![]() |
NMDC Recruitment 2021 |
NMDC Recruitment 2021: কেন্দ্রীয় সরকারি সংস্থা National Mineral Development Corporation (NMDC) তে এপ্রেন্টিস নিয়োগ। মোট শূন্যপদ 59 টি ( Graduate/ Technician Apprentice & Programming and Systems Administration Assistant (PASAA ).)। ITI / DIPLOMA এবং GRADUATE ইঞ্জিনিয়ার পাস প্রার্থীরা আবেদন করতে পারেন। আবেদন করতে হবে অনলাইনে। আবেদন শুরু হয়ে গেছে। আবেদনের শেষ দিন 15/06/2021, বিস্তারিত নিচে আলোচনা করা হলো। National Mineral Development Corporation (NMDC) recruitment 2021
Important
Event & Date : গুরুত্বপূর্ণ তারিখ :
Online
Application Start :
Already Started
Last
Date of Online Application :
15/06/2021
Vacancy
Details : শূন্যপদ :
NMDC Recruitment 2021
vacancy: মোট শূন্যপদ 59 টি ।
Graduate
Apprentice : 16
Technician
Apprentice : 13
Programming
and Systems Administration Assistant (PASAA) : 30
Eligibility
Criteria : যোগ্যতা :
Graduate
Apprentice :
যেকোনো স্বীকৃত ইনস্টিটিউট / ইউনিভার্সিটি
থেকে Civil, Mechanical, Electrical, Electrical & Electronics and Mining ইঞ্জিনিয়ারিং
এই সমস্ত বিষয়ের যে কোনো একটিতে 4 বছরের এর ডিগ্রী কোর্স পাস।
Technician
Apprentice :
যেকোনো স্বীকৃত ইনস্টিটিউট / ইউনিভার্সিটি
থেকে Mechanical, Electrical, Electronic & Tele commutation, Mining, Modern
Office Practice Management and Computer Science & Application এই সমস্ত বিষয়ের
যে কোনো একটিতে ইঞ্জিনিয়ারিং 3 বছরের এর ডিপ্লোমা কোর্স পাস।
Programming
and Systems Administration Assistant (PASAA) :
NCVT অনুমোদিত যেকোনো ইনস্টিটিউট
থেকে Computer Operator and Programming Assistant (COPA) বিষয়ে ITI পাস।
Stipend:
স্টাইপেন্ড :
Graduate
Apprentice :
প্রতি মাসে 20,000 টাকা
Technician
Apprentice :
প্রতি মাসে 16,000 টাকা
Programming
and Systems Administration Assistant (PASAA) :
প্রতি মাসে 10,000 টাকা
Application
Fee : আবেদন ফি :
No application fee required. কোনো
আবেদনমূল্য লাগবে না|
Selection
Process: প্রার্থী বাছাই পদ্ধতি:
শিক্ষাগত যোগ্যতাই প্রাপ্ত নাম্বারের
ভিত্তিতে তালিকা প্রকাশ করে নিয়োগ করা হবে |
Application
Process : আবেদন পদ্ধতি:
How to apply NMDC Limited
Recruitment 2021:
Engineering Degree/Diploma পাস
প্রার্থীদের প্রথমে NATS Portal (www.mhrdnats.gov.in) এ নিজেকে রেজিস্টার করতে হবে
এবং ITI পাস প্রার্থীদের www.apprenticeshipindia.org এই ওয়েবসাইটে গিয়ে নিজের নাম
রেজিস্টার করতে হবে। তারপর সমস্ত তথ্য দিয়ে নির্দিষ্ট ফর্ম ফিলাপ করতে হবে। এপ্রেন্টিস
পোর্টাল এ রেজিস্ট্রেশন করার পর প্রার্থীদের এই ইমেইল এ (bld5hrd@nmdc.co.in) তাদের নিম্ন লিখিত নথিগুলি
অবশ্যই পাঠাতে হবে। মনে রাখবেন ইমেইল না করলে আবেদনকারীর আবেদন বাতিল বলে গণ্য হবে।
আবেদন করার শেষ তারিখ আগামী 15/06/2021.
১. BIO-DATA সাথে ডান কোণে একটি
সাম্প্রতিক পাসপোর্ট আকারের ছবি লাগাতে হবে, এপ্রেন্টিস পোর্টাল এর রেজিস্ট্রেশন নম্বর,
যোগাযোগের জন্য ঠিকানা, ইমেল আইডি, মোবাইল নম্বর দিতে হবে।
২. সমস্ত শিক্ষাগত যোগ্যতার এবং
কাস্ট সার্টিফিকেটের এর স্ক্যান কপি। Degree / Diploma / ITI এর প্রতি সেমেস্টার এর
নম্বর মেনশন থাকতে হবে।
আরও বিশদে জানতে NMDC Recruitment 2021 এর অফিসিয়াল নোটিফিকেশন এর লিংক নিচে দেওয়া আছে দেখতে অনুরোধ করা হচ্ছে।
NMDC Official Website : Click Here
Official Notification : Click Here
সরকারি, বেসরকারি , পার্টটাইম চাকরির আপডেট পেতে আমাদের Facebook Page টি লাইক করুন
আরও পড়ুন : গোয়া শিপইয়ার্ড বিভিন্ন শূন্যপদে কর্মী নিয়োগ
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে 5237 ক্লার্ক নিয়োগ
আই টি আই লিমিটেড এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নিয়োগ
ডেডিকেটেড ফ্রেট করিডোর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এ Executive ও অন্যান্য পদে প্রার্থী নিয়োগ
পশ্চিমবঙ্গের বিভিন্ন নার্সিং কলেজে ANM এবং GNM কোর্স এ ভর্তির জন্য জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন
ইন্ডিয়ান এয়ার ফোর্সেগ্রুপ-সি কর্মী নিয়োগ
N.B : Tathya Point (www.tathyapoint.com) is a bengali job news portal who provide various government,private,Part time job information’s to jobseekers. We are not a recruitment agency and do not offer any jobs. We are requested to all Jobseekers please go through the official website of the company/department for complete details & application process. If any company/department/agency is taking money for giving job is the jobseekers own risk, Tathya Point (www.tathyapoint.com) will not responsible this.