Type Here to Get Search Results !

কলকাতায় গার্ডেন রিচ জাহাজ কারখানায় সুপারভাইজার্ নিয়োগ

 


GRSE Supervisor Recruitment 2021: কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্ত সরকারি জাহাজ তৈরী কারখানা গার্ডেন রিচ শীপবিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার্স লিমিটেডে সুপারভাইজার্ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে কোনো ভারতীয় নাগরিক আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদন শুরু হয়েছে 29/11/2021 তারিখ থেকে। আবেদনের শেষ দিন 19/12/2021 তারিখ।বিস্তারিত নিচে আলোচনা করা হলো।

Garden Reach Shipbuilders & Engineers Limited Supervisor Recruitment 2021 Advertisement Employment Notification No. HR/SUP: 01/2021

যেসমস্ত ডিসিপ্লিনে সুপারভাইজার্ নিয়োগ করা হবে সেগুলি হলো 1.. অ্যাডমিন এন্ড এইচ আর,  2. ফিনান্স, 3. মেটেরিয়াল ম্যানেজমেন্ট,  4. পেইন্টার,  5. নেভাল আর্কিটেকচার,  6. সিকিউরিটি,  7. ডিজাইন অ্যাসিস্ট্যান্ট (ইলেকট্রনিক্স) এবং  8. ডিজাইন অ্যাসিস্ট্যান্ট (সিভিল)

1.. অ্যাডমিন এন্ড এইচ আর:

শূন্যপদ: 04 টি (UR-02, ST-01, OBC-01)।

যোগ্যতা:  স্বীকৃত ইউনিভার্সিটি/ইনস্টিটিউট থেকে যেকোনো শাখায় স্নাতক উত্তীর্ণ হতে হবে। সঙ্গে HRM / HRD/ IR / লেবার ওয়েলফেয়ার / লেবার ল / T&D ইত্যাদি অথবা সমতুল্য বিষয়ে ন্যূনতম এক বছর মেয়াদী ডিপ্লোমা / পিজি ডিপ্লোমা থাকতে হবে।

অথবা

স্বীকৃত ইউনিভার্সিটি/ইনস্টিটিউট থেকে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন /  ব্যাচেলর অফ বিজনেস ম্যানেজমেন্ট উত্তীর্ণ হতে হবে।

স্নাতক এবং ডিপ্লোমা/ পিজি ডিপ্লোমা, বিবিএ, বিবিএম (প্রযোজ্য হিসাবে) উভয় ক্ষেত্রেই সিজিপিএ 60% (ST/OBC/PwBD-এর জন্য 55%) নম্বর থাকতে হবে।

বয়স: 01/11/2021 তারিখের হিসাবে বয়স হতে হবে 28 বছরের মধ্যে।

বেতন: 23800 - 83300 টাকা।

2. ফিনান্স:

শূন্যপদ: 02 টি  (UR-01, ওবিসি-01)।

যোগ্যতা: স্বীকৃত ইউনিভার্সিটি/ইনস্টিটিউট থেকে যেকোনো শাখায় স্নাতক উত্তীর্ণ হতে হবে। সঙ্গে (i) ন্যূনতম এক বছর মেয়াদী ফিন্যান্সে ডিপ্লোমা/পিজি ডিপ্লোমা অথবা (ii) সিএমএ (ইন্টার)/সিএ (ইন্টার) অথবা (iii) এম.কম উত্তীর্ণ হতে হবে।

স্নাতক এবং ডিপ্লোমা/ এম.কম উভয় ক্ষেত্রেই সিজিপিএ 60% (ST/OBC/PwBD-এর জন্য 55%) নম্বর থাকতে হবে।

বয়স: 01/11/2021 তারিখের হিসাবে বয়স হতে হবে 28 বছরের মধ্যে।

বেতন: 23800 - 83300 টাকা।

 

3. মেটেরিয়াল ম্যানেজমেন্ট:

শূন্যপদ: 01 টি (UR)

যোগ্যতা: স্বীকৃত ইউনিভার্সিটি/ইনস্টিটিউট থেকে যেকোনো শাখায় স্নাতক অথবা ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা উত্তীর্ণ হতে হবে সঙ্গে মেটেরিয়াল ম্যানেজমেন্ট / সাপ্লাই চেন ম্যানেজমেন্ট / লজিস্টিক ম্যানেজমেন্ট ইত্যাদি বিষয়ে ন্যূনতম এক বছর মেয়াদী গ্রাজুয়েট ডিপ্লোমা করে থাকতে হবে।

সংশ্লিষ্ট সমস্ত বিষয়ে সিজিপিএ 60% (ST/OBC/PwBD-এর জন্য 55%) নম্বর থাকতে হবে।

বয়স: 01/11/2021 তারিখের হিসাবে বয়স হতে হবে 28 বছরের মধ্যে।

বেতন: 23800 - 83300 টাকা।

4. পেইন্টার:

শূন্যপদ: 01 টি (UR)

যোগ্যতা: স্বীকৃত ইউনিভার্সিটি/ইনস্টিটিউট থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং / পেইন্ট টেকনোলজিতে ডিপ্লোমা উত্তীর্ণ হতে হবে।

সংশ্লিষ্ট সমস্ত বিষয়ে সিজিপিএ 60% (ST/OBC/PwBD-এর জন্য 55%) নম্বর থাকতে হবে।

বয়স: 01/11/2021 তারিখের হিসাবে বয়স হতে হবে 28 বছরের মধ্যে।

বেতন: 23800 - 83300 টাকা।

5. নেভাল আর্কিটেকচার:

 

শূন্যপদ: 03 টি (UR-02, OBC-01)

যোগ্যতা: স্বীকৃত ইউনিভার্সিটি / ইনস্টিটিউট থেকে নেভাল আর্কিটেকচার / শিপ বিল্ডিং / নেভাল আর্কিটেকচার এন্ড ওসেন ইঞ্জিনিয়ারিং / নেভাল আর্কিটেকচার এন্ড মেরিন ইঞ্জিনিয়ারিং বিষয়ে  ডিপ্লোমা উত্তীর্ণ হতে হবে।

সংশ্লিষ্ট সমস্ত বিষয়ে সিজিপিএ 60% (ST/OBC/PwBD-এর জন্য 55%) নম্বর থাকতে হবে।

বয়স: 01/11/2021 তারিখের হিসাবে বয়স হতে হবে 28 বছরের মধ্যে।

বেতন: 23800 - 83300 টাকা।

6. সিকিউরিটি:

শূন্যপদ: 02 টি (UR-01, OBC-01)

যোগ্যতা: স্বীকৃত ইউনিভার্সিটি/ইনস্টিটিউট থেকে যেকোনো শাখায় স্নাতক উত্তীর্ণ হতে হবে। সঙ্গে সিকিউরিটি ম্যানেজমেন্ট বিষয়ে ন্যূনতম এক বছর মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে।

সংশ্লিষ্ট সমস্ত বিষয়ে সিজিপিএ 60% (ST/OBC/PwBD-এর জন্য 55%) নম্বর থাকতে হবে।

বয়স: 01/11/2021 তারিখের হিসাবে বয়স হতে হবে 28 বছরের মধ্যে।

বেতন: 23800 - 83300 টাকা।

7. ডিজাইন অ্যাসিস্ট্যান্ট (ইলেকট্রনিক্স):

শূন্যপদ: 01 টি (UR-01)

যোগ্যতা: স্বীকৃত ইউনিভার্সিটি/ইনস্টিটিউট থেকে ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন / অ্যাপ্লায়েড ইলেকট্রনিক্স এন্ড ইন্সট্রুমেন্টেশন / ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন/ ইলেকট্রনিক্স এন্ড ইন্সট্রুমেন্টেশন বিষয়ে ডিপ্লোমা উত্তীর্ণ হতে হবে। অটো ক্যাড (AUTO CAD) সফটওয়্যার এ কাজের জ্ঞান থাকতে হবে।

সংশ্লিষ্ট সমস্ত বিষয়ে সিজিপিএ 60% (ST/OBC/PwBD-এর জন্য 55%) নম্বর থাকতে হবে।

বয়স: 01/11/2021 তারিখের হিসাবে বয়স হতে হবে 28 বছরের মধ্যে।

বেতন: 23800 - 83300 টাকা।

8. ডিজাইন অ্যাসিস্ট্যান্ট (সিভিল):

শূন্যপদ: 01 টি (UR-01)

যোগ্যতা: স্বীকৃত ইউনিভার্সিটি / ইনস্টিটিউট থেকে সিভিল / সিভিল এন্ড স্ট্রাকচারাল / স্ট্রাকচারাল বিষয়ে ডিপ্লোমা উত্তীর্ণ হতে হবে। অটো ক্যাড (AUTO CAD) সফটওয়্যার এ ডিসাইন এ কাজের জ্ঞান থাকতে হবে। মাইক্রোসফট অফিসে কাজের জ্ঞান থাকতে হবে। 

সংশ্লিষ্ট সমস্ত বিষয়ে সিজিপিএ 60% (ST/OBC/PwBD-এর জন্য 55%) নম্বর থাকতে হবে।

বয়স: 01/11/2021 তারিখের হিসাবে বয়স হতে হবে 28 বছরের মধ্যে।

বেতন: 23800 - 83300 টাকা।

উপরের সমস্ত পদই 03 বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে যা পরিবর্তিতে আরোও 02 বছর বাড়ানো হতে পারে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের উর্ধ সীমায় ছাড় পাবেন।

আবেদন ফি:

আবেদন ফি ` 400/- এবং ব্যাঙ্ক চার্জ ` 71 /- (মোট ফি ` 471/-) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) যেকোনো শাখায় ব্যাঙ্ক চালান মোডের মাধ্যমে জমা দিতে হবে।

SC/ST/PwBD/internal candidate দের আবেদন ফি দিতে হবে না।

প্রার্থী নির্বাচন পদ্ধতি:

প্রার্থী নির্বাচন করা হবে লিখিত পরীক্ষা এবং প্রাকটিক্যাল টেস্টের মাধ্যমে। লিখিত পরীক্ষাটি হবে কলকাতায়। মোট 100 নম্বরের লিখিত পরীক্ষা হবে।

Test Pattern:


আবেদন পদ্ধতি:

ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের GRSE ওয়েবসাইট www.grse.in- এর 'ক্যারিয়ার সেকশন'- এর মাধ্যমে অনলাইনে আবেদন জমা দিতে হবে, রেজিস্ট্রেশন লিংক শেষে দেওয়া আছে।

অনলাইনে আবেদন করবার সময় শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট, জন্মতারিখ ইত্যাদির স্ক্যান করা কপি আপলোড করতে হবে। আবেদন পত্র ফাইনাল সাবমিট করবার পর সিস্টেম জেনারেটেড আবেদন পত্রটির প্রিন্ট করে নেবেন। এরপর সেখানে নির্দিষ্ট স্থানে নিজের স্বাক্ষর করে সমস্ত ডকুমেন্টের সেলফ এটাস্টেড কপি এবং আবেদন ফি চালানের GRSE কপি একটি খামে ভোরে মুখ বন্ধ করে দেবেন। খামটির উপরে বিজ্ঞপ্তি নম্বর "GRSE EN No. HR/SUP: 01/2021" এবং Post (Dscipline) applied for .................... (যে পদে আবেদন করছেন) লিখে দেবেন। এবং মুখবন্ধ খামটি নিচের ঠিকানায় অর্ডিনারি পোস্টে ডাকযোগে পাঠাতে হবে। আবেদন পত্রটি পৌঁছাতে হবে 28/12/2021 তারিখের মধ্যে।

আবেদন পত্র পাঠাবার ঠিকানা:

Post Box  No.  3076,  Lodhi  Road,  New  Delhi    110003


👉অফিসিয়াল ওয়েবসাইট

👉অফিসিয়াল নোটিফিকেশন

👉রেজিস্ট্রেশন লিংক 


সরকারি, বেসরকারি , পার্টটাইম চাকরির আপডেট পেতে, বিভিন্ন বিষয়ের GK এবং কারেন্ট অ্যাফেয়ার্স বাংলায় পড়তে Tathya Point এর FACEBOOK পেইজ টি Like এবং Follow  করুন এবং Telegram চ্যানেল টি JOIN এবংSubscribe করুন।



Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.