Type Here to Get Search Results !

ন্যাশনাল হাইড্রোইলেক্ট্রিক পাওয়ার কর্পোরেশনে বিভিন্ন পদে নিয়োগ

 


NHPC Recruitment 2021:

ন্যাশনাল হাইড্রোইলেক্ট্রিক পাওয়ার কর্পোরেশন [National Hydroelectric Power Corporation (NHPC)] বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে (NHPC Recruitment 2021)। মোট শূন্যপদ 173 টি। জুনিয়র ইঞ্জিনিয়ার, সিনিয়র অ্যাকাউন্ট্যান্ট, সিনিয়র মেডিকেল অফিসার এবং সহকারী রাজভাষা অফিসার (Junior Engineer, Sr. Accountant, Senior Medical Officer & Assistant Rajbhasha Officer) এই সমস্ত পদে নিয়োগ করা হবে। আবেদন করতে হবে অনলাইনে, আবেদন শুরু হয়েছে 01/09/2021 তারিখ থেকে এবং আবেদনের শেষ দিন 30/09/2021 (11:55 PM)  তারিখ। NHPC Recruitment 2021 নিয়োগের বিস্তারিত নিচে আলোচনা করা হল।

National Hydroelectric Power Corporation Recruitment 2021 এর Advertisement No: NH/Rectt. /02/2021

NHPC Recruitment 2021 notification PDF  টির লিংক শেষে দেওয়া আছে দেখতে অনুরোধ করা হচ্ছে।

আরও পড়ুন :  নিউ ইন্ডিয়া অ্যাসিওরেন্স কোম্পানি লিমিটেডে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার  নিয়োগ

Highlights - WBPDCL Recruitment 2021:

Important Event & Date : গুরুত্বপূর্ণ তারিখ :

Organization Name

National Hydroelectric Power Corporation (NHPC)

Job Profile    

Junior Engineer, Sr. Accountant, Senior Medical Officer & Assistant Rajbhasha Officer

Vacancies      

173

Application Start

01/09/2021

Last Date of Application

30/09/2021

Mode Of Application         

Online

Official Website

www.nhpcindia.com

 

Vacancy Details : শূন্যপদ :

NHPC Recruitment 2021 Vacancy:

মোট শূন্যপদের সংখ্যা 173 টি ।

Post Name

Vacancy

Junior Engineer - Civil

68

Junior Engineer  - Electrical

34

Junior Engineer -Mechanical

31

Sr. Accountant             

20

Sr. Medical Officer

13

Asst. Rajbhasha Officer         

07

Total

173

আরও পড়ুন :  ওয়েস্টার্ন কোলফিল্ডে 1281 টি ITI অ্যাপ্রেন্টিস নিয়োগ 

সংরক্ষিত প্রার্থীরা নির্দিষ্ট শূন্যপদের সংরক্ষণ পাবেন, সংরক্ষণ জানতে অফিশিয়াল নোটিফিকেশন দেখতে অনুরোধ করা হচ্ছে।

Eligibility: যোগ্যতা:

NHPC Recruitment 2021 Eligibility:

জুনিয়র ইঞ্জিনিয়ার:

যেকোনো সরকারি ইনস্টিটিউট / ইউনিভার্সিটি থেকে অন্ততপক্ষে 60 শতাংশ নম্বর নিয়ে সিভিল / মেকানিক্যাল / ইলেকট্রিক্যাল বিষয়ে পূর্ণ সময়ের রেগুলার কোর্সে ডিপ্লোমা উত্তীর্ণ হতে হবে। Auto CAD  বিষয়ে জ্ঞান থাকলে অ্যাডভান্টেজ  পাবেন।

সিনিয়র অ্যাকাউন্ট্যান্ট:

ইন্টারমিডিয়েট CA বা CMA উত্তীর্ণ প্রার্থীরা যোগ্য।

সিনিয়র মেডিকেল অফিসার:

প্রার্থীকে MBBS Degree  উত্তীর্ণ হতে হবে  এবং valid registration  নম্বর থাকতে হবে। ইন্টার্নশিপ করার পর দু বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

সহকারী রাজভাষা অফিসার:

যে কোন স্বীকৃত  বিশ্ববিদ্যালয় থেকে  মোট অন্তত 60 শতাংশ নম্বর নিয়ে  হিন্দিতে মাস্টার ডিগ্রি এবং ইলেকটিভ সাবজেক্ট হিসেবে ইংলিশ পড়ে থাকতে হবে।

অথবা

যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত 60 শতাংশ নম্বর নিয়ে ইংরেজিতে মাস্টার ডিগ্রি এবং ইলেকটিভ সাবজেক্ট হিসেবে হিন্দি পড়ে থাকতে হবে।

সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিস্তারিতজানতে অফিশিয়াল নোটিফিকেশন দেখতে অনুরোধ করা হচ্ছে।

Age Limit : বয়সসীমা :

NHPC Recruitment 2021 Age Limit:

সমস্ত বয়স 01/07/2021 এর হিসাবে  হতে হবে।

Post Name

Age

Junior Engineer - Civil

30 বছর

Junior Engineer  - Electrical

30 বছর

Junior Engineer -Mechanical

30 বছর

Sr. Accountant             

30 বছর

Sr. Medical Officer

33 বছর

Asst. Rajbhasha Officer         

35 বছর

 

সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সে উর্ধ্বসীমা ছাড় পাবেন, বিশদে জানতে অফিশিয়াল নোটিফিকেশন দেখতে অনুরোধ করা হচ্ছে।

Application Fee: আবেদন ফি:

NHPC Recruitment 2021 Application Fee:

OBC এবং GEN-EWS প্রার্থীদের জন্য 250/- টাকা।

SC/ST/PwBD/Ex-Serviceman প্রার্থীদের কোনো আবেদন ফী লাগবে না।

Selection Process: প্রার্থী বাছাই পদ্ধতি:

NHPC Recruitment 2021 Selection Process:

প্রার্থী বাছাই করা হবে  অনলাইন Computer Based Test (CBT)  এর মাধ্যমে।

মোট 200 নম্বরের পরীক্ষা হবে, সময় থাকবে তিন ঘন্টা। প্রশ্ন হবে ইংরেজি  এবং হিন্দিতে। নেগেটিভ মার্ক আছে, প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 marks কাটা যাবে। Descriptive type প্রশ্নের ক্ষেত্রে কোনো রকম নেগেটিভ মার্ক নেই। কলকাতায় পরীক্ষা কেন্দ্র আছে।

NHPC Recruitment 2021 Exam details:


 

Application Process: আবেদন পদ্ধতি:

NHPC Recruitment 2021 Application Process:

ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে National Hydroelectric Power Corporation (NHPC)  অফিশিয়াল ওয়েবসাইট www.nhpcindia.com  এর মাধ্যমে। আবেদনের শেষ দিন 30/09/2021 (11:55 PM)  তারিখ।

I). প্রথমে National Hydroelectric Power Corporation official website  www.nhpcindia.com   এ যান এরপর Home Page এ  “Careers”  অপশনটি  ক্লিক করুন।

II). এরপর “Advertisement for recruitment to the post of Sr. Medical Officer, Asstt. Rajbhasha Officer, JE (Civil, Electrical & Mechanical) and Sr. Accountant in NHPC Limited”  টি দেখতে পাবেন।

III). এর নিচে “Click here for online application”   অপশনটিতে ক্লিক করে আবেদন করুন।

অরোও বিশদে জানতে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন এর NHPC Recruitment 2021 নিয়োগের অফিশিয়াল নোটিফিকেশন দেখতে অনুরোধ করা হচ্ছে।


Official Website : Click Here

Official Notification: Click Here

Apply Online: Click Here


আরও পড়ুন :  ইন্ডিয়ান আর্মিতে ইঞ্জিনিয়ার নিয়োগ

নিউ ইন্ডিয়া অ্যাসিওরেন্স কোম্পানি লিমিটেডে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার  নিয়োগ

ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে বিভিন্ন পদে নিয়োগ

 NIELIT তে ড্রাইভার নিয়োগ

WBMDFC তে এডুকেশন সুপারভাইজার নিয়োগ। 

রেল হুইল ফ্যাক্টরিতে অ্যাপ্রেন্টিস নিয়োগ

PSC-র মাধ্যমে পশ্চিম বঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তরে নিয়োগ।


N.B : Tathya Point (www.tathyapoint.com) is a  bengali job news portal who provide various government,private,Part time job information’s to jobseekers. We are not a recruitment agency and do not offer any jobs. We are requested to all Jobseekers please go through the official website of the company/department for complete details & application process. If any company/department/agency is taking money for giving job is the jobseekers own risk, Tathya Point (www.tathyapoint.com) will not responsible this.

Post a Comment

2 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. Contain can't be copy for search purpose . please look at this matter . At least the specific names needs to be copied .

    ReplyDelete
    Replies
    1. We always write unique article. Thank You So much for your valuable comment.

      Delete