Type Here to Get Search Results !

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্ত মালদার GKCIET এ বিভিন্ন পদে নিয়োগ

 


GKCIET Recruitment 2021:

পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য আবার খুশির খবর। ভারত সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্ত এবং কেন্দ্রীয় অর্থায়িত প্রযুক্তিগত ইনস্টিটিউট (CFTI) গনি খান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি [Ghani Khan Chaudhury Institute of Engineering and Technology(GKCIET)]  বিভিন্ন পদে নিয়োগের  বিজ্ঞপ্তি প্রকাশ করেছে (GKCIET Recruitment 2021)। আবেদন করতে হবে অনলাইনে। আবেদন শুরু হয়েছে 31/08/2021 তারিখ থেকে। আবেদন করতে পারবেন 30/09/2021 তারিখ পর্যন্ত। GKCIET Recruitment 2021 বিস্তারিত নিচে আলোচনা করা হল।

Ghani Khan Chaudhury Institute of Engineering and Technology Recruitment 2021 এর Advertisement Number- 02/2021, Date: 31.08.2021

GKCIET Recruitment 2021 official notification PDF  টির লিংক শেষে দেওয়া আছে দেখতে অনুরোধ করা হচ্ছে।

Highlights -  GKCIET Recruitment 2021:

Organization Name

Ghani Khan Chaudhury Institute of Engineering and Technology

Job Type

Govt. Job

Online Application Starts    

31/08/2021

Last Date of Application             

30/09/2021

Mode Of Application         

Online

Official Website      

https://www.gkciet.ac.in/

 

Vacancy Details : শূন্যপদ :

GKCIET Recruitment 2021 Vacancy:

মোট শূন্যপদের সংখ্যা 06 টি।

Post Name

Vacancy

Security Officer

UR-01

Assistant Engineer

UR-01

P.A to Director

UR-01

Section Officer

UR-01

Assistant

UR-01

Sorter (Library)

UR-01

Total

06

 

Eligibility Criteria: যোগ্যতা:

GKCIET Recruitment 2021 Qualification:

I). সিকিউরিটি অফিসার(Security Officer):

যেকোন স্বীকৃত  ইনস্টিটিউট / ইউনিভার্সিটি থেকে যেকোন শাখায় স্নাতক উত্তীর্ণ হতে হবে সঙ্গে সংশ্লিষ্ট কাজে  5 বছরের কাজের অভিজ্ঞতা।  বিস্তারিত জানতে অফিশিয়াল নোটিফিকেশন দেখতে অনুরোধ করা হচ্ছে।

II). অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (Assistant Engineer):

যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 60 %  নম্বর সহ  সিভিল ইঞ্জিনিয়ারিং    ডিগ্রি কোর্স উত্তীর্ণ হতে হবে। কনস্ট্রাকশন / সিভিল প্রোজেক্টের কাজে অভিজ্ঞতা থাকতে হবে  এবং CAD এ  জ্ঞান থাকতে হবে।

III). পি এ তো ডিরেক্টর (P.A to Director):

স্বীকৃত  ইনস্টিটিউট / ইউনিভার্সিটি থেকে যেকোন শাখায় স্নাতক সঙ্গে কম্পিউটারে শর্ট হ্যান্ড স্টেনোগ্রাফিতে ইংরেজিতে অন্ততপক্ষে প্রতি মিনিটে 100 টি শব্দ তোলার  গতি (স্পিড) থাকতে হবে।  কম্পিউটারে e office  এর কাজে জ্ঞান থাকতে হবে এবং  ইংরেজিতে  এবং হিন্দিতে  কথা বলা  লেখায় পারদর্শী হতে হবে।

IV). সেকশন অফিসার (Section Officer):

স্বীকৃত  ইনস্টিটিউট / ইউনিভার্সিটি থেকে থেকে অন্ততপক্ষে 50 শতাংশ নম্বর সহ যেকোন শাখায় স্নাতকোত্তর  উত্তীর্ণ হতে হবে। কম্পিউটারে MS Office / Excel  এর কাজে জ্ঞান থাকতে হবে এবং  ইংরেজিতে  এবং হিন্দিতে  কথা বলা  লেখায় পারদর্শী হতে হবে।

IV). অ্যাসিস্ট্যান্ট (Assistant):

স্বীকৃত  ইনস্টিটিউট / ইউনিভার্সিটি থেকে যেকোনো শাখায় স্নাতক  উত্তীর্ণ হতে হবে সঙ্গে কম্পিউটারে অন্ততপক্ষে প্রতি মিনিটে 35 টি শব্দ তোলার গতি (স্পিড)থাকতে হবে। কম্পিউটারে e office  এর কাজে জ্ঞান থাকতে হবে এবং  ইংরেজিতে  এবং হিন্দিতে  কথা বলা  লেখায় পারদর্শী হতে হবে।

V). লাইব্রেরি [Sorter (Library)]:

স্বীকৃত  বোর্ড /  কাউন্সিল থেকে যে কোন শাখায় উচ্চ মাধ্যমিক পাস   সাথী  লাইব্রেরী সাইন্স এ (library science)   সার্টিফিকেট থাকতে হবে। কম্পিউটারে MS Office / Excel  এর কাজে জ্ঞান থাকতে ।

শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সম্পর্কে আরো বিস্তারিত জানতে অফিশিয়াল নোটিফিকেশন দেখতে অনুরোধ করা হচ্ছে।

Age Limit : বয়সসীমা :

GKCIET Recruitment 2021 Age Limit:

01-01-2021 এর হিসাবে বয়স হতে হবে:-

Post Name

Age

Security Officer

35

Assistant Engineer

35

P.A to Director

30

Section Officer

30

Assistant

30

Sorter (Library)

30

 

Salary:  বেতন:

GKCIET Recruitment 2021 Salary :

Post Name

Salary

Security Officer

₹ 5400 G.P, Level-09, ₹ 53,100 as per 7th CPC

Assistant Engineer

₹ 5400 G.P, Level-09, ₹ 53,100 as per 7th CPC

P.A to Director

₹ 4200 G.P, Level-06, ₹ 35,400 as per 7th CPC

Section Officer

₹ 4800 G.P, Level-08, ₹ 47,600 as per 7th CPC

Assistant

₹ 4200 G.P, Level-06, ₹ 35,400 as per 7th CPC

Sorter (Library)

₹ 1900 G.P, Level-02, ₹ 19,900 as per 7th CPC

 

Application Fee : আবেদন ফি :

GKCIET Recruitment 2021 Application fee :

General / OBC/ EWS প্রার্থীদের জন্য 1500 টাকা এবং SC/ ST প্রার্থীদের জন্য 500 টাকা আবেদন ফি দিতে হবে। PWD প্রার্থীদের জন্য কোন আবেদন ফি লাগবে না। আবেদন ফি দিতে হবে অনলাইনে (Debit/Credit Card/Interner Banking)।

Application Process : আবেদন পদ্ধতি:

GKCIET Recruitment 2021 How to apply :

ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের Ghani Khan Chaudhury Institute of Engineering and Technology(GKCIET) official website  https://www.gkciet.ac.in/  এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে পারবেন 30/09/2021 তারিখ পর্যন্ত।

অরোও বিশদে জানতে  GKCIET Recruitment 2021  Official notification দেখতে অনুরোধ করা হচ্ছে।

সরকারি, বেসরকারি , পার্টটাইম চাকরির আপডেট পেতে, বিভিন্ন বিষয়ের GK এবং কারেন্ট অ্যাফেয়ার্স বাংলায় পড়তে Tathya Point এর FACEBOOK পেইজ টি Like এবং Follow  করুন এবং Telegram চ্যানেল টি JOIN এবংSubscribe করুন।


Official Website : Click Here

Official Notification: Click Here

Apply Online: Click Here


N.B : Tathya Point (www.tathyapoint.com) is a  bengali job news portal who provide various government,private,Part time job information’s to jobseekers. We are not a recruitment agency and do not offer any jobs. We are requested to all Jobseekers please go through the official website of the company/department for complete details & application process. If any company/department/agency is taking money for giving job is the jobseekers own risk, Tathya Point (www.tathyapoint.com) will not responsible this.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.