Type Here to Get Search Results !

কেন্দ্রীয় সরকারি সংস্থা ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে ১৪১ টি পদে নিয়োগ

 


BEL Engineer Recruitment 2022: কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্ত ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে ইন্জিনিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ হবে ট্রেনি ইঞ্জিনিয়ার এবং প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে। আবেদন করতে অনলাইনে গুগল ফর্মের মাধ্যমে। আবেদন শুরু হয়েছে ৩০/০৯/২০২২ তারিখ থেকে। আবেদন চলবে ১৪/১০/২০২২ তারিখ পর্যন্ত। সমস্ত ভারতীয় নাগরিক আবেদন করতে পারবেন। BEL Engineer Recruitment 2022 এর বিস্তারিত নিচে আলোচনা করা হলো।

BEL Engineer Recruitment 2022  Notification PDF  টির লিংক শেষে দেওয়া আছে দেখতে অনুরোধ করা হচ্ছে।

 

পদের নাম: ট্রেনি ইঞ্জিনিয়ার (Trainee Engineer):

মোট শূন্যপদ: ৮৯ টি। (UR-৩৮, OBC-২৪, SC-১৩, ST-০৬, EWS-০৮)

শিক্ষাগত যোগ্যতা:

স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান / ইউনিভার্সিটি থেকে ইলেকট্রনিক্স / মেকানিক্যাল / কম্পিউটার সাইন্স / ইলেকট্রিক্যাল / সিভিল ইঞ্জিনিয়ারিং ট্রেডে BE/ B.Tech / B.sc ইঞ্জিনিয়ারিং পাশ করে থাকতে হবে সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্ততপক্ষে ৬ মাস কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স: ৩০ সেপ্টেম্বর ২০২২ তারিখের হিসাবে প্রার্থীর বয়স সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে হতে হবে।

বেতন: প্রতিমাসে বেতন প্রথম বছরে ৩০ হাজার টাকা, দ্বিতীয় বছরে ৩৫ হাজার টাকা, তৃতীয় বছরে ৪০ হাজার টাকা।

পদের নাম: প্রজেক্ট ইঞ্জিনিয়ার (Project Engineer)

মোট শূন্যপদ: ৫২ টি। (UR-২৩, OBC-১৪, SC-০৭, ST-০৩, EWS-০৫)

শিক্ষাগত যোগ্যতা:

স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান / ইউনিভার্সিটি থেকে ইলেকট্রনিক্স / মেকানিক্যাল / কম্পিউটার সাইন্স / ইলেকট্রিক্যাল / সিভিল ইঞ্জিনিয়ারিং ট্রেডে BE/ B.Tech / B.Sc ইঞ্জিনিয়ারিং পাশ করে থাকতে হবে সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্ততপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স: ৩০ সেপ্টেম্বর ২০২২ তারিখের হিসাবে  প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে।

বেতন: প্রতিমাসে বেতন প্রথম বছরে ৪০ হাজার টাকা, দ্বিতীয় বছরে ৪৫ হাজার টাকা, তৃতীয় বছরে ৫০ হাজার টাকা, চতুর্থ বছরে ৫৫ হাজার টাকা।



Application Process : আবেদন পদ্ধতি:

ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের আবেদন করতে অনলাইনে গুগল ফর্মের মাধ্যমে। আবেদন শুরু হয়েছে ৩০/০৯/২০২২ তারিখ থেকে। আবেদন চলবে ১৪/১০/২০২২ তারিখ পর্যন্ত।

ফর্ম টি পূর্ণ করে সাবমিট করবেন তারপর প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করা ফর্মের মধ্যে নিজের ফটো লাগাবেন। এরপর প্রার্থী বাছায়ের দিন ফরমটি সঙ্গে নিয়ে যাবেন। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশন টি দেখুন।


Selection Process: প্রার্থী বাছাই পদ্ধতি:

প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। ১৬ অক্টেবর ২০২২ তারিখে লিখিত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে।



Application Fee : আবেদন ফি :

 


অরোও বিশদে জানতে BEL Engineer Recruitment 2022 Official notification PDF দেখতে অনুরোধ করা হচ্ছে ।

👉অফিসিয়াল ওয়েবসাইট

👉অফিসিয়াল নোটিফিকেশন

👉রেজিস্ট্রেশন লিংক (Google Form)

👉রেজিস্ট্রেশন লিংক (Google Form):

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeoFbusWGjHbr3RMaD1n
mLCc7HGdBHCUbR2jNkNAPpBfw9aOg/viewform?usp=sf_link

সরকারি, বেসরকারি , পার্টটাইম চাকরির আপডেট পেতে, বিভিন্ন বিষয়ের GK এবং কারেন্ট অ্যাফেয়ার্স বাংলায় পড়তে Tathya Point এর FACEBOOK পেইজ টি Like এবং Follow  করুন এবং Telegram চ্যানেল টি JOIN এবংSubscribe করুন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.