Type Here to Get Search Results !

টোকিও 2020 অলিম্পিকে ভারতের পদক তালিকা

 


India Tokyo Olympics 2020 Medal Tally:

এখনো পর্যন্ত ভারত যতবার অলম্পিকে অংশগ্রহণ করেছে, তারমধ্যে টোকিও অলিম্পিক 2020 (Tokyo Olympics 2020) এর সাফল্য সবগুলিকে ছাপিয়ে গেছে। ভারতীয়রা টোকিও অলিম্পিক (Tokyo Olympics 2020) থেকে  1 টি স্বর্ণপদক (1 Gold medel), 2 টি রৌপ্য পদক (2 Silver Medel) এবং 4 টি ব্রোঞ্জ (4 Bronze medel) পদক  সহ  মোট  7 টি  পদক (total 7 medel)  অর্জন করেছে। টোকিও অলিম্পিকে পদক তালিকায় ভারত 48 তম স্থানে রয়েছে, এটি হলো ভারতের গত চার দশক এর সর্বোচ্চ রাংক।

Medel Type

Quantity

Gold

01

Silver

02

Bronze

04

Total

07

 

বিভিন্ন ইভেন্ট মিলিয়ে মোট 121 জন ভারতীয় এবারের অলিম্পিকে অংশগ্রহণ করেছিলো, তার মধ্যে 53 জন ছিল মহিলা এবং 68 জন ছিল পুরুষ । আসুন তাহলে দেখে  নেওয়া যাক টোকিও অলিম্পিকে ভারতের পদক তালিকা। (India’s Tokyo Olympics 2020 medal winners).


টোকিও অলিম্পিকে ভারতের পদক তালিকা:

India Tokyo Olympics 2020 Medal Table:

Name

Sports  & Events

Medel

Date

মিরাবাই চানু

মহিলাদের 49 কেজি  ভারোত্তোলন

সিলভার

24 জুলাই

পিভি সিন্ধু

ব্যাডমিন্টন মহিলা সিঙ্গেল

ব্রোঞ্জ

01  আগস্ট

লাভলিনা বোরগোহেন

মহিলাদের ওয়েলটারওয়েট (বক্সিং)

ব্রোঞ্জ

04 আগস্ট

রবি কুমার দহিয়া

পুরুষদের ফ্রি স্টাইল 57 কেজি (কুস্তি)

সিলভার

5 আগস্ট

পুরুষ হকি দল

ফিল্ড হকি পুরুষ দল

ব্রোঞ্জ

5 আগস্ট

নীরজ চোপড়া

পুরুষদের জ্যাভেলিন থ্রো (অ্যাথলেটিক্স)

গোল্ড

7 আগস্ট

বজরং পুনিয়া

পুরুষদের ফ্রি স্টাইল 65 কেজি (কুস্তি)

ব্রোঞ্জ

7 আগস্ট


সরকারি, বেসরকারি , পার্টটাইম চাকরির আপডেট পেতে, বিভিন্ন বিষয়ের GK এবং কারেন্ট অ্যাফেয়ার্স বাংলায় পড়তে Tathya Point এর FACEBOOK পেইজ টি Like এবং Follow  করুন এবং টেলিগ্রাম চ্যানেল টি JOIN এবং Subscribe করুন।

আপনাদের কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে আমাদের কমেন্ট করে জানান। 

FACEBOOK

Like Here

TELEGRAM

Join Now



আরও পড়ুন :  ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাঁধ / জলাধার

ভারতের সমস্ত রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলের নাম ও তাদের রাজধানী

বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় মহিলা

 বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় মহিলা

ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্যের নাম

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.