Type Here to Get Search Results !

পাওয়ার গ্রিড কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেডে কলকাতা সহ সারা দেশে 1110 জন এপ্রেন্টিস পদে নিয়োগ

 


PGCIL Apprentice Recruitment 2021:

কেন্দ্রীয় সরকারি বিদ্যুৎ সংস্থায় চাকরিপ্রার্থীদের জন্য খুশির  খবর। পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (PGCIL), এপ্রেন্টিস পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিয়োগ হবে পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন রিজিওন এ। মোট শূন্যপদ 1110 টি। আইটিআই, ডিপ্লোমা, গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং উতীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। নিয়োগ হবে ইলেক্ট্রিক্যাল, সিভিল, ইলেকট্রনিক্স এন্ড টেলিকম, কম্পিউটার সাইন্স, এইচআর এগজিকিউটিভ (HR Executive) এই সমস্ত পদে।মোট এক বছরের ট্রেনিং। আবেদন করতে হবে অনলাইনে। আবেদন শুরু হয়েছে  21.07.2021 তারিখ থেকে। আবেদন করতে পারবেন 20.08.2021 তারিখ পর্যন্ত [31/08/2021 (date extended)]। বিস্তারিত নিচে আলোচনা করা হল।

Important Event & Date : গুরুত্বপূর্ণ তারিখ :

এক নজরে -  PGCIL Apprentice Recruitment 2021:

Organization Name

PGCIL

Post Name    

Apprentice

Vacancies      

1110 Posts

Online Application Starts    

21/07/2021

Last Date of Apply Online Application             

20/08/2021

[31/08/2021 (date extended)]

Mode Of Application         

Online

Official Website      

www.powergrid.in

 আরও পড়ুন : পশ্চিমবঙ্গ সার্কেলে 2357 টি শূন্যপদে গ্রামীণ ডাক সেবক নিয়োগ

Vacancy Details : শূন্যপদ :

PGCIL Apprentice Recruitment 2021 vacancy:

মোট শূন্যপদের সংখ্যা 1110 টি। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী শূন্যপদে সংরক্ষণ পাবেন।

Region Wise Vacancy:

Name of the Region        

Vacancy

Corporate Center, Gurugram

44

Northern Region – I, Faridabad

134

Northern Region – II, Jammu              

83

Northern Region – III, Lucknow

96

Eastern Region – I, Patna

82

Eastern Region – II, Kolkata      

74

North Eastern Region, Shillong        

127

Odisha Projects, Bhubaneshwar

53

Western Region – I, Nagpur

112

Western Region – II, Vadodara           

115

Southern Region – I, Hyderabad

76

Southern Region – II, Bangalore

114

Total

1110

 

Vacancy In Eastern Region – II, Kolkata :


আরও পড়ুন : কেন্দ্রীয় সরকারের 6 টি আধাসামরিক বাহিনীতে 25271 টি শূন্যপদে নিয়োগ

Eligibility Criteria : যোগ্যতা :

PGCIL Apprentice Recruitment 2021  qualification :

ITI  ইলেকট্রিক্যাল এপ্রেন্টিস :

ইলেক্ট্রিসিয়ান ট্রেডে ITI -এর পূর্ণ সময়ের কোর্স উত্তীর্ণ হতে হবে।

ডিপ্লোমা এপ্রেন্টিস :

ইলেক্ট্রিক্যাল এবং সিভিল ইঞ্জিনিয়ারিং -এ তিন বছরের ডিপ্লোমা কোর্স উত্তীর্ণ হতে হবে।

গ্রাজুয়েট এপ্রেন্টিস :

নিয়োগ করা হবে ইলেক্ট্রিক্যাল, সিভিল, ইলেকট্রনিক্স / টেলিকমিউনিকেশন এবং কম্পিউটার সাইন্স / ইনফরমেশন টেকনোলজি বিভাগে।

 

ওপরের সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় চার বছরের B.E./B.Tech./B.Sc.(Engg.) উত্তীর্ণ হতে হবে।

HR এক্সিকিউটিভ (Payroll and Employee Data Management) :

পার্সোনাল ম্যানেজমেন্ট / পার্সোনাল ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশন বিষয়ে দুই বছরের MBA/ MSW/ পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা উত্তীর্ণ হতে হবে।

Age Limit : বয়সসীমা :

PGCIL Apprentice Recruitment 2021  Age Limit:

বয়স হতে হবে 18 বছর বা তার বেশি। বিশদে জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখতে অনুরধ করা হচ্ছে।

Salary : বেতন :

PGCIL Apprentice Recruitment 2021  Salary :

ITI  এপ্রেন্টিস :

11000 টাকা প্রতি মাসে।

ডিপ্লোমা এপ্রেন্টিস :

12000 টাকা প্রতি মাসে।

গ্রাজুয়েট এপ্রেন্টিস / HR এক্সিকিউটিভ:

15000 টাকা প্রতি মাসে।

Selection Process: প্রার্থী বাছাই পদ্ধতি:

PGCIL Apprentice Recruitment 2021  Selection process:

প্রার্থী বাছাই করা হবে সম্পূর্ণ শিক্ষাগত যোগ্যতাই পাওয়া নম্বরের মেধার ওপর ভিত্তি করে।

Application Fee : আবেদন ফি :

PGCIL Apprentice Recruitment 2021 Application fee :

প্রার্থীদের  কোনো ফী দিতে হবে না।

Application Process : আবেদন পদ্ধতি:

PGCIL Apprentice Recruitment 2021 How to apply :

ইচ্ছুক  এবং যোগ্য প্রার্থীদের  আবেদন করতে হবে অনলাইনে।

প্রার্থীদের প্রথমে https://apprenticeshipindia.org বা https://portal.mhrdnats.gov.in ওয়েবসাইটে নিজের (প্রার্থী হিসাবে) রেজিস্টার করতে হবে।

রেজিস্ট্রেশন হয়ে গেলে PGCIL এর অফিসিয়াল ওয়েবসাইট এর দেওয়া লিংক থেকে অনলাইনে আবেদন করতে হবে।

www.powergrid.in Careers Rolling Advertisement for Engagement of Apprentices Apply Online

আরও বিশদে জানতে অফিসিয়াল নোটিফিকেশন নিচে দেওয়া আছে দেখতে অনুরোধ করা হচ্ছে।

Official Website : Click Here

Official Notification :  Click Here

Online Application :  Click Here


সরকারি, বেসরকারি , পার্টটাইম চাকরির আপডেট পেতে, বিভিন্ন বিষয়ের GK এবং কারেন্ট অ্যাফেয়ার্স বাংলায় পড়তে Tathya Point এর FACEBOOK পেইজ টি Like এবং Follow  করুন এবং Telegram চ্যানেল টি JOIN এবংSubscribe করুন।


আরও পড়ুন : পশ্চিমবঙ্গ সার্কেলে 2357 টি শূন্যপদে গ্রামীণ ডাক সেবক নিয়োগ

কেন্দ্রীয় সরকারের 6 টি আধাসামরিক বাহিনীতে 25271 টি শূন্যপদে নিয়োগ

কলকাতা পুলিশে সাব ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টরেস্ এবং সার্জেন্ট নিয়োগ

ন্যাশনাল বোর্ড অফ এডুকেশন অফ মেডিকেল সাইন্স এ অ্যাসিস্ট্যান্ট এবং একাউন্ট্যান্ট নিয়োগ

ভারতীয় নৌবাহিনীতে চিফ, স্টুয়ার্ড এবং হাইজিনিস্ট পদে নিয়োগ, যোগ্যতা মাধ্যমিক উত্তীর্ণ

প্রতিরক্ষা মন্ত্রনালয়ে ট্রেডস ম্যান মেট ও বিভিন্ন পদে নিয়োগ

IBPS ক্লার্ক এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে @ শূন্যপদ প্রায় 5830 টি

পশ্চিমবঙ্গে ইন্ডিয়ান আর্মির র‍্যালির আবেদন প্রক্রিয়া শুরু হলো, বিস্তারিত জানুন

IBPS ক্লার্ক এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে @ শূন্যপদ প্রায় 5830 টি

 ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডে অ্যাপ্রেন্টিস নিয়োগ

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় 6100 টি শূন্যপদে নিয়োগ

ইন্ডিয়ান স্ট্যাটিসটিকাল ইনস্টিটিউট, কলকাতায় বিভিন্ন শূন্যপদে নিয়োগ

N.B : Tathya Point (www.tathyapoint.com) is a  bengali job news portal who provide various government,private,Part time job information’s to jobseekers. We are not a recruitment agency and do not offer any jobs. We are requested to all Jobseekers please go through the official website of the company/department for complete details & application process. If any company/department/agency is taking money for giving job is the jobseekers own risk, Tathya Point (www.tathyapoint.com) will not responsible this.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.