Type Here to Get Search Results !

গ্যাস অথারিটি অফ ইন্ডিয়া লিমিটেডে (GAIL) বিভিন্ন পদে কর্মী নিয়োগ

 


GAIL Recruitment 2021: গ্যাস অথারিটি অফ ইন্ডিয়া লিমিটেডে বিভিন্ন শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট শুন্য পদ 220 টি। আবেদনের জন্য প্রার্থীকে ভারতীয় নাগরিক হতে হবে। নিয়োগ হবে অফিসার, সিনিয়র অফিসার, ম্যানেজার, সিনিয়র ইঞ্জিনিয়ার ইত্যাদি পদে। গ্রাজুয়েট \ ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট \ B.COM \ MBA \  CA/ CMA (ICWA) উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। GAIL Recruitment 2021 এর আবেদন করতে হবে অনলাইনে। আবেদন শুরু হয়েছে 07/07/2021 তারিখ থেকে, আবেদনের শেষ দিন 05/08/2021 তারিখ। বিস্তারিত নিচে আলোচনা করা হলো।

 

GAIL Recruitment 2021 :Important Event & Date :

এক নজরে -  GAIL Recruitment 2021:

Organization Name

GAIL India

Post Name      

Various Posts

Vacancies        

220 Posts

Online Application Starts     

07/07/2021

Last Date of Apply Online     

05/08/2021

Mode Of Application               

Online

Job Category

Govt Jobs

Advt. No.

03/2021

Official Website          

www.gailonline.com

 

আরও পড়ুন : ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডে অ্যাপ্রেন্টিস নিয়োগ


GAIL Notification PDF টি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। এই প্রতিবেদনের শেষে ডাউনলোড লিংক দেওয়া আছে।

Vacancy Details : শূন্যপদ :

GAIL Recruitment 2021 vacancy:

Posts  Name

Vacancy

Manager (Marketing   Commodity Risk Management)

4

Manager (Marketing International LNG and Shipping)

6

Senior Engineer (Chemical)

7

Senior Engineer (Mechanical)            

51

Senior Engineer (Electrical)

26

Senior Engineer (Instrumentation) 

3

Senior Engineer (Civil)

15

Senior Engineer (GAILTEL TC/TM)

10

Senior Engineer (Boiler Operation) 

5

Senior Engineer (Environmental Engineering)  

5

Senior Officer (E&P)

3

Senior Officer (F&S)

10

Senior Officer (C&P)

10

Senior Officer (BIS)

9

Senior Officer (Marketing)   

8

Senior Officer (HR)

18

Senior Officer (Corporate Communication)

2

Senior Officer (Law)

4

Senior Officer (F&A)

5

Officer (Laboratory)

10

Officer (Security)

5

Officer (Official Language)

4

Total

220 Posts

সংরক্ষিত প্রার্থীদের জন্য সরকারি নিয়ম  অনুযায়ী GAIL Recruitment 2021 এর শূন্যপদে সংরক্ষণ পাবেন। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখতে অনুরোধ করা হচ্ছে।

Eligibility Criteria : যোগ্যতা :

GAIL Recruitment 2021 Qualification \ Age \ Salary :

Manager (Marketing – Commodity Risk Management):

Pay Scale : Rs.70,000 –2,00,000/-

Upper age limit: 34 years

Qualification:

CA/ CMA (ICWA)

অথবা

60% নম্বর নিয়ে B.Com উত্তীর্ণ সাথে ফিনান্স বিযয় নিয়ে 65%  নম্বর নিয়ে দুই বছরের MBA উত্তীর্ণ।

অথবা

60% নম্বর নিয়ে ইকোনমিক্স বিষয়ে অনার্স গ্রাজুয়েট সাথে ফিনান্স বিযয় নিয়ে 65%  নম্বর নিয়ে দুই বছরের MBA উত্তীর্ণ।

অথবা

60% নম্বর নিয়ে অংক বিষয়ে অনার্স গ্রাজুয়েট (B.A./ B.Sc.) সাথে ফিনান্স বিযয় নিয়ে 65%  নম্বর নিয়ে দুই বছরের MBA উত্তীর্ণ।

অথবা

60% নম্বর নিয়ে স্ট্যাটিসটিক্স বিষয়ে অনার্স গ্রাজুয়েট (B.A./ B.Sc.) সাথে ফিনান্স বিযয় নিয়ে 65%  নম্বর নিয়ে দুই বছরের MBA উত্তীর্ণ।

অথবা

60% নম্বর নিয়ে ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট (B.E./ B.Tech) সাথে ফিনান্স বিযয় নিয়ে 65%  নম্বর নিয়ে দুই বছরের MBA উত্তীর্ণ।

CA/ CMA যোগ্যতা প্রাপ্ত প্রার্থীদের ICAI/ICMAI সহযোগী সদস্যপদ থাকতে হবে।

Manager (Marketing International LNG and Shipping):

Pay Scale:  Rs.70,000 –2,00,000/-

Upper Age Limit: 34 years

Qualification:

65% নম্বর নিয়ে ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট (B.E./ B.Tech) সাথে Marketing/ Oil & Gas/ Petroleum and Energy/ Energy and Infrastructure/ International Business বিযয় নিয়ে 65%  নম্বর নিয়ে দুই বছরের MBA উত্তীর্ণ।

Senior Engineer (Chemical):

Pay Scale : Rs.60,000 –1,80,000/-

Upper age limit : 28 years

Qualification:

65% নম্বর নিয়ে Chemical/Petrochemical /Chemical Technology / Petrochemical Technology /Chemical Technology & Polymer Science/ Chemical Technology & Plastic Technology  ইঞ্জিনিয়ারিং এ  গ্রাজুয়েট (B.E./ B.Tech) ।


 Senior Engineer (Mechanical):

Pay Scale : Rs.60,000 –1,80,000/-

Upper age limit : 28 years

Qualification:

65% নম্বর নিয়ে Mechanical/ Production/ Production & Industrial/ Manufacturing/ Mechanical & Automobile ইঞ্জিনিয়ারিং এ  গ্রাজুয়েট (B.E./ B.Tech) ।

Senior Engineer (Electrical):

Pay Scale : Rs.60,000 –1,80,000/-

Upper age limit : 28 years

Qualification:

65% নম্বর নিয়ে Electrical/ Electrical & Electronics ইঞ্জিনিয়ারিং এ  গ্রাজুয়েট (B.E./ B.Tech) ।

Senior Engineer (Instrumentation):

Pay Scale : Rs.60,000 –1,80,000/-

Upper age limit : 28 years

Qualification:

65% নম্বর নিয়ে Engineering in Instrumentation/ Instrumentation & Control/ Electronics & Instrumentation / Electrical & Instrumentation / Electronics / Electrical & Electronics ইঞ্জিনিয়ারিং এ  গ্রাজুয়েট (B.E./ B.Tech) ।

Senior Engineer (Civil):

Pay Scale : Rs.60,000 –1,80,000/-

Upper age limit : 28 years

Qualification:

65% নম্বর নিয়ে Civil ইঞ্জিনিয়ারিং এ  গ্রাজুয়েট (B.E./ B.Tech) ।

Senior Engineer (GAILTEL TC/TM):

Pay Scale : Rs.60,000 –1,80,000/-

Upper age limit : 28 years

Qualification:

65% নম্বর নিয়ে Electronics / Electronics & Communication /Electronics & Telecommunication / Telecommunication / Electrical & Electronics / Electrical & Telecommunication ইঞ্জিনিয়ারিং এ  গ্রাজুয়েট (B.E./ B.Tech) ।

Senior Engineer (Boiler Operation):

Pay Scale : Rs.60,000 –1,80,000/-

Upper age limit : 28 years

Qualification:

60%  নম্বর নিয়ে Chemical/ Mechanical/ Electrical ইঞ্জিনিয়ারিং এ  গ্রাজুয়েট (B.E./ B.Tech) । এবং সংশ্লিষ্ট কাজে দক্ষতা থাকতে হবে ।

Senior Engineer (Environment Engineering):

Pay Scale : Rs.60,000 –1,80,000/-

Upper age limit : 28 years

Qualification:

65% নম্বর নিয়ে Environmental ইঞ্জিনিয়ারিং এ  গ্রাজুয়েট (B.E./ B.Tech) ।

Senior Officer (E&P) :

Pay Scale : Rs.60,000 –1,80,000/-

Upper age limit : 28 years

Qualification:

60%  নম্বর নিয়ে Petroleum /Mechanical /Chemical /Mining/Electrical/Civil  ইঞ্জিনিয়ারিং এ  গ্রাজুয়েট (B.E./ B.Tech) ।

Senior Officer (Fire & Safety):

Pay Scale : Rs.60,000 –1,80,000/-

Upper age limit : 28 years

Qualification:

60%  নম্বর নিয়ে PFire/ Fire & Safety ইঞ্জিনিয়ারিং এ  গ্রাজুয়েট (B.E./ B.Tech) । এক বছরের Industrial Safety বিষয়ে ডিপ্লোমা করা থাকলে অগ্রাধিকার পাবেন।

Senior Officer (C&P):

Pay Scale : Rs.60,000 –1,80,000/-

Upper age limit : 28 years

Qualification:

65% নম্বর নিয়ে Engineering in Chemical/ Mechanical/ Electrical/ Instrumentation/ IT/ Computer Science/ Electronics/ Metallurgy / Civil/ Telecommunication ইঞ্জিনিয়ারিং এ  গ্রাজুয়েট (B.E./ B.Tech) । Materials Management এ দুই বছরের MBA করা থাকলে অগ্রাধিকার পাবেন।

Senior Engineer (BIS):

Pay Scale : Rs.60,000 –1,80,000/-

Upper age limit : 28 years

Qualification:

65% নম্বর নিয়ে Computer Science / Information Technology ইঞ্জিনিয়ারিং এ  গ্রাজুয়েট (B.E./ B.Tech) ।

অথবা

60%  নম্বর নিয়ে MCA উত্তীর্ণ হতে হবে। 

Senior Engineer (Marketing):

Pay Scale : Rs.60,000 –1,80,000/-

Upper age limit : 28 years

Qualification:

65% নম্বর নিয়ে ইঞ্জিনিয়ারিং এ  গ্রাজুয়েট সাথে Marketing/ Oil & Gas/ Petroleum and Energy/ Energy and Infrastructure/ International Business বিযয় নিয়ে 65%  নম্বর নিয়ে দুই বছরের MBA উত্তীর্ণ। 

Senior Engineer (HR):

Pay Scale : Rs.60,000 –1,80,000/-

Upper age limit : 28 years

Qualification:

60% নম্বর নিয়ে গ্রাজুয়েট সাথে Personnel Management & Industrial Relations/ Human Resources Management বিযয় নিয়ে 65%  নম্বর নিয়ে দুই বছরের MBA/MSW উত্তীর্ণ।

অথবা

60% নম্বর নিয়ে গ্রাজুয়েট সাথে Personnel Management/ Personnel Management & Industrial Relations বিযয় নিয়ে 65%  নম্বর নিয়ে দুই বছরের Master Degree/ Two years PG Diploma উত্তীর্ণ।

Senior Officer (CC) :

Pay Scale : Rs.60,000 –1,80,000/-

Upper age limit : 28 years

Qualification:

60% নম্বর নিয়ে গ্রাজুয়েট সাথে Communication / Advertising and Communication Management / Public Relations / Mass Communication / Journalism বিযয় নিয়ে 65%  নম্বর নিয়ে দুই বছরের Master’s Degree / Two years Post Graduate Diploma উত্তীর্ণ।

Senior Officer (Law) :

Pay Scale : Rs.60,000 –1,80,000/-

Upper age limit : 28 years

Qualification:

60% নম্বর নিয়ে গ্রাজুয়েট সাথে 60% নম্বর নিয়ে Bachelor Degree in Law (LLB) (minimum 03 years professional course) উত্তীর্ণ।

অথবা

60% নম্বর নিয়ে 05 years Integrated LLB Degree (Professional) উত্তীর্ণ।

Senior Officer (F&A):

Pay Scale : Rs.60,000 –1,80,000/-

Upper age limit : 28 years

Qualification:

CA/CMA

অথবা

60%  নম্বর নিয়ে B.Com উত্তীর্ণ হতে হবে সাথে ফিনান্স বিযয় নিয়ে 65%  নম্বর নিয়ে দুই বছরের MBA উত্তীর্ণ।

অথবা

60%  নম্বর নিয়ে অনার্স Graduation (B.A.) উত্তীর্ণ হতে হবে সাথে ফিনান্স বিযয় নিয়ে 65%  নম্বর নিয়ে দুই বছরের MBA উত্তীর্ণ।

অথবা

60%  নম্বর নিয়ে অনার্স Graduation  (B.A./B.Sc.) উত্তীর্ণ হতে হবে সাথে ফিনান্স বিযয় নিয়ে 65%  নম্বর নিয়ে দুই বছরের MBA উত্তীর্ণ।

অথবা

60% নম্বর নিয়ে স্ট্যাটিসটিক্স বিষয়ে অনার্স গ্রাজুয়েট (B.A./ B.Sc.) সাথে ফিনান্স বিযয় নিয়ে 65%  নম্বর নিয়ে দুই বছরের MBA উত্তীর্ণ।

অথবা

60% নম্বর নিয়ে ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট (B.E./ B.Tech) সাথে ফিনান্স বিযয় নিয়ে 65%  নম্বর নিয়ে দুই বছরের MBA উত্তীর্ণ।

 

CA/ CMA যোগ্যতা প্রাপ্ত প্রার্থীদের ICAI/ICMAI সহযোগী সদস্যপদ থাকতে হবে।

Officer (Laboratory):

Pay scale: Rs. 50,000- 1,60,000/-

Upper age Limit: 32 years

Qualification :

60%  নম্বর নিয়েকেমিস্ট্রি বিষয়ে Master Degree (M.Sc.)  উত্তীর্ণ হতে হবে।

Officer (Security) :

Pay scale: Rs. 50,000- 1,60,000/-

Upper age Limit:  45 years

Qualification :

60%  নম্বর নিয়ে যে কোনো বিষয়ে গ্রাজুয়েট সাথে  Industrial Security তে ডিপ্লোমা থাকলে অগ্রাধিকার পাবেন।

Officer (Official Language):

Pay scale: Rs. 50,000- 1,60,000/-

Upper age Limit: 35 years

Qualification :

60%  নম্বর নিয়ে যে হিন্দি বিষয়ে Master Degree, গ্রাডুয়েশন এ ইংরেজি বিষয় থাকতে হবে। ট্রান্সলেশন এ Degree or Diploma (Hindi to English and vice-versa) থাকতে হবে।

সমস্ত পদের জন্য অভিজ্ঞতা সম্পর্কে জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখতে অনুরোধ করা হচ্ছে।

 

Selection Process: প্রার্থী বাছাই পদ্ধতি:

অফিসিয়াল নোটিফিকেশন দেখতে অনুরোধ করা হচ্ছে।

 

Application Process : আবেদন পদ্ধতি:

ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা GAIL এর অফিসিয়াল ওয়েবসাইট www.gailonline.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হয়েছে 07/07/2021 তারিখ থেকে, আবেদনের শেষ দিন 05/08/2021 তারিখ।

Application Fee :

General, EWS & OBC (NCL) প্রাথীদের জন্য 200/-  টাকা। SC/ ST/ PwBD প্রার্থীদের কোনো ফী দিতে হবে না।

আরও বিশদে জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখতে অনুরোধ করা হচ্ছে।


Official Website : Click Here

Official Notification : Click Here

Online Application Click Here


সরকারি, বেসরকারি , পার্টটাইম চাকরির আপডেট পেতে, বিভিন্ন বিষয়ের GK এবং কারেন্ট অ্যাফেয়ার্স বাংলায় পড়তে Tathya Point এর FACEBOOK পেইজ টি Like এবং Follow  করুন এবং Telegram চ্যানেল টি JOIN এবংSubscribe করুন।


আরও পড়ুন : ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডে অ্যাপ্রেন্টিস নিয়োগ

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় 6100 টি শূন্যপদে নিয়োগ

ইন্ডিয়ান স্ট্যাটিসটিকাল ইনস্টিটিউট, কলকাতায় বিভিন্ন শূন্যপদে নিয়োগ

ISRO LPSC তে এপ্রেন্টিস নিয়োগ

নাবার্ড কনসালটেন্সি সার্ভিসেস এ রাজ্যে বিভিন্ন পদে কর্মী নিয়োগ

  টাকা তৈরির প্রেসে (কলকাতায়) সুপারভাইজার এবং অন্যান্য পদে কর্মী নিয়োগ

ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইসার কোঅপারেটিভ লিমিটেড(IFFCO) তে এপ্রেন্টিস পদে নিয়োগ

ভারতীয় উপকূলরক্ষী বাহিনীতে নাবিক পদে নিয়োগ

গ্রামীণ ব্যাঙ্ক এ 11687 টি শূন্যপদে নিয়োগ

ইন্ডিয়ান আর্মি, এয়ারফোর্স  ও নেভিতে নিয়োগ

 রাজ্যের পলিটেকনিক এ ভর্তির পরীক্ষা JEXPO 2021 এর অনলাইন আবেদন

পশ্চিমবঙ্গের বিভিন্ন নার্সিং কলেজে ANM এবং GNM কোর্স এ ভর্তির জন্য জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন


N.B : Tathya Point (www.tathyapoint.com) is a  bengali job news portal who provide various government,private,Part time job information’s to jobseekers. We are not a recruitment agency and do not offer any jobs. We are requested to all Jobseekers please go through the official website of the company/department for complete details & application process. If any company/department/agency is taking money for giving job is the jobseekers own risk, Tathya Point (www.tathyapoint.com) will not responsible this.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.