KVS
ANDAL RECRUITMENT 2021:
কেন্দ্রীয় বিদ্যালয় অন্ডাল, পশ্চিম
বর্ধমান শিক্ষক এবং অন্যান্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে (KVS ANDAL RECRUITMENT 2021)। নিয়োগ হবে
PGT, TGT, PRT, Computer Instructor, Doctor Nurse, Counsellor, Dance Coach,
Games Coach, Art & Craft Coach পদে। সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
সমস্ত ডকুমেন্টের নিজ প্রত্যয়িত কপি সহ আবেদন পত্র জমা করতে হবে কেন্দ্রীয় বিদ্যালয়
অন্ডাল এর ঠিকানায় সরাসরি এসে অথবা ডাকযোগে। আবেদন পত্র পৌঁছানোর শেষ দিন
17/09/2021 তারিখ। ইন্টারভিউ হবে 20/09/2021 তারিখ। সমস্ত পদই চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। কোন বিষয়ে কি শূন্যপদ রয়েছে, ইন্টারভিউ
কবে হবে, বিস্তারিত নিচে আলোচনা করা হলো।
KENDRIYA VIDYALAYA ANDAL
RECRUITMENT 2021 official notification PDF এবং Application FormPDF টির লিংক শেষে
দেওয়া আছে দেখতে অনুরোধ করা হচ্ছে।
Important Event &
Date : গুরুত্বপূর্ণ তারিখ :
HIGHLIGHTS - KENDRIYA
VIDYALAYA ANDAL RECRUITMENT 2021:
Organization
Name |
KVS ANDAL |
Post
Name |
PGTs, TGTs, PRTs & Computer Instructor, Doctor,
Nurse, Counsellor, Dance Coach, Games Coach, Art & Craft Coach |
Vacancies |
Various |
Interview
Date |
20/09/2021 |
Mode
Of Application |
Offline / Direct Walk In Interview |
Official
Website |
https://andal.kvs.ac.in/ |
KVS
ANDAL RECRUITMENT 2021 VACANCY & ELIGIBILITY DETAILS:
যে
বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে:
Subject
Details :
1.
Primary Teacher (PRTs):
যোগ্যতা:
(i). 50% নম্বর সহ উচ্চমাধ্যমিক
( 10 + 2) উর্ত্তীর্ণ এর সাথে দুই বছরের D.El/Ed অথবা চার বছরের B.El.Ed অথবা দুই বছরের B.Ed উত্তীর্ণ
হতে হবে।
(ii). CTET কোয়ালিফায়েড হতে হবে।
(iii). হিন্দি ও ইংরেজি মাধ্যমে
শিক্ষাদানের পারদর্শী হতে হবে। কম্পিউটার চালনায় জ্ঞান থাকতে হবে।
2.
POST GRADUATE TEACHER (PGTs):
শিক্ষক নেওয়া হবে ইংলিশ, হিন্দি, ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি,
বায়োলজি, এবং কম্পিউটার সাইন্স (ENGLISH ,HINDI, MATHS,
PHYSICS, CHEMISTRY, BIOLOGY & Computer Science) এই সমস্ত বিষয়ে।
যোগ্যতা:
(i). কমপক্ষে 50% নম্বর নিয়ে সংশ্লিষ্ট বিষয়ে সংশ্লিষ্ট
বিষয়ে এনইসিআরটি (NCERT) - র আঞ্চলিক শিক্ষা ইনস্টিটিউটের ইন্টিগ্রেটেড পোস্ট গ্রাজুয়েট
কোর্স পাস ।
অথবা
(ii). 50% নম্বর নিয়ে সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার
ডিগ্রি পাস সাথে B. Ed. পাস।
হিন্দি ও ইংরেজি মাধ্যমে শিক্ষাদানের
পারদর্শী হতে হবে। কম্পিউটার চালনায় জ্ঞান থাকতে হবে।
কম্পিউটার
সাইন্স এর ক্ষেত্রে যোগ্যতা লাগবে....
I).
B.E or B. Tech. (Computer Science/IT) from a recognized University or
equivalent Degree or Diploma from an institution/ university recognized by the
Govt. of India.
OR
B.E or B. Tech. (any stream) and Post Graduate Diploma
in Computers from recognized University.
OR
M.Sc (Computer Science)/ MCA or Equivalent from a
recognized University.
OR
B.Sc (Computer Science) / BCA or Equivalent and Post
Graduate degree in subject from a recognized
University.
OR
Post Graduate Diploma in Computer and Post Graduate degree in
any subject from recognized University.
OR
‘B’ Level from DOEACC and Post Graduate degree in any
subject.
OR
‘C’ Level from ‘DOEACC’ Ministry of Information and Communication Technology and Graduation.
II). Proficiency in teaching in Hindi and English.
PGTs শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে
আরো বিশদে জানতে KVS ANDAL
RECRUITMENT 2021 এর অফিসিয়াল
নোটিফিকেশন টি দেখতে অনুরোধ করা হচ্ছে।
3.
TRAINED GRADUATE TEACHER (TGTs):
শিক্ষক নেওয়া হবে ইংলিশ, মাথমেটিকস, সাইন্স, সোশ্যাল সাইন্স এবং সংস্কৃত (ENGLISH, MATHS, SCIENCE,
SOCIAL SCIENCE, SANSKRIT) এই সমস্ত বিষয়ে।
যোগ্যতা:
(i). কমপক্ষে 50% নম্বর নিয়ে সংশ্লিষ্ট বিষয়ে এনসিইআরটি
(NCERT) এর রিজিওনাল কলেজ অফ এডুকেশন এর চার বছরের ইন্টিগ্রেটেড ডিগ্রি কোর্স পাশ।
অথবা
(ii). কমপক্ষে 50% নম্বর নিয়ে সংশ্লিষ্ট বিষয়ে
গ্রাডুয়েশন পাশ সাথে B. Ed. পাশ।
(iii). CTET কোয়ালিফায়েড হতে হবে।
হিন্দি ও ইংরেজি মাধ্যমে শিক্ষাদানের
পারদর্শী হতে হবে। কম্পিউটার চালনায় জ্ঞান থাকতে হবে।
ট্রেনড
গ্রাজুয়েট টিচার সাইন্স / TGT (Science)
এর ক্ষেত্রে -- এই সমস্ত বিষয়ে (Botany, Zoology and
Chemistry) উপরিউক্ত যোগ্যতা থাকতে হবে।
সোশ্যাল
সাইন্স এর ক্ষেত্রে যোগ্যতা লাগবে.... যেকোনো
সিকৃত ইউনিভার্সিটি থেকে জিওগ্রাফি / হিস্ট্রি / পলিটিকাল সাইন্স / ইকোনমিক্স এই বিষয়
গুলির মধ্যে যে কোনো দুটি বিষয়ে ( হিস্ট্রি এবং জিওগ্রাফির মধ্যে যেকোনো একটি বিষয়
থাকতেই হবে ) 50% নম্বর নিয়ে B.Ed. সহ স্নাতক ডিগ্রি পাস।
TGTs শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে
আরো বিশদে জানতে KENDRIYA
VIDYALAYA ANDAL RECRUITMENT 2021 এর অফিসিয়াল নোটিফিকেশন টি দেখতে অনুরোধ করা হচ্ছে।
4.
কম্পিউটার ইন্সট্রাক্টর (COMPUTER INSTRUCTOR):
যোগ্যতা:
B.E./B.Tech। (কম্পিউটার সায়েন্স)
/ বি.সি.এ. / এম.সি.এ. / এম.এসসি (কম্পিউটার সায়েন্স) / এম.এসসি (Electronic with
Computer Science component) / এম.এসসি (আইটি) / বি.এসসি (কম্পিউটার সায়েন্স)
অথবা
যে কোনও সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয়
/ ইনস্টিটিউট থেকে বিজ্ঞানের যে কোনো বিষয়ে স্নাতক / স্নাতকোত্তর ডিগ্রি সাথে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন
এ পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা।
অথবা
যে কোনও বিষয়ে পোস্ট গ্রাজুয়েট
ডিপ্লোমা সাথে DOEACC থেকে ‘C’/’B’/’A’/’O’ level পাস।
অথবা
যে কোনও বিষয়ে পোস্ট গ্রাজুয়েট
ডিগ্রি এবং পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা সাথে DOEACC থেকে ‘C’/’B’/’A’/’O’ level পাস।
5.
গেমস কোচ (GAMES COACH):
যোগ্যতা:
50% নম্বর সহ ফিজিক্যাল এডুকেশন
এ B.P.Ed / M.P.Edএবং সংশ্লিষ্ট খেলায় পারদর্শী
হতে হবে।
6.
ডান্স কোচ (DANCE COACH):
যোগ্যতা:
মোট অন্তত 50 শতাংশ নম্বর নিয়ে
উচ্চ মাধ্যমিক পাস এবং সাথে স্বীকৃত ইনস্টিটিউট / বিশ্ববিদ্যালয় থেকে ডান্সে ডিগ্রি
/ ডিপ্লোমা উত্তীর্ণ হতে হবে।
7.
আর্ট এন্ড ক্র্যাফট কোচ (ART & CRAFT COACH):
যোগ্যতা:
সিকৃত ইনস্টিটিউট / ইউনিভার্সিটি
থেকে Painting / Sculpture / Graphic Art এ 5 বছরের ডিপ্লোমা।
8. কাউন্সেলর (EDUCATIONAL COUNSELOR):
BA/ BSc (Psychology) সাথে কাউন্সেলিং
এ সার্টিফিকেট / ডিপ্লোমা। এবং সাথে ……
কোনো স্কুলে ক্যারিয়ার / এডুকেশনাল
কাউন্সেলিং এ কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
অথবা
কোনো প্লেসমেন্ট ব্যুরো তে কাজের
জ্ঞান এবং অভিজ্ঞতা থাকতে হবে।
অথবা
ভোকেশনাল কাউন্সেলের হিসাবে রেহাবিলিয়েশন
কাউন্সিল অফ ইন্ডিয়া (rehabilitation council of india) থেকে রেজিস্ট্রেশন থাকতে হবে।
9.
ডাক্তার (DOCTOR):
MBBS এবং Medical Council of
India রেজিস্ট্রেশন থাকতে হবে।
10.
নার্স (NURSE):
স্বীকৃত ইনস্টিটিউট / বিশ্ববিদ্যালয়
থেকে Diploma in Nursing উত্তীর্ণ হতে হবে।
KVS ANDAL RECRUITMENT
2021
AGE LIMIT:
বয়স হতে হবে 65 বছরের মধ্যে।
অফিসিয়াল নোটিফিকেশন
টি দেখতে অনুরোধ করা হচ্ছে।
KVS
ANDAL RECRUITMENT 2021 SALARY:
Post Name |
Salary/Per
month |
PGTs |
RS- 27500 /- |
TGTs
/ Counsellor |
RS- 26250 /- |
PRTs
|
RS 21250 /- |
Computer
Instructor |
RS- 21250 /- |
Counsellor,
Dance Coach, Games Coach, Art & Craft Coach |
RS- 21250 /- |
Doctor |
1000 /- per working day |
Nurse |
750/- per working day |
KVS ANDAL RECRUITMENT
2021
APPLICATION FEE:
প্রার্থীদের কোনো ফী দিতে হবে
না।
KVS ANDAL RECRUITMENT
2021 APPLICATION & SELECTION PROCESS:
সমস্ত ডকুমেন্টের নিজ প্রত্যয়িত কপি সহ আবেদন
পত্র জমা করতে হবে কেন্দ্রীয় বিদ্যালয় অন্ডাল এর ঠিকানায় সরাসরি এসে অথবা ডাকযোগে
(ঠিকানা নিচে দেওয়া আছে)। আবেদন পত্র পৌঁছানোর
শেষ দিন 17/09/2021 তারিখ। আবেদন পত্র অফিশিয়াল
ওয়েবসাইটে দেওয়া আছে (শেষে ডাউনলোড লিংক দেওয়া আছে)। ডাউনলোড করে পূর্ণ করতে হবে।
আবেদন পত্র দেখে নির্বাচিত প্রার্থীদের ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। ইন্টারভিউ হবে
20/09/2021 তারিখ। ইন্টারভিউয়ের দিন সমস্ত অরিজিনাল ডকুমেন্ট এবং এক সেট সেল্ফ
অ্যাটেস্টেড কপি এবং এক কপি
পাসপোর্ট সাইজ ফটো নিয়ে আসবেন।
KVS ANDAL RECRUITMENT
2021 INTERVIEW VENUE:
Kendriya Vidyalaya
Andal, Work Shop Colony. Post : Andal, Dist : Paschim Burdwan , State : West
Bengal, PIN : 713321
KVS ANDAL RECRUITMENT
2021 INTERVIEW DATE:
DATE: 20/09/2021
TIME: 08:30 AM
আরো বিশদে জানতে KVS ANDAL RECRUITMENT
2021 অফিসিয়াল ওয়েবসাইট
এবং নোটিফিকেশন টি দেখতে অনুরোধ
করা হচ্ছে।
Official Website : Click Here
Official Notification: Click Here
Application Form: Click Here
আরও পড়ুন : কলকাতার গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে 262 টি শূন্যপদে নিয়োগ
কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্ত মালদার GKCIET এ বিভিন্ন পদে নিয়োগ
নিউ ইন্ডিয়া অ্যাসিওরেন্স কোম্পানি লিমিটেডে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার নিয়োগ
ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে বিভিন্ন পদে নিয়োগ
রেল হুইল ফ্যাক্টরিতে অ্যাপ্রেন্টিস নিয়োগ
N.B : Tathya Point (www.tathyapoint.com) is a bengali job news portal who provide various government,private,Part time job information’s to jobseekers. We are not a recruitment agency and do not offer any jobs. We are requested to all Jobseekers please go through the official website of the company/department for complete details & application process. If any company/department/agency is taking money for giving job is the jobseekers own risk, Tathya Point (www.tathyapoint.com) will not responsible this.