Type Here to Get Search Results !

নৌবাহিনীর জাহাজ মেরামত ইয়ার্ডে 230 অ্যাপ্রেন্টিস নিয়োগ

 


Naval Ship Repair Yard Apprentice Recruitment 2021:

ভারতীয় নৌবাহিনীর জাহাজ মেরামত ইয়ার্ড কোচিতে অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট 230 টি শূন্যপদে নিয়োগ করা হবে। মাধ্যমিক এবং ITI উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন। ট্রেনিং দেওয়া হবে কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, ইলেক্ট্রিশিয়ান, ইলেক্ট্রনিক্স মেকানিক, ফিটার, মেশিনিস্ট, মেকানিক মোটর ভিকল, মেকানিক রেফ্রিজেরেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, টার্নার, ওয়েল্ডার গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক, ইনস্ট্রুমেন্ট মেকানিক, ফাউন্ড্রিম্যান, শিট মেটাল ওয়ার্কার, ইলেক্ট্রিক্যাল ওয়াইন্ডার, কেবল জয়েন্টার, সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট, ইলেক্ট্রোপ্লেটার, প্লাম্বার, ফার্নিচার অ্যান্ড ক্যাবিনেট মেকার, মেকানিক ডিজেল, মেরিন ইঞ্জিন ফিটার, বুক বাইন্ডার, টেইলর,, শিপরাইট, পাইপ ফিটার, রিগার, ড্রাইভার কাম মেকানিক, পাম্প অপারেরটর কাম মেকানিক, এনগ্রেভার এই সমস্ত ট্রেডে। ট্রেনিং দেওয়া হবে Apprentices Act, 1961 এবং Apprentices rull, 1992 অনুযায়ী। আবেদন করতে হবে অফলাইনে। আবেদন শুরু হয়ে গেছে। আবেদন পত্র জেনারেল পোস্ট এর মাধ্যমে পাঠাতে হবে। আবেদন পত্র পৌঁছানোর শেষ দিন তারিখ 01/10/2021 । Naval Ship Repair Yard Apprentice Recruitment 2021 বিস্তারিত নিচে আলোচনা করা হল।

Naval Ship Repair Yard Apprentice Recruitment 2021 notification PDF  এবং  Naval Ship Repair Yard Apprentice Recruitment 2021 Application Form PDF  টির লিংক শেষে দেওয়া আছে দেখতে অনুরোধ করা হচ্ছে।

Important Event & Date : গুরুত্বপূর্ণ তারিখ :

Online Application Starts:  শুরু হয়ে গেছে।

Last Date of Receive Application: 01/10/2021

Vacancy Details : শূন্যপদ :

Naval Ship Repair Yard Apprentice Recruitment 2021 vacancy:

মোট শূন্যপদের সংখ্যা 230 টি।

Post  Name

Vacancy

Computer Operator and Programming Assistant

20

Electrician      

18

Electronics Mechanic

5

Fitter

13

Machinist        

6

Mechanic (Motor Vehicle)             

5

Mechanic Refrigeration & AC

5

Turner

6

Welder (Gas & Electric)            

8

Instrument Mechanic

3

Foundryman

1

Sheet Metal Worker                

11

Electrical Winder

5

Cable Jointer

2

Secretariat Assistant

2

Electroplater

6

Plumber            

 6

Furniture & Cabinet maker

7

Mechanic Diesel

17

Mechanic (Marine Diesel)                

1

Marine Engine Fitter

5

Book Binder   

4

Tailor (General)                

5

Shipwright (Steel)

4

Pipe Fitter       

4

Rigger                

3

Shipwright (Wood)                

14

Mechanic Communication Equipment Maintenance

3

Operator Material Handling at Raw Material Handling Plant

3

Tool and Die Maker

1

CNC Programmer cum Operator

1

Driver cum Mechanic (LMV)                

 2

Painter (General)

9

TIG / MIG Welder                

4

Pump Operator cum Mechanic                

3

Engraver

1

Painter (Marine)                

2

Mechanic Radio & Radar Aircraft

5

Mechanic (Instrument Aircraft)

5

Electrician (Aircraft)

5

Total Seats     

230

 

Qualification : যোগ্যতা:

Naval Ship Repair Yard Apprentice Recruitment 2021 Qualification:

অন্তত 50 % নম্বর সহ মাধ্যমিক অথবা সমতুল পরীক্ষায় পাশ সঙ্গে এনসিভিটি (NCVT) স্বীকৃত সংশ্লিষ্ট ট্রেডে 65% নম্বর সহ ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট পাশ ৷

Age Limit : বয়সসীমা :

Naval Ship Repair Yard Apprentice Recruitment 2021 Age Limit:

01/01/2021 এর হিসাবে বয়স হতে হবে 21 বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত প্রার্থীরা বয়সের উর্দ্ধসীমায় ছাড় পাবেন। SC/ST প্রার্থীরা 5 বছর এবং OBC প্রার্থীরা 3 বছর, বয়সের উর্দ্ধসীমায় ছাড় পাবেন। অফিসিয়াল নোটিফিকেশন দেখতে অনুরোধ করা হচ্ছে।

Stipend:  স্টাইপেন্ড  :

Naval Ship Repair Yard Apprentice Recruitment 2021 Stipend :

Apprentices Act, 1961 এবং Apprentices rull, 1992 অনুযায়ী প্রতি মাসে স্টাইপেন্ড পাবেন।

Application Fee : আবেদন ফি :

Naval Ship Repair Yard Apprentice Recruitment 2021 Application fee :

কোনো আবেদন ফী দিতে হবে না।

Selection Process: প্রার্থী বাছাই পদ্ধতি:

Naval Ship Repair Yard Apprentice Recruitment 2021 Selection Process:

প্রাথমিকভাবে শিক্ষাগত যোগ্যতায় পাওয়া নম্বরের ভিত্তিতে প্রার্থীদের Written Exam এবং Oral Test এর জন্য ডাকা হবে। Written Exam এবং Oral Test এ পাস করলে এরপর হবে মেডিকেল পরীক্ষা। সমস্ত ট্রেডের ট্রেনিং এর মেয়াদ এক বছর।  এর আগে যদি কোন অ্যাপ্রেন্টিস  ট্রেনিং নিয়ে থাকেন তাহলে আবেদন  করতে পারবেন না। 

Application Process : আবেদন পদ্ধতি:

Naval Ship Repair Yard Apprentice Recruitment 2021 How to apply :

আবেদন করতে হবে অফলাইনে। আবেদন শুরু হয়ে গেছে। আবেদন পত্র জেনারেল পোস্ট (General Post) এর মাধ্যমে পাঠাতে হবে। আবেদন পত্র পৌঁছানোর শেষ দিন তারিখ 01/10/2021 । আবেদনপত্র টির ডাওনলোড লিংক শেষে দেওয়া আছে, ডাউনলোড করে পূর্ণ করবেন। পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় ডকুমেন্টের Attested কপি পাঠাতে হবে।

ADDRESS:

The Admiral Superintendent (for Officer-in-Charge),  Apprentices Training School, Naval Ship Repair Yard,  Naval Base, Kochi – 682004

নিম্নলিখিত ডকুমেন্টগুলি পূরণ করা আবেদন পত্রের সাথে পাঠাতে হবে:-

I). এখনকার তোলা 3 কপি পাসপোর্ট সাইজের ফটো।

II). মাধ্যমিকের মার্কশীট এবং এডমিট। 

III). কাস্ট সার্টিফিকেট  (এসসি এসটি  ওবিসি প্রার্থীদের জন্য)।

IV). ফিজিকেল  ডিজাবিলিটি  সার্টিফিকেট  (যদি থাকে)।

V). গেজেটেড অফিসারের  সই করা ক্যারেক্টার সার্টিফিকেট।

VI). প্যান কার্ড এবং আধার কার্ড।

VII). কোভিড ভ্যাকসিন সার্টিফিকেট / COWIN Registration details. 

অরোও বিশদে জানতে  Naval Ship Repair Yard Apprentice Recruitment 2021   এর অফিসিয়াল নোটিফিকেশন দেখতে অনুরোধ করা হচ্ছে।

Official Website : Click Here

Official Notification  : Click Here

Application Form : Click Here


সরকারি, বেসরকারি , পার্টটাইম চাকরির আপডেট পেতে, বিভিন্ন বিষয়ের GK এবং কারেন্ট অ্যাফেয়ার্স বাংলায় পড়তে Tathya Point এর FACEBOOK পেইজ টি Like এবং Follow  করুন এবং Telegram চ্যানেল টি JOIN এবংSubscribe করুন।

আরও পড়ুন :   WBMDFC তে এডুকেশন সুপারভাইজার নিয়োগ। 

রেল হুইল ফ্যাক্টরিতে অ্যাপ্রেন্টিস নিয়োগ

PSC-র মাধ্যমে পশ্চিম বঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তরে নিয়োগ।

UPSC CDS (II) 2021 এর মাধ্যমে কেন্দ্রীয় বাহিনীতে নিয়োগ

IDBI ব্যাংকে 956 টি শূন্যপদ এক্সিকিউটিভ নিয়োগ

ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে 511 টি শূন্যপদে ইঞ্জিনিয়ার নিয়োগ

টেরিটোরিয়াল আর্মিতে নিয়োগ ।

IIT ধানবাদ নন টিচিং স্টাফ নিয়োগ


N.B : Tathya Point (www.tathyapoint.com) is a  bengali job news portal who provide various government,private,Part time job information’s to jobseekers. We are not a recruitment agency and do not offer any jobs. We are requested to all Jobseekers please go through the official website of the company/department for complete details & application process. If any company/department/agency is taking money for giving job is the jobseekers own risk, Tathya Point (www.tathyapoint.com) will not responsible this.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.