Type Here to Get Search Results !

ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাঁধ / জলাধার

 



ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাঁধ / জলাধার

List Of DAM In India

জলের প্রবাহ বন্ধ করে, জল কে সঞ্চয় বা ধরে রাখতে বাঁধ / জলাধার / ড্যাম  (DAM) নির্মাণ করা হয়। DAM  একদিকে যেমন বন্যা প্রতিরোধ করে, তেমনি জলাধারে সঞ্চিত সেই জল কে কৃষি কাজে, মানুষের দৈনন্দিন ব্যাবহারে, শিল্পের প্রয়োজনে ব্যবহার করা হয়। বিভিন্ন DAM আবার জলবিদ্যুৎ উত্পাদন করতেও ব্যবহার করা হয়।

প্রচুর নদীর সাথে উত্তরে হিমালয় পর্বতমালা, মধ্য ভারতে রয়েছে মালভূমি, যেখানে দক্ষিণ ভারতে সমুদ্রের সীমানা বরাবর পশ্চিম এবং পূর্ব ঘাট পর্বত মালা রয়েছে, যেটি DAM নির্মাণের জন্য উপযুক্ত ভৌগলিক পরিবেশ হিসাবে ধরা হয়। ভারতে ইতিমধ্যে ছোট বড় মিলিয়ে 4,400 টির বেশি বাঁধ এবং জলাধার নির্মাণ হয়েছে।

এখানে আমরা ভারতের সর্বোচ্চ, দীর্ঘতম  এবং পুরাতন বাঁধ / জলাধার / ড্যাম  (DAM) (Highest, longest, oldest Dam in India) এর সাথে আরও কিছু গুরত্বপূর্ণ জলাধার ( List Of DAM In India ) সম্পর্কে আলোচনা করবো। Railway, RRB, SSC, UPSC, WBCS, IBPS সহ বিভিন্ন Competitive Exam এ General Awareness সেকশন এ এই বিষয়ে প্রশ্ন আসে।


ভারতের  সর্বোচ্চ বাঁধ / Highest Dam In India:

তেহরি বাঁধ (উত্তরাখণ্ড),

এটি ভাগীরথী নদীর উপর নির্মিত হয়েছে 2006 সালে (1st phase)

উচ্চতা: 260.5 মিটার

দৈর্ঘ্য: 575 মিটার


ভারতের দীর্ঘতম  বাঁধ / Longest Dam In India:

হিরাকুদ বাঁধ (ওড়িশা),

এটি মহানদী নদীর উপর নির্মিত হয়েছে 1953 সালে

মোট দৈর্ঘ্য: 25.79 কিমি (16.03 মাইল)

মূল বাঁধের দৈর্ঘ্য: ৪.৮ কিমি (3.0.মাইল)


ভারতের পুরাতন বাঁধ / Oldest Dam In India:

কল্লানাই বাঁধ (তামিলনাড়ু),

এটি কাবেরী নদীর উপর নির্মিত হয়েছে 100 খ্রি থেকে 100 খ্রিস্টপূর্ব (100 BC – 100 AD)


ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাঁধ / জলাধার

List Of DAM In India

পশ্চিমবঙ্গ

ড্যাম / বাঁধ

নদীর নাম

অবস্থান

দুর্গাপুর ব্যারেজ

দামোদর

দুর্গাপুর

ফারাক্কা ব্যারেজ

গঙ্গা নদী

মুর্শিদাবাদ

তিলপাড়া ব্যারাজ

ময়ূরাক্ষী নদী

বীরভূম জেলা

মুকুটমণিপুর ড্যাম

কংসাবতী নদী

বাঁকুড়া জেলা

বক্রেশ্বর ড্যাম

বক্রেশ্বর নদী

বীরভূম জেলা

 

বিহার

ড্যাম / বাঁধ

নদীর নাম

অবস্থান

চন্দন  ড্যাম

চন্দন নদী

বাঁকা জেলা

দুর্গাবাতি  ড্যাম

দুর্গাবাতি নদী

ভভূয়া (কাইমুর জেলা)

নাগি  ড্যাম

নাগী নদী

জামুই জেলা

 

ছত্রিশগড়

ড্যাম / বাঁধ

নদীর নাম

অবস্থান

গাঙরেল  ড্যাম

হানদী নদী

ধমতারি জেলা

কুটাঘাট  ড্যাম

খারং নদী

বিলাসপুর জেলা

মিনিমাতা (হাসদেও) বাংলো  ড্যাম

হাসদেও নদী

কোরবা জেলা

দুধওয়া  ড্যাম

মহানদী নদী

ধমতারি জেলা

 

গুজরাট

ড্যাম / বাঁধ

নদীর নাম

অবস্থান

দান্তিওয়াদা  ড্যাম

বনাস নদী

বনসকান্থ জেলা

কান্দনা  ড্যাম

মাহি নদী

পাঁচমহল জেলা

কমলেশ্বর  ড্যাম

হিরণ নদী

গির জাতীয় উদ্যান (জুনাগড় জেলা)

সরদার সরোবর  ড্যাম

নর্মদা নদী

নর্মদা উপত্যকা

উকাই  ড্যাম

তপ্তি

সুরত জেলা

 

পাঞ্জাব

ড্যাম / বাঁধ

নদীর নাম

অবস্থান

দামশাল  ড্যাম

দামসাল নদী

হুশিয়ারপুর

রঞ্জিত সাগর (থেইন)  ড্যাম

রাবি নদী

গুরুদাসপুর

সিসওয়ান  ড্যাম

সিসওয়ান খাদ

রোপার

 

হিমাচল প্রদেশ

ড্যাম / বাঁধ

নদীর নাম

অবস্থান

ভকরা নাঙ্গাল ড্যাম

সুতলজ নদী

বিলাসপুর

চামের  ড্যাম

রবি নদী

ডালহৌসি

মহারাণা প্রতাপ সাগর ড্যাম

বিয়াস নদী

কাঙড়া

পান্ডো  ড্যাম

বিয়াস নদী

মান্ডি

 

জম্মু ও কাশ্মীর

ড্যাম / বাঁধ

নদীর নাম

অবস্থান

বগলিহার  ড্যাম

চেনাব নদী

ডোদা

চোলাল  ড্যাম

চোলাল চয়ে নদী

হোশিরাপুর

শাহপুর কান্দি  ড্যাম

রাবি নদী

পাঠানকোট

শালাল  ড্যাম

চেনাব নদী

রিয়াসি

উড়ির  ড্যাম

ঝিলাম নদী

বড়মুলা

 

ঝাড়খণ্ড

ড্যাম / বাঁধ

নদীর নাম

অবস্থান

কোনার  ড্যাম

কোনার নদী

হাজারীবাগ

মাইথন  ড্যাম

বোরাকর নদী

ধানবাদ জেলা

পাঞ্চেত  ড্যাম

দামোদর নদী

ধানবাদ জেলা

তেনুঘাট  ড্যাম

দামোদর নদী

বোকারো

মাসাঞ্জোর ড্যাম

ময়ূরাক্ষী নদী

দুমকা

 

কর্ণাটক

ড্যাম / বাঁধ

নদীর নাম

অবস্থান

আলমাট্টি  ড্যাম

কৃষ্ণা নদী

বাসভানা বাগেবাদী

ভদ্র  ড্যাম

ভদ্রা নদী

লাকাবল্লী (চিককমঙ্গালুরু জেলা)

হেমাবতী  ড্যাম

হেমাবতী নদী

হাসান

হিদকল  ড্যাম

ঘাটপ্রভা নদী

হুকেরি

লক্ষ্যা  ড্যাম

লক্ষ্যা নদী

মুদিগেরে

লিঙ্গানামকী  ড্যাম

শরবতী নদী

সাগর

মালপ্রভা  ড্যাম

মালাপ্রভা নদী

পরাশগড়

সুপা  ড্যাম

কালিনাদি (কালী) নদী

সুপা

টুঙ্গা ভদ্র  ড্যাম

থুঙ্গা ভদ্রা নদী

কোপল


কেরালা

ড্যাম / বাঁধ

নদীর নাম

অবস্থান

চেরুটোনি  ড্যাম

চেরুটোনি নদী

তোদুপুলাই

ইদমালায়ার  ড্যাম

এডামালায়ার / পেরিয়ার নদী

এন্নাকাল

ইদুক্কি খিলান  ড্যাম

পেরিয়ার নদী

কুরভান এবং কুরঠি (ইদুক্কি জেলা)

কুলামাভু  ড্যাম

কালিয়র নদী

ইদুক্কি

কাক্কি  ড্যাম

কাক্কি নদী

পাঠানমথিত

মালাম্পুজা  ড্যাম

মালাম্পুঝা নদী

পলক্কাদ

মুল্লাইপিয়ের  ড্যাম

পেরিয়ার নদী

ইদুক্কি

পরমবিকুলাম  ড্যাম

পরম্বিকুলাম নদী

পলক্কাদ

নিয়য়ার  ড্যাম

নেয়ার নদী

তিরুবনন্তপুরম

 

মধ্য প্রদেশ

ড্যাম / বাঁধ

নদীর নাম

অবস্থান

বনসাগর  ড্যাম

সোনে নদী

শাহডল

বরগি  ড্যাম

নর্মদা নদী

জবলপুর

গান্ধী সাগর  ড্যাম

চম্বল নদী

মন্দসৌর

ইন্দিরা সাগর  ড্যাম

নর্মদা নদী

মুন্ডি (খান্ডওয়া জেলা)

মাদিখেদা  ড্যাম

সিন্ধু নদী

শিবপুরী

ওমাকারেশ্বর  ড্যাম

নর্মদা নদী

মান্ধাতা (খান্দোয়া জেলা)

তাওয়া  ড্যাম

তাওয়া নদী

হোশঙ্গাবাদ

 

মহারাস্ট্র

ড্যাম / বাঁধ

নদীর নাম

অবস্থান

ভাতসা  ড্যাম

ভাতসা ও চোরনা নদী

শাহপুর

ইসাপুর  ড্যাম

পেনগঙ্গা নদী

হিঙ্গোলি

জয়কওয়াদি (পাইথান)  ড্যাম

গোদাবরী নদী

জয়কওয়াদী (আওরঙ্গাবাদ)

কয়না  ড্যাম

কোয়েনা নদী

কয়না নগর (সাতরা জেলা)

তোতলাডোহ  ড্যাম

পঞ্চ নদী

নাগপুর

উজানী (ভীমা)  ড্যাম

ভীমা নদী

সোলাপুর

ওয়ার্না  ড্যাম

ওয়ার্না নদী

সাঙ্গলী জেলা

 

ওড়িশা

ড্যাম / বাঁধ

নদীর নাম

অবস্থান

হীরকুদ  ড্যাম    (ভারতের দীর্ঘতম বাঁধ)

মহানদী

সমবলপুর

ইন্দ্রবতী  ড্যাম

ইন্দ্রাবতী নদী

নবরঙ্গপুর

কাপুর ড্যাম

কপুর নদী

বড়িগুডা

মন্দির  ড্যাম

সংখা নদী

সুন্দরগড়

মুরান  ড্যাম

মুরান নদী

কালাহান্দি

পোদাগদা  ড্যাম

পোদাগদা নদী

নবরঙ্গপুর

রেঙ্গালী  ড্যাম

ব্রহ্মনী নদী

তালের

আপার কোলাব ড্যাম

কোলব নদী

কোরাপুট

 

রাজস্থান

ড্যাম / বাঁধ

নদীর নাম

অবস্থান

বিসালপুর  ড্যাম

বনাস নদী

টঙ্ক

জওহর সাগর  ড্যাম

চাম্বল নদী

কোটা

জাওয়াই  ড্যাম

জাওয়াই নদী

পালি

মাহাই বাজাজ সাগর  ড্যাম

মাহি নদী

বাঁশওয়ারা

রানা প্রতাপ সাগর  ড্যাম

চাম্বল নদী

রাওয়াতভাটা

 

তামিলনাড়ু

ড্যাম / বাঁধ

নদীর নাম

অবস্থান

আলিয়ার  ড্যাম

আলিয়র নদী

পোলাচি (কয়ম্বাটোর জেলা)

আমারাবতী  ড্যাম

অমরাবতী নদী

উদুমলপেট (তিরপুর জেলা)

ভবানী সাগর  ড্যাম

ভবানী নদী

এরোড জেলা

মেটুর  ড্যাম

কাভেরি নদী

মেটুর (সালেম জেলা)

ষোলাইয়ার  ড্যাম

শোলাইয়ার নদী

ভালপাড়াই (কয়ম্বাটোর জেলা)

ভাইগাই  ড্যাম

ভাইগাই নদী

পেরিয়াকুলাম (থেনি জেলা)

 

তেলঙ্গানা

ড্যাম / বাঁধ

নদীর নাম

অবস্থান

মনির  ড্যাম

মানাইর নদী

করিমনগর

নিজাম সাগর  ড্যাম

মনজিরা নদী

কামারেদী

রামগুন্ডম  ড্যাম

গোদাবরী নদী

পেডাপল্লী

সিঙ্গুর  ড্যাম

মনজিরা নদী

সিঙ্গারেডি

সোমসিলা

পেনার নদী

সোমসিলা

শ্রীশাইলাম  ড্যাম

কৃষ্ণা নদী

কর্নুল

শ্রীরাম সাগর  ড্যাম

গোদাবরী নদী

নির্মল শহর

 

উত্তর প্রদেশ

ড্যাম / বাঁধ

নদীর নাম

অবস্থান

ধনরুল  ড্যাম

ঘাঘর নদী

রবার্টস গঞ্জ

মাততিলা  ড্যাম

বেতওয়া নদী

ললিতপুর

পরিছা  ড্যাম

বেতওয়া নদী

ঝাঁসি

রাজঘাট  ড্যাম

বেতওয়া নদী

ললিতপুর

রিহান্দ  ড্যাম

রিহান্দ নদী

পিপরি (সোনভদ্র জেলা)

গঙ্গা ব্যারেজ

গঙ্গা নদী

কানপুর

 

অন্ধ্র প্রদেশ

ড্যাম / বাঁধ

নদীর নাম

অবস্থান

কল্যাণী  ড্যাম

স্বর্ণমুখী নদী

তিরুপতি (চিত্তুর জেলা)

কান্দালেরু  ড্যাম

কাঁদালেরু নদী

রাপুর মন্ডল (নেলোর জেলা)

শ্রীশাইলাম  ড্যাম

কৃষ্ণা নদী

কর্নুল

সোমসিলা  ড্যাম

পেনা নদী

সোমসিলা (নেলোর জেলা)

ভেলিগালু  ড্যাম

পাপগনি নদী

গালিভিদু (কড়াপ্প জেলা)


অরুণাচল প্রদেশ

ড্যাম / বাঁধ

নদীর নাম

অবস্থান

দিবাং  ড্যাম  (নির্মাণাধীন)

দিবাং নদী

নিম্ন দিবাং উপত্যকা জেলা

রাঙ্গানাদি  ড্যাম

রাঙ্গানাদি নদী

ইয়াজালি

সুবানসিরি  ড্যাম

সুবানসিরি নদী

তলদেশ


সরকারি, বেসরকারি , পার্টটাইম চাকরির আপডেট পেতে, বিভিন্ন বিষয়ের GK এবং কারেন্ট অ্যাফেয়ার্স বাংলায় পড়তে Tathya Point এর FACEBOOK পেইজ টি Like এবং Follow  করুন এবং টেলিগ্রাম চ্যানেল টি JOIN এবং Subscribe করুন।

আপনাদের কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে আমাদের কমেন্ট করে জানান। 

FACEBOOK

Like Here

TELEGRAM

Join Now



আরও পড়ুন :  ভারতের সমস্ত রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলের নাম ও তাদের রাজধানী

বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় মহিলা

 বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় মহিলা

ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্যের নাম

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.