Type Here to Get Search Results !

কলকাতা পুলিশে সাব ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টরেস্ এবং সার্জেন্ট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো

 


Kolkata Police Recruitment 2021 :

কলকাতা পুলিশে চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। কলকাতা পুলিশে সাব ইন্সপেক্টর / সাব ইন্সপেক্টরেস্ ( আনআর্মড শাখা ) এবং সার্জেন্ট  ( Sub-Inspector / Sub-Inspectress (unarmed branch) & Sergeant ) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ হবে সাব ইন্সপেক্টর / সাব ইন্সপেক্টরেস্ এবং সার্জেন্ট পদে। মোট শূন্যপদের সংখ্যা 330 । পুরো নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (West Bengal Police Recruitment Board)। আবেদন করতে হবে অনলাইনে, অফলাইনেও আবেদন করতে পারবেন। আবেদন শুরু হচ্ছে 19/07/2021 তারিখ থেকে। আবেদন করতে পারবেন 19/08/2021 তারিখ পর্যন্ত। প্রার্থীকে ভারতীয় নাগরিক হতে হবে। আবেদনকারীকে বাংলা ভাষা পড়তে, লিখতে এবং বলতে জানতে হবে। (দার্জিলিং এবং কালিম্পং জেলার প্রার্থীদের  ক্ষেত্রে বাংলা ভাষা পড়তে লিখতে ও বলতে না জানলেও আবেদন করতে পারবেন )। বিস্তারিত নিচে আলোচনা করা হল। Kolkata Police Recruitment 2021  এর Advertisement Notice No. WBPRB/NOTICE - 2021/21 (SI_KP - 21)

Important Event & Date : গুরুত্বপূর্ণ তারিখ :

এক নজরে -  Kolkata Police Recruitment 2021 :

Organization Name

Kolkata Police

Post Name      

Sub-Inspector / Sub-Inspectress & Sergeant

Vacancies        

330 Posts

Online Application Starts     

19/07/2021

Last Date of Apply Online     

19/08/2021

Mode Of Application               

Online / Offline

Official Website          

www.kolkatapolice.gov.in /

www.wbpolice.gov.in

 আরও পড়ুন : ভারতীয় নৌবাহিনীতে চিফ, স্টুয়ার্ড এবং হাইজিনিস্ট পদে নিয়োগ, যোগ্যতা মাধ্যমিক উত্তীর্ণ

Vacancy Details : শূন্যপদ :

Kolkata Police Recruitment 2021  vacancy:

মোট শূন্যপদের সংখ্যা 330 টি। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী শূন্যপদে সংরক্ষণ পাবেন।

সাব ইন্সপেক্টর / Sub-Inspector :

181 টি ( UR - 101, SC - 41, ST - 09, OBC A - 19, OBC B  - 11 ) ।

সাব ইন্সপেক্টরেস্ / Sub-Inspectress:

27  টি (UR -  10, SC -  10, ST -  02, OBC A -  02, OBC B – 03 )

সার্জেন্ট  / Sergeant :

122 টি  (UR - 60, SC -  16, ST - 25, OBC A -  12, OBC B  -  09 )

Eligibility Criteria : যোগ্যতা :

Kolkata Police Recruitment 2021  qualification :

যেকোনও সরকারি স্বীকৃত ইনস্টিটিউট / ইউনিভার্সিটি থেকে যেকোনও শাখায় গ্রাজুয়েশন বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

Physical Measurement Test ( PMT ) / শারীরিক যোগ্যতা :

সাব ইন্সপেক্টর / Sub-Inspector :

উচ্চতা: 167 সেমি

বুকের ছাতি: 79 সেমি, এবং কমপক্ষে 5 সেমি ফোলানোর ক্ষমতা থাকতে হবে।

ওজন : কমপক্ষে 56 kg.

গোর্খা, রাজবংশী, গারওয়ালিস এবং তফসিলি উপজাতি দের ক্ষেত্রে

উচ্চতা: 160 সেমি

বুকের ছাতি: 76 সেমি, এবং কমপক্ষে 5 সেমি ফোলানোর ক্ষমতা থাকতে হবে।

ওজন : কমপক্ষে 52 kg.


সাব ইন্সপেক্টরেস্ / Sub-Inspectress:

উচ্চতা: 160 সেমি

ওজন : কমপক্ষে 48 kg.

গোর্খা, রাজবংশী, গারওয়ালিস এবং তফসিলি উপজাতি দের ক্ষেত্রে

উচ্চতা: 155 সেমি

ওজন : কমপক্ষে 45 kg.

 

সার্জেন্ট  / Sergeant :

উচ্চতা: 173 সেমি

বুকের ছাতি: 86 সেমি, এবং কমপক্ষে 5 সেমি ফোলানোর ক্ষমতা থাকতে হবে।

ওজন : কমপক্ষে 63 kg.

গোর্খা, রাজবংশী, গারওয়ালিস এবং তফসিলি উপজাতি দের ক্ষেত্রে

উচ্চতা: 163 সেমি

বুকের ছাতি: 81 সেমি, এবং কমপক্ষে 5 সেমি ফোলানোর ক্ষমতা থাকতে হবে।

ওজন : কমপক্ষে 54 kg.


PHYSICAL EFFICIENCY TEST (PET) / শারীরিক সক্ষমতার পরীক্ষা:

সাব ইন্সপেক্টর / Sub-Inspector  &  সার্জেন্ট  / Sergeant :

3 মিনিটের মধ্যে 800 মিটার দৌড়াতে হবে।

সাব ইন্সপেক্টরেস্ / Sub-Inspectress:

2 মিনিটে 400 মিটার দৌড়াতে হবে।

 আরও পড়ুন : ন্যাশনাল বোর্ড অফ এডুকেশন অফ মেডিকেল সাইন্স এ অ্যাসিস্ট্যান্ট এবং একাউন্ট্যান্ট নিয়োগ

Age Limit : বয়সসীমা :

Kolkata Police Recruitment 2021 Age Limit:

01/01/2021  তারিখের হিসাবে বয়স হতে হবে  20 থেকে 27  বছরের মধ্যে। SC/ST প্রার্থীরা 5 বছর, OBC প্রার্থীরা 3 বছর বয়েসের উর্দ্ধসীমায় ছাড় পাবেন।

কলকাতা পুলিশে কর্মরত প্রার্থীদের বয়েসের উর্দ্ধসীমা 35 বছর। এর মধ্যেও SC/ST প্রার্থীরা 5 বছর, OBC প্রার্থীরা 3 বছর বয়েসের উর্দ্ধসীমায় ছাড় পাবেন।

Selection Process: প্রার্থী বাছাই পদ্ধতি:

Kolkata Police Recruitment 2021   Selection process:

প্রার্থী বাছাই হবে নিম্ন লিখিত ধাপে ।

1.  প্রিলিমিনারি পরীক্ষা (Preliminary Examination  ) :

মোট 200 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। সময়কাল 90 মিনিটের।

Subject

Marks

No of Question

জেনারেল স্টাডিজ

100 নম্বর

50 টি প্রশ্ন

রিজনিং  

50নম্বর

25 টি প্রশ্ন

অঙ্ক  

50 নম্বর

25 টি প্রশ্ন

 

2. Physical Measurement Test (PMT) :

শারীরিক মাফজোগ দেখা হবে।

 

3. Physical Efficiency Test (PET) :

সাব ইন্সপেক্টর / Sub-Inspector  &  সার্জেন্ট  / Sergeant :

3 মিনিটের মধ্যে 800 মিটার দৌড়াতে হবে।

সাব ইন্সপেক্টরেস্ / Sub-Inspectress:

2 মিনিটে 400 মিটার দৌড়াতে হবে।

 

4. কম্বাইন্ড মেইন এক্সামিনেশন  (Main Exam  ) :

কম্বাইন্ড মেইন এক্সামিনেশন এ মোট 3 টি পেপার থাকবে। মোট 200 নম্বরের পরীক্ষা হবে।

 

প্রথম পেপার:-  জেনারেল স্টাডিজ ও অঙ্ক বিষয়ে প্রশ্ন হবে 100 নম্বরের, সময়কাল 2 ঘণ্টা।

দ্বিতীয় পেপার:-  ইংলিশ ( রিপোর্ট ড্রাফটিং, সামারি, ট্রান্সলেশন, কারেক্ট ইউজ অব ওয়ার্ড, কারেকশন অব সেইন্তেন্স, কমন ফ্রেস, সিনোনিম,অ্যান্টনিম ) বিষয়ে প্রশ্ন হবে 50 নম্বরের, সময়কাল  1 ঘণ্টা ।

তৃতীয় পেপার:-  ল্যাঙ্গুয়েজে টেস্ট (বাংলা/উর্দু/হিন্দি/নেপালি )  50 নম্বরের, থাকবে এই সমস্ত (প্রতিবেদন রচনা,সার সংক্ষেপ, বঙ্গানুবাদ, শব্দের ব্যবহার, বাক্য সংশোধন, সমার্থক, বিপরীত শব্দ) বিষয়,  সময়কাল 1  ঘণ্টা।

5. Personality Test/ Interview :

30 নম্বর ।

Salary : বেতন :  

Kolkata Police Recruitment 2021   Salary :

32,100 টাকা থেকে 82,900 টাকা (Level - 10)

Application Fee : আবেদন ফি :

Kolkata Police Recruitment 2021 Application fee :

আবেদন ফি 250  /- টাকা + প্রসেসিং ফি 20/- টাকা  জমা দিতে হবে।

SC/ST প্রার্থীদের শুধুমাত্র প্রসেসিং ফি 20/- টাকা   জমা দিতে হবে। (  শুধু মাত্র পশ্চিম বঙ্গের SC / ST ক্ষেত্রে প্রযোজ্য  )

যারা অনলাইন আবেদন করবেন এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এর চালান এর মাধ্যমে আবেদন ফী জমা দেবেন তাদের ফী জমা দেওয়ার শেষ দিন 21/08/2021 তারিখ  ব্যাংক খোলা থাকা পর্যন্ত ।

 

Application Process : আবেদন পদ্ধতি:

Kolkata Police Recruitment 2021  How to apply :

ইচ্ছুক  এবং যোগ্য প্রার্থীরা আবেদন করতে হবে অনলাইনে এবং অফলাইনে দুই ভাবেই। আবেদন করতে পারবেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (West Bengal Police Recruitment Board) এর অফিসিয়াল ওয়েবসাইট www.wbpolice.gov.in এর মাধ্যমে অনলাইনে।

আবেদন শুরু হচ্ছে 19/07/2021 তারিখ থেকে। আবেদন করতে পারবেন 19/08/2021 তারিখ 5 PM পর্যন্ত। অফলাইনে আবেদন করলে আবেদন পত্র ডাকযোগে 19/08/2021 তারিখ 5 PM এর মধ্যে পৌঁছাতে হবে।

আরও বিশদে জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখতে অনুরোধ করা হচ্ছে।


Official Website : Click Here

Official Notification : 

Link 1: Click Here

Link 2: Click Here

Information to applicants for "on-line" Submission : Click Here

Information to applicants for "off-line" Submission : Click Here


Online Application : Click Here


সরকারি, বেসরকারি , পার্টটাইম চাকরির আপডেট পেতে, বিভিন্ন বিষয়ের GK এবং কারেন্ট অ্যাফেয়ার্স বাংলায় পড়তে Tathya Point এর FACEBOOK পেইজ টি Like এবং Follow  করুন এবং Telegram চ্যানেল টি JOIN এবংSubscribe করুন।


আরও পড়ুন : ন্যাশনাল বোর্ড অফ এডুকেশন অফ মেডিকেল সাইন্স এ অ্যাসিস্ট্যান্ট এবং একাউন্ট্যান্ট নিয়োগ

ভারতীয় নৌবাহিনীতে চিফ, স্টুয়ার্ড এবং হাইজিনিস্ট পদে নিয়োগ, যোগ্যতা মাধ্যমিক উত্তীর্ণ

প্রতিরক্ষা মন্ত্রনালয়ে ট্রেডস ম্যান মেট ও বিভিন্ন পদে নিয়োগ

IBPS ক্লার্ক এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে @ শূন্যপদ প্রায় 5830 টি

পশ্চিমবঙ্গে ইন্ডিয়ান আর্মির র‍্যালির আবেদন প্রক্রিয়া শুরু হলো, বিস্তারিত জানুন

IBPS ক্লার্ক এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে @ শূন্যপদ প্রায় 5830 টি

 ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডে অ্যাপ্রেন্টিস নিয়োগ

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় 6100 টি শূন্যপদে নিয়োগ

ইন্ডিয়ান স্ট্যাটিসটিকাল ইনস্টিটিউট, কলকাতায় বিভিন্ন শূন্যপদে নিয়োগ

ISRO LPSC তে এপ্রেন্টিস নিয়োগ

নাবার্ড কনসালটেন্সি সার্ভিসেস এ রাজ্যে বিভিন্ন পদে কর্মী নিয়োগ

  টাকা তৈরির প্রেসে (কলকাতায়) সুপারভাইজার এবং অন্যান্য পদে কর্মী নিয়োগ

ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইসার কোঅপারেটিভ লিমিটেড(IFFCO) তে এপ্রেন্টিস পদে নিয়োগ

ভারতীয় উপকূলরক্ষী বাহিনীতে নাবিক পদে নিয়োগ

গ্রামীণ ব্যাঙ্ক এ 11687 টি শূন্যপদে নিয়োগ

ইন্ডিয়ান আর্মি, এয়ারফোর্স  ও নেভিতে নিয়োগ

 রাজ্যের পলিটেকনিক এ ভর্তির পরীক্ষা JEXPO 2021 এর অনলাইন আবেদন

পশ্চিমবঙ্গের বিভিন্ন নার্সিং কলেজে ANM এবং GNM কোর্স এ ভর্তির জন্য জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন


N.B : Tathya Point (www.tathyapoint.com) is a  bengali job news portal who provide various government,private,Part time job information’s to jobseekers. We are not a recruitment agency and do not offer any jobs. We are requested to all Jobseekers please go through the official website of the company/department for complete details & application process. If any company/department/agency is taking money for giving job is the jobseekers own risk, Tathya Point (www.tathyapoint.com) will not responsible this.


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.