ITC Sonar Kolkata Food and Beverage
Service Trainee Recruitment 2021: কলকাতায়
আই টি সি সোনার বাংলা হোটেলে চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। আই টি সি সোনার কলকাতা
ফুড এন্ড বেভারেজ সার্ভিস ট্রেনী শিক্ষানবিশ (Apprentice) নিয়োগ করবে। মোট 10 টি শূন্যপদে
ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড পাবেন। অষ্টম শ্রেণী পাশ হলেই আবেদন
করতে পারবেন। 29/11/2021 তারিখ NAPS পোর্টালে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। আবেদন শুরু
হয়েছে 29/11/2021 তারিখ থেকে। আবেদন করতে হবে অনলাইনে বিজ্ঞপ্তি প্রকাশের 14 দিনের
মধ্যে। বিস্তারিত নিচে আলোচনা করা হল।
পদের নাম:
ফুড এন্ড বেভারেজ সার্ভিস ট্রেনী
।
শূন্যপদ:
মোট 10 টি রয়েছে ।
শিক্ষাগত যোগ্যতা:
যেকোনো সিকৃত বোর্ড / কাউন্সিল
/ স্কুল থেকে অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে।
বয়স:
বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই।
স্টাইপেন্ড:
5,000 - 9,000 টাকা প্রতি মাসে।
ট্রেনিং এর মেয়াদ:
10 মাস ।
আবেদন ফি :
প্রার্থীদের ফি দিতে হবে না৷
প্রার্থী বাছাই পদ্ধতি:
প্রার্থী বাছাই করা হবে শিক্ষাগত যোগ্যতাই পাওয়া
নম্বরের ভিত্তিতে। নির্বাচিত প্রাথীদের ইমেইলের
মাধ্যমে জানানো হবে। অফিসিয়াল নোটিফিকেশন দেখতে অনুরোধ করা হচ্ছে।
আবেদন পদ্ধতি:
ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের National
Apprentice portal (NAPS) https://apprenticeshipindia.org এর মাধ্যমে অনলাইনে আবেদন
করতে হবে।
(I). অফিসিয়াল ওয়েবসাইট https://apprenticeshipindia.org এ যান। যদি রেজিস্ট্রেশন
না করা থাকে তবে রেজিস্ট্রেশন করে নিবেন। রেজিস্ট্রেশন করা হয়ে গেলে
ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন।
(II). এরপর "Apprenticeship
Opportunities" মেনুতে ক্লিক করবেন।
(III). এরপর বামদিকে "Search By
Establishment Name" সেকশনে Itc Sonar অথবা এই Establishment Code টি E05161900035 টাইপ করে সার্চ করবেন।
(IV). আপনি সমস্ত পদ গুলো দেখতে পাবেন, যে পদের জন্য আপনি আবেদন করতে ইচ্ছুক সেটি সিলেক্ট করে আবেদন করবেন।
আবেদন শুরু হয়েছে
29/11/2021 তারিখ থেকে। আবেদন করতে হবে বিজ্ঞপ্তি
প্রকাশের 14 দিনের মধ্যে ।
সরকারি, বেসরকারি , পার্টটাইম চাকরির আপডেট পেতে, বিভিন্ন বিষয়ের GK এবং কারেন্ট অ্যাফেয়ার্স বাংলায় পড়তে Tathya Point এর FACEBOOK পেইজ টি Like এবং Follow করুন এবং Telegram চ্যানেল টি JOIN এবংSubscribe করুন।
Post a Comment
0 Comments