Type Here to Get Search Results !

ভারতের সমস্ত রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলের নাম ও তাদের রাজধানী


ভারতের সমস্ত রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলের নাম ও তাদের রাজধানী:

List of Indian States , Union Territory and their  Capitals:

ভারত দক্ষিণ এশিয়ার অন্তর্গত একটি দেশ। বিশ্বের সপ্তম বৃহত্তম এবং দ্বিতীয় জনবহুল দেশ ভারত। এটি একটি ফেডারেল ইউনিয়ন দ্বারা ২৮ টি রাজ্য এবং ৮ টি কেন্দ্র শাসিত অঞ্চল নিয়ে গঠিত এবং সংসদীয় সরকার পদ্ধতিতে পরিচালিত। প্রত্যেক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল একজন করে মুখ্য মন্ত্রী দ্বারা পরিচালিত হয়। প্রত্যেক রাজ্যে রাষ্ট্রপতি দ্বারা মনোনীত একজন করে প্রতিনিধি নিযুক্ত হন তাকে   রাজ্যপাল (governor) বলা হয়। ৮ টি কেন্দ্র শাসিত অঞ্চলের মধ্যে ৫ টিতে কেন্দ্র শাসিত অঞ্চলে ( দিল্লি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, জম্মু ও কাশ্মীর, পুডুচেরি, লাদাখ) রাষ্ট্রপতি দ্বারা মনোনীত একজন করে প্রতিনিধি, লেফটেন্যান্ট গভর্নর (lieutenant governor) নিযুক্ত হন। বাকি ৩ টি কেন্দ্র শাসিত অঞ্চলে (চণ্ডীগড়, দাদ্রা ও নগর হাভেলি এবং দমন ও দিউ, লাক্ষা দ্বীপ) Indian Administrative Service or Indian Police Service এর থেকে একজন মনোনীত প্রশাসক দ্বারা পরিচালিত হয়। প্রতিটি কেন্দ্রশাসিত অঞ্চলে রাষ্ট্রপতি হলেন সংবিধানের প্রধান। আয়তন হিসাবে রাজস্থান হলো ভারতের বৃহত্তম রাজ্য এবং জনসংখ্যা হিসাবে উত্তর প্রদেশ হলো ভারতের বৃহত্তম রাজ্য।

আরও পড়ুন :  বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় মহিলা

জম্মু ও কাশ্মীর পুনর্গঠন আইন, 2019 (Jammu and Kashmir Reorganisation Act, 2019) অনুসারে, 31 সে অক্টোবর জম্মু ও কাশ্মীর রাজ্য কে ভেঙে দুটি কেন্দ্র শাসিত অঞ্চল গঠন করা হয় একটি হলো জম্মু ও কাশ্মীর এবং ওপর টি হলো লাদাখ। যেটি 2020 সালের 26 শে জানুয়ারী থেকে কার্যকর হয়।

সংসদের শীতকালীন অধিবেশনে দামান ও দিউ, এবং দাদরা ও নগর হাভেলি এই দুই  কেন্দ্র শাসিত অঞ্চল কে একত্রিত (merge) করে একটি কেন্দ্র শাসিত অঞ্চলে পরিণত করা হয়। যেটি 2020 সালের 26 শে জানুয়ারী থেকে কার্যকর হয়। নিচে ভারতের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চল গুলির নাম ও তার রাজধানী গুলির নাম আলোচনা করা হলো।


List of Indian States and their  Capitals

রাজ্যের নাম  এবং  তার রাজধানী

 

রাজ্য

রাজধানী

1

অন্ধ্র প্রদেশ

অমরাবতী

2

অরুণাচল প্রদেশ

ইটানগর

3

আসাম

ডিসপুর

4

বিহার

পাটনা

5

ছত্রিশগড়

রায়পুর

6

গোয়া

পানজি

7

গুজরাট

গান্ধীনগর

8

হরিয়ানা

চণ্ডীগড়)

9

হিমাচল প্রদেশ

সিমলা (গ্রীষ্ম কালীন)

ধর্মশালা (শীতকালীন)

10

ঝাড়খণ্ড

রাঁচি

11

কর্ণাটক

বেঙ্গালুরু

12

কেরালা

তিরুবনন্তপুরম

13

মধ্য প্রদেশ

ভোপাল

14

মহারাষ্ট্র

মুম্বই

15

মণিপুর

ইম্ফল

16

মেঘালয়

শিলং

17

মিজোরাম

আইজল

18

নাগাল্যান্ড

কোহিমা

19

ওড়িশা

ভুবনেশ্বর

20

পাঞ্জাব

চণ্ডীগড়

21

রাজস্থান

জয়পুর

22

সিকিম

গাংটক

23

তামিলনাড়ু

চেন্নাই

24

তেলঙ্গানা

হায়দরাবাদ

25

ত্রিপুরা

আগরতলা

26

উত্তরাখণ্ড

গারসাইন (গ্রীষ্ম কালীন)

দেরাদুন (শীতকালীন)

27

উত্তর প্রদেশ

লক্ষ্ণৌ

28

পশ্চিমবঙ্গ

কলকাতা

 

List of Indian Union Territory and their  Capitals

কেন্দ্র শাসিত অঞ্চল  এবং   তার রাজধানী

 

 

কেন্দ্র শাসিত অঞ্চল 

রাজধানী

1

আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ

পোর্ট ব্লেয়ার

2

চণ্ডীগড়

চণ্ডীগড়

3

দাদ্রা ও নগর হাভেলি এবং দমন ও দিউ দমন

দমন

4

দিল্লি

নয়া দিল্লি

5

জম্মু ও কাশ্মীর

শ্রীনগর  (গ্রীষ্ম কালীন)

জম্মু (শীত কালীন)

6

লাক্ষা দ্বীপ

কাভারত্তি

7

পুডুচেরি

পন্ডিচেরি

8

লাদাখ

লেহ

 

বিভিন্ন বিষয়ের GK এবং কারেন্ট অ্যাফেয়ার্স বাংলায় পড়তে  Tathya Point  এর  FACEBOOK  পেইজ টি  লাইক এবং ফলো  করুন এবং  টেলিগ্রাম  চ্যানেল টি  JOIN এবং  Subscribe  করুন।

 

 


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.