Type Here to Get Search Results !

জেলায় টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ

 


Durgapur CMERI Technical Assistant Recruitment 2021: দুর্গাপুরে কেন্দ্রীয় সরকারি চাকরি (Central Govt job In Durgapur) প্রার্থীদের জন সুখবর। কাউন্সিল অফ সাইন্টিফিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ এর অধীনস্ত দুর্গাপুরের সেন্ট্রাল মেকানিকাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট এ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট  22 টি শূন্যপদ রয়েছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনে। আবেদন শুরু হয়েছে, এই পদের জন্য অনলাইনে আবেদন করা যাবে 20/12/2021 তারিখ পর্যন্ত। CSIR - CMERI Technical Assistant Recruitment 2021 Advertisement No. 04/2021. বিস্তারিত নিচে আলোচনা করা হলো।

যে সমস্ত ইঞ্জিনিয়ারিং শাখা থেকে টেকনিকাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে সেগুলি হলো মেকানিক্যাল / প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং / টেকনোলজি, ইলেকট্রিকাল / ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং / টেকনোলজি, সিভিল ইঞ্জিনিয়ারিং / টেকনোলজি এবং অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং / টেকনোলজি।


👉পোস্ট কোড-202101:

শূন্যপদ: 13টি পদ [UR-07(1 PWD : VH(লো ভিশন), OBC-04, ST-01 এবং EWS-01]

যোগ্যতা: স্বীকৃত ইউনিভার্সিটি / ইনস্টিটিউট থেকে তিন বছরের পূর্ণ সময়ের (ল্যাটেরাল এন্ট্রির ক্ষেত্রে দুই বছর) ন্যূনতম 60% নম্বর সহ মেকানিক্যাল/প্রোডাকশন ইঞ্জি./টেক বিষয়ে ডিপ্লোমা উত্তীর্ণ হতে হবে। 3D CAD মডেলিং/মেশিনিং/ড্রাফটিং/সিএনসি/মোল্ডিং/কাস্টিং ইত্যাদির ক্ষেত্রে কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা: 20/12/2021 তারিখের হিসাবে বয়স হতে হবে 28 (২৮) বছরের মধ্যে।

বেতন: পে- ম্যাট্রিক্স লেভেল 6 হিসাবে 35400 টাকা থেকে 112400 টাকা।

👉পোস্ট কোড-202102:

শূন্যপদ: 05টি পোস্ট (UR-02, OBC-01, ST-01 এবং EWS-01)

যোগ্যতা: স্বীকৃত ইউনিভার্সিটি / ইনস্টিটিউট থেকে তিন বছরের পূর্ণ সময়ের (ল্যাটেরাল এন্ট্রির ক্ষেত্রে দুই বছর) ন্যূনতম 60% নম্বর সহ ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক ইঞ্জি./টেক বিষয়ে ডিপ্লোমা উত্তীর্ণ হতে হবে। সিস্টেম ডিজাইন/ মাইক্রো কন্ট্রোলার/ সেন্সর/ ডেটা আকুইজিশন সিস্টেম/ সার্কিট ডিজাইন / পাওয়ার ইলেকট্রিক ইত্যাদি ক্ষেত্রে কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা: 20/12/2021 তারিখের হিসাবে বয়স হতে হবে 28 (২৮) বছরের মধ্যে।

বেতন: পে- ম্যাট্রিক্স লেভেল 6 হিসাবে 35400 টাকা থেকে 112400 টাকা।

👉পোস্ট কোড-202103:

শূন্যপদ: 02টি পোস্ট (UR-01, OBC-01)

যোগ্যতা: স্বীকৃত ইউনিভার্সিটি / ইনস্টিটিউট থেকে তিন বছরের পূর্ণ সময়ের (ল্যাটেরাল এন্ট্রির ক্ষেত্রে দুই বছর) ন্যূনতম 60% নম্বর সহ সিভিল ইঞ্জি./টেক বিষয়ে ডিপ্লোমা উত্তীর্ণ হতে হবে। এস্টিমেট ফর সিভিল ওয়ার্ক, টেন্ডার ডকুমেন্টস, ওয়ার্ক এক্সেকিউশন, বিল ক্রিয়েশন, বিল্ডিং মেইনটেন্যান্স ইত্যাদি সিভিল ইঞ্জিনিয়ারিং কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা: 20/12/2021 তারিখের হিসাবে বয়স হতে হবে 28 (২৮) বছরের মধ্যে।

বেতন: পে- ম্যাট্রিক্স লেভেল 6 হিসাবে 35400 টাকা থেকে 112400 টাকা।

👉পোস্ট কোড-202104:

শূন্যপদ: 01 পোস্ট (UR-01)

যোগ্যতা:  স্বীকৃত ইউনিভার্সিটি / ইনস্টিটিউট থেকে তিন বছরের পূর্ণ সময়ের (ল্যাটেরাল এন্ট্রির ক্ষেত্রে দুই বছর) ন্যূনতম 60% নম্বর সহ ইলেকট্রিক্যাল ইঞ্জিঃ/টেক বিষয়ে ডিপ্লোমা উত্তীর্ণ হতে হবে। এইচটি/এলটি ইলিক্ট্রিক্যাল ইন্স্টলেশন এর সাথে ডিস্ট্রিবিউশন সিস্টেম, ট্রান্সফরমার, ডিজেল জেনারেটর সেট এন্ড ব্রেকার ইত্যাদি কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা:  20/12/2021 তারিখের হিসাবে বয়স হতে হবে 28 (২৮) বছরের মধ্যে।

বেতন:  পে- ম্যাট্রিক্স লেভেল 6 হিসাবে 35400 টাকা থেকে 112400 টাকা।

👉পোস্ট কোড-202105:

শূন্যপদ: 01 পোস্ট (UR-01)

যোগ্যতা: স্বীকৃত ইউনিভার্সিটি / ইনস্টিটিউট থেকে তিন বছরের পূর্ণ সময়ের (ল্যাটেরাল এন্ট্রির ক্ষেত্রে দুই বছর) ন্যূনতম 60% নম্বর সহ অটোমোবাইল ইঞ্জিঃ/টেক বিষয়ে ডিপ্লোমা উত্তীর্ণ হতে হবে। ট্রাক্টর / ফিল্ড ইকুইপমেন্ট / ভেহিক্যাল ইত্যাদি অপারেশন এবং মেইনটেন্যান্স এর কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা: 20/12/2021 তারিখের হিসাবে বয়স হতে হবে 28 (২৮) বছরের মধ্যে।

বেতন: পে- ম্যাট্রিক্স লেভেল 6 হিসাবে 35400 টাকা থেকে 112400 টাকা।

 

আবেদন ফি:

প্রার্থীদের আবেদন ফী দিতে 100 টাকা। SC/ST/PWD/Women/Ex-Servicmen/CSIR Employee প্রার্থীদের কোনো ফী দিতে হবে না। ফি জমা করতে হবে অনলাইনে। আবেদন ফী জমা দেওয়া পর ই-রিসিপ্ট কপি অবশ্যই প্রিন্ট করে নেবেন।

প্রার্থী নির্বাচন পদ্ধতি:

প্রার্থী নির্বাচন করা হবে লিখিত পরীক্ষা এবং ট্রেড/ স্কিল টেস্ট এর মাধ্যমে। অরোও বিশদে জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখতে অনুরোধ করা হচ্ছে।

আবেদন পদ্ধতি:

ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে www.cmeri.res.in এই ওয়েবসাইট থেকে। অনলাইনে আবেদনের শেষ দিন 20/12/2021 তারিখ (5 PM)। আবেদন ফাইনাল সাবমিট করার পর প্রিন্ট করে নেবেন।

এর পর প্রিন্ট করা আবেদন পত্রটি স্বাক্ষর করে এবং সমস্ত প্রযোজ্য ডকুমেন্টগুলি নিজের সই করে, ফী পেমেন্টের ই-রিসিপ্ট কপি একটি খামে ভরে মুখবন্ধ করে নিচে দেওয়া ঠিকানায় ডাকযোগে জমা করতে হবে 31/12/2021 তারিখের মধ্যে। খামতির উপরে যে পদের জন্য আবেদন করছেন সেটি অবশ্যই লিখে দেবেন “APPLICATION  FOR  THE  POST  OF  -  __________________ (Post Code____________)”  ‘Advertisement  No.  04/2021’ .

একটির বেশি আবেদন করতে হলে আলাদা আলাদা ফী জমা দিয়ে আবেদন করতে এবং সেপারেট খামে ফর্ম জমা করতে হবে। 

আবেদন পত্র পাঠাবার ঠিকানা:

The Administrative Officer,

CSIR - CENTRAL MECHANICAL ENGINEERING RESEARCH INSTITUTE,

Mahatma Gandhi Avenue, Durgapur - 713 209, (West Bengal)

 

আবেদনপত্রের প্রিন্টআউটের সাথে নিম্নলিখিত নথিগুলি অবশ্যই সংযুক্ত করতে হবে:

ক) আবেদন ফি এর জন্য ই-রসিদের মুদ্রিত কপি।

খ) জন্মতারিখ প্রমাণকারী শংসাপত্রের স্ব-প্রত্যয়িত ফটোকপি ।

গ) শিক্ষাগত যোগ্যতার স্ব-প্রত্যয়িত ফটোকপি যেমন শংসাপত্র এবং প্রতিটি সেমিস্টারএর মার্কশিট, কোর্সওয়ার্ক ইত্যাদি।

d) অভিজ্ঞতার শংসাপত্রের স্ব-প্রত্যয়িত ফটোকপি, যেখানে প্রয়োজন সেখানে নির্ধারিত ফরমেটে ।

ঙ) সিজিপিএ/এসজিপিএ/ওজিপিএ/ডিজিপিএ/সিপিআই গ্রেড ইত্যাদিকে শতাংশে রূপান্তরিত করে, বিশ্ববিদ্যালয় এর দেওয়া সার্টিফিকেট।

চ) কাস্ট শংসাপত্র / EWS শংসাপত্রের স্ব-প্রত্যয়িত ফটোকপি (প্রযোজ্য হলে) ।

ছ) অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস।

অরোও বিশদে জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখতে অনুরোধ করা হচ্ছে।


👉অফিসিয়াল ওয়েবসাইট

👉অফিসিয়াল নোটিফিকেশন

👉রেজিস্ট্রেশন লিংক 


সরকারি, বেসরকারি , পার্টটাইম চাকরির আপডেট পেতে, বিভিন্ন বিষয়ের GK এবং কারেন্ট অ্যাফেয়ার্স বাংলায় পড়তে Tathya Point এর FACEBOOK পেইজ টি Like এবং Follow  করুন এবং Telegram চ্যানেল টি JOIN এবংSubscribe করুন।


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.