Type Here to Get Search Results !

WBJEEB ANM & GNM Joint Entrance Examinations 2021: পশ্চিমবঙ্গের বিভিন্ন নার্সিং কলেজে ANM এবং GNM কোর্স এ ভর্তির জন্য জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন @wbjeeb.nic.in

 


পশ্চিমবঙ্গের বিভিন্ন Govt./Private/Self Finance নার্সিং কলেজ এ  2021-22 একাডেমিক সেশন এ  অক্সিলারি নার্সিং ও মিড্ওয়াইফারি (ANM) এবং জেনারেল নার্সিং ও মিড্ওয়াইফারি (GNM) কোর্স এ এডমিশন এর জন্য জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পুরুষ এবং মহিলা উভয়েই আবেদন করতে পারবেন। অক্সিলারি নার্সিং ও মিড্ওয়াইফারি (ANM) এ শুধুমাত্র মহিলা রাই আবেদন করতে পারবেন এবং জেনারেল নার্সিং ও মিড্ওয়াইফারি (GNM) এ পুরুষ এবং মহিলা উভয়েই আবেদন করতে পারবেন।

এর আগে শিক্ষাগত যোগ্যতাই প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকা করে ANM এবং GNM পড়ার জন্য সম্পূর্ণ করা হতো। কিন্তু এই বছর থেকেই জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন শুরু হচ্ছে। West Bengal Joint Entrance Examinations Board (WBJEEB) এই টেস্ট টি সম্পূর্ণ করবে - WBJEEB ANM & GNM Joint Entrance Examinations 2021. জয়েন্ট এন্ট্রান্স না দিলে এবার থেকে ANM এবং GNM কোর্স এ ভর্তি হতে পারবেন না। জয়েন্ট এন্ট্রান্স এ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকা (Merit List) প্রকাশ করা হবে। প্রত্যেক প্রার্থী নিজের নিজের Rank ডাউনলোড করতে পারবেন। ANM & GNM এর জন্য ২ টি আলাদা মেধা তালিকা (Merit List) প্রকাশ করা হবে। ANM কোর্স টির মেয়াদ ২ বছর এবং GNM  কোর্স টির মেয়াদ ৩ বছর।

 

Important Date& Events:

Important Event & Date : গুরুত্বপূর্ণ তারিখ :

Online Application Start

31/03/2021

Last Date of Online Application

27/04/2021 (till 5 PM)

Exam Date

22/08/2021 (Sunday)

 আরও পড়ুন : ইন্ডিয়ান এয়ার ফোর্সেগ্রুপ-সি কর্মী নিয়োগ

WBJEEB ANM & GNM Joint Entrance Examinations 2021 অনুষ্ঠিত হবে এই বছর 22nd August (রবি বার)দুপুর ১১ টা থেকে। পশ্চিম বঙ্গের সমস্ত জেলাতে একাধিক পরীক্ষা কেন্দ্র থাকবে। পরীক্ষা হবে অফলাইনে অর্থাৎ OMR শিট এর মাধ্যমে। আবেদন শুরু হচ্ছে 31st March 2021. আবেদনের শেষ দিন 27/04/2021 (till 5 PM). আবেদন করতে হবে শুধু মাত্র অনলাইন এ West Bengal Joint Entrance Examinations Board এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে। আবেদনের লিংক শেষে দেওয়া আছে।

Eligibility Criteria : যোগ্যতা :

WBJEEB ANM & GNM Joint Entrance Examinations 2021 qualification:

 প্রার্থীকে যেকোনো স্বীকৃত বোর্ড অথবা কাউন্সিল থেকে মিনিমাম 40% নম্বর সহ উচ্চ মাধ্যমিক (10+2) উত্তীর্ণ হতে হবে অথবা 2021 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ইংরেজি বিষয়ে 40% নম্বর থাকতে হবে।

ভোকেশনাল শাখায় উচ্চ মাধ্যমিক (10+2) উত্তীর্ণ দের মূল বিষয় হিসাবে Health Care Science, Home Science এবং Agriculture এই 3 টি বিষয়ের মধ্যে যেকোনো একটি থাকতে হবে। 

আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই ভারতীয় হতে হবে এবং পশ্চিম বঙ্গের অন্তত 5 বছরের স্থায়ী বাসিন্দা হতে হবে। পশ্চিম বঙ্গের গ্রাম পঞ্চায়েত এলাকার অন্তত 5 বছরের স্থায়ী বাসিন্দারা ANM এবং GNM উভয় কোর্স এর জন্যই আবেদন করতে পারবেন। পশ্চিম বঙ্গের অন্তত 5 বছরের শহরাঞ্চলের স্থায়ী বাসিন্দারা কেবল মাত্র GNM  কোর্স এর জন্যই আবেদন করতে পারবেন।

Age Limit : বয়সসীমা :

WBJEEB ANM & GNM Joint Entrance Examinations 2021 Age:

আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে 31/12/2021 এর হিসাবে 17 থেকে 35 বছরের মধ্যে।

Examination Fee : পরীক্ষা ফী :

SC/ST/OBC-A/OBC-B/Orphan প্রার্থীদের : 200 টাকা।

বাকি সমস্ত প্রার্থীদের : 300 টাকা।

শুধুমাত্র অনলাইন এ Net Banking  / DEBIT Card / Credit Card  এর মাধ্যমে পরীক্ষা ফী দিতে পারবেন।

 

Exam Pattern & Syllabus:

পরীক্ষা হবে অফলাইনে অর্থাৎ OMR শিট এর মাধ্যমে। বাংলা এবং ইংরেজিতে প্রশ্ন হবে। মোট ৬৫ টি প্রশ্ন থাকবে মাল্টিপল চয়েস টাইপ এর প্রশ্ন হবে। প্রত্যেক সঠিক উত্তরের জন্য ১ নম্বর পাবেন। উত্তর ভুলে নেগেটিভ মার্কস পাবেন(.২৫)। সময় ১ ঘন্টা ৩০ মিনিট। English  Grammar এবং Logical Reasoning এর প্রশ্ন ইংরেজিতে হবে। প্রশ্ন হবে মাধ্যমিক (IX & X - level) মানের।

Subject (বিষয়)

Total Question

Life Science

25

Physical Science

15

Arithmetic

05

English  Grammar

10

General knowledge

05

Logical Reasoning

05

Total

65

 

Application Process : আবেদন পদ্ধতি:

WBJEEB ANM & GNM Joint Entrance Examinations 2021 how to apply:

ইচ্ছুক প্রার্থীরা কেবল মাত্র অনলাইন এই আবেদন করতে পারবেন শুধু মাত্র West Bengal Joint Entrance Examinations Board এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে। আবেদন করার জন্য প্রার্থীর অবশ্যই চালু Email Id এবং Mobile No থাকতে হবে।সমস্ত কমিউনিকেশন আপনার Email Id এবং Mobile No এই হবে। Signature এবং Photo Jpeg/jpg  ফরমেট এ আপলোড করতে হবে। Signature এর সাইজ হবে 4 থেকে 30 KB এর মধ্যে এবং Photo এর সাইজ হবে 10 থেকে 200 KB এর মধ্যে।

 

Sample online application Steps : Click Here

 

আরও বিশদে জানতে এবং অনলাইন আবেদন করতে অফিসিয়াল নোটিফিকেশন টি নিচে দেওয়া আছে দেখুন।


WBJEEB Official Website 

Official Notification Bengali



Official Notification English



Online Application 




সরকারি, বেসরকারি , পার্টটাইম চাকরির আপডেট পেতে আমাদের Facebook Page টি লাইক করুন 


N.B : Tathya Point (www.tathyapoint.com) is a  bengali job news portal who provide various government,private,Part time job information’s to jobseekers. We are not a recruitment agency and do not offer any jobs. We are requested to all Jobseekers please go through the official website of the company/department for complete details & application process. If any company/department/agency is taking money for giving job is the jobseekers own risk, Tathya Point (www.tathyapoint.com) will not responsible this.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.