Type Here to Get Search Results !

Durgapur Municipal Corporation এ Group -D কর্মী নিয়োগ

Top Post Ad

 




বিজ্ঞপ্তি নম্বর: DMC/G/1561 তারিখ :29/12/2020

দুর্গাপুর নগর নিগম(Durgapur Municipal Corporation) ১৩৫ জন Group -D কর্মী নিয়োগ করবে।আবেদন  পত্র গ্রহণ করা হচ্ছে।নিয়োগ হবে মজদুর, পিয়ন, ইলেট্রিশিয়ান হেল্পার, প্লাম্বার হেল্পার, পাইপ লাইন হেল্পার, সুইপার, হেল্পার ফ্রম গ্যাংম্যান, হেল্পার ক্লিনার, হেল্পার টিউব ওয়েল ইত্যাদি পদে। প্রার্থী  বাছাই এর জন্য  কোনো লিখিত পরীক্ষা হবে না। ইন্টারভিউ ও শারীরিক সক্ষমতার ভিত্তিতে পদ গুলি পূরণ করা হবে। বিস্তারিত নিচে দেওয়া হলো।

Important Event & Date : গুরুত্বপূর্ণ তারিখ :

আবেদন শুরু হয়ে গেছে  Last Date: 15/01/2021

Age Limit : বয়সসীমা :

০১-০১-২০২০ হিসাবে ১৮ থেকে ৪০ বছর। SC/ST/শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা বয়সে ৫ বছর এবং OBC প্রার্থীরা বয়সে ৩ বছর ছাড় পাবেন।

Eligibility Criteria : শিক্ষাগত যোগ্যতা :

নূন্যতম অষ্টম শ্রেণী পাস

Salary : বেতন :

17000-45200

Vacancy Details : শূন্যপদ :



 শর্তাবলী :

১. ইচ্ছুক প্রার্থীদের Durgapur Municipal Corporation এর Website এ দেওয়া ফ্রম টি ডাউনলোড করে (শেষে আবেদন পত্রের ডাউনলোড লিংক টি দেওয়া আছে) সেটি কালো বল পেনে পরিষ্কার ভাবে পূরণ করে আবেদন করতে হবে। পূরণ করা দরখাস্তে এখনকার তোলা ৩ কপি রঙিন ছবি নির্দিষ্ট জায়গায় (একটি আবেদন পত্রে এবং বাকি দুটি ADMIT CARD এ) আঠা সেটে দিতে হবে।

২. ওপরে উক্ত প্রয়োজনীয় গুলি নথি সহ আবেদন পত্র টি একটি খামে ভরে Durgapur Municipal Corporation এর অফিস এ নির্দিষ্ট ড্রপ বাক্স তে জমা করতে হবে। অন্য কোনো পদ্ধতি তে আবেদন গ্রহণ করা হবে না। খামের ওপর যে পদের জন্য আবেদন করছেন সেটির নাম লিখতে হবে। এক ব্যক্তি একটি পদের জন্যই আবেদন করতে পারবেন।

৩. আবেদন পত্র গুলি পরীক্ষা করার পর উপযুক্ত পদ প্রার্থীদের নাম Durgapur Municipal Corporation এর অফিসিয়াল ওয়েবসাইট www.durgapurmunicipalcorporation.org এ প্রকাশ করা হবে।

৪. উপযুক্ত প্রার্থীদের Admit Card ডাকযোগে তাদের দেওয়া নির্দিষ্ট ঠিকানায় পাঠানো হবে।Admit Card না পেলে Durgapur Municipal Corporation এর অফিস থেকে সংগ্রহ করে নেবেন। 

৫. আবেদন পত্র ১৫/০১/২০২১, বিকাল ৫ টার পর র গ্রহণ করা হবে না।

৬. জমা দেওয়া নথি গুলি অসত্য প্রমাণিত হলে প্রার্থীপদ বাতিল হবে।

৭.আবেদন পত্রের সাথে নিম্ন লিখিত নথি গুলির Xerox জমা দেবেন (নিজ সই সহ)

i. বয়সের প্রমান পত্র।

ii. জাতিগত শংসাপত্র (SC/ST/OBC জন্য)

iii. অভিজ্ঞতা শংসাপত্র (যদি থাকে)।

iv. প্রতিবন্ধী শংসাপত্র (শারীরিকপ্রতিবন্ধী দের জন্য)

v. শিক্ষাগত শংসাপত্র।

 

Durgapur Municipal Corporation Office Address:

Durgapur Municipal Corporation

City Center (Near City centre  Bus Stand).

Durgapur, West Bengal , Pin- 713216

 

DMC Official Website টি দেখতে : Click Here

Official Notification & Application Form Download  : Click Here


আরও পড়ুন : SSC Combined Graduate Level(CGL) Exam 2020

Bhabha Atomic Research Centre(BARC) STIPENDIARY TRAINEES & TECHNICIAN Recruitment 2020-2021


সরকারি, বেসরকারি , পার্টটাইম চাকরির আপডেট পেতে আমাদের Facebook Page টি লাইক করুন 


N.B : Tathya Point (www.tathyapoint.com) is a news media who provide various government,private,Part time job information’s to jobseekers. We are not a recruitment agency and do not offer any jobs. We are requested to all Jobseekers please go through the official website of the company/department for complete details & application process. If any company/department/agency is taking money for giving job is the jobseekers own risk, Tathya Point (www.tathyapoint.com) will not responsible this.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.