Type Here to Get Search Results !

West Bengal Police Constable & Lady Constable Recruitment, Vacancy 8632 : পশ্চিমবঙ্গ পুলিশ এ কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ ২০২১ @wbpolice.gov.in

 

ADVERTISEMENT NO.  WBPRB/NOTICE - 2021/2 (Cons. - 20)

পুলিশ বিভাগে চাকরি প্রার্থীদের খুশির খবর। পশ্চিমবঙ্গ পুলিশ এ কনস্টেবল ও লেডি কনস্টেবল(West Bengal Police Constable & Lady Constable Recruitment) নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।মোট শূন্যপদ ৮৬৩২(কনস্টেবল ৭৪৪০ টি ও লেডি কনস্টেবল ১১৯২ টি)। Online এবং Offline দুই ভাবেই আবেদন করতে পারবেন। আবেদন শুরু হবে 22/01/2021 থেকে চলবে 20/02/2021 পর্যন্ত। আবেদনকারীকে বাংলা ভাষা পড়তে লিখতে এবং বলতে জানতে হবে।  (দার্জিলিং এবং কালিম্পং জেলার প্রার্থীদের  ক্ষেত্রে বাংলা ভাষা পড়তে লিখতে ও বলতে না জানলেও আবেদন করতে পারবেন।)প্রার্থীকে ভারতীয় নাগরিক হতে হবে। পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের(West Bengal Police Recruitment Board) মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে, বিস্তারিত নিচে দেওয়া হলো।

Important Event & Date : গুরুত্বপূর্ণ তারিখ :

Starting Date of Apply : 22 January 2021

Closing Date of Apply : 20 February 2021

Vacancy Details : শূন্যপদ :

West Bengal Police Constable & Lady Constable Recruitment এ  মোট শূন্যপদ ৮৬৩২

(এর মধ্যে কনস্টেবল ৭৪৪০ টি ও লেডি কনস্টেবল ১১৯২ টি)।

Constable (কনস্টেবল)

Lady Constable(লেডি কনস্টেবল)

UR- 2640, UR (E.C.)-1280, SC- 1120, SC (E.C.)- 560, ST- 320, ST (E.C.)- 160, OBC A- 560, OBC-A (E.C.)- 240, OBC B- 400, OBC-B (E.C.)- 160

UR- 423, UR (E.C.)- 205, SC- 179, SC (E.C.)- 90, ST- 51, ST (E.C.)- 26, OBC A- 90, OBC-A (E.C.)- 38, OBC B- 64, OBC-B (E.C.)- 26

 

এর মধ্যে পশ্চিমবঙ্গ পুলিশের অধীনে কর্মরত সিভিক ভলেন্টিয়ার, হোম গার্ড ও NVF কর্মীদের 10 শতাংশ সংরক্ষণ দেওয়া হবে। এক্ষেত্রে 1 জানুয়ারি, 2021 তারিখের হিসাবে তাদের তিন বছর চাকরি করে চাকরি করে থাকলে এই সংরক্ষণের সুযোগ পাবেন এবং আবেদন করার প্রয়োজনীয় সমস্ত যোগ্যতা গুলি থাকতে হবে।

Eligibility Criteria : যোগ্যতা :

পশ্চিমবঙ্গ পুলিশ এ কনস্টেবল ও লেডি কনস্টেবল  এ আবেদন করার জন্য প্রার্থী কে যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষায় পাস হতে হবে। 

দৈহিক মাফযোগ:

West Bengal Police Constable & Lady Constable Recruitment এ শারীরিক মাপ যোগ 

Constable (কনস্টেবল) (male)

Lady Constable(লেডি কনস্টেবল)

 

গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী এবং ST প্রার্থীদের জন্য:

উচ্চতা: 160 cm.

ওজন: 57 KG

ছাতি: বুক  না ফুলিয়ে  -76 cm, বুক ফুলিয়ে – 81 cm.

বাকি সমস্ত প্রার্থীদের জন্য:

উচ্চতা – ন্যূনতম 167 cm.

ওজন: 53 KG

ছাতি: বুক  না ফুলিয়ে  -78 cm. বুক ফুলিয়ে – 83 cm.

গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী এবং ST প্রার্থীদের জন্য:

উচ্চতা: 152 cm.

ওজন: 45 KG

বাকি সমস্ত প্রার্থীদের জন্য:

উচ্চতা – ন্যূনতম 160 cm.

ওজন: 49 KG

 

আরও পড়ুন :  পশ্চিমবঙ্গ পুলিশ এ সাব-ইন্সপেক্টর ও লেডি সাব-ইন্সপেক্টর নিয়োগ ২০২১


Age Limit : বয়সসীমা :

পশ্চিমবঙ্গ পুলিশ এ কনস্টেবল ও লেডি কনস্টেবল  এ আবেদন করার জন্য প্রার্থীর 1 জানুয়ারি,2021 এর হিসেবে বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। SC/ST প্রার্থীরা সর্বোচ্চ বয়স সীমায় 5 বছরের এবং OBC প্রার্থীরা সর্বোচ্চ বয়স সীমায় 3 বছরের ছাড় পাবেন।

NVF and Home Guards প্রার্থীরা যারা West Bengal Police এর অধীনে কাজ করেন বা করেছেন তারাও নিয়ম অনুসারে সর্বোচ্চ বয়স সীমায় ছাড় পাবেন।Civic Volunteers রা সর্বোচ্চ বয়স সীমায় কোনো ছাড় পাবেন না ।

Salary : বেতন :

বেতন 22,700 থেকে 58,500 টাকা।

Selection Process: প্রার্থী বাছাই পদ্ধতি:

পশ্চিমবঙ্গ পুলিশ এ কনস্টেবল ও লেডি কনস্টেবল (West Bengal Police Constable & Lady Constable Recruitmen) নিয়োগ এর জন্য প্রার্থী বাছাই হবে প্রিলিমিনারি পরীক্ষা (100 নম্বরের), Physical Measurement Test (PMT), Physical Efficiency Test (PET), Main Exam (85 নম্বরের) এবং Personality Test/ Interview (15 নম্বরের)।

প্রিলিমিনারি পরীক্ষা উত্তীর্ণ হলে Physical Measurement Test (PMT) হবে, এখানে উত্তীর্ণ হলে তবেই Physical Efficiency Test (PET) হবে, এখানে  উত্তীর্ণ হলে তবেই কনস্টেবল নিয়োগের চূড়ান্ত ধাপের লিখিত পরীক্ষা বা Main Exam দিতে পারবেন। শেষে ইন্টারভিউ।

PHYSICAL EFFICIENCY TEST (PET):

Constable (কনস্টেবল) (male)

Lady Constable(লেডি কনস্টেবল)

কনস্টেবল পদের ক্ষেত্রে 6 মিনিট 30 সেকেন্ড এর মধ্যে 1600 মিটার দৌড়াতে হবে।

লেডি কনস্টেবল পদের ক্ষেত্রে 4 মিনিটে 800 মিটার দৌড়াতে হবে।

Application Fee : আবেদন ফি :

পশ্চিমবঙ্গ পুলিশ এ কনস্টেবল ও লেডি কনস্টেবল  এ আবেদন করার জন্য 👉👉

General/OBC প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি 150/- টাকা + প্রসেসিং ফি 20/- টাকা মোট 170/- টাকা জমা দিতে হবে।

 SC/ST প্রার্থীদের শুধুমাত্র প্রসেসিং ফি 20/- টাকা জমা দিতে হবে। কোনো আবেদন ফি জমা দিতে হবে না।

Application Process : আবেদন পদ্ধতি:

আবেদন করতে হবে West Bengal Police Recruitment Board এর অফিসিয়াল ওয়েবসাইট wbpolice.gov.in থেকে।  Online এবং Offline দুই ভাবেই আবেদন করতে পারবেন। অনলাইন আবেদন করতে এবং আরও বিস্তারিত জানতে  অফিসিয়াল নোটিফিকেশন এর লিংক নিচে  দেওয়া আছে।

Exam Pattern & Syllabus:

মোট 100 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা হবে থাকবে 100 টি প্রশ্ন।প্রশ্ন হবে MCQ টাইপের। নেগেটিভ মার্কিং 0.25 । সময় এক ঘন্টা।

প্রিলিমিনারি(Preliminary) পরীক্ষার বিষয়:

General Awareness & General Knowledge- 50 Marks.

Arithmetic (10th standard)- 30 Marks.

Reasoning- 20 Marks.

Main Exam এর বিষয় : Total Marks: 85

General Awareness & General Knowledge- 25 Marks.

English- 25 Marks.

Arithmetic (10th standard)- 20 Marks.

Reasoning and Logical Analysis- 15 Marks.

ইন্টারভিউ/পার্সোনালিটি টেস্ট : 15 নম্বর


WB Police Official Website 

Official Notification 1


Official Notification 2



Online Application 


সরকারি, বেসরকারি , পার্টটাইম চাকরির আপডেট পেতে আমাদের Facebook Page টি লাইক করুন 

আরও পড়ুন :  

ভারত সরকার টাঁকশাল কলকাতায় বিভিন্ন পদে কর্মী নিয়োগ 

WEST BENGAL CIVIL SERVICE (EXECUTIVE) ETC. EXAMINATION, 2021

WBPSC Assistant Engineer Recruitment 2021

কলকাতা High Court এ  Data Entry পদে শতাধিক নিয়োগ

SSC Combined Graduate Level(CGL) Exam 2020

Electronics Corporation of India Limited (ECIL) Apprentices Recruitment 2021

Bhabha Atomic Research Centre(BARC) STIPENDIARY TRAINEES & TECHNICIAN Recruitment 2020-2021


N.B : Tathya Point (www.tathyapoint.com) is a news media who provide various government,private,Part time job information’s to jobseekers. We are not a recruitment agency and do not offer any jobs. We are requested to all Jobseekers please go through the official website of the company/department for complete details & application process. If any company/department/agency is taking money for giving job is the jobseekers own risk, Tathya Point (www.tathyapoint.com) will not responsible this.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.