Type Here to Get Search Results !

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগে 6310 টি শূন্যপদে নিয়োগ | বিস্তারিত দেখুন |

 


WBHRB Recruitment 2021: পশ্চিমবঙ্গে সাস্থ বিভাগে চাকরিপ্রার্থীদের জন্য খুশির খবর (West Bengal Health Department Job)। ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড [West Bengal Health Recruitment Board(WBHRB)] 6310 টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিয়োগগুলি হবে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগে (West Bengal Health and Family Welfare Department)। যে সমস্ত পদে নিয়োগ গুলি করা হবে সেগুলি হলো স্টাফ নার্স গ্রেড 2, মেডিকেল টেকনোলজিস্ট গ্রেড 3, সহকারী সুপারিনটেনডেন্ট (নন মেডিকেল), ডেন্টাল টেকনিশিয়ান/ ডেন্টাল মেকানিক (Gr III), সাইন্টিফিক অফিসার এবং মেডিকেল অফিসার (Staff Nurse Garde 2, Medical Technologies Grade 3, Assistant Superintendent (Non Medical), Dental Technician/ Dental Mechanic (Gr III), Scientific Officer, Medical Officer)। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদন শুরু হয়েছে 03/11/2021 থেকে। আবেদনের শেষ দিন 18/11/2021 (till 12.30 PM) তারিখ। WBHRB Recruitment 2021 এর বিস্তারিত নিচে আলোচনা করা হলো।

West Bengal Health Recruitment Board Recruitment 2021 notification PDF টির লিংক শেষে দেওয়া আছে দেখতে অনুরোধ করা হচ্ছে।

আরও পড়ুন : রাজ্য স্বাস্থ্য দপ্তরে 3000 কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ 


Important Event & Date : গুরুত্বপূর্ণ তারিখ :

HIGHLIGHTS - West Bengal Health Recruitment Board Recruitment 2021:

Organization Name  

WBHRB

Job Type

WB Govt. Job

Vacancies    

6310

Mode Of Application    

Online

Application Start

03/11/2021

Last date of Receive Application

18/11/2021

Official Website       

http://www.wbhrb.in/

 

Vacancy Details : শূন্যপদ :

West Bengal Health and Family Welfare Department Recruitment 2021 Vacancy: 

মোট 6310 টি শূন্যপদে  নিয়োগ করা হবে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে শূন্যপদে সংরক্ষণ পাবেন। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখতে অনুরোধ করা হচ্ছে।

Post Name

Vacancies

Staff Nurse Garde II

GNM Female

3577

GNM Male

397

Basic B.Sc. Nursing (Female)

2032

Post Basic B.Sc. Nursing (Female)

108

Assistant Superintendent (Non-Medical)

43

Dental Technician/ Dental Mechanic (Gr- III)

19

Medical Technologies  Lab Grade 3

132

Medical Officer

01

Scientific Officer

01

Total

6310

 

Eligibility: যোগ্যতা:

WBHRB Staff Nurse Recruitment 2021 Eligibility:

Staff Nurse Garde II(GNM-  Male / Female):

 

I). স্টেট নার্সিং কাউন্সিল / ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অনুমোদিত General Nursing and Midwifery   (GNM) কোর্স উত্তীর্ণ হতে হবে।

II). ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে নাম রেজিস্ট্রেশন থাকতে হবে।

III). বাংলা / নেপালি ভাষায় লেখা  এবং কথা বলায় জ্ঞান থাকতে হবে।

Staff Nurse Garde II(Basic B.Sc. Nursing / Post Basic B.Sc. Nursing(Female):

I). স্টেট নার্সিং কাউন্সিল / ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অনুমোদিত যেকোনো নার্সিং ট্রেনিং স্কুল/কলেজ থেকে  Basic B.Sc. Nursing / Post Basic B.Sc. Nursing কোর্স উত্তীর্ণ হতে হবে।

II). ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে নাম রেজিস্ট্রেশন থাকতে হবে।

III). বাংলা / নেপালি ভাষায় লেখা  এবং কথা বলায় জ্ঞান থাকতে হবে।

Assistant Superintendent (Non-Medical):

I). সিকৃত ইনস্টিটিউট/ইউনিভার্সিটি থেকে যেকোনো বিষয়ে স্নাতক উত্তীর্ণ হতে হবে।

II). হসপিটাল ম্যানেজমেন্ট / হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন (Hospital Management / Hospital Administration) বিষয়ে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি / পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ডিগ্রি উত্তীর্ণ হতে হবে।

III). বাংলা / নেপালি ভাষায় লেখা  এবং কথা বলায় জ্ঞান থাকতে হবে।

Dental Technician/ Dental Mechanic (Gr- III):

I). সিকৃত বোর্ড / কাউন্সিল থেকে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

II). ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া (Dental Council of India) সিকৃত ডেন্টাল টেকনিসিয়ান (Dental Technician) বিষয়ে দুই বছরের ডিপ্লোমা কোর্স উত্তীর্ণ হতে হবে।

Medical Technologies Lab (Grade III):

I). সিকৃত বোর্ড / কাউন্সিল থেকে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

II). ওয়েস্ট বেঙ্গল প্যারামেডিকেল কাউন্সিল সিকৃত মেডিকেল টেকনোলজি বিষয়ে দুই বছরের ডিপ্লোমা কোর্স উত্তীর্ণ হতে হবে।

অথবা

পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত যেকোনো ইনস্টিটিউট/ইউনিভার্সিটি থেকে মেডিকেল টেকনোলজি বিষয়ে স্নাতক উত্তীর্ণ হতে হবে।

অথবা

ওয়েস্ট বেঙ্গল স্টেট মেডিকেল ফ্যাকাল্টি / যেকোনো সরকারি স্বীকৃত মেডিকেল টেকনোলজি বিষয়ে এক বছরের ডিপ্লোমা (B.Sc. Pure / bio science সহ)।

Medical Officer:

I). আয়ুর্বেদ(BAMS) বিষয়ে পাঁচ বছরের ডিগ্ৰী থাকতে হবে।

II). Shayalatantra[MD (Ayurved) in Shayalatantra] বিষয়ে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে।

III). বাংলা / নেপালি ভাষায় লেখা  এবং কথা বলায় জ্ঞান থাকতে হবে।

অভিজ্ঞতা: আয়ুর্বেদিক ইনস্টিটিউশন/ হাসপাতাল এ হাউস স্টাফ হিসাবে ছয় মাসের অভিজ্ঞতা থাকতে হবে অথবা রেজিস্টার্ড আয়র্বেদিক প্যাক্টিশনার হিসাবে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

Scientific Officer:

B.Pharm / B.Pharm (Ayurveda) বিষয়ে ডিগ্রি থাকতে হবে অথবা কেমিস্ট্রি বিষয়ে স্নাতক হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা আরও বিশদে জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখতে অনুরোধ করা হচ্ছে।

Age Limit: বয়সসীমা :

WBHRB Recruitment 2021 Age Limit:

বয়স হিসাব করতে হবে 01/01/2021 তারিখের হিসাবে । সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের উর্দ্ধসীমায় ছাড় পাবেন। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখতে অনুরোধ করা হচ্ছে।

Post Name

Age (Years)

Staff Nurse Garde II

20-39

Assistant Superintendent (Non-Medical)

Under 36

Dental Technician/ Dental Mechanic (Gr- III)

18-40

Medical Technologies  Lab Grade III

21-39

Medical Officer

Under 40

Scientific Officer

Under 45

 

Salary : বেতন:

West Bengal Health Recruitment Board Recruitment 2021 Salary:

Post Name

Salary/Month

Staff Nurse Garde II

RS- 29,800

Assistant Superintendent (Non-Medical)

 

RS- 9,000-40,500

Dental Technician/ Dental Mechanic (Gr- III)

RS- 28,900

Medical Technologies  Lab Grade III

RS- 28,900

Medical Officer

RS- 15,600-42,000

Scientific Officer

RS- 39,900

 

Application Fee: আবেদন ফি:

WB HEALTH Recruitment 2021 Application Fee:

আবেদন ফী দিতে শুধুমাত্র অনলাইনে।

Post Name

Application Fee

Staff Nurse Garde II

210 টাকা

Assistant Superintendent (Non-Medical)

 

210 টাকা

Dental Technician/ Dental Mechanic (Gr- III)

160 টাকা

Medical Technologies  Lab Grade III

160 টাকা

Medical Officer

210 টাকা

Scientific Officer

210 টাকা

 

পশ্চিমবঙ্গের SC/ST প্রাথীদের এবং PWBD প্রার্থীদের কোনো ফী দিতে হবে হবে না।

Application Process: আবেদন পদ্ধতি:

West Bengal Health Recruitment Board Recruitment 2021  How to Apply:

ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের অনলাইনে West Bengal Health Recruitment Board এর অফিসিয়াল ওয়েবসাইট  (আবেদনের লিংক শেষে দেওয়া আছে) থেকে আবেদন করতে হবে। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তারপর আবেদন করতে হবে। আবেদন করার সময় যে সমস্ত ডকুমেন্ট চাওয়া হবে সেগুলি আপলোড করতে হবে।

Selection Process: প্রার্থী বাছাই পদ্ধতি:

West Bengal Health Recruitment Board Recruitment 2021 Selection Process:

প্রার্থী নির্বাচন করা হবে শিক্ষাগত যোগ্যতাই পাওয়া নম্বরের ভিত্তিতে অথবা লিখিত পরীক্ষার মাধ্যমে (যেটি পরে ঠিক করা হবে) নির্বাচিত প্রার্থীদের ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। একাডেমীক নম্বরের বিন্যাস অফিসিয়াল নোটিফিকেশনে দেওয়া আছে দেখতে অনুরোধ করা হচ্ছে। প্রাথমিক ভাবে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হলেও পরে স্থায়ী হওয়ার সুযোগ আছে।

অরোও বিশদে জানতে West Bengal Health Recruitment Board Recruitment 2021  নিয়োগের অফিশিয়াল নোটিফিকেশন দেখতে অনুরোধ করা হচ্ছে।

সরকারি, বেসরকারি , পার্টটাইম চাকরির আপডেট পেতে, বিভিন্ন বিষয়ের GK এবং কারেন্ট অ্যাফেয়ার্স বাংলায় পড়তে Tathya Point এর FACEBOOK পেইজ টি Like এবং Follow  করুন এবং Telegram চ্যানেল টি JOIN এবংSubscribe করুন।



Official Website: Click Here

Official Notification:

Staff Nurse Garde II (GNM-  Male / Female): Click Here

Staff Nurse Garde II(Basic B.Sc. Nursing / Post Basic B.Sc. Nursing(Female): Click Here

Assistant Superintendent (Non-Medical): Click Here

Dental Technician/ Dental Mechanic (Gr- III): Click Here

Medical Technologies  Lab Grade III: Click Here

Medical Officer: Click Here

Scientific Officer: Click Here

Online Application: Click Here


N.B : Tathya Point (www.tathyapoint.com) is a  bengali job news portal who provide various government,private,Part time job information’s to jobseekers. We are not a recruitment agency and do not offer any jobs. We are requested to all Jobseekers please go through the official website of the company/department for complete details & application process. If any company/department/agency is taking money for giving job is the jobseekers own risk, Tathya Point (www.tathyapoint.com) will not responsible this.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.