GRSE
Recruitment 2021:
কলকাতায় কেন্দ্রীয় সরকারি জাহাজ
তৈরির সংস্থা গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে [Garden
Reach Shipbuilders & Engineers Limited(GRSE)] বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি
প্রকাশিত হয়েছে। নিয়োগ হবে ট্রেড অ্যাপ্রেন্টিস, টেকনিশান অ্যাপ্রেন্টিস, গ্রাজুয়েট
অ্যাপ্রেন্টিস এবং HR Trainee পদে (GRSE
Apprentice Recruitment 2021)। মোট 262 টি শূন্যপদে এপ্রেন্টিস নিয়োগ করা হবে। মাধ্যমিক, ITI, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, গ্রাজুয়েট
ইঞ্জিনিয়ার, MBA উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনে। আবেদন
শুরু হয়েছে 11/09/2021 তারিখ থেকে। আবেদন করতে পারবেন 01/10/2021 তারিখ পর্যন্ত। Garden
Reach Shipbuilders Recruitment 2021 বিস্তারিত নিচে আলোচনা করা হল।
Garden
Reach Shipbuilders & Engineers Limited Apprentice Recruitment 2021 এর
Advertisement Notification No. APP:01/21
GRSE
Apprentice Recruitment 2021 official notification PDF টির লিংক শেষে দেওয়া আছে দেখতে অনুরোধ করা হচ্ছে।
আরও পড়ুন : দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়েতে 339 জন অ্যাপ্রেন্টিস নিয়োগ।
Highlights - GRSE Apprentice Recruitment 2021:
Organization Name |
Garden Reach
Shipbuilders & Engineers Limited |
Job Type |
Govt.
Job |
Job Profile |
Apprentice |
Vacancies |
262 |
Online Application Starts |
11/09/2021 |
Last Date of
Application |
01/10/2021 |
Mode Of
Application |
Online |
Official
Website |
http://grse.in/ |
Vacancy Details : শূন্যপদ :
GRSE
Apprentice Recruitment 2021 Vacancy:
মোট শূন্যপদের সংখ্যা 262 টি। সংরক্ষিত প্রার্থীরা শূন্যপদে সংরক্ষণ পাবেন, বিস্তারিত
জানতে ও অফিশিয়াল নোটিফিকেশন দেখতে অনুরোধ করা হচ্ছে।
Post Name |
Vacancy |
Trade Apprentice (Ex ITI) |
170 |
Trade Apprentice (Fresher) |
40 |
Graduate Apprentice |
16 |
Technician Apprentice |
30 |
HR Trainee |
06 |
Total |
262 |
Eligibility Criteria: যোগ্যতা:
GRSE Apprentice
Recruitment 2021 Qualification:
Trade Apprentice (Ex ITI):
Designated Trade |
Feeder ITI (NTC)
Trade |
Fitter |
Fitter |
Welder (G&E) |
Welder (Gas & Electric) |
Electrician |
Electrician |
Machinist |
Machinist |
Pipe Fitter |
Plumber |
Carpenter |
Carpenter |
Draughtsman (Mechanical) |
Draughtsman (Mechanical) |
Programming and Systems Administration
Assistant (PASAA) |
Computer Operator and Programming Assistant
(COPA) |
Electronic Mechanic |
Electronics Mechanic |
Painter |
Painter (General) |
Mechanic (Diesel) |
Mechanic (Diesel) |
Fitter (Structural) |
Fitter |
Secretarial Assistant (English) |
Secretarial Practice (English) / Secretarial
Assistant (English) |
Mechanic Machine Tool Maintenance (MMTM) |
Mechanic Machine Tool Maintenance (MMTM) |
Information & Communication Technology
System Maintenance (ICTSM) |
Information & Communication Technology
System Maintenance (ICTSM) |
Refrigeration and Air-conditioning Mechanic |
Refrigeration and Air-conditioning Mechanic |
প্রার্থীকে উপরিউক্ত সংশ্লিষ্ট
ট্রেডে NCVT সিকৃত ITI কোর্সে উত্তীর্ণ হতে হবে।
Trade Apprentice (Fresher):
ট্রেনিং দেওয়া হবে Fitter,
Welder (Gas & Electric), Electrician, Pipe Fitter, Machinist এই সমস্ত ট্রেডে।
যে কোন স্বীকৃত বোর্ড /
কাউন্সিল থেকে মাধ্যমিক অথবা সমতুল্য
পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যারা আইটিআই
করেছেন তারা এই পদের জন্য যোগ্য নন।
Graduate Apprentice:
Discipline of
Engineering |
Subject fields in
Engineering Degree Examination |
Mechanical |
Mechanical Engineering, Mechanical &
Production Engineering |
Electrical |
Electrical Engineering, Electrical &
Electronics Engineering |
Computer Science & Information Technology |
Computer Science, Computer Technology,
Information Technology |
Civil |
Civil Engineering, Civil & Structural
Engineering, Structural Engineering |
স্বীকৃত ইনস্টিটিউট/
ইউনিভার্সিটি থেকে উপরিউক্ত সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং বিষয়ে B.E / B.Tech ডিগ্রী কোর্সে উত্তীর্ণ হতে হবে। 2018,
2019 এবং 2020 সালে উত্তীর্ণ
প্রার্থীরাই শুধুমাত্র আবেদন করতে পারবেন।
Technician Apprentice:
Discipline of
Engineering |
Subject fields in
Engineering Degree Examination |
Mechanical |
Mechanical Engineering, Mechanical &
Production Engineering |
Electrical |
Electrical Engineering, Electrical &
Electronics Engineering |
Electronics & Telecommunication |
Electronics & Telecommunication
Engineering, Electronics & Communication Engineering |
Civil |
Civil Engineering, Civil & Structural
Engineering, Structural Engineering |
স্বীকৃত ইনস্টিটিউট/
ইউনিভার্সিটি থেকে উপরিউক্ত সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা কোর্সে উত্তীর্ণ হতে হবে।
2018, 2019 এবং 2020 সালে উত্তীর্ণ
প্রার্থীরাই শুধুমাত্র আবেদন করতে পারবেন।
HR
Trainee:
প্রার্থীকে ফুলটাইম
গ্রেজুয়েট হতে হবে সাথে MBA / PG Degree/ PG Diploma or equivalent in
Human Resource Management / Human Resource Development / Personnel Management /
Industrial Relations / Social Work / Labour Welfare ইত্যাদি বিষয়ের যেকোনো একটিতে অন্তত 60 % নম্বর নিয়ে
দু'বছরের ফুলটাইম কোর্স উত্তীর্ণ হতে হবে ।
Age Limit : বয়সসীমা :
Garden Reach
Shipbuilders & Engineers Limited Apprentice Recruitment 2021 Age Limit:
01-09-2021 এর হিসাবে বয়স হতে হবে:-
Post Name |
Age Limit |
Trade Apprentice (Ex ITI) |
14 থেকে 25 বছর |
Trade Apprentice (Fresher) |
14 থেকে 20 বছর |
Graduate Apprentice |
14 থেকে 26 বছর |
Technician Apprentice |
14 থেকে 26 বছর |
HR Trainee |
26 বছর |
Apprentice Act 1961 নিয়ম অনুসারে সংরক্ষিত প্রার্থীরা
বয়সের উর্দ্ধসীমায় ছাড় পাবেন। SC/ST প্রার্থীরা 5 বছর এবং OBC (NCL) প্রার্থীরা 3
বছর, PWBD প্রার্থীরা 10 বছর বয়সের উর্দ্ধসীমায় ছাড় পাবেন। অফিসিয়াল নোটিফিকেশন দেখতে
অনুরোধ করা হচ্ছে।
Stipend: স্টাইপেন্ড :
GRSE Apprentice
Recruitment 2021 Stipend :
GRSE Apprentice
Recruitment 2021 Application fee :
প্রার্থীদের ফি দিতে হবে না৷
Selection Process:
প্রার্থী বাছাই পদ্ধতি:
GRSE Apprentice
Recruitment 2021 Selection Process :
প্রার্থী বাছাই করা হবে শিক্ষাগত যোগ্যতাই পাওয়া
নম্বরের ভিত্তিতে। Trainee HR এর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতাই পাওয়া নম্বরের ভিত্তিতে
এবং ইন্টারভিউয়ের ম্যাধমে নিয়োগ করা হবে। ট্রেনিং এর মেয়াদ এক বছর।
Application Process :
আবেদন পদ্ধতি:
GRSE Apprentice
Recruitment 2021 How to apply :
ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের GRSE
official Website www.grse.in অথবা
https://jobapply.in/grse2021app এর
মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
অনলাইনে আবেদন করবার আগে ITI Trade
Apprentice প্রার্থীরা https://apprenticeshipindia.org/ এই পোর্টালে
এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (ডিপ্লোমা) এবং গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস পদের
প্রার্থীরা National Apprenticeship Training Scheme অর্থাৎ NATS পোর্টালে
http://portal.mhrdnats.gov.in/ অবশ্যই রেজিস্ট্রেশন করিয়ে নেবেন (যদি করা না থাকে
তাহলে)।
আবেদন শুরু হয়েছে 11/09/2021 তারিখ থেকে। আবেদন
করতে পারবেন 01/10/2021 তারিখ পর্যন্ত। অরোও বিশদে জানতে GRSE Apprentice Recruitment 2021 Official notification দেখতে অনুরোধ করা হচ্ছে।
সরকারি, বেসরকারি , পার্টটাইম চাকরির আপডেট পেতে, বিভিন্ন বিষয়ের GK এবং কারেন্ট অ্যাফেয়ার্স বাংলায় পড়তে Tathya Point এর FACEBOOK পেইজ টি Like এবং Follow করুন এবং Telegram চ্যানেল টি JOIN এবংSubscribe করুন।
Official Website : Click Here
Official Notification Apprentice: Click Here
Official Notification Trainee HR: Click Here
Apply Online: Click Here
আরও পড়ুন : কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্ত মালদার GKCIET এ বিভিন্ন পদে নিয়োগ
নিউ ইন্ডিয়া অ্যাসিওরেন্স কোম্পানি লিমিটেডে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার নিয়োগ
ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে বিভিন্ন পদে নিয়োগ
রেল হুইল ফ্যাক্টরিতে অ্যাপ্রেন্টিস নিয়োগ
N.B : Tathya Point (www.tathyapoint.com) is a bengali job news portal who provide various government,private,Part time job information’s to jobseekers. We are not a recruitment agency and do not offer any jobs. We are requested to all Jobseekers please go through the official website of the company/department for complete details & application process. If any company/department/agency is taking money for giving job is the jobseekers own risk, Tathya Point (www.tathyapoint.com) will not responsible this.
Post a Comment
0 Comments