Type Here to Get Search Results !

SAIL IISCO STEEL PLANT BURNPUR TECHNICIAN APPRENTICE RECRUITMENT 2021 : ইস্কো বার্নপুর স্টিল প্ল্যান্টে নিয়োগ


 

SAIL IISCO STEEL PLANT BURNPUR TECHNICIAN APPRENTICE পদে ১০০ জন নিয়োগ করছে। Apprentices Act 1961 অনুসারে নিয়োগ করা হবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক  পাস সাথে ৩ বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করে থাকলে আবেদন করতে পারবেন। ট্রেনিং দেওয়া হবে ইঞ্জিনিয়ারিং এর   Electrical, Mechanical, Metallurgy, Chemical, Civil, Instrumentation এই সমস্ত শাখায়। এক বছরের ট্রেনিং। SAIL IISCO STEEL PLANT BURNPUR TECHNICIAN APPRENTICE RECRUITMENT 2021 এর আবেদন করতে হবে অনলাইনে। কোনো আবেদন ফী দিতে হবে না। আবেদন শুরু হবে 10/02/2021 থেকে। আবেদন এর শেষ দিন 19.02.2021. বিস্তারিত নিচে দেওয়া হলো দেখুন। 

 

Important Event & Date : গুরুত্বপূর্ণ তারিখ :

Online Application Start

10/02/2021

Last Date of Online Application

19.02.2021

 আরও পড়ুন : সেন্ট্রাল রেলে 2532 জন Apprentice নিয়োগ

 Vacancy Details : শূন্যপদ :

Branch

Seats

Electrical

20

Mechanical

20

Metallurgy

30

Chemical

10

Civil

10

Instrumentation

10

All TOTAL

100

 Apprenticeship Rule-1992 অনুসারে সংরক্ষিত প্রার্থীদের (SC- 20, ST- 5, OBC- 22, EWS- 10, GEN- 41, PH- 2) পদ  সংরক্ষণ আছে।

  আরও পড়ুন :  ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এ Apprentices নিয়োগ  

Eligibility Criteria : যোগ্যতা :

SAIL IISCO STEEL PLANT BURNPUR TECHNICIAN APPRENTICE RECRUITMENT 2021 এ জন্য আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক (10th) এবং উচ্চমাধ্যমিক (10+2) পাশ হতে হবে। এবং সাথে যেকোনো AICTE recognized ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং -এর শাখার (যে শাখায় প্রশিক্ষণের জন্য আবেদন করবেন) বিষয়ে ৩ বছরের ডিপ্লোমা পাশ করতে হবে।

Age Limit : বয়সসীমা :

 28/02/2020 এর হিসাবে  বয়স হতে হবে 18 থেকে 28 বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ ST/ OBC/ PH শ্রেণীভূক্ত প্রার্থীরা সর্বোচ্চ বয়স সীমায় ছাড় পাবেন।

আরও পড়ুন : পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে ফিজিওথেরাপিস্ট নিয়োগ

Selection Process: প্রার্থী বাছাই পদ্ধতি:

SAIL IISCO STEEL PLANT BURNPUR TECHNICIAN APPRENTICE RECRUITMENT এ প্রার্থী বাছাই এর জন্য কোনো পরীক্ষা হবে না। ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমাতে প্রাপ্ত নম্বরের মেধার ভিত্তিতে প্রার্থীদের বাছাই করা হবে। দুই বা ততোধিক প্রার্থী যদি মেধা তালিকা প্রস্তুত করার সময় সমান নম্বর অর্জন করেন, সেক্ষেত্রে যার বয়স বেশি তাকে অগ্রাধিকার দেওয়া হবে।

Application Fee : আবেদন ফি :

কোনো আবেদন ফী দিতে হবে না।

Application Process : আবেদন পদ্ধতি:

SAIL IISCO STEEL PLANT BURNPUR TECHNICIAN APPRENTICE RECRUITMENT How to Apply:

আবেদন করতে হবে অনলাইনে। NATS এর guidelines অনুযায়ী 2017 এর আগে ডিপ্লোমা পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন না।

 

১. প্রার্থীদের প্রথমে Student হিসাবে National Apprenticeship Training Scheme (NATS)এর http://portal.mhrdnats.gov.in/ পোর্টাল এ নিজেকে রেজিস্টার করতে হবে (যদি না করা থাকে)।




২. রেজিস্টার করা হয়ে গেলে National Apprenticeship Training Scheme (NATS)এর পোর্টাল এ login করবেন।


৩. এর পর Establishments Requests এ ক্লিক করবেন।

 ৪. এর পর Find Establishments এ ক্লিক করে SAIL IISCO STEEL PLANT (EWBBRC000016) টি নির্বাচন করবেন।

ইতিমধ্যে যারা Apprentice Act, 1961 অনুসারে কোনো Govt./Public Sector/Private Industrial organization Apprenticeship training নিচ্ছেন বা নেওয়া হয়ে গেছে তার আবেদন করতে পারবেন না


Official Notification 



Online Application 



সরকারি, বেসরকারি , পার্টটাইম চাকরির আপডেট পেতে আমাদের Facebook Page টি লাইক করুন 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.