Type Here to Get Search Results !

পশ্চিমবঙ্গ সার্কেলে 2357 টি শূন্যপদে গ্রামীণ ডাক সেবক নিয়োগের আবেদনের সময়সীমা বাড়লো। বিস্তারিত দেখুন।

 


Gramin Dak Sevaks Recruitment  West Bengal Circle 2021 :

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য খুশির  খবর। ভারতীয় ডাক বিভাগে ( India Post ) পশ্চিমবঙ্গ সার্কেলে গ্রামীণ ডাক সেবক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট শূন্যপদ 2357 টি। রাজ্যের প্রত্যেকটি জেলাতেই শূন্যপদ রয়েছে। মাধ্যমিক উত্তীর্ণ হলেই  আবেদন করতে পারবেন। পুরুষ মহিলা  সবাই আবেদন যোগ্য। WB GDS Recruitment 2021 এর নিয়োগ হবে ব্রাঞ্চ পোস্ট মাস্টার ( Branch Post Master (BPM)), অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার (Asistant Branch Post Master (ABPM)) এবং ডাক সেবক (Dak Sevak) পদে। আবেদন করতে হবে অনলাইনে ভারতীয় ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে।  আবেদন শুরু হয়েছে  20/07/2021 তারিখ থেকে। আবেদন করতে পারবেন 19/08/2021 তারিখ পর্যন্ত [22/08/2021 (Date Extended)]। বিস্তারিত নিচে আলোচনা করা হল। Gramin Dak Sevaks Recruitment  West Bengal Circle 2021 এর   Advertisement Notice No.- RECTT/R-100/GDS/CYCLE-III/VOL-I

Important Event & Date : গুরুত্বপূর্ণ তারিখ :

এক নজরে -  WB GDS Recruitment 2021 :

Organization Name  

India Post WB Circle

Post Name    

BRANCH POSTMASTER, ASSISTANT BRANCH POSTMASTER,  DAK SEVAK

Vacancies      

2357 Posts

Online Application Starts    

20/07/2021

Last Date of Apply Online Application             

19/08/2021

[22/08/2021 (Date Extended)]

Mode Of Application         

Online

Official Website      

www.indiapost.gov.in www.appost.in/gdsonline

www. westbengalpost.gov.in


আরও পড়ুন : কেন্দ্রীয় সরকারের 6 টি আধাসামরিক বাহিনীতে 25271 টি শূন্যপদে নিয়োগ

Vacancy Details : শূন্যপদ :

Gramin Dak Sevaks Recruitment  West Bengal Circle 2021 vacancy:

মোট শূন্যপদের সংখ্যা 2357 টি। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী শূন্যপদে সংরক্ষণ পাবেন।

Category

 No of Posts

EWS  

192

OBC

496

PWD-A  

7

PWD-B

25

PWD-C

23

PWD-DE

6

SC  

487

ST  

120

UR

1001

Total  

2357

Eligibility Criteria : যোগ্যতা :

Gramin Dak Sevaks Recruitment  West Bengal Circle 2021 qualification :

যেকোনো সিকৃত  শিক্ষা প্রতিষ্ঠান / বোর্ড / কাউন্সিল  থেকে মাধ্যমিক  বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অঙ্ক , ইংরেজি এবং স্থানীয় ভাষায় পাশ মার্ক্স্ থাকতে হবে।  আর বাংলাা ভাষার সম্পূর্ণ জ্ঞান থাকতে হবে। এছাড়া আবেদনকারীকে সাইকেল চালানো জানতে হবে।

যেকোনো অনুমোদিত প্রতিষ্ঠান থেকে  কম্পিউটার ট্রেনিং কোর্স থাকতে হবে ( অন্তত পক্ষে 60 দিনের)। যে সকল প্রার্থী  উচ্চমাধ্যমিকে কম্পিউটার বিষয় নিয়ে পড়াশুনা করেছেন  বা যে সকল প্রার্থীর উচ্চ শিক্ষায় কম্পিউটার বিষয় ছিল, তাদের  কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট দরকার পড়বে  না।


আরও পড়ুন : কলকাতা পুলিশে সাব ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টরেস্ এবং সার্জেন্ট নিয়োগ

Age Limit : বয়সসীমা :

WB GDS Recruitment 2021 Age Limit:

20/07/2021 তারিখের হিসাবে বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। SC/ST প্রার্থীরা 5 বছর, OBC প্রার্থীরা 3 বছর PWD- 10 বছর,  (PwD) + OBC- 13 বছর, (PwD) + SC/ST- 15 বছর,  বয়েসের উর্দ্ধসীমায় ছাড় পাবেন।

Salary : বেতন :  

WB GDS Recruitment 2021 Salary :

ব্রাঞ্চ পোস্টমাস্টার (BPM) :

12,000/- টাকা (4 ঘন্টা কাজের জন্য), 14,500/- টাকা (5 ঘন্টা কাজের জন্য)।

অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার (ABPM) :

10,000/- টাকা (4 ঘন্টা কাজের জন্য),12,000/- টাকা (5 ঘন্টা কাজের জন্য)।।

ডাক সেবক:

10,000/- টাকা (4 ঘন্টা কাজের জন্য), 12,000/- টাকা (5 ঘন্টা কাজের জন্য)।

Selection Process: প্রার্থী বাছাই পদ্ধতি:

Gramin Dak Sevaks Recruitment  West Bengal Circle 2021  Selection process:

প্রার্থী বাছাই করা হবে সম্পূর্ণ মাধ্যমিকে পাওয়া নম্বরের মেধার ওপর ভিত্তি করে।

Application Fee : আবেদন ফি :

WB GDS Recruitment 2021 Application fee :

আবেদন ফি বাবদ জমা দিতে হবে 100 টাকা। SC / ST / WOMEN  প্রার্থীদের  কোনো ফী দিতে হবে না।

আবেদন ফী জামা দিতে হবে অনলাইনে  Debit Card, Credit Card, Net Banking -এর মাধ্যমে। ফী জমা দেওয়ার শেষ দিন 19/08/2021 [22/08/2021 (Date Extended)] তারিখ

Application Process : আবেদন পদ্ধতি:

Gramin Dak Sevaks Recruitment  West Bengal Circle 2021 How to apply :

ইচ্ছুক  এবং যোগ্য প্রার্থীদের  আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করতে ইন্ডিয়া পোস্ট এর এর অফিসিয়াল ওয়েবসাইট www.appost.in/gdsonline/ এর মাধ্যমে অনলাইনে। আবেদন শুরু হয়েছে  20/07/2021 তারিখ থেকে।  আবেদন করতে পারবেন 19/08/2021 তারিখ পর্যন্ত [22/08/2021 (Date Extended)]

আরও বিশদে জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখতে অনুরোধ করা হচ্ছে।

Official Website : Click Here

Official Notification :  Click Here

Online Application :  Click Here


সরকারি, বেসরকারি , পার্টটাইম চাকরির আপডেট পেতে, বিভিন্ন বিষয়ের GK এবং কারেন্ট অ্যাফেয়ার্স বাংলায় পড়তে Tathya Point এর FACEBOOK পেইজ টি Like এবং Follow  করুন এবং Telegram চ্যানেল টি JOIN এবংSubscribe করুন।


আরও পড়ুন : কেন্দ্রীয় সরকারের 6 টি আধাসামরিক বাহিনীতে 25271 টি শূন্যপদে নিয়োগ

কলকাতা পুলিশে সাব ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টরেস্ এবং সার্জেন্ট নিয়োগ

ন্যাশনাল বোর্ড অফ এডুকেশন অফ মেডিকেল সাইন্স এ অ্যাসিস্ট্যান্ট এবং একাউন্ট্যান্ট নিয়োগ

ভারতীয় নৌবাহিনীতে চিফ, স্টুয়ার্ড এবং হাইজিনিস্ট পদে নিয়োগ, যোগ্যতা মাধ্যমিক উত্তীর্ণ

প্রতিরক্ষা মন্ত্রনালয়ে ট্রেডস ম্যান মেট ও বিভিন্ন পদে নিয়োগ

IBPS ক্লার্ক এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে @ শূন্যপদ প্রায় 5830 টি

পশ্চিমবঙ্গে ইন্ডিয়ান আর্মির র‍্যালির আবেদন প্রক্রিয়া শুরু হলো, বিস্তারিত জানুন

IBPS ক্লার্ক এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে @ শূন্যপদ প্রায় 5830 টি

 ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডে অ্যাপ্রেন্টিস নিয়োগ

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় 6100 টি শূন্যপদে নিয়োগ

ইন্ডিয়ান স্ট্যাটিসটিকাল ইনস্টিটিউট, কলকাতায় বিভিন্ন শূন্যপদে নিয়োগ

N.B : Tathya Point (www.tathyapoint.com) is a  bengali job news portal who provide various government,private,Part time job information’s to jobseekers. We are not a recruitment agency and do not offer any jobs. We are requested to all Jobseekers please go through the official website of the company/department for complete details & application process. If any company/department/agency is taking money for giving job is the jobseekers own risk, Tathya Point (www.tathyapoint.com) will not responsible this.



Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.