Type Here to Get Search Results !

Goa Shipyard Recruitment 2021 : গোয়া শিপইয়ার্ড বিভিন্ন শূন্যপদে কর্মী নিয়োগ

 


Goa Shipyard Recruitment 2021: গোয়া শিপইয়ার্ড বিভিন্ন শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিয়োগ হবে Electrical Mechanic, Commercial Assistant, EOT Crane Operator, Technical Assistant (QA), General Fitter, Unskilled, FRP Laminator, Nurse, Technical Assistant (Commercial), Technical Assistant (Stores), Trainee Khalasi, Welder, and Structural Fitter এই সমস্ত পদে। মোট শূন্যপদ  137 টি। সমস্ত পদের জন্য অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে 04/05/2021 থেকে। আবেদনের শেষ তারিখ 04/06/2021, বিস্তারিত নিচে আলোচনা করা হলো। Advt No 03/2021

Important Event & Date : গুরুত্বপূর্ণ তারিখ :

Online Application Start

04/05/2021

Last Date of Online Application

04/06/2021

LAST DATE FOR RECEIPT OF THE ORIGINAL DEMAND DRAFT

14/06/2021

Vacancy Details : শূন্যপদ :

মোট শূন্যপদ 137 টি।

Name of the post

Vacancies

General Fitter

05 (ST-01,OBC-01,UR-03)

Electrical Mechanic

01 (EWS-01)

Commercial Assistant

01 (PwBD-[VH(LV)]-01)

Technical Assistant(QA)

10 (OBC-01, UR-02)

Unskilled   

25 (ST-03, OBC-05,EWS-02, UR-12, PwBD[VH(LV)]-01, PwBD(HH)-01, PwBD (MH)-01)

FRP Laminator

05 (UR-04, OBC-01)

EOT Crane Operator

10 (ST-01, OBC-02, EWS-01, UR-06)

Welder

26 (ST-03, OBC-05, EWS-03, UR-13, PwBD[OH(OL)]-02)

Structural Fitter

42 (SC-01, ST-05, OBC-08, EWS-05, UR-23)

Nurse

03 (UR-03)

Technical Assistant

(Commercial)

02 (UR-02)

Technical Assistant

(Stores)

05 (ST-01, OBC- 01, EWS- 01, UR-02)

Trainee Khalasi

09 (ST-01, OBC-01,

EWS-01, UR-06)

 

Eligibility Criteria : যোগ্যতা :

Goa Shipyard Recruitment 2021 Qualification:

General Fitter:

প্রার্থীকে Fitter / Fitter General or ITI in Fitter / Fitter General এর মধ্যে যে কোনো বিষয়ে ITI & NCTVT পরীক্ষায় পাস সার্টিফিকেট থাকতে হবে এবং সাথে সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

Electrical Mechanic :

প্রার্থীর মাধ্যমিক পাশের সাথে ইলেক্ট্রিশিয়ান ট্রেড এ ITI পাস এবং সাথে সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 

Commercial Assistant:

যে কোনো শাখায় গ্রাজুয়েট ডিগ্রি পাস সাথে কম্পিউটারে টাইপ করা জানতে হবে এবং Word / Power Point পরিচালনা করার জ্ঞান থাকতে হবে এবং ১ বছরের কম্পিউটার এপ্লিকেশন সার্টিফিকেট কোর্স থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

Technical Assistant(QA):

যেকোনো স্বীকৃত ইনস্টিটিউট / বিশ্ববিদ্যালয় থেকে শিপ বিল্ডিং ইঞ্জিনিয়ারিং / মেকানিকাল ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম 2 বছর পূর্ণ সময় এর ডিপ্লোমা পাস।সাথে সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

Unskilled :

যে কোনো সরকারি স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস সাথে সংশ্লিষ্ট বিষয়ে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ITI পাস প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

FRP Laminator :

যেকোনো স্বীকৃত ইনস্টিটিউট / বিশ্ববিদ্যালয় থেকে FRP বিষয় নিয়ে শিপ বিল্ডিং ইঞ্জিনিয়ারিং / মেকানিকাল ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম 2 বছর পূর্ণ সময় এর ডিপ্লোমা পাস।সাথে সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

EOT Crane Operator:

যে কোনো সরকারি স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক এবং ITI পাস সাথে ক্রেন অপারেটর হিসাবে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

Welder :

প্রার্থীকে Welder বিষয়ে ITI & NCTVT পরীক্ষায় পাস সার্টিফিকেট থাকতে হবে এবং সাথে সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

Structural Fitter :

প্রার্থীকে Structural Fitter / Fitter / Fitter General / Sheet Metal Worker এর মধ্যে যেকোনো একটি বিষয়ে ITI & NCTVT পরীক্ষায় পাস সার্টিফিকেট থাকতে হবে এবং সাথে সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

Nurse:

যেকোনো স্বীকৃত Institute / Board / University থেকে B. Sc Nursing অথবা ন্যূনতম 2 বছর পূর্ণ সময় এর Nursing & Midwifery এর  ডিপ্লোমা পাস। সাথে সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

Technical Assistant(Commercial):

যেকোনো স্বীকৃত ইনস্টিটিউট / বিশ্ববিদ্যালয় থেকে Mechanical / Electrical / Shipbuilding / Production ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম 2 বছর পূর্ণ সময় এর ডিপ্লোমা পাস। সাথে সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। Materials / Logistics / purchase / Supply Chain Management বিষয়ে সার্টিফিকেট থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

Technical Assistant (Stores) :

যেকোনো স্বীকৃত ইনস্টিটিউট / বিশ্ববিদ্যালয় থেকে Mechanical / Electrical / Shipbuilding / Production / Fabrication ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম 2 বছর পূর্ণ সময় এর ডিপ্লোমা পাস। সাথে সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। Materials / Logistics / purchase / Supply Chain Management বিষয়ে সার্টিফিকেট থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

Trainee Khalasi :

যে কোনো সরকারি স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক এবং সাথে Fitter / Fitter General ট্রেড এ ITI পাস।

Age Limit : বয়সসীমা :

31/03/2021 এর হিসাবে বয়স হতে হবে EWS / UR- 33, SC / ST - 38, OBC - 36, PwBD(UR) – 43, PwBD(SC/ST)-48, PwBD (OBC)-46 বছর।

Salary : বেতন :   

Name of the post

Salary (In )

General Fitter

15100 – 53000

Electrical Mechanic

15100 –  53000

Commercial Assistant

15600 –  57500

Technical Assistant(QA)

16600 – 63500

Unskilled   

10100 – 35000

FRP Laminator

16600 – 63500

EOT Crane Operator

14600 – 48500

Welder

15100 – 53000

Structural Fitter

15100 – 53000

Nurse

16600 – 63500

Technical Assistant

(Commercial)

16600 – 63500

Technical Assistant

(Stores)

16600 – 63500

Trainee Khalasi

15100 – 53000

 

Application Fee : আবেদন ফি :

Gen/ OBC প্রার্থীদের জন্য Rs. 200 টাকা। SC/ ST/ PWD/ EXSM প্রার্থীদের কোনো ফী লাগবে না।

এপ্লিকেশন ফী জমা দিতে হবে Demand Draft হিসাবে। ব্যাঙ্ক এ গিয়ে 200/- টাকার Demand Draft নিতে হবে যেটা in favor of “Goa Shipyard Limited” এবং payable at Vasco-da-Gama হবে।

Demand Draft এর ব্যাক সাইড এ Application / Job Registration number, Name, Mobile Number, Name of the post and Advertisement No. অবশ্যই লিখবেন। এর পর অরিজিনাল Demand Draft টি এই ঠিকানায় পোস্ট করবেন "GM (HR&A), HR Department, Dr. B.R. Ambedkar Bhavan, Goa Shipyard Limited, Vasco-Da-Gama, Goa – 403802"

Selection Process: প্রার্থী বাছাই পদ্ধতি:

লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে প্রাথী বাছাই করা হবে। প্রাথীদের ইমেইল এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

Application Process : আবেদন পদ্ধতি:

Goa Shipyard Recruitment 2021 how to apply: প্রার্থীদের Goa Shipyard এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটএর home page এ ‘careers’ অপসন এ ক্লিক করবেন তারপর ‘GSL Careers’ লিংক এ ক্লিক করবেন এরপর ‘Apply Now’ বাটন এ ক্লিক করে যে পোস্ট এর জন্য আবেদন করছেন সেটি সিলেক্ট করবেন।

আবেদনের আগে নিজের সমস্ত ডকুমেন্ট ( শিক্ষাগত যোগ্যতা, বয়সের প্রমান পত্র, ডিমান্ড ড্রাফট, কাস্ট সার্টিফিকেট, এক্সপেরিয়েন্স সার্টিফিকেট ইত্যাদি ) PG অথবা PDF ফরম্যাটে স্ক্যান করে নেবেন। এগুলি আপলোড করতে হবে। এর পর শুধুমাত্র অরিজিনাল Demand Draft টি এই ঠিকানায় পোস্ট করবেন "GM (HR&A), HR Department, Dr. B.R. Ambedkar Bhavan, Goa Shipyard Limited, Vasco-Da-Gama, Goa – 403802"

মনে রাখবেন পোস্ট টি ওপরের ঠিকানায় পৌঁছানোর শেষ দিন 14/06/2021 .

Goa Shipyard Official Website 

Official Notification



Online Application 

সরকারি, বেসরকারি , পার্টটাইম চাকরির আপডেট পেতে আমাদের Facebook Page টি লাইক করুন 


 আরও পড়ুন :  স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে 5237 ক্লার্ক নিয়োগ

আই টি আই লিমিটেড এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নিয়োগ

ডেডিকেটেড ফ্রেট করিডোর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এ  Executive ও অন্যান্য পদে প্রার্থী নিয়োগ

পশ্চিমবঙ্গের বিভিন্ন নার্সিং কলেজে ANM এবং GNM কোর্স এ ভর্তির জন্য জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন

 ইন্ডিয়ান এয়ার ফোর্সেগ্রুপ-সি কর্মী নিয়োগ

N.B : Tathya Point (www.tathyapoint.com) is a  bengali job news portal who provide various government,private,Part time job information’s to jobseekers. We are not a recruitment agency and do not offer any jobs. We are requested to all Jobseekers please go through the official website of the company/department for complete details & application process. If any company/department/agency is taking money for giving job is the jobseekers own risk, Tathya Point (www.tathyapoint.com) will not responsible this.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.