Type Here to Get Search Results !

Indian Oil Corporation Limited Apprentices Recruitment 2021:@vacancy 505 : ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এ Apprentices নিয়োগ

 

Indian Oil Corporation Limited তাদের ইস্টার্ন রিজিয়নে(পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, ঝাড়খন্ড এবং আসাম) অ্যাপ্রেন্টিস নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। Indian Oil Corporation Limited Apprentices Recruitment 2021 মোট শূন্যপদ 505 টি। এর মধ্যে পশ্চিমবঙ্গের  শূন্যপদ সবচেয়ে বেশি মোট 221 টি। ট্রেনিং চলাকালীন প্রতিমাসে স্টাইপেন্ড পাবেন।নিয়োগ হবে Technical এবং Non-Technical Apprentices পদে। Technical Apprentices পদে ট্রেনিং  দেওয়া হবে Trade Apprentice (Fitter, Electrician,  Electronic Mechanic, Instrument Mechanic, Machinist) এবং Technician Apprentice (Mechanical, Electrical, Instrumentation, Civil, Electrical and Electronics, Electronics) এই সমস্ত ট্রেড এ। Non-Technical Apprentices পদে ট্রেনিং  দেওয়া হবে Trade Apprentice (Accountant, Data Entry Operator, Retail Sales Associate)এই সমস্ত ট্রেড এ। আবেদনের যোগ্যতা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আইটিআই (ITI), ডিপ্লোমা ইঞ্জিনিয়ার । আবেদন করতে হবে অনলাইন এ। প্রার্থীকে কোনোপ্রকার আবেদনমূল্য দিতে হবে না। বিস্তারিত  নীচে আলোচনা করা হলো।

Important Event & Date : গুরুত্বপূর্ণ তারিখ :

Online Application Start

28/01/2021

Last Date of Apllication

26/02/2021 (till 5 PM)

Admit Download Date

1/03/2021 (5 PM)

Written Test Date

14/03/2021 (11 AM)

Documents Verification date

25/03/2021 (5 PM)

আরও পড়ুন :  

পশ্চিমবঙ্গ পুলিশ এ কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ ২০২১, শূন্যপদ ৮৬৩২

Vacancy Details : শূন্যপদ :

IOCL Apprentice Recruitment 2021 মোট শূন্যপদ 505 টি।এর মধ্যে পশ্চিমবঙ্গের মোট শূন্যপদ সবচেয়ে বেশি মোট 221 টি।এখানে পশ্চিমবঙ্গের শূন্যপদ নিয়ে আলোচনা করা হলো।Indian Oil Corporation Limited Apprentices Recruitment 2021 এর বাকি রাজ্যের শূন্যপদ গুলি অফিসিয়াল নোটিফিকেশন (শেষে লিংক দেওয়া আছে) এ দেখে নিতে অনুরোধ করা হচ্ছে।

Eligibility Criteria : যোগ্যতা :

Trade Apprentice

(Fitter, Electrician,  Electronic Mechanic, Instrument Mechanic, Machinist)

যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে NCVT/SCVT স্বীকৃত রেগুলার MODE এ ২ বছরের  ITI পাশ।

Technician Apprentice (Mechanical, Electrical, Instrumentation, Civil, Electrical and Electronics, Electronics)

যেকোনো স্বীকৃত Institute/University থেকে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং -এ 3 বছরের ডিপ্লোমা কোর্স পাশ। (General, EWS & OBC candidates প্রার্থীদের ক্ষেত্রে 50% marks এবং SC/ST প্রার্থীদের ক্ষেত্রে 45% marks নিয়ে ডিপ্লোমা কোর্স পাশ করতে হবে)

Trade Apprentice

Data Entry Operator (Fresher Apprentice)

 

(Non-Graduate) যেকোনো শাখায় উচ্চমাধ্যমিক পাশ (12th pass)

Trade Apprentice

Data Entry Operator (Skilled Certificate Holders)

যেকোনো শাখায় উচ্চমাধ্যমিক অথবা সমতুল্য পাশ সাথে ‘Domestic Data Entry Operator' এ  Skill Certificate থাকতে হবে।

Trade Apprentice

Retail Sales Associate (Fresher Apprentice)

(Non-Graduate) যেকোনো শাখায় উচ্চমাধ্যমিক পাশ (12th pass)

Trade Apprentice

Retail Sales Associate (Skilled Certificate

Holders)

যেকোনো শাখায় উচ্চমাধ্যমিক অথবা সমতুল্য পাশ সাথে  'Retail Trainee Associate' এ মিনিমাম ১ বছরের এ  Skill ট্রেনিং Certificate থাকতে হবে। 

Trade Apprentice (Accountant)

যেকোনো স্বীকৃত Institute/University থেকে যেকোন বিষয়ে Graduate পাস। (General, EWS & OBC candidates প্রার্থীদের ক্ষেত্রে 50% marks এবং SC/ST প্রার্থীদের ক্ষেত্রে 45% marks নিয়ে ডিপ্লোমা কোর্স পাশ করতে হবে)

 আরও পড়ুন :   পশ্চিমবঙ্গ পুলিশ এ সাব-ইন্সপেক্টর ও লেডি সাব-ইন্সপেক্টর নিয়োগ ২০২১

Age Limit : বয়সসীমা :

31/01/2021 তারিখের হিসাবে বয়স হতে হবে 18 থেকে 24 বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা (SC/ST/OBC (NCL)/PwBD) সরকারি নিয়ম অনুযায়ী সর্বোচ্চ বয়স সীমায় ছাড় পাবেন।

Stipend: স্টাইপেন্ড :

অ্যাপ্রেন্টিস Act [(Apprentices Act, 1961/ 1973/ Apprentices Rules 1992 (as amended)and Corporation’s guidelines)] অনুযায়ী প্রতি মাসে স্টাইপেন্ড দেওয়া হবে।

Selection Process: প্রার্থী বাছাই পদ্ধতি:

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এ Apprentices নিয়োগ এর প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। প্রশ্ন হবে MCQ টাইপের, থাকবে 100 টি প্রশ্ন। সময়সীমা 90 মিনিট। প্রশ্ন হবে ইংরেজি এবং হিন্দি ভাষায়।

Syllabus:

IOCL Apprentice Recruitment Syllabus নিচে দেওয়া হলো।

Trade & Technician Apprentice

* Technical Acumen in relevant discipline – 40   Marks

* Generic Aptitude including Quantitative Aptitude  – 20 Marks

* Reasoning Abilities – 20 Marks

* Basic English Language Skills – 20 Marks

Data Entry Operator /Retail Sales Associate

* Generic Aptitude – 30 Marks

* Reasoning Abilities – 30 Marks

* Basic English – 40 Marks

Accountant

* Generic Aptitude including Quantitative Aptitude – 30 Marks

* Reasoning Abilities – 30 Marks

* Basic English language Skills – 40 Marks


Application Fee : আবেদন ফি :

প্রার্থীকে কোনোপ্রকার আবেদনমূল্য দিতে হবে না।

Application Process : আবেদন পদ্ধতি:

Indian Oil Corporation Limited Apprentices Recruitment 2021 এর  আবেদন করতে হবে অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইট www.iocl.com এর মাধ্যমে। আবেদন করার আগে Trade Apprentice পদে আবেদনকারিরা https://apprenticeshipindia.org এই পোর্টালে রেজিস্ট্রেশন করিয়ে নেবেন এবং Technician Apprentice পদে আবেদনকারিরা  http://portal.mhrdnats.gov.in/ এই পোর্টালে রেজিস্ট্রেশন করিয়ে নেবেন। আবেদন করতে পারবেন 26 ফেব্রুয়ারি, 2021 বিকেল পাঁচটা পর্যন্ত।


IOCL Official Website 

Official Notification 


Online Application 



সরকারি, বেসরকারি , পার্টটাইম চাকরির আপডেট পেতে আমাদের Facebook Page টি লাইক করুন 


আরও পড়ুন :  

পশ্চিমবঙ্গ পুলিশ এ কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ ২০২১, শূন্যপদ ৮৬৩২

 পশ্চিমবঙ্গ পুলিশ এ সাব-ইন্সপেক্টর ও লেডি সাব-ইন্সপেক্টর নিয়োগ ২০২১

ভারত সরকার টাঁকশাল কলকাতায় বিভিন্ন পদে কর্মী নিয়োগ 

WEST BENGAL CIVIL SERVICE (EXECUTIVE) ETC. EXAMINATION, 2021

WBPSC Assistant Engineer Recruitment 2021

কলকাতা High Court এ  Data Entry পদে শতাধিক নিয়োগ

DRDO GTRE Apprentice Recruitment 2021 

Electronics Corporation of India Limited (ECIL) Apprentices Recruitment 2021


N.B : Tathya Point (www.tathyapoint.com) is a news media who provide various government,private,Part time job information’s to jobseekers. We are not a recruitment agency and do not offer any jobs. We are requested to all Jobseekers please go through the official website of the company/department for complete details & application process. If any company/department/agency is taking money for giving job is the jobseekers own risk, Tathya Point (www.tathyapoint.com) will not responsible this.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.