Type Here to Get Search Results !

রাজ্য স্বাস্থ্য দপ্তরে 3000 কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ | বিস্তারিত দেখুন |

 



West Bengal Community Health Officer Recruitment 2021: পশ্চিমবঙ্গে সাস্থ বিভাগে চাকরিপ্রার্থীদের জন্য খুশির খবর (West Bengal Health Job Vacancy)। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগে (West Bengal Health and Family Welfare Department) 3000 টি শূন্যপদে কমিউনিটি হেলথ অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে (WBCHO Recruitment 2021)।  নিয়োগ গুলি করা হবে West Bengal Health and Family Welfare Department এর National Health Mission এর অধীনে। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদন শুরু হয়েছে 02/11/2021 থেকে। আবেদনের শেষ দিন 15/11/2021 তারিখ। West Bengal Community Health Officer Recruitment 2021 এর বিস্তারিত নিচে আলোচনা করা হলো।

West Bengal Community Health Officer Recruitment 2021 notification PDF টির লিংক শেষে দেওয়া আছে দেখতে অনুরোধ করা হচ্ছে।

আরও পড়ুন : পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগে 6310 টি শূন্যপদে নিয়োগ

Important Event & Date : গুরুত্বপূর্ণ তারিখ :

HIGHLIGHTS - West Bengal Community Health Officer Recruitment 2021:

Organization Name  

West Bengal Health and Family Welfare Department /  National Health Mission

Job Type

WB Govt. Job / CHO

Vacancies    

3000

Mode Of Application    

Online

Application Start

02/11/2021

Last of Registration

10/11/2021

Last date of Fee payment

12/11/2021

Last date final Application submission

15/11/2021

Official Website       

www.wbhealth.gov.in

Vacancy Details : শূন্যপদ :

West Bengal Community Health Officer Recruitment 2021 Vacancy: 

মোট 3000 টি শূন্যপদে আয়ুর্বেদ এবং নার্সিং বিভাগে  নিয়োগ করা হবে।

আয়ুর্বেদ বিভাগ: 1500 (Genera - 80, SC - 330, ST - 90, OBC A-150, OBC B - 105, PWD - 45)

নার্সিং বিভাগ:  1500 (Genera - 80, SC - 330, ST - 90, OBC A-150, OBC B - 105, PWD - 45)

বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখতে অনুরোধ করা হচ্ছে।

Eligibility: যোগ্যতা:

WBCHO Recruitment 2021 Eligibility:

আয়ুর্বেদ বিভাগ:

I). স্বীকৃত ইনস্টিটিউশন / বিশ্ববিদ্যালয়  থেকে বিএএমএস (BAMS) উত্তীর্ণ হতে হবে।

II). পশ্চিমবঙ্গ আয়ুর্বেদ পরিষদ (West Bengal Ayurveda Council) থেকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে।

III). প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বাংলা ভাষা লিখতে, পড়তে ও বলতে জানতে হবে।

IV). কম্পিউটার অফিস সফটওয়ারে ও ইন্টারনেট জ্ঞান থাকতে হবে।

নার্সিং বিভাগ:  

I). স্বীকৃত ইনস্টিটিউশন / বিশ্ববিদ্যালয়  থেকে 2020 / 2021 সালে বিএসসি নার্সিং (B.Sc. Nursing) সহ ইন্টিগ্রেটেড বিপিসিসিএইচএন (Integrated BPCCHN) বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং (Post Basic B.Sc. Nursing)উত্তীর্ন হতে হবে।

II). ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল (WBNC) অনুমোদিত রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে।

III). প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বাংলা ভাষা লিখতে, পড়তে ও বলতে জানতে হবে।

IV). কম্পিউটার অফিস সফটওয়ারে ও ইন্টারনেট জ্ঞান থাকতে হবে।

Age Limit: বয়সসীমা :

WBCHO Recruitment 2021 Age Limit:

01/04/2021 তারিখের হিসাবে বয়স হতে হবে 40 বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের উর্দ্ধসীমায় 5 বছরের ছাড় পাবেন। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখতে অনুরোধ করা হচ্ছে।

Salary : বেতন:

WBCHO Recruitment 2021 Salary:

প্রতি মাসে 20,000 টাকা বেতন পাবেন সঙ্গে সঠিক কাজের ভিত্তিতে মাসে সর্বাধিক ৫ হাজার টাকা ইনসেন্টিভ পাবেন।

Application Fee: আবেদন ফি:

West Bengal Community Health Officer Recruitment 2021 Application Fee:

আবেদন ফী হিসাবে 100 টাকা দিতে হবে। শুধুমাত্র অনলাইনে আবেদন ফী দেওয়া যাবে।

Selection Process: প্রার্থী বাছাই পদ্ধতি:

West Bengal Community Health Officer Recruitment 2021 Selection Process:

প্রার্থী নির্বাচন করা হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে। মোট100 নম্বরের পরীক্ষা হবে এর মধ্যে 85 নম্বরের লিখিত পরীক্ষা এবং 15 নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে। অফিসিয়াল নোটিফিকেশনে দেওয়া আছে দেখতে অনুরোধ করা হচ্ছে।

Application Process: আবেদন পদ্ধতি:

WBCHO Recruitment 2021 How to Apply:

ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের অনলাইনে West Bengal Health and Family Welfare Department এর অফিসিয়াল ওয়েবসাইট www.wbhealth.gov.in  (আবেদনের লিংক শেষে দেওয়া আছে) থেকে আবেদন করতে হবে। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তারপর আবেদন করতে হবে। আবেদন করার সময় যে সমস্ত ডকুমেন্ট চাওয়া হবে সেগুলি আপলোড করতে হবে।

অরোও বিশদে জানতে West Bengal Community Health Officer Recruitment 2021 নিয়োগের অফিশিয়াল নোটিফিকেশন দেখতে অনুরোধ করা হচ্ছে।

সরকারি, বেসরকারি , পার্টটাইম চাকরির আপডেট পেতে, বিভিন্ন বিষয়ের GK এবং কারেন্ট অ্যাফেয়ার্স বাংলায় পড়তে Tathya Point এর FACEBOOK পেইজ টি Like এবং Follow  করুন এবং Telegram চ্যানেল টি JOIN এবংSubscribe করুন।



Official Website: Click Here

Official Notification AyurvedaClick Here

Official Notification NursingClick Here

Online Application: Click Here


N.B : Tathya Point (www.tathyapoint.com) is a  bengali job news portal who provide various government,private,Part time job information’s to jobseekers. We are not a recruitment agency and do not offer any jobs. We are requested to all Jobseekers please go through the official website of the company/department for complete details & application process. If any company/department/agency is taking money for giving job is the jobseekers own risk, Tathya Point (www.tathyapoint.com) will not responsible this.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.