Type Here to Get Search Results !

ব্যবহারিক প্রশিক্ষণ পর্ষদ কলকাতায় স্থায়ী পদে নিয়োগ

 



BOPT Kolkata Recruitment 2021: পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারি চাকরি (central govt. job in west bengal) প্রার্থীদের  জন্য খুশির খবর। কেন্দ্রীয় সরকারের হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের অন্তর্গত বোর্ড অফ প্রাকটিক্যাল ট্রেনিং (Board of Practical Training), ইস্টার্ন রিজিওন কলকাতায় স্থায়ী পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে সমস্ত পদে শূন্যপদ রয়েছে সেগুলি হলো জুনিয়র একাউন্টেন্ট, মাল্টি টাস্কিং স্টাফ, লোয়ার ডিভিশন ক্লার্ক এবং আপার ডিভিশন ক্লার্ক। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 30 সে অক্টোবরের এমপ্লয়মেন্ট নিউজে। আবেদন করতে হবে অনলাইনে। আবেদন শুরু হয়েছে 01/11/2021 তারিখ থেকে। আবেদন করতে পারবেন 30/11/2021 তারিখ পর্যন্ত।  বিস্তারিত নিচে আলোচনা করা হল।

BOPT Eastern Region Kolkata Recruitment 2021 এর Advertisement Number- BOPT/01/2021/Rectt.


1. জুনিয়র একাউন্টেন্ট:

যোগ্যতা:

স্বীকৃত ইনস্টিটিউট / ইউনিভার্সিটি থেকে যেকোনো শাখায় স্নাতক উত্তীর্ণ হতে হবে। সঙ্গে ক্যাশ, একাউন্ট এবং বাজেট ওয়ার্ক এর কাজে নূন্যতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ERP একাউন্টিং এ কাজে  অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

শূন্যপদ:  01 টি  (UR)

বয়স: 30/11/2021 তারিখের হিসাবে বয়স হতে হবে 30 বছরের মধ্যে।

বেতন: লেভেল 6 ( 35400 - 112400)  টাকা প্রতি মাসে।

 

2. মাল্টি টাস্কিং স্টাফ:

যোগ্যতা:

স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অথবা আই টি আই উত্তীর্ণ হতে হবে।

শূন্যপদ:  01 টি  (OBC)

বয়স: 30/11/2021 তারিখের হিসাবে বয়স হতে হবে 25 বছরের মধ্যে।

বেতন: লেভেল 1 ( 18000 - 56900)  টাকা প্রতি মাসে।

 

3. লোয়ার ডিভিশন ক্লার্ক:

যোগ্যতা:

স্বীকৃত বোর্ড / কাউন্সিল থেকে উচ্চ মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সঙ্গে কম্পিউটারে টাইপিং এ ইংরেজিতে প্রতি মিনিটে 35 টি শব্দ এবং হিন্দিতে প্রতি মিনিটে 30 টি শব্দ তোলার গতি থাকতে হবে।

শূন্যপদ:  01 টি  (OBC)

বয়স: 23/04/2020 তারিখের হিসাবে বয়স হতে হবে 27 বছরের মধ্যে।

বেতন: লেভেল 2 ( 19900 - 63200)  টাকা প্রতি মাসে।

 

4. আপার ডিভিশন ক্লার্ক:

যোগ্যতা:

স্বীকৃত ইনস্টিটিউট / ইউনিভার্সিটি থেকে যেকোনো শাখায় স্নাতক উত্তীর্ণ হতে হবে। সঙ্গে টাইপিং জানতে হবে এবং কোনো সরকারি অথবা বেসরকারি সংস্থায় পাঁচ বছরের সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে।

শূন্যপদ:  01 টি  (UR)

বয়স: 30/11/2021 তারিখের হিসাবে বয়স হতে হবে 27 বছরের মধ্যে।

বেতন: লেভেল 4 ( 25500 - 81100)  টাকা প্রতি মাসে।


আবেদন ফি :

আবেদন ফী দিতে হবে 500 টাকা। SC / ST / PH / Women প্রার্থীদের ফি দিতে হবে না৷ আবেদন ফী অনলাইনে ডেবিট কার্ড / ক্রেডিট কার্ড / ইন্টারনেট ব্যাঙ্কিং / ইউ পি আই এর মাধ্যমে  জমা করতে পারবেন।

প্রার্থী বাছাই পদ্ধতি:

প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্ট এর মাধ্যমে।  প্রাথমিক ভাবে আবেদন পত্র দেখে নির্বাচিত প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্ট এরজন্য ডাকা হবে। বিস্তারিত জানতে অফিশিয়াল নোটিফিকেশন দেখতে অনুরোধ করা হচ্ছে।

আবেদন পদ্ধতি:

অনলাইনে আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট https://www.bopter.gov.in/ এর মাধ্যমে। আবেদনের লিংক শেষে দেওয়া আছে। আবেদন শুরু হয়েছে 01/11/2021 তারিখ থেকে। আবেদন করতে পারবেন 30/11/2021 তারিখ পর্যন্ত।

অরোও বিশদে জানতে  Board of Practical Training Eastern Region Kolkata Recruitment 2021 Official notification দেখতে অনুরোধ করা হচ্ছে।

অফিসিয়াল ওয়েবসাইট: ক্লিক করুন

অফিসিয়াল নোটিফিকেশন : ক্লিক করুন

রেজিস্ট্রেশনের  লিংক : ক্লিক করুন


সরকারি, বেসরকারি , পার্টটাইম চাকরির আপডেট পেতে, বিভিন্ন বিষয়ের GK এবং কারেন্ট অ্যাফেয়ার্স বাংলায় পড়তে Tathya Point এর FACEBOOK পেইজ টি Like এবং Follow  করুন এবং Telegram চ্যানেল টি JOIN এবংSubscribe করুন।


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.