Type Here to Get Search Results !

উচ্চ মাধ্যমিক যোগ্যতাই UPSC পরীক্ষার মাধ্যমে ইন্ডিয়ান আর্মি, এয়ারফোর্স ও নেভিতে নিয়োগ

 


UPSC NDA & NA Examination (II) – 2021

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) 9 জুন NATIONAL DEFENCE ACADEMY (NDA) এবং  NAVAL ACADEMY (NA) EXAMINATION (II), 2021 পরীক্ষায় ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 5 সেপ্টেম্বর। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা UPSC এর এই ওয়েবসাইটগুলি upsc.gov.in এবং upsconline.nic.in এর মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে আবেদনের শেষ দিন 29 শে জুন, 2021 । উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।  কলকাতায় পরীক্ষা কেন্দ্র রয়েছে। বিস্তারিত নিচে আলোচনা করা হলো। UPSC NDA & NA Examination (II) – 2021 এর  ADVERTISEMENT NO. 10/2021-NDA-II

Important Event & Date : গুরুত্বপূর্ণ তারিখ :

Notification Date

09/06/2021

Last Date of Online Application

29/06/2021

Last Date Of Online Fee Payment

29/06/2021

Expected Exam Date

05/09/2021

 আরও পড়ুন :  মাজাগন ডক শিপ বিল্ডার্স লিমিটেডে ১৩৮৮ টি শূন্যপদে কর্মী নিয়োগ

Vacancy Details : শূন্যপদ :

UPSC NDA & NA Examination (II) – 2021 Vacancy :

মোট শূন্যপদ- 400 টি।  এর মধ্যে

ন্যাশনাল ডিফেন্স একাডেমী তে (NDA) শূন্যপদ 370 টি (আর্মি- 208 টি, নেভি- 42 টি,

এয়ারফোর্স এ  120 টি)।

ন্যাভাল একাডেমি তে (NA) (10+2 Cadet Entry Scheme)  শূন্যপদ 30 টি।

Eligibility Criteria : যোগ্যতা :

UPSC NDA & NA Examination (II) – 2021 Qualification :

(i) .  যেকোন শাখায় উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে ন্যাশনাল ডিফেন্স একাডেমীর (NDA) আর্মি বিভাগে আবেদন করতে পারবেন।

(ii). ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স নিয়ে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে এয়ারফোর্স, নেভি এবং ন্যাভাল একাডেমি (10+2 Cadet Entry Scheme) -এ আবেদন করতে পারবেন।

Age Limit : বয়সসীমা :

আবেদন করতে হলে আবেদনকারীর জন্ম তারিখ হতে হবে 02/01/2003  থেকে 01/01/2006 এই তারিখের মধ্যে।

Stipend: স্টাইপেন্ড :

ক্যাডেট ট্রেনিং এর সময়  স্টাইপেন্ড পাবেন প্রতি মাসে - 56100 / টাকা।

ট্রেনিং  সম্পূর্ণ করে নিয়োগের পর পদ অনুযায়ী বেতন পাবেন প্রতি মাসে  56100 টাকা  থেকে 2,50,000 টাকা।

Application Fee : আবেদন ফি :

UPSC NDA & NA Examination (II) – 2021 Application Fee :

আবেদন ফী : 100 টাকা। SC / ST / Sons of JCOs / NCOs / ORs প্রার্থীদের কোনো ফী দিতে হবে না।

আবেদন ফী ক্যাশ এ জমা করতে পারবেন SBI এর যেকোন ব্রাঞ্চ এ। এছাড়া  SBI এর Net Banking এবং Visa/MasterCard/Rupay Credit/Debit Card এর মাধমেও ফী জমা করতে পারবেন ।

Selection Process: প্রার্থী বাছাই পদ্ধতি:

প্রার্থী বাছাই এর জন্য  লিখিত পরীক্ষা হবে - 900 নম্বরের এবং ইন্টারভিউ।

অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে এবং ভুল উত্তরেরজন্য নেগেটিভ মার্কস থাকবে।

Subject

Total Questions

Marks

Time

Maths (Post Code - 01)

120

300

2 Hours & 30 Minutes

General Ability Test (Post Code - 02)

150

600

2 Hours & 30 Minutes

 

Application Process : আবেদন পদ্ধতি:

UPSC NDA & NA Examination (II) – 2021 How to apply :

ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা UPSC এর এই ওয়েবসাইটগুলি upsc.gov.in এবং upsconline.nic.in এর মাধ্যমে অনলাইনে  আবেদন করতে পারবেন । অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে আবেদনের শেষ দিন 29 শে জুন, 2021 6 PM পর্যন্ত ।

UPSC Official Website : Click Here

Official Notification : Click Here

Online Application : Click Here


সরকারি, বেসরকারি , পার্টটাইম চাকরির আপডেট পেতে, বিভিন্ন বিষয়ের GK এবং কারেন্ট অ্যাফেয়ার্স বাংলায় পড়তে Tathya Point এর FACEBOOK পেইজ টি লাইক এবং ফলো  করুন এবং টেলিগ্রাম চ্যানেল টি JOIN এবং Subscribe করুন।

FACEBOOK

Like Here

TELEGRAM

Join Now


আরও পড়ুন :  

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে 5237 ক্লার্ক নিয়োগ

ডেডিকেটেড ফ্রেট করিডোর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এ  Executive ও অন্যান্য পদে প্রার্থী নিয়োগ

পশ্চিমবঙ্গের বিভিন্ন নার্সিং কলেজে ANM এবং GNM কোর্স এ ভর্তির জন্য জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন


N.B : Tathya Point (www.tathyapoint.com) is a  bengali job news portal who provide various government,private,Part time job information’s to jobseekers. We are not a recruitment agency and do not offer any jobs. We are requested to all Jobseekers please go through the official website of the company/department for complete details & application process. If any company/department/agency is taking money for giving job is the jobseekers own risk, Tathya Point (www.tathyapoint.com) will not responsible this.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.