Type Here to Get Search Results !

ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্যের নাম


ভারতে প্রতিটি রাজ্যের নিজস্ব লোকনৃত্য রয়েছে। সংগীত নাটক আকাদেমি (SangeetNatak Akademi) ভারতে আটটি নৃত্যকে ধ্রুপদী নৃত্য / শাস্ত্রীয় নৃত্য (Classical Dance) হিসাবে স্বীকৃতি দিয়েছেন এগুলি হলো  ভরতনাট্যম (তামিল নাড়ু), কত্থক (উত্তর, পশ্চিম ও মধ্য ভারত), কথাকলি (কেরল), কুচিপুডি (অন্ধ্র প্রদেশ), ওড়িশি (ওড়িশা), মণিপুরি (মণিপুর), মোহিনীঅট্টম (কেরল) এবং সত্রীয়া (আসাম)।

সংগীতনাটক আকাদেমি (Sangeet Natak Akademi) হলো ভারতের সংগীত, নৃত্য ও নাটক এর  জাতীয়  একাডেমি। এটি ১৯৫২ সালের ৩১ শে মে ভারত সরকারের  (তত্কালীন) শিক্ষা মন্ত্রকের একটি রেজোলিউশনের মাধ্যমে গঠিত  হয়েছিল, যা ১৯৫২ সালের জুনে ভারতের গেজেটে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছিল। ডাঃ পি.ভি. রাজমন্নার হলো সংগীত নাটক আকাদেমি প্রথম চেয়ারম্যান। ভারতের প্রথম রাষ্ট্রপতি ডঃ রাজেন্দ্র প্রসাদ ১৯৫৩ সালের ২৮ জানুয়ারী সংসদ ভবনে একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এটি উদ্বোধন করেন।

আরও পড়ুন :  বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় মহিলা

এখানে ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্যের নাম নিয়ে আলোচনা করা হলো যেটি Railway, SSC, UPSC, WBCS সহ বিভিন্ন Competitive Exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। 

আরও পড়ুন :  ভারতের সমস্ত রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলের নাম ও তাদের রাজধানী

ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্যের নাম:

Indian State and their dance:

রাজ্য / State

নৃত্যের ধরণ / Dance Type

 

ধ্রুপদী নৃত্য / শাস্ত্রীয় নৃত্য

(Classical Dance)

লোক / উপজাতি নৃত্য (Folk/Tribal Dance)

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

-

নিকোবারেস

অন্ধ্র প্রদেশ

কুচিপুদি

কোল্লট্টম, বিলাসিনী নাট্যম, ধিমসা

অরুণাচল প্রদেশ 

-

আজি লামু, রপপি, ফোনিং

অসম 

সাত্তরিয়া

বিহু, বাগুরুম্বা, আলী আই লিগাং

বিহার 

-

কাজারি ডান্স, জুমারি ডান্স

ছত্তিশগড় 

-

দন্ডারি নৃত্য, গেন্ডি নাচ, পান্থি নৃত্য, কর্ম নৃত্য, দামকাচ নৃত্য

গোয়া 

-

তালগাদি, মান্ডো, সুভারি, দশরওয়াদন, কুনবি নাচ, ফুগাদি

গুজরাট

-

গারবা, রাস, ভাওয়াই, টিপ্পানির নাচ

হরিয়ানা 

-

গুগ্গা নাচ, খোরিয়া নাচ

হিমাচল প্রদেশ

-

কুল্লু নাটি, নামগেন, হিকাত, ছাম নাচ

জম্মু ও কাশ্মীর 

-

দুমহাল, রউফ, কুড নাচ, ভান্ড জশান

ঝাড়খণ্ড

-

ছাউ নাচ, ঝুমার, ফাগুয়া

কর্ণাটক

-

কৃষ্ণ পরিজাথা, নাগমণ্ডলা, ভূত আরাধনে

কেরালা

কথাকলি ও মোহিনী আতম

কৈকোটিকালি, থাম্বি থুল্লাল

লক্ষদ্বীপ 

-

লাভা নাচ, কোলকালি নাচ

মধ্য প্রদেশ 

-

কর্ম নৃত্য, গৌড় মারিয়া নৃত্য, কাকসর নৃত্য, অহিরি নৃত্য

মহারাষ্ট্র 

-

পাভরি নাচ, লাভানী, ধানগরী গজা

মণিপুর 

মণিপুরী

খম্বা থোবি নাচ, পুং চলোম

মেঘালয় 

-

খুয়াল্লাম নাচ, নংক্রিম

মিজোরাম 

-

চেরো নাচ, খুয়াল্লাম নৃত্য

নাগাল্যান্ড

-

চাংলো-সু লুয়া

ওড়িশা 

ওড়িসি

ঝুমুরা নৃত্য, রুক মার নাছা, গোটি পুয়া

পন্ডিচেরি 

-

গারাদি নাচ

পাঞ্জাব

-

ভাঙড়া, গিদা, ঝুমার

রাজস্থান 

-

ঝুমার, কচ্চি ঘোদি, কালবেলিয়া, ভাওয়াই, সপেরা নৃত্য

সিকিম

-

সিংহি ছম, খুকুরি নাচ, তালাচি

তামিলনাড়ু 

ভরত নাট্যম

করগাট্টম, মায়িল আতম, কোলাটম, কুম্মি, কাভাদি

ত্রিপুরার

-

গারিয়া নাচ, হোজাগিরি নাচ

উত্তর প্রদেশ 

কত্থক

রসিলা নাচ, চারকুলা নৃত্য

উত্তরাখণ্ড 

-

বড়দা নাটি, ছাপেলি নাচ, ল্যাংভির নাচ

পশ্চিমবঙ্গ 

-

গম্ভীরা, কালিকাপাতাদি, ডোমনি, ছৌ নাচ


আপনাদের কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে আমাদের কমেন্ট করে জানান। 

সরকারি, বেসরকারি , পার্টটাইম চাকরির আপডেট পেতে, বিভিন্ন বিষয়ের GK এবং কারেন্ট অ্যাফেয়ার্স বাংলায় পড়তে Tathya Point এর FACEBOOK পেইজ টি লাইক এবং ফলো  করুন এবং টেলিগ্রাম চ্যানেল টি JOIN এবং Subscribe করুন।

FACEBOOK

Like Here

TELEGRAM

Join Now



আরও পড়ুন :  ভারতের সমস্ত রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলের নাম ও তাদের রাজধানী

বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় মহিলা

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.