Type Here to Get Search Results !

Intelligence Bureau of India - তে ২০০০ অফিসার নিয়োগ

 

Intelligence Bureau -তে ২০০০ শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল।নিয়োগ হবে Assistant Central Intelligence Officer Grade-II/ Executive (ACIO Grade-II/ Executive)এই পদে, এগুলি সবই  Group ‘C’ Non-gazetted, Non Ministerial পদ। যে কোনো শাখায় গ্রাজুয়েট হলেই আবেদন করা যাবে। ইচ্ছুক প্রার্থীরা শুধুমাত্র অনলাইন এ আবেদন করতে পারবেন। প্রার্থী বাছাইয়ের জন্য দেশজুড়ে "IB ACIO" পরীক্ষার আয়োজন করা হবে। প্রাথমিকভাবে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ করা হবে। তবে নির্দিষ্ট কিছু মানদণ্ডের ভিত্তিতে প্রার্থীর চাকরি স্থায়ী হতে পারে। তবে স্থায়ী নিয়োগের জন্য প্রার্থী কে অবশ্যই বাধ্যতামূলক ভাবে ট্রেনিং টি সফলভাবে শেষ করতে হবে। বিস্তারিত নিচে দেয়াও হলো।

 

Important Event & Date : গুরুত্বপূর্ণ তারিখ :

IB ACIO Official Notification

18th December 2020

Online Application Starting Date

19th December 2020

Online Applicatio Closing Date

9th January 2021

Last Date to Pay Fee (Online)

9th January 2021

Last Date to Pay Fee (Offline)

12th January 2021

 

Vacancy Details : শূন্যপদ :

Category

Number of vacancies

General

989

OBC

417

EWS

113

SC

360

ST

121

Total

2000

 

Pay Scale : বেতনক্রম :

লেভেল ৭ অনুযায়ী ACIO-II/এক্সিকিউটিভ র‌্যাংকে বেতন ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা। এর সঙ্গে যুক্ত হবে ভাতা।এছাড়া বেসিক pay এর ওপর ২০% স্পেশাল ভাতা পাবেন।

 

Eligibility Criteria : শিক্ষাগত যোগ্যতা :

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমতুল্য ডিগ্রিতে পাশ এবং সেই সঙ্গে কম্পিউটারের জ্ঞান থাকা চাই।

Age Limit : বয়সসীমা :

০৯-০১-২০২১ এর হিসাবে প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছর।সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

Application Fee : আবেদন ফি :

সাধারণ, EWS and OBC ক্যাটেগরির পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পরীক্ষার ফি ১০০ টাকা। এর সঙ্গে যুক্ত হবে ৫০০ টাকা রিক্রুটমেন্ট প্রসেসিং ফি। তবে SC, ST, সমস্ত মহিলা প্রার্থীদের জন্য ফি ৫০০ টাকা। Fee অনলাইন net banking/debit cards/credit cards/UPI/ এর মাধ্যমে দেওয়া যাবে এবং offline এর মাধ্যমেও দেওয়া যাবে সেজন্য নির্দিষ্ট challan ডাউনলোড করে ব্যাঙ্ক এ গিয়ে জমা করতে হবে।

Category

Fee to be Paid

Male candidates of General, EWS & OBC categories

600

All SC/SC, all female candidates

500

 

Selection Process: প্রার্থী বাছাই পদ্ধতি:

প্রার্থী বাছাইয়ের জন্য দেশজুড়ে "IB ACIO" পরীক্ষার আয়োজন করা হবে। পরীক্ষাটি হবে ৩ টি ধাপে Tier 1 Exam (Phase-1) এরপর Tier 2 Exam (Phase-2) এবং শেষে 3. Interview (Phase-3).

Exam

Description

Time

Marks

 

 

 

 Tire 1

পরীক্ষা হবে Online, Objective type MCQs ই সব ৫ টি বিষয়ে  General awareness,  Quantitative aptitude, Numerical/ analytical/ logical ability & reasoning,  English language এবং   General studies. প্রত্যেক বিষয়ে ২০ টি করে প্রশ্ন থাকবে।

 

 

 

 

 1 Hour

 

 

 

 100

 

 Tire 2

বর্ণনামূলক(Descriptive type) প্রশ্ন হবে ৫০ নম্বরের। Essay (30 marks) & English comprehension & précis writing (20 marks).

 

1 Hour

 

 50

 

Tire 3

 

Personal Interview

 

 

100


Tier 1 Exam পাস করলে তবেই Tier ২ আবেদন করতে পারবেন। নিয়ম হিসাবে সর্বনিম্ন ৩৩ % নম্বর পেলে তবেই Tier ২ Exam পাস করবেন। এরপর Tier 1 Exam এবং Tier ২ Exam এর পারফরমেন্স দেখে তবেই interview তে ডাক পাবেন।

 

 

বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট দেখুন  : 

https://www.mha.gov.in/notifications/vacancies

 

অফিসিয়াল নোটিফিকেশন টি দেখতে এখানে Click করুন

 

Online Apply করতে এখানে Click করুন   


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.