Type Here to Get Search Results !

Staff Selection Commission MTS Recruitment 2021 : স্টাফ সিলেকশন কমিশন এর মাধ্যমে কেন্দ্রীয় সরকারে কয়েক হাজার মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ @ssc.nic.in

 

কয়েক হাজার  নন টেকনিক্যাল (Non Technical) শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল স্টাফ সিলেকশন কমিশন(Staff Selection Commission MTS Recruitment 2021)। COVID  19 এর  জন্য বিজ্ঞপ্তি প্রকাশে দেরি হলো এইবার তাই 2020 সালের পরীক্ষাটির 2021 সালে বিজ্ঞপ্তি প্রকাশ করলো স্টাফ সিলেকশন কমিশন( পরীক্ষাটি টি হবে Multi Tasking (Non-Technical) Staff Examination 2020 এই নামে)। নিয়োগ করা হবে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন Ministries/ Departments/ Organizations এর Group ‘C’ (Non Technical & Non-Gazetted)পদে। আগ্রহী প্রার্থীদেরকে কমিশনের ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে।পরীক্ষা হবে Online CBT মোড এ। পশ্চিমবঙ্গের Hooghly (4418), Kolkata(4410), Siliguri(4415), তে পরীক্ষা কেন্দ্র আছে। আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। নেপাল এবং ভুটানের নাগরিকরাও শর্তসাপেক্ষে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার প্রক্রিয়াও শুরু হচ্ছে 05/02/2021 থেকে আবেদনের শেষ দিন 21/03/2021 (till 11.30 PM)।বিস্তারিত দেওয়া হলো।

ADVERTISEMENT NO. 3/5/2020-P&P-I (Vol-I)

Important Event & Date : গুরুত্বপূর্ণ তারিখ :

Online Application Start

05/02/2021

Last Date of Online Application

21/03/2021 (till 11.30 PM)

Last Date Of Online Fee Payment

21/03/2021 (till 11.30 PM)

Last Date of Offline Challan Generation

25/03/2021 (till 11.30 PM)

Last Date of Offline Fee Payment (Through Challan)

29/03/2021 (till banking hour)

Schedule of Computer Based Examination (Tier-I):

01/07/2021 to 20/07/2021

Date of Tier-II Examination (Descriptive Paper)

21/11/2021

 আরও পড়ুন :  পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে ফিজিওথেরাপিস্ট নিয়োগ

Vacancy Details : শূন্যপদ :

Staff Selection Commission MTS Recruitment 2021 Vacancy (শূন্যপদ) কত রয়েছে, তা বিজ্ঞপ্তিতে জানায়নি স্টাফ সিলেকশন কমিশন। তবে  শূন্য পদের সংখ্যা হতে পারে কয়েক হাজার। আগামী কিছুদিনের মধ্যেই শূন্যপদের তালিকা প্রকাশ করবে Staff Selection Commission.

Eligibility Criteria : যোগ্যতা :

Staff Selection Commission MTS Recruitment 2021 এ আবেদনের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত বোর্ড/কাউন্সিল থেকে মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষায় পাস হতে হবে।

Age Limit : বয়সসীমা :

SSC MTS Recruitment 2021 এ আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে 01/01/2021 এর হিসাবে  18 থেকে 25 বছর। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের উর্দ্ধসীমায় ছাড় পাবেন।নিচে দেওয়া হলো।


আরও পড়ুন :  

পশ্চিমবঙ্গ পুলিশ এ কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ ২০২১, শূন্যপদ ৮৬৩২

Salary : বেতন  

SSC MTS Recruitment 2021 Salary হলো Pay Level-1 as per Pay Matrix of 7th Pay Commission অনুসারে RS 18000 থেকে  56900  

Selection Process: প্রার্থী বাছাই পদ্ধতি:

Staff Selection Commission MTS Recruitment 2021 এর প্রার্থী বাছাই হবে online Computer Base Test (CBT) এর মাধ্যমে। পরীক্ষা হবে দুটি পার্ট এ (Tier-I) পরীক্ষা হবে Online CBT মোড এ প্রশ্ন হবে MCQ টাইপ  এবং (Tier-II) প্রশ্ন হবে Descriptive টাইপ। Tier-I পাস করলে তবেই Tier-II দিতে পারবেন।

Application Fee : আবেদন ফি :

SSC MTS Recruitment 2021 Application Fee 100 টাকা, SC/ST/PWD/ESM/WOMEN প্রার্থীদের কোনো ফী দিতে হবে না।

SSC MTS Recruitment 2021 Syllubus:

(Paper I) Tire- I :


(Paper II) Tire- II :

আরও পড়ুন :   ভারত সরকার টাঁকশাল কলকাতায় বিভিন্ন পদে কর্মী নিয়োগ 

Application Process : আবেদন পদ্ধতি:

Staff Selection Commission MTS Recruitment 2021 শুধুমাত্র online এই আবেদন করা যাবে। Online এবং Offline দুই ভাবেই Application  Fee দেওয়া যাবে। আবেদন করতে হলে নতুন প্রার্থীকে (রেজিস্ট্রেশন না করা থাকলে) প্রথমে New User অপসন এ গিয়ে রেজিস্টার করে নিতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে অথবা আগের থেকে রেজিস্ট্রেশন করা থাকলে Login অপসন এ গিয়ে Apply করতে হবে। আরও বিস্তারিত ভাবে জানতে এবং অনলাইন আবেদন করতে নিচে দেওয়া Staff Selection Commission MTS Recruitment 2021 এর Offical Notification টি দেখুন।


SSC Official Website 

Official Notification 


Online Application 


সরকারি, বেসরকারি , পার্টটাইম চাকরির আপডেট পেতে আমাদের Facebook Page টি লাইক করুন 

আরও পড়ুন :  আরও পড়ুন :  পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে ফিজিওথেরাপিস্ট নিয়োগ

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এ Apprentices নিয়োগ  

পশ্চিমবঙ্গ পুলিশ এ কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ ২০২১, শূন্যপদ ৮৬৩২

 পশ্চিমবঙ্গ পুলিশ এ সাব-ইন্সপেক্টর ও লেডি সাব-ইন্সপেক্টর নিয়োগ ২০২১

ভারত সরকার টাঁকশাল কলকাতায় বিভিন্ন পদে কর্মী নিয়োগ 



N.B : Tathya Point (www.tathyapoint.com) is a news media who provide various government,private,Part time job information’s to jobseekers. We are not a recruitment agency and do not offer any jobs. We are requested to all Jobseekers please go through the official website of the company/department for complete details & application process. If any company/department/agency is taking money for giving job is the jobseekers own risk, Tathya Point (www.tathyapoint.com) will not responsible this.


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.