Type Here to Get Search Results !

মাধ্যমিক যোগ্যতায় বর্ডার সিকিউরিটি ফোর্সে ইঞ্জিনিয়ার নিয়োগ

 


BSF Group-C Engineers Recruitment 2021: বর্ডার সিকিউরিটি ফোর্সে (Border Security Force) নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বি এস এফ গ্রুপ- সি (নন গেজেটেড-নন মিনিস্ট্রিয়াল) ক্যাটেগরিতে ইঞ্জিনিয়ার নিয়োগ করবে। নিয়োগ হবে কলকাতা সহ দেশের বিভিন্ন বি এস এফ সেন্টারে। যেকোনো ভারতীয় পুরুষ এবং মহিলা উভয়েই আবেদন করতে পারবেন।  যেসমস্ত পদগুলি রয়েছে সেগুলি হলো অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর (ড্রাফটসম্যান গ্রেড-III), হেড কনস্টবল (কার্পেন্টার), হেড কনস্টবল (প্লাম্বার), কনস্টেবল (সিয়ারমেন), কনস্টেবল (জেনারেটর অপারেটর), কনস্টেবল (জেনারেটর মেকানিক) এবং কনস্টেবল (লাইনম্যান)। মোট  72 টি শূন্যপদ রয়েছে। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদন শুরু হয়েছে 15/11/2021 তারিখ থেকে। আবেদনের শেষ দিন 29/12/2021 তারিখ। BSF Engineers Recruitment 2021 এর বিস্তারিত নিচে আলোচনা করা হলো।

01. অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর (ড্রাফটসম্যান গ্রেড-III):

শূন্যপদ: 01 টি (UR)।

যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে সঙ্গে স্বীকৃত ইনস্টিটিউট থেকে ড্রাফটসম্যানশিপ (সিভিল) / সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা করে থাকতে হবে।

বয়স: 29/12/2021 তারিখের হিসাবে বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে।

বেতন: পে ম্যাট্রিক্স লেভেল 5 (সপ্তম পে কমিশন) অনুসারে 29,200 - 92,300 টাকা।

 

02. হেড কনস্টবল (কার্পেন্টার):

শূন্যপদ: 04 টি (UR - 02, OBC- 01, ST - 01)।

যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে সঙ্গে কার্পেন্টার ট্রেডে আই টি আই সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স: 29/12/2021 তারিখের হিসাবে বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে।

বেতন: পে ম্যাট্রিক্স লেভেল 4 (সপ্তম পে কমিশন) অনুসারে 25,500 - 81,100 টাকা।

 

03. হেড কনস্টবল (প্লাম্বার):

শূন্যপদ: 02 টি (UR)।

যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে সঙ্গে প্লাম্বার ট্রেডে আই টি আই সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স: 29/12/2021 তারিখের হিসাবে বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে।

বেতন: পে ম্যাট্রিক্স লেভেল 4 (সপ্তম পে কমিশন) অনুসারে 25,500 - 81,100 টাকা।

 

04. কনস্টেবল (সিয়ারমেন):

শূন্যপদ: 02 টি (UR - 01, OBC - 01)।

যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে সঙ্গে নর্দমা ররক্ষণাবেক্ষণ এর কাজে অভিজ্ঞতা থাকতে হবে। নিয়োগের সময় সংশ্লিষ্ট কাজে টেস্ট নেওয়া হবে।

বয়স: 29/12/2021 তারিখের হিসাবে বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। 

বেতন: পে ম্যাট্রিক্স লেভেল 3 (সপ্তম পে কমিশন) অনুসারে 21,700 - 69,100 টাকা।

 

05. কনস্টেবল (জেনারেটর অপারেটর):

শূন্যপদ: 24 টি (UR- 08, EWS- 02, OBC- 06, SC - 07, ST - 01)।

যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে সঙ্গে ইলেক্ট্রিসিয়ান/ ওয়্যারম্যান / ডিজেল মেকানিক / মোটর মেকানিক  ট্রেডে আই টি আই সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স: 29/12/2021 তারিখের হিসাবে বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে।

বেতন: পে ম্যাট্রিক্স লেভেল 3 (সপ্তম পে কমিশন) অনুসারে 21,700 - 69,100 টাকা।

 

06. কনস্টেবল (জেনারেটর মেকানিক):

শূন্যপদ: 28 টি (UR- 12, EWS- 02, OBC- 08, SC - 04, ST - 02)।

যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে সঙ্গে ডিজেল মেকানিক / মোটর মেকানিক ট্রেডে আই টি আই সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স: 29/12/2021 তারিখের হিসাবে বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে।

বেতন: পে ম্যাট্রিক্স লেভেল ৩ (সপ্তম পে কমিশন) অনুসারে 21,700 - 69,100 টাকা।

 

07. কনস্টেবল (লাইনম্যান):

শূন্যপদ: 11 টি (UR- 06, EWS- 01, OBC- 03, SC - 01)।

যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে সঙ্গে ইলেকট্রিকাল ওয়্যারম্যান / লাইনম্যান  ট্রেডে আই টি আই সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স: 29/12/2021 তারিখের হিসাবে বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে।

বেতন: পে ম্যাট্রিক্স লেভেল ৩ (সপ্তম পে কমিশন) অনুসারে 21,700 - 69,100 টাকা।

 

আবেদন ফি:

প্রার্থীদের আবেদন ফী বাবদ জমা দিতে হবে 100 টাকা । SC / ST / Women / BSF serving personal / Ex-serviceman  প্রার্থীদের কোনো আবেদন ফী লাগবে না। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন।

আবেদন ফী জমা দিতে  পারবেন নেট ব্যাঙ্কিং / ক্রেডিট কার্ড / ডেবিট কার্ড / কমন সার্ভিস সেন্টার এর মাধ্যমে অনলাইনে।


প্রার্থী বাছাই পদ্ধতি:

প্রার্থী বাছাই হবে দুটি পর্যায়ে। প্রথম পর্যায়ে থাকবে লিখিত পরীক্ষা এবং দ্বিতীয় পর্যায়ে থাকবে ডকুমেন্টেশন, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, প্রাকটিক্যাল/ট্রেড টেস্ট এবং শেষে মেডিকেল টেস্ট। প্রথম পর্যায়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা গুলি নেওয়া হবে। পরীক্ষার সিলেবাস, শারীরিক যোগ্যতা (ফিজিক্যাল স্ট্যান্ডার্ড) এবং শারীরিক দক্ষতার (ফিজিক্যাল এফিসিয়েন্সি) পরীক্ষার বিষয়ে জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে অনুরোধ করা হচ্ছে (শেষে ডাউনলোড লিংক দেওয়া আছে)।

আবেদন পদ্ধতি:

ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের অনলাইনে বর্ডার সিকিউরিটি ফোর্সের অফিসিয়াল রিক্রুটমেন্ট ওয়েবসাইট https://rectt.bsf.gov.in/ (আবেদনের লিংক শেষে দেওয়া আছে) থেকে আবেদন করতে হবে।  আবেদন শুরু হয়েছে 15/11/2021 তারিখ থেকে। আবেদনের শেষ দিন 29/12/2021 তারিখ। আবেদন করার সময় যে সমস্ত ডকুমেন্ট চাওয়া হবে সেগুলি আপলোড করতে হবে। অরোও বিশদে জানতে অফিশিয়াল নোটিফিকেশন দেখতে অনুরোধ করা হচ্ছে।


অফিসিয়াল ওয়েবসাইট: ক্লিক করুন

অফিসিয়াল নোটিফিকেশন : ক্লিক করুন

রেজিস্ট্রেশনের  লিংক : ক্লিক করুন


সরকারি, বেসরকারি , পার্টটাইম চাকরির আপডেট পেতে, বিভিন্ন বিষয়ের GK এবং কারেন্ট অ্যাফেয়ার্স বাংলায় পড়তে Tathya Point এর FACEBOOK পেইজ টি Like এবং Follow  করুন এবং Telegram চ্যানেল টি JOIN এবংSubscribe করুন।


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.