Type Here to Get Search Results !

মাধ্যমিক যোগ্যতায় ভারতীয় কৃষি গবেষণা প্রতিষ্ঠানে 641 টি শূন্যপদে নিয়োগ।

 


IARI Recruitment 2021: ভারতীয় কৃষি গবেষণা প্রতিষ্ঠানে 641 টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ICAR অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ এর পক্ষ থেকে IARI অর্থাৎ ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শুধুমাত্র মাধ্যমিক উত্তীর্ণ হলেই যেকোনো ভারতীয় নাগরিক আবেদন করতে পারবেন। নিয়োগ হবে টেকনিসিয়ান (T-1) পদে। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদন শুরু হয়েছে 18/12/2021 তারিখ থেকে। আবেদন করার শেষ দিন 20/01/2022 তারিখ (11.55 PM) (Date Extended)ICAR IARI Recruitment 2022 এর বিস্তারিত নিচে আলোচনা করা হলো।

Indian Agricultural Research Institute Recruitment 2021-2022 Advertisement F.No. 1-1/2021/Rectt. Cell/Technical (CBT)  Dated: 18/12/2021


👉পদের নাম: টেকনিসিয়ান [Technician (T-1)]

শূন্যপদ:

641 টি শূন্যপদে নিয়োগ করা হবে। শূন্যপদের বিন্যাস এই রকম (Gen-286, SC-93, ST-68, OBC- 133, EWS-61)।

শিক্ষাগত যোগ্যতা:

স্বীকৃত বোর্ড / কাউন্সিল থেকে মাধ্যমিক অথবা সমতুল্য উত্তীর্ণ হতে হবে। কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই।

বয়সসীমা:

এই পদে আবেদনের জন্য 10/01/2022 তারিখের হিসাবে বয়স হতে হবে 18 বছর থেকে 30 বছরের মধ্যে। SC/ST শ্রেণীর প্রার্থীরা 5 বছর, OBC শ্রেণীর প্রার্থীরা 3 বছর এবং PWD শ্রেণীর প্রার্থীরা 10 বছর বয়সের উর্ধ সীমায় ছাড় পাবেন। অফিসিয়াল নোটিফিকেশন দেখতে অনুরোধ করা হচ্ছে।

বেতন:

পে লেভেল 3 অনুসারে বেতন পাবেন (RS. 21700 – RS. 69100 )।

প্রার্থী বাছাই পদ্ধতি:

ICAR-IARI Technician Recruitment 2021 - 2022 এর প্রার্থী নির্বাচন করা হবে অনলাইন লিখিত পরীক্ষার (CBT) মাধ্যমে। অনলাইন লিখিত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 25/01/2022 তারিখ থেকে 05/02/2022 তারিখের মধ্যে। পশ্চিমবঙ্গে কলকাতা, হাওড়া, আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, সিউড়ি, কল্যাণী  এবং শিলিগুড়িতে পরীক্ষা কেন্দ্র রয়েছে।

পরীক্ষার ধরণ:

Exam Pattern of ICAR IARI Technician Recruitment 2021 - 2022:

মোট 100 নম্বরের দেড় ঘন্টার পরীক্ষা হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস ধরণের এই চার বিষয়ে জেনারেল নলেজ (25 নম্বর), ম্যাথমেটিক্স (25 নম্বর), সাইন্স (25 নম্বর) এবং সোশ্যাল সাইন্স (25 নম্বর)। প্রশ্ন হবে ইংরেজি এবং হিন্দিতে। নেগেটিভ মার্কস আছে একটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে।

পরীক্ষার সিলেবাস:

IARI Technician (T-1) Exam Syllabus:

 


আবেদন পদ্ধতি:

ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা আবেদন করতে চাইলে শুধুমাত্র অনলাইনেই আবেদন করতে পারবেন ICAR-IARI এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.iari.res.in/ থেকে (লিংক শেষে দেওয়া আছে) 18/12/2021 তারিখ থেকে  20/01/2022 তারিখের মধ্যে (Date Extended)।

Step - 1 Registration: প্রার্থীদের প্রথমে নিজের নাম, ভ্যালিড ইমেইল আইডি, ভ্যালিড মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। 

সাবমিট করা হয়ে গেলে মোবাইল নম্বর এবং ইমেইল আইডিতে লগইন আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন। 

Step - 2 Login (Application & Fee Payment): এরপর লগইন করবেন এবং সমস্ত তথ্য দিয়ে অনলাইন ফর্ম টি সঠিক ভাবে ফিলাপ করবেন। ফাইনাল সাবমিট করার পর ফী পেমেন্ট করার অপসন পাবেন। শেষে সিস্টেম জেনারেটেড আবেদন পত্রটি ডাউনলোড করে নেবেন।

আবেদন ফি :

ICAR Technician (T-1) Recruitment 2021 – 2022 এর জন্য UR / OBC-NCL (NCL)/ EWS শ্রেণীর প্রার্থীদের আবেদন ফী দিতে হবে মোট 1000 টাকা (Exam Fee 700 + Reg Fee 300)। SC / ST / ESM / PwD / Female প্রার্থীদের শুধুমাত্র রেজিস্ট্রেশন ফী 300 টাকা দিতে হবে। ফী দিতে হবে অনলাইনের মাধ্যমে।


👉অফিসিয়াল ওয়েবসাইট

👉অফিসিয়াল নোটিফিকেশন 

👉রেজিস্ট্রেশন লিংক 

👉লগ-ইন লিংক ( আবেদন এবং ফী পেমেন্ট)



সরকারি, বেসরকারি , পার্টটাইম চাকরির আপডেট পেতে, বিভিন্ন বিষয়ের GK এবং কারেন্ট অ্যাফেয়ার্স বাংলায় পড়তে Tathya Point এর FACEBOOK পেইজ টি Like এবং Follow  করুন এবং Telegram চ্যানেল টি JOIN এবংSubscribe করুন।


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.