National Thermal Power
Corporation Limited (NTPC) ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন 230 জন Assistant
Engineers ও Assistant Chemist পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। Electrical/
Mechanical/ Electronics/ Instrumentation বিষয়ে গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার পাস এবং M.Sc.
in Chemistry পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। নিয়োগ হবে NTPC এর বিভিন্ন প্রজেক্ট
এ। অনলাইন আবেদন করতে হবে। আবেদন শুরু হবে 24/02/2021 থেকে। আবেদনের শেষ দিন 10/03/2021,
বিস্তারিত নিচে দেওয়া হলো।
Important
Event & Date : গুরুত্বপূর্ণ তারিখ :
Online Application Start |
24/02/2021 |
Last Date of Online Application |
10/03/2021 |
Vacancy Details : শূন্যপদ :
NTPC Recruitment 2021 মোট শূন্যপদ 230, এর মধ্যে Assistant
Engineer (AE) 200 টি পদ এবং Assistant Chemist 30 টি পদ।
![]() |
NTPC Recruitment 2021 vacancy |
আরও পড়ুন : পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে 6114 স্টাফ নার্স নিয়োগ
Eligibility Criteria : যোগ্যতা :
NTPC Recruitment 2021 qualification
Assistant
Engineer (AE) :
যেকোনো সরকারি স্বীকৃত
Institute/University থেকে ৬০% নম্বর সহ নিচে দেওয়া বিষয়ে গ্রাজুয়েট ইঞ্জিনিয়ারিং পাস।
SC/ST/PWbD
প্রার্থীদের ক্ষেত্রে Pass Marks হলেই আবেদন করতে পারবেন।
আরও পড়ুন : পশ্চিমবঙ্গের বিভিন্ন সমবায় ব্যাংকে কর্মী নিয়োগ
এর সাথে যেকোনো পাওয়ার প্লান্ট এ Operation /Maintenance/ Erection / Construction /Engineering এ এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
Assistant
Chemist :
যেকোনো সরকারি স্বীকৃত
Institute/University থেকে ৬০% নম্বর সহ Chemistry বিষয়ে M.Sc পাস। SC/ST/PWbD প্রার্থীদের
ক্ষেত্রে Pass Marks হলেই আবেদন করতে পারবেন। এর সাথে 1 বছরের অভিজ্ঞতা (অফিসিয়াল নোটিফিকেশন
নিচে দেওয়া আছে দেখুন)।
Age
Limit : বয়সসীমা :
NTPC Assistant Engineer (AE) এবং
Assistant Chemist পদে আবেদনের জন্য প্রার্থীর
বয়স হতে হবে 10.03.2021 এর হিসাবে 30 বছর।
আরও পড়ুন : স্টাফ সিলেকশন কমিশন এর মাধ্যমে কেন্দ্রীয় সরকারে কয়েক হাজার মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ
Salary
: বেতন
NTPC Assistant Engineer (AE) এবং
Assistant Chemist Recruitment Salary: 30000 – 1.20,000/- টাকা ।
Selection
Process: প্রার্থী বাছাই পদ্ধতি:
প্রার্থী বাছাই হবে অনলাইন পরীক্ষার
মাধ্যমে মোট ২ টি Part এ Subject Knowledge Test এবং Aptitude Test । প্রার্থীদের
কে ২ টি part এই আলাদা করে পাস করতে হবে।
Application
Fee : আবেদন ফি :
Online এবং Offline দুই ভাবেই ফী
দিতে পারবেন। আবেদন শুরু হবে 24/02/2021 থেকে। আবেদনের শেষ দিন 10/03/2021
Gen/EWS/OBC |
SC/ ST/ PwBD/ XSM & Female |
300/- টাকা |
NILL
|
Application
Process : আবেদন পদ্ধতি:
NTPC Assistant Engineer (AE) এবং
Assistant Chemist Recruitment How apply: NTPC অফিসিয়াল ওয়েবসাইট www.ntpc.co.in এর
Career Section এ অনলাইন আবেদন করতে হবে অথবা www.ntpccareers.net থেকেও আবেদন করতে
পারবেন।
অরোও বিশদে জানতে NTPC এর অফিসিয়াল ওয়েবসাইট এবং অফিসিয়াল নোটিফিকেশন এর
লিংক নিচে দেওয়া আছে দেখুন।
NTPC Official Website
সরকারি, বেসরকারি , পার্টটাইম চাকরির আপডেট পেতে আমাদের Facebook Page টি লাইক করুন
আরও পড়ুন : পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে 6114 স্টাফ নার্স নিয়োগ
পশ্চিমবঙ্গ পুলিশ এ Wireless Operator নিয়োগ ২০২১
পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে ফার্মাসিস্ট নিয়োগ
সেন্ট্রাল রেলে 2532 জন Apprentice নিয়োগ
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এ Apprentices নিয়োগ
পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে ফিজিওথেরাপিস্ট নিয়োগ
স্টাফ সিলেকশন কমিশন এর মাধ্যমে কেন্দ্রীয় সরকারে কয়েক হাজার মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ
পশ্চিমবঙ্গ পুলিশ এ কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ ২০২১, শূন্যপদ ৮৬৩২
পশ্চিমবঙ্গ পুলিশ এ সাব-ইন্সপেক্টর ও লেডি সাব-ইন্সপেক্টর নিয়োগ ২০২১
ভারত সরকার টাঁকশাল কলকাতায় বিভিন্ন পদে কর্মী নিয়োগ
N.B : Tathya Point (www.tathyapoint.com) is a news media who provide various government,private,Part time job information’s to jobseekers. We are not a recruitment agency and do not offer any jobs. We are requested to all Jobseekers please go through the official website of the company/department for complete details & application process. If any company/department/agency is taking money for giving job is the jobseekers own risk, Tathya Point (www.tathyapoint.com) will not responsible this.
Post a Comment
0 Comments