Type Here to Get Search Results !

UGC NET-2021 পরীক্ষার বিষয় ভিত্তিক তারিখ ঘোষিত । এডমিট কার্ড ডাউনলোড শুরু হলো ।

 


UGC NET-2021 EXAM DATE RELEASED: অবশেষে UGC NET-2021 (December  2020 & June 2021) পরীক্ষার বিষয় ভিত্তিক তারিখ ঘোষিত হলো। আজ ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন তাদের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে। প্রার্থীরা ugcnet.nta.nic.in থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। বিষয় ভিত্তিক পরীক্ষা গুলি নেওয়া হবে 20, 21, 22, 24, 25, 26, 29, 30 নভেম্বর এবং 1, 3, 4, 5 ডিসেম্বর 2021 তারিখে ভারত জুড়ে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে 81 টি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিস্তারিত ডাউনলোড লিংক  শেষে দেওয়া আছে। বাংলা, হোম সাইন্স, সোসিওলজি, সংস্কৃত, হিন্দি, ভূগোল সহ কিছু বিষয়ের পরীক্ষা 15 ডিসেম্বর থেকে 23 ডিসেম্বর মধ্যে অনুষ্ঠিত হবে হবে। আপাতত প্রথম এবং দ্বিতীয় 2 দিনে অর্থাৎ 20 এবং  21 শে নভেম্বর যাদের বিষয় আছে, তাঁরা Admit Card Download করতে পারবেনা। বাকি বিষয়গুলির Admit Card Download Link শীঘ্রই দেওয়া হবে।

পরীক্ষার বিষয়ে আরও আপডেটের জন্য প্রার্থীদেরকে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের (UGC) অফিসিয়াল ওয়েবসাইটে www.ugcnet.nta.nic.in এবং www.nta.ac.in নজর রাখতে বলা হয়েছে। যেকোনো প্রশ্ন এবং ক্লারিফিকেশন এর জন্য, প্রার্থীরা NTA হেল্প ডেস্কে এই 011 40759000 নম্বরে কল করতে পারেন অথবা ugcnet@nta.ac.in এ ইমেইল করতে পারেন।


UGC NET-2021 EXAM এর বিষয় ভিত্তিক তারিখ ডাউনলোড করুন - এখানে ক্লিক করুন




Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.