Type Here to Get Search Results !

সায়েন্স সিটি কলকাতায় স্থায়ী পদে কর্মী নিয়োগ | আবেদন পদ্ধতি দেখুন |

 


Science City Kolkata Recruitment 2022: কলকাতায় সায়েন্স সিটিতে চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। কেন্দ্রীয় সকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামের (NCSM) এর অন্তরভুক্ত সায়েন্স সিটি কলকাতায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ হবে টেকনিশিয়ান-এ পদে। আবেদন করতে হবে অফলাইনে ডাকযোগের মাধ্যমে। আবেদন পত্র পৌঁছাতে হবে 10/01/2022 তারিখের মধ্যে। Science City Kolkata Recruitment 2021 Advertisement No. 01/2021 Dated 11/12/2021. বিস্তারিত নিচে আলোচনা করা হলো।

টেকনিশিয়ান-এ (Technician-A) এর যে সমস্ত ট্রেডে নিয়োগ গুলি করা হবে সেগুলি হলো কম্পিউটার হার্ডওয়্যার এন্ড নেটওয়ার্কিং, টার্নার এবং ফিটার।

👉কম্পিউটার হার্ডওয়্যার এন্ড নেটওয়ার্কিং:

শূন্যপদ: 01 টি (UR)।

যোগ্যতা: স্বীকৃত বোর্ড / কাউন্সিল থেকে মাধ্যমিক অথবা সমতুল্য উত্তীর্ণ হতে হবে। সঙ্গে NCVT / SCVT স্বীকৃত সংশ্লিষ্ট ট্রেডে ITI অথবা সমতুল্য পাশ হতে হবে।

বয়স: 10/01/2022 তারিখের হিসাবে বয়স হতে হবে 35 বছরের মধ্যে।

বেতন: পে ম্যাট্রিক্স লেভেল 2 (19,900-63,200 টাকা)। শুরুতে মোট বেতন পাবেন প্রতি মাসে প্রায় 33,238 টাকা।

👉টার্নার:

শূন্যপদ: 01 টি (UR)।

যোগ্যতা: স্বীকৃত বোর্ড / কাউন্সিল থেকে মাধ্যমিক অথবা সমতুল্য উত্তীর্ণ হতে হবে। সঙ্গে NCVT / SCVT স্বীকৃত টার্নার ট্রেডে ITI অথবা সমতুল্য পাশ হতে হবে।

বয়স: 10/01/2022 তারিখের হিসাবে বয়স হতে হবে 35 বছরের মধ্যে।

বেতন: পে ম্যাট্রিক্স লেভেল 2 (19,900-63,200 টাকা)। শুরুতে মোট বেতন পাবেন প্রতি মাসে প্রায় 33,238 টাকা।

👉ফিটার:

শূন্যপদ: 01 টি (UR)।

যোগ্যতা: স্বীকৃত বোর্ড / কাউন্সিল থেকে মাধ্যমিক অথবা সমতুল্য উত্তীর্ণ হতে হবে। সঙ্গে NCVT / SCVT স্বীকৃত ফিটার ট্রেডে ITI অথবা সমতুল্য পাশ হতে হবে।

বয়স: 10.01.2022 তারিখের হিসাবে বয়স হতে হবে 35 বছরের মধ্যে।

বেতন: পে ম্যাট্রিক্স লেভেল 2 (19,900-63,200 টাকা)। শুরুতে মোট বেতন পাবেন প্রতি মাসে প্রায় 33,238 টাকা।

উপরের সমস্ত পদের ক্ষেত্রেই সংশ্লিষ্ট ট্রেডে দুই বছরের কোর্স করা থাকলে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং এক বছরের কোর্স করা থাকলে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

 

আবেদন ফি:

এই নিয়োগের জন্য আবেদন ফী দিতে হবে 200 টাকা। SC / ST / Ex-Serviceman / Physically Challenge / Women প্রার্থীদের কোনো ফী দিতে হবে না। আবেদন ফী দিতে হবে  অনলাইনে নিচের ব্যাঙ্ক একাউন্টে জমা করে অথবা ব্যাঙ্ক ডিমান্ড ড্রাফটের মাধ্যমে। ব্যাঙ্ক ডিমান্ড ড্রাফট কাটতে হবে Science City Calcutta এর Favour এ এবং Payable at হতে হবে কলকাতা।

অনলাইনে আবেদন ফী জমা দেওয়ার ব্যাঙ্ক একাউন্ট ডিটেলস:

Name of The Account Holder

 SCIENCE CITY CALCUTTA

Bank Name 

Canara Bank

Account Number 

 8419101020050

Account Type

 SAVINGS

IFSC

 C NRB0008419

MICR Code

 700015053

Branch Address

Science City Branch, JBS Haldane Avenue, Kolkata-700 046

 

অনলাইন ব্যাঙ্ক অক্কোউন্টে ফী জমা দেওয়ার পর ই-জেনারেটেড রসিদের কপিটি প্রিন্ট করে নেবেন, এটি আবেদন পত্রের সাথে জমা হবে।


প্রার্থী নির্বাচন পদ্ধতি:

প্রার্থী নির্বাচন করা হবে লিখিত পরীক্ষা এবং  প্রাকটিক্যাল / ট্রেড টেস্টের মাধ্যমে।

আবেদন পদ্ধতি:

আবেদন করতে হবে অফলাইনে ডাকযোগের মাধ্যমে। আবেদনপত্র অফিসিয়াল ওয়েবসাইটে থেকে ডাউনলোড করতে হবে (লিংক শেষে আছে), ডাউনলোড করে সমস্ত তথ্য দিয়ে সঠিক ভাবে পূর্ণ করুন। আবেদন পত্রের সাথে নিম্নলিখিত ডকুমেন্টের স্ব-প্রত্যয়িত কপি এবং ই-রসিদের কপি জমা করতে হবে। সমস্ত ডকুমেন্ট এবং আবেদন পত্র একটি খামে ভরে মুখবন্ধ করে নিচের ঠিকানায় ডাকযোগে পাঠাতে হবে। আবেদন পত্র পৌঁছাতে হবে 10/01/2022 তারিখের মধ্যে। মুখবন্ধ খামের উপর যে পদের জন্য আবেদন করছেন সেটি এই ভাবে লিখতে হবে “Application for the post of “TECHNICIAN-A (NAME OF THE TRADE)  at  Science  City,  Kolkata’’

আবেদন পত্র পাঠাবার ঠিকানা:

DIRECTOR,  SCIENCE  CITY,  J.B.S.  Haldane  Avenue,  Kolkata- 700046.


আবেদন পত্রের সাথে নিম্নলিখিত ডকুমেন্টের স্ব-প্রত্যয়িত কপি জমা করতে হবে -

ক) জন্ম তারিখের প্রমাণের স্ব-প্রত্যয়িত কপি।

খ) মাধ্যমিক/ম্যাট্রিকুলেশন পাস সার্টিফিকেটের স্ব-প্রত্যয়িত কপি।

গ) সমস্ত আইটিআই মার্কশিট / শংসাপত্রের স্ব-প্রত্যয়িত কপি।

ঘ) অভিজ্ঞতার শংসাপত্রের স্ব-প্রত্যয়িত কপি।

e) জাতি শংসাপত্রের স্ব-প্রত্যয়িত কপি, যদি প্রযোজ্য হয়।

চ) আবেদন ফি প্রদানের রসিদ, যদি প্রযোজ্য হয়।

ছ) আবেদনকারীর একটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি।


👉অফিসিয়াল ওয়েবসাইট

👉অফিসিয়াল নোটিফিকেশন 

👉আবেদন পত্র


সরকারি, বেসরকারি , পার্টটাইম চাকরির আপডেট পেতে, বিভিন্ন বিষয়ের GK এবং কারেন্ট অ্যাফেয়ার্স বাংলায় পড়তে Tathya Point এর FACEBOOK পেইজ টি Like এবং Follow  করুন এবং Telegram চ্যানেল টি JOIN এবংSubscribe করুন।


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.