Reserve Bank of India 841 জন
Office Attendant নিয়োগ করছে। বিজ্ঞপ্তি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট
এ প্রকাশিত হয়েছে (RECRUITMENT FOR THE
POST OF OFFICE ATTENDANTS - 2020)। মাধ্যমিক পাস(10th Standerd)পাস
প্রার্থীরা আবেদন করতে পারেন। অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে 24/02/2021 থেকে।
আবেদনের শেষ দিন 15/03/2021 । প্রার্থী বাছাই এর জন্য অনলাইন পরীক্ষা হবে। বিস্তারিত
নিচে দেওয়া হলো।
Important
Event & Date : গুরুত্বপূর্ণ তারিখ :
Online Application Start |
24/02/2021 |
Last Date of Online Application |
15/03/2021 |
Last Date Of Online Fee Payment |
15/03/2021 |
Tentative date of Online Test |
April 09 & 10, 2021 |
Vacancy
Details : শূন্যপদ :
Reserve Bank of India Office
Attendant Recruitment 2021 vacancy:
মোট শুন্যপদ 841 জন। কলকাতায় মোট
শূন্যপদ 35 জন।
![]() |
RBI Office attendant Recruitment 2021 vacancy |
আরও পড়ুন : ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন এ 230 ইঞ্জিনিয়ার নিয়োগ
Eligibility Criteria : যোগ্যতা :
Reserve Bank of India Office
Attendant Recruitment 2021 Educational Qualification: মাধ্যমিক পাস(10th
Standerd) প্রার্থীরা আবেদন করতে পারেন। প্রাথীদের এই যোগ্যতা
1/02/2021 এর মধ্যে সম্পন্ন করতে হবে।
Age
Limit : বয়সসীমা :
রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ায় আবেদনের
জন্য বয়স হতে হবে 01/02/2021 এর হিসাবে 18
থেকে 25 বছর। সংরক্ষিত প্রার্থীরা বয়সের উর্দ্ধসীমায় ছাড় পাবেন।
![]() |
RBI Office attendant Recruitment 2021 age |
আরও পড়ুন : পশ্চিমবঙ্গ পুলিশ এ Wireless Operator নিয়োগ ২০২১
Salary : বেতন :শুরুতে বেতন পাবেন প্রতি মাসে 10,940 টাকা ( Pay Scale- 10940 – 380
(4) – 12460 – 440 (3) – 13780 – 520 (3) – 15340 – 690 (2) – 16720 – 860 (4) –
20160 – 1180 (1) - 23700 ) সাথে অন্যান্য ভাতা যেমন Dearness Allowance, House
Rent Allowance, City Compensatory Allowance, Grade Allowance ইত্যাদি পাবেন। বর্তমানে
Office Attendant এর Monthly Gross বেতন হলো
26,508 / টাকা।
Selection
Process: প্রার্থী বাছাই পদ্ধতি:
Reserve Bank of India Office Attendant Recruitment 2021 প্রার্থী বাছাই হবে Online Test এবং Language Proficiency Test (LPT)এর মাধ্যমে। Online Test মোট 120 নম্বরের হবে থাকবে 120 টি প্রশ্ন এইসব বিষয়ে Reasoning, General English, General Awareness, Numerical ability । প্রশ্ন হবে ইংরেজি এবং হিন্দি তে। সময় 90 মিনিট। প্রতিটি বিষয়ে pass marks পেলে তবেই Language Proficiency Test (LPT) দিতে পারবেন। Language Proficiency Test (LPT) এ থাকবে যে রাজ্যের জন্য apply করছেন সেখানকার Local Language ।
আরও পড়ুন : স্টাফ সিলেকশন কমিশন এর মাধ্যমে কেন্দ্রীয় সরকারে কয়েক হাজার মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ
Application Fee : আবেদন ফি :রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অফিস
এটেন্ডেন্ট এ আবেদন ফী হলো :
অনলাইন এ ফী জমা দিতে হবে। ফী জমা
দেওয়া শেষ দিন 15/03/2021 ।
OBC/EWS/General candidates |
450 টাকা |
SC/ST/PwBD/EXS |
50 টাকা |
Application Process : আবেদন পদ্ধতি:
ইচ্ছুক প্রার্থীদেরকে অনলাইন এ
আবেদন করতে হবে Reserve Bank of India র অফিসিয়াল ওয়েবসাইট www.rbi.org.in থেকে। আবেদন
শুরু হবে ২৪/০২/২০২১ থেকে। আবেদনের শেষ দিন ১৫/০৩/২০২১ ।
আরও বিশদে জানতে এবং Online
Apply করতে RBI এর অফিসিয়াল নোটিফিকেশন এর লিংক নিচে দেওয়া আছে দেখে নিতে অনুরোধ করা
হচ্ছে।
NOTE: Helpline:
In case of any problem in filling up the form, payment of fee or receipt of
call letter, queries may be made at Candidate Grievance Redressal Cell
http://cgrs.ibps.in/. Don’t forget to mention ‘RBI Recruitment of Office
Attendants - 2020’ in the subject box of the email.
RBI Official Website
সরকারি, বেসরকারি , পার্টটাইম চাকরির আপডেট পেতে আমাদের Facebook Page টি লাইক করুন
আরও পড়ুন : ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন এ 230 ইঞ্জিনিয়ার নিয়োগ
পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে 6114 স্টাফ নার্স নিয়োগ
পশ্চিমবঙ্গ পুলিশ এ Wireless Operator নিয়োগ ২০২১
সেন্ট্রাল রেলে 2532 জন Apprentice নিয়োগ
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এ Apprentices নিয়োগ
স্টাফ সিলেকশন কমিশন এর মাধ্যমে কেন্দ্রীয় সরকারে কয়েক হাজার মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ
পশ্চিমবঙ্গ পুলিশ এ কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ ২০২১, শূন্যপদ ৮৬৩২
পশ্চিমবঙ্গ পুলিশ এ সাব-ইন্সপেক্টর ও লেডি সাব-ইন্সপেক্টর নিয়োগ ২০২১
ভারত সরকার টাঁকশাল কলকাতায় বিভিন্ন পদে কর্মী নিয়োগ
N.B : Tathya Point (www.tathyapoint.com) is a bengali job news portal who provide various government,private,Part time job information’s to jobseekers. We are not a recruitment agency and do not offer any jobs. We are requested to all Jobseekers please go through the official website of the company/department for complete details & application process. If any company/department/agency is taking money for giving job is the jobseekers own risk, Tathya Point (www.tathyapoint.com) will not responsible this.
Post a Comment
0 Comments