তি টি
দেওয়া আছে। আবেদন করতে হবে টাটা মেটালিক্স লিমিটেদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে।
আবেদন শুরু হয়েছে 28/09/2021 থেকে। TML Recruitment 2021 বিস্তারিত নিচে আলোচনা করা
হল।
Tata
Metaliks Limited Kharagpur Recruitment 2021 এর official notification টির লিংক
শেষে দেওয়া আছে দেখতে অনুরোধ করা হচ্ছে।
Highlights - Tata Metaliks Limited Kharagpur Recruitment 2021:
Organization Name |
Tata Metaliks Limited Kharagpur |
Job Type |
Private |
Job Profile |
Officers, Supervisors, Workers
and Apprentices |
Vacancies |
Various |
Notification Published Date |
28/09/2021 |
Online Application Starts |
28/09/2021 |
Last Date of
Application |
Not mentioned, Apply As soon as
possible |
Mode Of
Application |
Online |
Official
Website |
www.tatametaliks.com |
Vacancy Details : শূন্যপদ :
Tata Metaliks Limited Kharagpur Recruitment 2021 Vacancy, Eligibility, Salary:
অফিসার (Officer):
শিক্ষাগত
যোগ্যতা:
(i) AICTE স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল/ মেটালার্জি/
প্রোডাকশন/ ইলেকট্রিক্যাল/ ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং এ Diploma / BE / B Tech
/ B.Sc (Engineering) উত্তীর্ণ হতে হবে।
(ii) Diploma engineering এর ক্ষেত্রে ন্যূনতম 10 বছরের
এবং BE / B Tech / B.Sc (Engineering) এর ক্ষেত্রে ন্যূনতম 2 বছরের সংশ্লিষ্ট কাজের
অভিজ্ঞতা থাকতে হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখতে অনুরোধ করা হচ্ছে।
বেতন
(Salary): অফিসিয়াল নোটিফিকেশন দেখতে অনুরোধ করা হচ্ছে।
সুপারভাইসার (Supervisors):
শিক্ষাগত
যোগ্যতা:
(i) AICTE স্বীকৃত
প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল/ মেটালার্জি/ ইলেকট্রিক্যাল/ ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং
এ Diploma Engineering উত্তীর্ণ হতে হবে।
(ii) ন্যূনতম 2 বছরের সংশ্লিষ্ট
কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখতে অনুরোধ করা হচ্ছে।
বেতন
(Salary): অফিসিয়াল নোটিফিকেশন দেখতে অনুরোধ করা হচ্ছে।
ওয়ার্কার এবং অ্যাপ্রেন্টিস (Workers and Apprentices):
শিক্ষাগত
যোগ্যতা:
মাধ্যমিক / উচ্চমাধ্যমিক উত্তীর্ণ
প্রার্থীরা NCVT সিকৃত ফিটার, ফাউন্ড্রিম্যান,
মোল্ডার, মেশিনিস্ট, ওয়েল্ডার, টার্নার, ইলেকট্রিশিয়ান এবং মিলওয়াইট মেকানিক
(Fitter, Foundryman, Moulder, Machinist, Welder, Turner, Electrician and
Millwright Mechanic) এই সমস্ত ট্রেডে National Trade Certificate (NTC) অথবা
National Apprenticeship Certificate (NAC) এবং সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 2 বছরের অভিজ্ঞতা
থাকলে ওয়ার্কার পদের জন্য আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশন
দেখতে অনুরোধ করা হচ্ছে।
বেতন (Salary): অফিসিয়াল নোটিফিকেশন দেখতে অনুরোধ করা হচ্ছে।
এপ্রেন্টিস
পদের ক্ষেত্রে :- উপরের ওই সমস্ত ট্রেডে ফ্রেশার্স ITI উত্তীর্ণ প্রার্থীরা
এপ্রেন্টিস পদের জন্য আবেদন করতে পারবেন। Apprentices
Act 1961 অনুসারে এপ্রেন্টিস প্রার্থীরা প্রতিমাসে 10800/- টাকা স্টাইপেন্ড পাবেন।
বিস্তারিত
জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখতে অনুরোধ করা হচ্ছে।
উপরের
সমস্ত পদেই শুধুমাত্র পূর্ণ সময়ের কোর্সের যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা যোগ্য। পার্টটাইম
কোর্স, দূরশিক্ষা প্রোগ্রাম এবং করসপন্ডেন্স কোর্সের যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা আবেদন
করতে পারবেন না।
Application Fee : আবেদন
ফি :
Tata Metaliks Limited
Kharagpur Recruitment 2021 Application fee :
প্রার্থীদের ফি দিতে হবে না৷
Selection Process:
প্রার্থী বাছাই পদ্ধতি:
Tata Metaliks Limited
Kharagpur Recruitment 2021 Selection Process :
প্রার্থী বাছাই করা হবে অনলাইন লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। যেসমস্ত প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন তারাই ইন্টারভিউ এ ডাক পাবেন। লিখিত পরীক্ষা / ইন্টারভিউয়ের তারিখ প্রার্থীদের তাদের পার্সোনাল মোবাইল নম্বর এবং ইমেইল আইডিতে এসএমএস / ইমেইলের মাধ্যমে জানানো হবে।
অফিসিয়াল নোটিফিকেশন দেখতে অনুরোধ
করা হচ্ছে।
Application Process :
আবেদন পদ্ধতি:
Tata Metaliks Limited
Kharagpur Recruitment 2021 How to apply :
ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের টাটা মেটালিক্স
এর অফিসিয়াইল ওয়েবসাইট https://www.tatametaliks.com/careers/work-with-us.aspx থেকে
অনলাইনে আবেদন করতে হবে।
উপরের লিংকে যান, সেখানে পদ গুলি দেখতে পাবেন,
যোগ্যতা এবং নোটিফিকেশন টি ভালো করে পড়ে তারপর আবেদন করুন।
সরকারি, বেসরকারি , পার্টটাইম চাকরির আপডেট পেতে, বিভিন্ন বিষয়ের GK এবং কারেন্ট অ্যাফেয়ার্স বাংলায় পড়তে Tathya Point এর FACEBOOK পেইজ টি Like এবং Follow করুন এবং Telegram চ্যানেল টি JOIN এবংSubscribe করুন।
Official Website : Click Here
Official Notification & Online Application: Click Here
আরও পড়ুন : কেন্দ্রীয় সরকারে 3261 জন নিয়োগ | স্টাফ সিলেকশন কমিশনের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত |
রাজ্যে স্থায়ী পদে 60 টি GROUP – D সরকারি কর্মী নিয়োগ
রাজ্যে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানায় 492 জন নিয়োগ
বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরিয়ান, কেয়ারটেকার সহ বিভিন্ন পদে নিয়োগ।
উত্তর রেলে 3093 জন অ্যাপ্রেন্টিস নিয়োগ। বিস্তারিত দেখুন
কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্ত মালদার GKCIET এ বিভিন্ন পদে নিয়োগ
N.B : Tathya Point (www.tathyapoint.com) is a bengali job news portal who provide various government,private,Part time job information’s to jobseekers. We are not a recruitment agency and do not offer any jobs. We are requested to all Jobseekers please go through the official website of the company/department for complete details & application process. If any company/department/agency is taking money for giving job is the jobseekers own risk, Tathya Point (www.tathyapoint.com) will not responsible this.
Post a Comment
0 Comments