Indian
Coast Guard Recruitment 2021 Notification Out:
Indian
Coast Guard Recruitment 2021: ইন্ডিয়ান কোস্টগার্ড এ নাবিক
পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জানুয়ারির 2022 ব্যাচের জন্য নাবিক জেনারেল
ডিউটি (জিডি), নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চ (ডিবি) এবং যান্ত্রিক (মেকানিকাল / ইলেকট্রিকাল
/ ইলেকট্রনিক্স ) এই সমস্ত পদে নিয়োগ করা হবে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা ইন্ডিয়ান
কোস্টগার্ড এর অফিসিয়াল ওয়েবসাইট ( joinindiancoastguard.cdac.in
)এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। ICG Recruitment 2021 এর এর মোট শুন্য পদ 350
টি।
ইন্ডিয়ান কোস্টগার্ড জিডি
(Indian Coast Guard GD Recruitment) নিয়োগ 2021 এর অনলাইন আবেদন শুরু হবে 02 জুলাই
2021 থেকে। আবেদন চলবে 16 জুলাই 2021, 6 PM পর্যন্ত। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা
পাস পুরুষ ভারতীয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। নির্বাচিত হওয়ার পর প্রার্থীদের প্রাথমিক
ট্রেনিং আইএনএস চিলকায় (INS Chilka) ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে শুরু হবে। যেসমস্ত
প্রার্থীদের হাতে কিংবা শরীরের কোন অংশে স্থায়ী ট্যাটু (permanent body tattoo) আছে
তারা আবেদন করতে পারবেন না। বিস্তারিত নিচে আলোচনা করা হলো।
Online Application Start |
02/07/2021 |
Last Date of Online Application |
16/07/2021
till 6 PM |
Last Date Of Online Fee Payment |
16/07/2021
till 6 PM |
Vacancy
Details : শূন্যপদ :
Indian
Coast Guard Recruitment 2021 vacancy:
মোট শুন্য পদ 350 টি।
Post Name |
No of Vacancy |
নাবিক (জেনারেল ডিউটি) |
260
টি ( UR/GEN-
108, EWS- 26, OBC-67, ST-19, SC-40 ) |
নাবিক (ডোমেস্টিক ব্রাঞ্চ) |
50
টি ( UR/GEN- 23, EWS- 05, OBC-17, ST-02, SC-03 ) |
যান্ত্রিক (মেকানিকাল) |
20
টি ( UR/GEN-
08, EWS- 03, OBC-06, ST-00, SC-03 ) |
যান্ত্রিক (ইলেকট্রিকাল) |
13
টি ( UR/GEN-
06, EWS- 02, OBC-04, ST-00, SC-01 ) |
যান্ত্রিক (ইলেকট্রনিক্স) |
07
টি ( UR/GEN-
06, EWS- 01, OBC-00, ST-00, SC-00 ) |
Eligibility
Criteria : যোগ্যতা :
Indian
Coast Guard Recruitment 2021 Qualification:
নাবিক
(জেনারেল ডিউটি) :
যেকোনো সরকারি সীকৃত বোর্ড / কাউন্সিল থেকে ফিজিক্স এবং ম্যাথমেটিক্স
নিয়ে উচ্চ মাধ্যমিক (10+2 ) পাস।
নাবিক
(ডোমেস্টিক ব্রাঞ্চ) :
যেকোনো সরকারি সীকৃত বোর্ড / কাউন্সিল থেকে মাধ্যমিক ( 10th)
পাস।
যান্ত্রিক
(মেকানিকাল / ইলেকট্রিকাল / ইলেকট্রনিক্স ) :
যেকোনো সরকারি সীকৃত বোর্ড / কাউন্সিল
থেকে মাধ্যমিক পাস সাথে AICTE অনুমোদিত যেকোনো ইনস্টিটিউট / ইউনিভার্সিটি থেকে এই সমস্ত
বিষয়ে (Electrical/ Mechanical / Electronics/ Telecommunication (Radio/Power)
Engineering ) 3 অথবা 4 বছরের ডিপ্লোমা পাস।
অথবা
যেকোনো সরকারি সীকৃত বোর্ড / কাউন্সিল
থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক (10+2) পাস সাথে AICTE অনুমোদিত যেকোনো ইনস্টিটিউট
/ ইউনিভার্সিটি থেকে এই সমস্ত বিষয়ে (Electrical/ Mechanical / Electronics/
Telecommunication (Radio/Power) Engineering ) 2 অথবা 3 বছরের ডিপ্লোমা পাস।
যান্ত্রিক
(মেকানিকাল / ইলেকট্রিকাল / ইলেকট্রনিক্স ) পদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর এই সমস্ত
সমতুল্য ট্রেড পাস করে থাকলেও আবেদন করতে পারবেন। তালিকাটি নিচে দেওয়া হলো।
Indian
Coast Guard Recruitment 2021 Age linit :
ইন্ডিয়ান কোস্টগার্ড এ নাবিক পদে আবেদনের জন্য নিম্নলিখিত হিসাবে
বয়স হতে হবে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 22 বছর।
নাবিক
(জেনারেল ডিউটি) এবং যান্ত্রিক এর ক্ষেত্রে :
জন্ম তারিখ হতে হবে 01 ফেব্রুয়ারী 2000 থেকে 31 জানুয়ার 2004 এর মধ্যে
(উভয় তারিখ সহ)।
নাবিক
(ডোমেস্টিক ব্রাঞ্চ) এর ক্ষেত্রে :
জন্ম তারিখ হতে হবে 01 এপ্রিল
2000 থেকে 31 মার্চ 2004 এর মধ্যে (উভয় তারিখ সহ)।
SC/ST
প্রার্থীরা 5 বছর এবং OBC প্রার্থীরা 3 বছর বয়সের উর্দ্ধসীমায় ছাড় পাবেন।
Salary
: বেতন :
ICG Recruitment 2021 Salary:
নাবিক (জেনারেল ডিউটি) |
বেসিক
পে 21700/- টাকা সাথে অন্যান্য ভাতা পাবেন |
নাবিক (ডোমেস্টিক ব্রাঞ্চ) |
বেসিক
পে 21700/- টাকা সাথে অন্যান্য ভাতা পাবেন |
যান্ত্রিক |
বেসিক
পে 29200/- টাকা সাথে অন্যান্য ভাতা পাবেন |
Application
Fee : আবেদন ফি :
Indian
Coast Guard Recruitment 2021 Application Fee :
ইন্ডিয়ান কোস্টগার্ড এ নাবিক পদে
আবেদনের জন্য এক্সামিনেশন ফী দিতে হবে Rs. 250/- টাকা, SC/ST প্রার্থীদের কোনো ফী লাগবে
না।
Selection
Process: প্রার্থী বাছাই পদ্ধতি:
চূড়ান্ত প্রার্থী বাছাই হবে মোট
৪ টি পর্যায়ে (Stage-I, II, III & IV) মাধ্যমে। বিভিন্ন পর্যায়ের বিবরণ নিচে
দেওয়া হলো :
স্টেজ
- I – লিখিত
পরীক্ষা (Written Examination):
প্রার্থীকে
পদ অনুসারে নিম্নলিখিত পরীক্ষা নিতে হবে।
Indian Coast Guard Recruitment 2021 Syllabus:
সেকশন I, II, III, IV & V এর প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের (CBT বেসড)। কোনো নেগেটিভ মার্কস নেই। বিস্তারিত সিলেবাস জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন।
স্টেজ
– II :
স্টেজ -I পাস করলে তবেই স্টেজ
-II পরীক্ষায় বসতে পারবেন। স্টেজ -II এ থাকবে ৩ তে টেস্ট প্রতিটি টেস্ট এ পাস করে যেতে
হবে। এগুলি হলো
(i).
ফিজিক্যাল ফিটনেস টেস্ট (PFT)(পাস / ফেল)
:
a
.
1.6 কিমি দৌড় 7 মিনিট এ সম্পন্ন করতে হবে।
b
.
20 বার উঠ বোস (Squat ups) করতে হবে।
c
.
10 বার পুশ আপ (Push-up) করতে হবে।
(ii)
. ডকুমেন্টস ভেরিফিকেশন (পাস / ফেল) :
অনলাইন আবেদনের সময় দেওয়া ডকুমেন্টস
গুলি অরিজিনাল ডকুমেন্টস এর সাথে মিলিয়ে দেখা হবে।
(iii).
প্রাথমিক মেডিকেল টেস্ট (পাস / ফেল) :
শারীরিক যোগ্যতা পরীক্ষা করা হবে।
ICG Recruitment 2021 Medical Standards :
ICG
Recruitment 2021 Physical Standards :
উচ্চতা
(Height): উচ্চতা হতে হবে কমপক্ষে 157 সেমি। আসাম, নাগাল্যান্ড, মিজোরাম,
মেঘালয়, অরুণাচল প্রদেশ, মনিপুর, ত্রিপুরা, গাড়োয়াল, সিকিম এবং আন্দামান নিকোবর
দ্বীপপুঞ্জ এলাকার প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতায় 5 সেমি ছাড় পাবেন এবং লাক্ষাদ্বীপ
এলাকার প্রার্থীরা উচ্চতায় 2 সেমি ছাড় পাবেন।
ছাতি
(Chest): যথাযথ / সুগঠিত বুকের ছাতি হতে হবে এবং সঙ্গে 5 সেমি পর্যন্ত
প্রসারণের (expansion) ক্ষমতা থাকতে হবে।
ওজন
(Weight):
শ্রবণ
ক্ষমতা (Hearing): সাধারণ
(Normal).
স্টেজ
– III :
স্টেজ -I এবং স্টেজ -II এর পারফরমেন্স
এর ওপর ভিত্তি করে আবার আবার একটি মেরিট লিস্ট তৈরী হবে স্টেজ -III তে থাকবে ডকুমেন্টস
ভেরিফিকেশন, ফাইনাল মেডিকেল টেস্ট যেটি INS Chilka তে হবে এবং মূল নথি, পুলিশ ভেরিফিকেশন
এবং অন্যান্য সহযোগী ফর্ম জমা দেওয়া হবে।
স্টেজ
– IV :
যে প্রার্থীরা স্টেজ -
III ক্লিয়ার করবেন তাদের একটি মেরিট লিস্ট
তৈরী হবে এবং উপলব্ধ শূন্যপদ অনুযায়ী তাদের
আইএনএস চিলকার প্রশিক্ষ কেন্দ্রে অস্থায়ীভাবে তালিকাভুক্ত করা হবে।
প্রার্থীদের সমস্ত মূল নথি জমা
দিতে হবে এবং ICG দ্বারা বোর্ড / বিশ্ববিদ্যালয় / রাজ্য সরকারের মাধ্যমে সমস্ত মূল
নথি যাচাই করা হবে। সংশ্লিষ্ট বোর্ড / বিশ্ববিদ্যালয় / রাজ্য সরকার কর্তৃক যদি নথি গুলি ভুল প্রমাণিত হয় তাহলে প্রার্থীকে চাকরি
থেকে টার্মিনেট করা হবে।
Application
Process : আবেদন পদ্ধতি:
Indian
Coast Guard Recruitment 2021 how to apply:
আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা ইন্ডিয়ান
কোস্টগার্ড এর অফিসিয়াল ওয়েবসাইট ( joinindiancoastguard.cdac.in
) এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হবে 02 জুলাই 2021 থেকে। আবেদন চলবে
16 জুলাই 2021, 6 PM পর্যন্ত।
আরও
বিশদে জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখতে অনুরধ করা হচ্ছে।
ICG Official Website : Click Here
Official Notification : Click Here
Online Application : Link given on 02/07/2021
সরকারি, বেসরকারি , পার্টটাইম চাকরির আপডেট পেতে, বিভিন্ন বিষয়ের GK এবং কারেন্ট অ্যাফেয়ার্স বাংলায় পড়তে Tathya Point এর FACEBOOK পেইজ টি লাইক এবং ফলো করুন এবং টেলিগ্রাম চ্যানেল টি JOIN এবং Subscribe করুন।
FACEBOOK | |
TELEGRAM |
আরও পড়ুন : ভারতীয় নৌবাহিনীর শর্ট সার্ভিস কমিশন এ ট্রেনিং দিয়ে অফিসার পদে (SSC Officer) নিয়োগ
গ্রামীণ ব্যাঙ্ক এ 11687 টি শূন্যপদে নিয়োগ
ইন্ডিয়ান আর্মি, এয়ারফোর্স ও নেভিতে নিয়োগ
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে 5237 ক্লার্ক নিয়োগ
ডেডিকেটেড ফ্রেট করিডোর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এ Executive ও অন্যান্য পদে প্রার্থী নিয়োগ
রাজ্যের পলিটেকনিক এ ভর্তির পরীক্ষা JEXPO 2021 এর অনলাইন আবেদন
পশ্চিমবঙ্গের বিভিন্ন নার্সিং কলেজে ANM এবং GNM কোর্স এ ভর্তির জন্য জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন
N.B : Tathya Point (www.tathyapoint.com) is a bengali job news portal who provide various government,private,Part time job information’s to jobseekers. We are not a recruitment agency and do not offer any jobs. We are requested to all Jobseekers please go through the official website of the company/department for complete details & application process. If any company/department/agency is taking money for giving job is the jobseekers own risk, Tathya Point (www.tathyapoint.com) will not responsible this.
Post a Comment
0 Comments