Type Here to Get Search Results !

ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে বিভিন্ন পদে নিয়োগ

 


District Magistrate Office Howrah Recruitment 2021:

রাজ্যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট  অফিসে বিভিন্ন পদে  নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হাওড়া জেলা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস (District Magistrate Office Howrah Recruitment 2021)। নিয়োগ করা হবে   ম্যানেজার কো-অর্ডিনেটর,  সোশ্যাল ওয়ার্কার (early childhood educator), নার্স, আয়া এবং চৌকিদার (Manager Coordinator, Social Worker, Nurse, Ayah, Chowkidar) এই সমস্ত পদে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকেই আবেদন করতে পারবেন।  অনলাইন এবং অফলাইন দুইভাবেই আবেদন করা যাবে। আবেদন শুরু হয়েছে 24/08/2021 তারিখ থেকে এবং আবেদনের শেষ দিন 13/09/2021 তারিখ। Howrah DM Office Recruitment 2021 নিয়োগের বিস্তারিত নিচে আলোচনা করা হল।

DM Office Howrah Recruitment 2021 এর Meme Notice No.-  275/DCPS/HOW, Dated 19/08/2021

District Magistrate Office Howrah Recruitment 2021 notification PDF  টির লিংক শেষে দেওয়া আছে দেখতে অনুরোধ করা হচ্ছে।

Highlights - Howrah DM Office Recruitment 2021:

Important Event & Date : গুরুত্বপূর্ণ তারিখ :

Organization Name

Howrah DM Office

Job Profile    

Manager Coordinator, Social Worker, Nurse, Ayah, Chowkidar

Vacancies      

16

Application Starts

24/08/2021

Last Date of Receive Application

13/09/2021

Mode Of Application         

Online / Offline

Job Location

Howrah

Official Website

www.howrah.gov.in

 আরও পড়ুন :  শিলিগুড়ি মিউনিসিপল কর্পোরেশনে বিভিন্ন পদে কর্মী নিয়োগ

Vacancy Details : শূন্যপদ :

District Magistrate Office Howrah Recruitment 2021 Vacancy:

মোট শূন্যপদের সংখ্যা 16 টি ।

Post Name

Vacancy

ম্যানেজার কো-অর্ডিনেটর

01 টি

সোশ্যাল ওয়ার্কার

01 টি

নার্স

01 টি

আয়া

12 টি

চৌকিদার

01 টি

Total

16 টি

 

সংরক্ষিত প্রার্থীরা   নির্দিষ্ট শূন্যপদের সংরক্ষণ পাবেন, সংরক্ষণ জানতে অফিশিয়াল নোটিফিকেশন দেখতে অনুরোধ করা হচ্ছে।

Eligibility: যোগ্যতা:

District Magistrate Office Howrah Recruitment 2021 Eligibility:

ম্যানেজার কো-অর্ডিনেটর:

I). যে কোন সরকারি স্বীকৃত ইনস্টিটিউট / ইউনিভার্সিটি থেকে সাইকোলজি / সোশ্যাল ওয়ার্ক (Psychology / Social Work)  বিষয়ে  পোস্ট  গ্রাজুয়েট (Post Graduate) উত্তীর্ণ হতে হবে।

II). কম্পিউটার অপারেশন    ডিপ্লোমা  করে থাকতে হবে।

III). চাইল্ড ওয়েলফেয়ার অ্যান্ড কাউন্সেলিং  এর কাজে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

সোশ্যাল ওয়ার্কার/ Early Childhood Educator:

যে কোন সরকারি স্বীকৃত ইনস্টিটিউট / ইউনিভার্সিটি থেকে সাইকোলজি / সোশ্যাল ওয়ার্ক (Psychology / Social Work)  বিষয়ে গ্রাজুয়েট (Graduate) উত্তীর্ণ হতে হবে।

সাইকোলজি / সোশ্যাল ওয়ার্ক (Psychology / Social Work) বিষয়ে  মাস্টার ডিগ্রী করা থাকলে,   ইংরেজি বিষয়ে  এবং Early Childhood Care Education     বেসিক কম্পিউটার অপারেশন এ জ্ঞান থাকলে  অগ্রাধিকার পাবেন।

 নার্স:

I). যে কোন স্বীকৃত বোর্ড কাউন্সিল থেকে মাধ্যমিক  অথবা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

II). হেলথ সেক্টর স্কিল কাউন্সিল (Health Sector Skills Council)  দ্বারা স্বীকৃত General Duty Assistant, Course Code: HSSQ 5101  অথবা Home health Aid    তালিকাভুক্ত Course Code: Q5102 এ  অন্ততপক্ষে 360 ঘন্টার কোর্স   করে থাকতে হবে।

III). নার্সের কাজে দু বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

GNM  উত্তীর্ণ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

আয়া:

I). যে কোন স্বীকৃত বোর্ড কাউন্সিল থেকে মাধ্যমিক  অথবা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। গৃহবন্দীদের (Home Inmates) জন্য যোগ্যতা ক্লাস এইট পাস।

আয়ার কাজে অভিজ্ঞতা থাকতে হবে।

চৌকিদার:

যেকোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে অষ্টম শ্রেণী পাস। চৌকিদারের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

Age Limit : বয়সসীমা :

DM Office Howrah Recruitment 2021 Age Limit:

সমস্ত বয়স 01/07/2021 এর হিসাবে  হতে হবে।

Post Name

Age Limit

ম্যানেজার কো-অর্ডিনেটর

23 থেকে 40 বছরের মধ্যে

সোশ্যাল ওয়ার্কার

21 থেকে 40 বছরের মধ্যে

নার্স

23 থেকে 40 বছরের মধ্যে

আয়া

21 থেকে 50 বছরের মধ্যে

চৌকিদার

21 থেকে 40 বছরের মধ্যে

 আরও পড়ুন :  মিড ডে মিল প্রজেক্টে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ

Salary: বেতন:

Howrah DM Office Recruitment 2021 Salary:

Post Name

Salary/Per Month

ম্যানেজার কো-অর্ডিনেটর

19,250/- টাকা

সোশ্যাল ওয়ার্কার

15,440/- টাকা

নার্স

12,000/- টাকা

আয়া

12,000/- টাকা

চৌকিদার

12,000/- টাকা

 

Application Fee: আবেদন ফি:

District Magistrate Office Howrah Recruitment 2021 Application Fee:

কোন আবেদন ফি দিতে হবে না।

Selection Process: প্রার্থী বাছাই পদ্ধতি:

District Magistrate Office Howrah Recruitment 2021 Selection Process:

আয়া এবং চৌকিদার পদের প্রার্থী বাছাই হবে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে।

ম্যানেজার কো-অর্ডিনেটর, সোশ্যাল ওয়ার্কার এবং নার্স পদের প্রার্থী বাছাইয়ের জন্য মোট তিনটি ধাপে পরীক্ষা হবে-

I). লিখিত পরীক্ষা

II). কম্পিউটার টেস্ট

III). ইন্টারভিউ

বিস্তারিত পরীক্ষার সিলেবাস জানতে অফিশিয়াল নোটিফিকেশন দেখতে অনুরোধ করা হচ্ছে।

শুধুমাত্র চৌকিদার পদটি পুরুষ প্রার্থীদের জন্য সংরক্ষিত এবং চৌকিদার বাদে বাকি সমস্ত পদ মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত। সমস্ত পদই চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে।

Application Process : আবেদন পদ্ধতি:

District Magistrate Office Howrah Recruitment 2021 Application Process:

অনলাইন এবং অফলাইন দুইভাবেই আবেদন করতে পারবেন। অফলাইনে আবেদন করার জন্য আবেদনপত্রটি অফিশিয়াল নোটিফিকেশন  এর সাথেই দেওয়া আছে  ডাউনলোড করে প্রিন্ট আউট করে পূর্ণ করবেন।  আবেদনপত্রের সাথে সমস্ত  ডকুমেন্টের  সেল্ফ অ্যাটেস্টেড  কপি  জমা করবেন।

অনলাইনে আবেদন করতে হলে https://howrahzilaparishad.in এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের লিংক শেষে দেওয়া আছে।

অফলাইনে আবেদন করতে হলে আবেদনপত্র পাঠাতে হবে হাওড়া ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে। আবেদনপত্র অফিসে গিয়েও হাতে হাতে জমা করতে পারবেন।  অনলাইনে এবং অফলাইনে আবেদনের শেষ দিন 13/09/2021 তারিখ।

Address:

District Magistrate Howrah, Old Collectorate Building, Social Welfare Section, Number One Rishi Bankimchandra Road, Howrah

কবে কোথায় পরীক্ষা হবে এবং এডমিট কার্ড কবে ডাউনলোড করতে পারবেন তা http://howrah.gov.in  এবং https://howrahzilaparishad.in এই দুটি ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীরা তাদের ইমেইল আইডির মাধ্যমে ADMIT CARD  ডাউনলোড করতে পারবেন অথবা সরাসরি ডিএম অফিস থেকে যেকোনো কাজের দিন সংগ্রহ করতে পারবেন।

অরোও বিশদে জানতে District Magistrate Office Howrah Recruitment 2021 নিয়োগের অফিশিয়াল নোটিফিকেশন দেখতে অনুরোধ করা হচ্ছে।

Official Website : Click Here

Official Notification: Click Here

Apply Online: Click Here


সরকারি, বেসরকারি , পার্টটাইম চাকরির আপডেট পেতে, বিভিন্ন বিষয়ের GK এবং কারেন্ট অ্যাফেয়ার্স বাংলায় পড়তে Tathya Point এর FACEBOOK পেইজ টি Like এবং Follow  করুন এবং Telegram চ্যানেল টি JOIN এবংSubscribe করুন।

আরও পড়ুন :  ইন্ডিয়ান আর্মিতে ইঞ্জিনিয়ার নিয়োগ

নিউ ইন্ডিয়া অ্যাসিওরেন্স কোম্পানি লিমিটেডে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার  নিয়োগ

নৌবাহিনীর জাহাজ মেরামত ইয়ার্ডে 230 অ্যাপ্রেন্টিস নিয়োগ

 NIELIT তে ড্রাইভার নিয়োগ

WBMDFC তে এডুকেশন সুপারভাইজার নিয়োগ। 

রেল হুইল ফ্যাক্টরিতে অ্যাপ্রেন্টিস নিয়োগ

PSC-র মাধ্যমে পশ্চিম বঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তরে নিয়োগ।

UPSC CDS (II) 2021 এর মাধ্যমে কেন্দ্রীয় বাহিনীতে নিয়োগ

IDBI ব্যাংকে 956 টি শূন্যপদ এক্সিকিউটিভ নিয়োগ

ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে 511 টি শূন্যপদে ইঞ্জিনিয়ার নিয়োগ

টেরিটোরিয়াল আর্মিতে নিয়োগ ।

IIT ধানবাদ নন টিচিং স্টাফ নিয়োগ


N.B : Tathya Point (www.tathyapoint.com) is a  bengali job news portal who provide various government,private,Part time job information’s to jobseekers. We are not a recruitment agency and do not offer any jobs. We are requested to all Jobseekers please go through the official website of the company/department for complete details & application process. If any company/department/agency is taking money for giving job is the jobseekers own risk, Tathya Point (www.tathyapoint.com) will not responsible this.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.