Type Here to Get Search Results !

বর্ডার সিকিউরিটি ফোর্সে নার্স, প্যারামেডিকেল, ভেটেরিনারি পদে কর্মী নিয়োগ



BSF Paramedical & Veterinary staff Recruitment 2021 :

বর্ডার সিকিউরিটি ফোর্সে গ্রুপ ‘বি ও গ্রুপ ‘সি (নন গেজেটেড) শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যোগ্য এবং আগ্রহী পুরুষ ও মহিলা ভারতীয় নাগরিকরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিয়োগ হবে প্যারামেডিকেল স্টাফ ( স্টাফ নার্স, অপারেশন থিয়েটার টেকনিশিয়ান, ল্যাবরেটরি টেকনিশিয়ান, ওয়ার্ড বয় / ওয়ার্ড গার্ল / আয়া, (SI (Staff Nurse), ASI (Operation Theatre Technician), ASI (Laboratory Technician), CT (Ward Boy/Ward Girl/Aya) এবং ভেটেরিনারি স্টাফ (HC (Veterinary) এবং কনস্টবল (কেনেলম্যান)Constable (Kennelman) এই সমস্ত পদে। মোট শুন্য পদ 110 টি। BSF Paramedical & Veterinary Staff  Recruitment 2021 অনলাইনে আবেদন শুরু হয়েছে 27/06/2021 থেকে,  আবেদনের শেষ দিন 26/07/2021. কলকাতায় পরীক্ষা কেন্দ্র আছে।   বিস্তারিত নিচে আলোচনা করা হলো।

BSF-PMS Recruitment 2021:

BSF-VET Recruitment 2021:

Important Event & Date : গুরুত্বপূর্ণ তারিখ :

Online Application Start

27/06/2021

Last Date of Online Application

26/07/2021


Vacancy Details : শূন্যপদ :

BSF Paramedical & Veterinary staff Recruitment 2021 vacancy:

মোট শুন্য পদ 110 টি।

PARAMEDICAL STAFF:

Post Name : SI (Staff Nurse) :

37  টি  ( UR- 14, SC- 05, ST- 02, OBC- 13, EWS- 03 )

ASI (Operation Theatre Technician):

01 টি  ( OBC )

Post Name :  ASI (Laboratory Technician):

28 টি ( UR- 12, SC- 04, ST- 02, OBC- 07, EWS- 03 )

Post Name :  CT (Ward Boy/Ward Girl/Aya):

09 টি ( UR- 02, , ST- 02, OBC- 05, )

VETERINARY STAFF:

Post Name :  HC (Veterinary):

20 টি ( UR- 09, SC- 03, ST- 02, OBC- 04, EWS- 02 )

Post Name :  Constable  (Kennelman):

15 টি ( UR- 09, SC- 01, ST- 03, OBC- 01, EWS- 01 )

Eligibility Criteria: যোগ্যতা :

BSF Paramedical & Veterinary staff Recruitment 2021 qualification:

SI (Staff Nurse) :

যে কোনো সরকারি সিকৃত বোর্ড / কাউন্সিল থেকে উচ্ছমাধ্যমিক (10+2) অথবা সমতুল্য পরীক্ষায় পাস। সাথে সরকারি সিকৃত কোনো ইনস্টিটিউট / ইউনিভার্সিটি থেকে জেনারেল নার্সিং এ ডিগ্রী অথবা ডিপ্লোমা পাস ( GNM / B.sc Nursing ) । জেনারেল নার্স এবং মিডউইফারি হিসাবে কেন্দ্রীয় বা রাজ্য নার্সিং কাউন্সিলে নাম রেজিস্ট্রেশন করা থাকতে হবে।

টিউবেরকুলোসিস, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, সিস্টার টিউটর, পাবলিক হেলথ, পেডিয়াট্রিক্স, সাইকিয়াট্রি এই সমস্ত কাজে অভিজ্ঞতা থাকলে ভালো হয়।

ASI (Operation Theatre Technician):

যে কোনো সরকারি সিকৃত বোর্ড / কাউন্সিল থেকে বিজ্ঞান বিভাগে উচ্ছমাধ্যমিক (10+2) অথবা সমতুল্য পরীক্ষায় পাস। সাথে কেন্দ্র বা রাজ্য সরকার কর্তৃক স্বীকৃত কোনও ইনস্টিটিউট থেকে অপারেশন টেকনিক (Operation Technique) এ ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কোর্স পাস।

ASI (Laboratory Technician):

যে কোনো সরকারি সিকৃত বোর্ড / কাউন্সিল থেকে বিজ্ঞান বিভাগে উচ্ছমাধ্যমিক (10+2) অথবা সমতুল্য পরীক্ষায় পাস। সাথে কেন্দ্র বা রাজ্য সরকার কর্তৃক স্বীকৃত কোনও ইনস্টিটিউট থেকে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি (Medical Laboratory Technology) এ ডিপ্লোমা কোর্স পাস।

CT (Ward Boy/Ward Girl/Aya):

যে কোনো সরকারি সিকৃত বোর্ড / কাউন্সিল থেকে মাধ্যমিক (10 th ) অথবা সমতুল্য পরীক্ষায় পাস।

সাথে ওয়ার্ড বয় / ওয়ার্ড গার্ল / আয়া হিসাবে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

অথবা

ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট / ভোকেশনাল ইনস্টিটিউট থেকে ওয়ার্ড বয় / ওয়ার্ড গার্ল / আয়া র কাজের ১ বছরের সার্টিফিকেট কোর্স পাস এবং সংশ্লিষ্ট কাজে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

অথবা

 ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের ডিপ্লোমা কোর্স পাস।

বিভিন্ন কাজে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

HC (Veterinary):

যে কোনো সরকারি সিকৃত বোর্ড / কাউন্সিল থেকে উচ্ছমাধ্যমিক (10+2) পরীক্ষায় পাস। সাথে কেন্দ্র বা রাজ্য সরকার কর্তৃক স্বীকৃত কোনও ইনস্টিটিউট থেকে ভেটেরিনারি স্টক অ্যাসিস্ট্যান্ট ( Veterinary Stock Assistant ) এ সর্বনিম্ন এক বছরের কোর্স পাস এবং এক সংশ্লিষ্ট কাজে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

Constable  (Kennelman):

যে কোনো সরকারি সিকৃত বোর্ড / কাউন্সিল থেকে মাধ্যমিক (10 th) পরীক্ষায় পাস।

সাথে সরকারি ভেটেরিনারি হাসপাতাল বা ভেটেরিনারি কলেজ বা সরকারী ফার্মের ডিসপেনসারি থেকে প্রাণী পরিচালনার ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতা।

Age Limit : বয়সসীমা :

BSF Paramedical & Veterinary staff Recruitment 2021 Age limit:

SI (Staff Nurse) :  

21 থেকে 30  বছর

ASI (Operation Theatre Technician) :  

20 থেকে 25  বছর

ASI (Laboratory Technician) :  

18 থেকে 25  বছর

CT (Ward Boy/Ward Girl/Aya):  

18 থেকে 23  বছর

HC (Veterinary) :  

18 থেকে 25  বছর

Constable  (Kennelman):  

18 থেকে 25  বছর

সংরক্ষিত প্রার্থীরা বয়েসের উর্দ্ধসীমায় ছাড় পাবেন। সংরক্ষণ জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখতে অনুরোধ করা হচ্ছে।

 আরও পড়ুন : নাবার্ড কনসালটেন্সি সার্ভিসেস এ রাজ্যে বিভিন্ন পদে কর্মী নিয়োগ

Salary : বেতন : 

BSF Paramedical & Veterinary staff Recruitment 2021 Salary:

SI (Staff Nurse) :  

Rs. 35400-112400

ASI (Operation Theatre Technician) :  

Rs. 29200-92300

ASI (Laboratory Technician) :  

Rs. 29200-92300

CT (Ward Boy/Ward Girl/Aya) :  

Rs. 21700-69100

HC (Veterinary) :  

Rs. 25500-81100

Constable  (Kennelman) :  

Rs. 21700-69100

Application Fee : আবেদন ফি :

BSF Paramedical & Veterinary staff Recruitment 2021 application fee:

SI (Staff Nurse) এর জন্য 200 টাকা।  বাকি সমস্ত পদের জন্য 100 টাকা। আবেদন ফী দিতে হবে অনলাইনে Net banking  / Credit / Debit Card এর মাধ্যমে।

SC / ST / women/ BSF serving personnel / Ex-Servicemen প্রার্থীদের কোনো আবেদন ফী দিতে হবে না।

আরও পড়ুন : ISRO LPSC তে এপ্রেন্টিস নিয়োগ

PHYSICAL STANDARDS:

BSF Paramedical & Veterinary staff Recruitment 2021 Physical Standard:

For the post of SI (Staff Nurse) /ASI (OT Technician)/ASI(Lab Technician)/ HC(Veterinary)/CONST (Kennelman):



গড়ওয়ালিস, কুমোনি, গোর্খাস, ডোগরা, মারাঠা এবং সিকিম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়, আসাম, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ রাজ্যের অন্তর্গত প্রার্থীদের উচ্চতা হতে হবে পুরুষের জন্য 165 সেন্টিমিটার এবং মহিলাদের জন্য 155 সেন্টিমিটার। এই সমস্ত রাজ্যের তফসিলী উপজাতিভুক্ত (ST) সকল প্রার্থীর ন্যূনতম উচ্চতা পুরুষদের জন্য 162.5 সেন্টিমিটার এবং মহিলাদের জন্য 150 সেমি হতে হবে।

এই সমস্ত রাজ্যের প্রার্থীদের বুকের ছাতি (Chest) হতে হবে পুরুষের জন্য 78 সেন্টিমিটার এবং পুরুষ তফসিলী উপজাতিভুক্ত (ST) প্রার্থীদের  76 সেন্টিমিটার। 05 সেন্টিমিটার প্রসারণের ক্ষমতা থাকতে হবে।

Physical Efficiency Test (For all posts):

 


Selection Process: প্রার্থী বাছাই পদ্ধতি:

BSF Paramedical & Veterinary staff Recruitment 2021 selection process:

প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা, শারীরিক মাপযোগ, শারীরিক সক্ষমতার পরীক্ষা এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে।  কলকাতায় পরীক্ষা কেন্দ্র আছে।

BSF Paramedical & Veterinary staff Recruitment 2021 selection will be based on Written Test, Physical Standard Test, Physical Efficiency Test & Medical Examination.

লিখিত পরীক্ষায় প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস ধরণের, মোট 100 টি প্রশ্ন থাকবে। পরীক্ষা হবে 100 নম্বরের এবং সময় থাকবে দুই ঘন্টা। প্রশ্ন হবে OMR Answer Sheets এ।

পরীক্ষার Syllabus জানতে অফিসিয়াল নোটিফিকেশন টি দেখতে অনুরোধ করা হচ্ছে।

Application Process : আবেদন পদ্ধতি:

BSF Paramedical & Veterinary staff Recruitment 2021 how to apply:

আবেদন করতে হবে অনলাইনে  BSF এর  অফিসিয়াল ওয়েবসাইট www.bsf.gov.in থেকে। আবেদন শুরু হয়েছে 27/06/2021 থেকে,  আবেদনের শেষ দিন 26/07/2021.

BSF Official Website : Click Here

Official Notification : Click Here

Online Application Click Here


সরকারি, বেসরকারি , পার্টটাইম চাকরির আপডেট পেতে, বিভিন্ন বিষয়ের GK এবং কারেন্ট অ্যাফেয়ার্স বাংলায় পড়তে Tathya Point এর FACEBOOK পেইজ টি Like এবং Follow  করুন এবং Telegram চ্যানেল টি JOIN এবংSubscribe করুন।


আরও পড়ুন : নাবার্ড কনসালটেন্সি সার্ভিসেস এ রাজ্যে বিভিন্ন পদে কর্মী নিয়োগ

  টাকা তৈরির প্রেসে (কলকাতায়) সুপারভাইজার এবং অন্যান্য পদে কর্মী নিয়োগ

ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইসার কোঅপারেটিভ লিমিটেড(IFFCO) তে এপ্রেন্টিস পদে নিয়োগ

ভারতীয় উপকূলরক্ষী বাহিনীতে নাবিক পদে নিয়োগ

গ্রামীণ ব্যাঙ্ক এ 11687 টি শূন্যপদে নিয়োগ

ইন্ডিয়ান আর্মি, এয়ারফোর্স  ও নেভিতে নিয়োগ

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে 5237 ক্লার্ক নিয়োগ

ডেডিকেটেড ফ্রেট করিডোর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এ  Executive ও অন্যান্য পদে প্রার্থী নিয়োগ

 রাজ্যের পলিটেকনিক এ ভর্তির পরীক্ষা JEXPO 2021 এর অনলাইন আবেদন

পশ্চিমবঙ্গের বিভিন্ন নার্সিং কলেজে ANM এবং GNM কোর্স এ ভর্তির জন্য জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন


N.B : Tathya Point (www.tathyapoint.com) is a  bengali job news portal who provide various government,private,Part time job information’s to jobseekers. We are not a recruitment agency and do not offer any jobs. We are requested to all Jobseekers please go through the official website of the company/department for complete details & application process. If any company/department/agency is taking money for giving job is the jobseekers own risk, Tathya Point (www.tathyapoint.com) will not responsible this.


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.