Type Here to Get Search Results !

উইপ্রো এলিট ন্যাশনাল ট্যালেন্ট হান্ট 2022 । ফ্রেশার্স প্রার্থীদের 35 হাজার টাকা পর্যন্ত মাইনের সুবর্ণ সুযোগ ।

 


Wipro Elite National Talent Hunt 2022:

এলিট ন্যাশনাল ট্যালেন্ট হান্ট 2022 [Elite National Talent Hunt 2022 (NTH)] এর  দিনক্ষণ ঘোষণা করেছে উইপ্রো (WIPRO)। 2022 সালের  ফ্রেশ  ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট জন্য সুবর্ণ সুযোগ। এই Elite NTH 2022 পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হলে উইপ্রোতে মাসে 35 হাজার টাকা পর্যন্ত বেতনের কাজ পেতে পারেন। যে সব ইঞ্জিনিয়ারিং-এর স্টুডেন্টদের কোর্স 2022-এ শেষ হতে চলেছে, তারা এই উইপ্রো এলিট ন্যাশনাল ট্যালেন্ট হান্ট 2022 (Wipro Elite National Talent Hunt 2022) অংশ নিতে পারবেন।

Elite National Talent Hunt 2022 অংশগ্রহণ করার জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছে 23/08/2021 তারিখ থেকে, রেজিস্ট্রেশনের শেষ দিন 15/09/2021 তারিখ । Online Assessment হবে 25th September’21- 27th September’21 । বিস্তারিত নিচে আলোচনা করা হলো।

Highlights  Wipro Elite National Talent Hunt 2022:

Organization Name

Wipro

Job Type

Private jobs

Job Profile    

IT / Project Engineer

Vacancies      

various

Online Registration Starts    

23/08/2021

Last Date of Registration          

15/09/2021

Mode Of Registration        

Online

Job Location

Across India

Online Assessment

25th September’21- 27th September’21

Official Website      

https://careers.wipro.com/elite

 

Elite National Talent Hunt 2022 – Eligibility Criteria:

1. B.E./B. Tech (Compulsory degree)/ M.E./M. Tech (5-year integrated course) full-time course recognized by the Central/State Government of India.

যে কোনও কেন্দ্রীয় বা রাজ্য সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে  B.E./B. Tech (আবশ্যিক), M.E./M.Tech (5 বছরের ইন্টিগ্রেটেড কোর্স) যাঁরা করেছেন তাঁরাও আবেদন করতে পারবেন।

2. All branches except Fashion Technology, Textile Engineering, Agriculture and Food technology.

ফ্যাশন টেকনোলজি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং , এগ্রিকালচার ও ফুড টেকনোলজি ছাড়া সমস্ত ব্রাঞ্চ থেকেই আবেদন করা যাবে।

3. Year of passing: 2022 only.

4. 60% or 6.0 CGPA or equivalent as per your university guidelines.

5. Only fulltime courses: No part-time or correspondence or distance learning education in degree, 10th or 12th

6. 10th standard: 60% or above.

7. 12th standard: 60% or above.

পার্ট টাইম বা ডিসটেন্স কোর্সের স্টুডেন্টরা Elite NTH 2022 অংশগ্রহণ করতে পারবেন না। স্টুডেন্টদের ক্লাস টেন ও টুয়েলভের পরীক্ষায় 60 শতাংশের বেশি নম্বর থাকতেই হবে। মূল্যায়ন পর্যায়ের (Assessment Stage) সময় একটি ব্যাকলগ গ্রহণ করা হবে তবে নিয়োগের আগে তা ক্লিয়ার করতে হবে। বিগত 6 মাসে যদি কেউ উইপ্রোতে কাজের জন্য আবেদন করে থাকেন তাহলে সে সমস্ত স্টুডেন্টরা Wipro Elite National Talent Hunt 2022 অংশগ্রহণ করতে পারবেন না।  ভারতীয় নাগরিক ছাড়াও ভুটান ও নেপালের নাগরিকরাও অংশ করতে পারবেন তবে তাদের সিটিজেনশিপ সার্টিফিকেট দেখাতে হবে।

Wipro Elite National Talent Hunt 2022 Salary:

INR 3.50 lacs per annum.

Wipro Elite National Talent Hunt 2022  – Selection Process:

Registration –> Online assessment –> Business discussion –> LOI -> Offer letter

Online Assessment (128 minutes) comprising of 3 sections:

I). Aptitude Test: Logical Ability, Quantitative Ability , English (verbal) Ability. Duration: 48 mins

II). Written Communication Test: Essay writing. Duration: 20 mins

III). Online Programming Test: Two programs for coding. Duration: 60 mins

Candidate can chose any one of these programming languages for the online programming test: Java, C, C++ or Python.

Wipro Elite National Talent Hunt 2022 – How to Apply:

Aspirants can Apply Online mode Only from “Career” Section of WIPRO official website https://careers.wipro.com/elite


Official Website : Click Here

Official Notification  : Click Here

Apply Online :   Click Here

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.