Type Here to Get Search Results !

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে গেস্ট টিচার নিয়োগ

 


Visva Bharati University Guest Teacher Recruitment 2021: রাজ্যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে গেস্ট টিচার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শ্রীনিকেতনের শিক্ষা-সত্র বিভাগে (Siksha Satra, Visva-Bharati, Sriniketan Guest Teacher Recruitment 2021) এই নিয়োগ গুলি করা হবে। ইংলিশ, জিওগ্রাফি, উইভিং (Weaving) এবং রবীন্দ্র সংগীত বিষয়ে গেস্ট টিচার নেওয়া হবে। আবেদন করতে হবে অনলাইন ই-মেইলের মাধ্যমে। ই-মেইল করতে হবে 29/11/2021 তারিখ থেকে 14/12/2021 তারিখের মধ্যে। বিস্তারিত নিচে দেওয়া হলো। 

Visva Bharati University Guest Teacher Recruitment 2021 Advertisement No. SS/61/2021-22  Dated- 29.11.2021

 

গেস্ট টিচার:

শূন্যপদ:

ইংলিশ (01 টি), জিওগ্রাফি (01 টি), উইভিং (01 টি)  এবং রবীন্দ্র সংগীত (01 টি)।

যোগ্যতা:

ইংলিশ:-  i). স্বীকৃত ইনস্টিটিউট / ইউনিভার্সিটি থেকে মোট অন্তত 50% নম্বর নিয়ে B.Ed সহ ইংলিশ বিষয়ে মাস্টার ডিগ্রি উত্তীর্ণ হতে হবে।

ii). CTET অথবা যেকোনো রাজ্যের TET পাশ করে থাকতে হবে।

iii). বাংলা / ইংরেজি / হিন্দি মাধ্যমে শিক্ষা দানের অভিজ্ঞতা থাকতে হবে।

iv). কম্পিউটার এপ্লিকেশনে  জ্ঞান থাকতে হবে।

 

জিওগ্রাফি:-  i). স্বীকৃত ইনস্টিটিউট / ইউনিভার্সিটি থেকে মোট অন্তত 50% নম্বর নিয়ে B.Ed সহ জিওগ্রাফি বিষয়ে মাস্টার ডিগ্রি উত্তীর্ণ হতে হবে।

ii). CTET অথবা যেকোনো রাজ্যের TET পাশ করে থাকতে হবে।

iii). বাংলা / ইংরেজি / হিন্দি মাধ্যমে শিক্ষা দানের অভিজ্ঞতা থাকতে হবে।

iv). কম্পিউটার এপ্লিকেশনে  জ্ঞান থাকতে হবে।

 

উইভিং:-  i). স্বীকৃত ইনস্টিটিউট / ইউনিভার্সিটি থেকে উইভিং (Weaving) বিষয়ে 5 বছরের ডিপ্লোমা উত্তীর্ণ হতে হবে।

অথবা

স্বীকৃত ইনস্টিটিউট / ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর ইন ফাইন আর্টস (BFA) বা সমতুল্য উত্তীর্ণ হতে হবে।

ii). বাংলা / ইংরেজি / হিন্দি মাধ্যমে শিক্ষা দানের অভিজ্ঞতা থাকতে হবে।

iii). কম্পিউটার এপ্লিকেশনে  জ্ঞান থাকতে হবে।

 

রবীন্দ্র সংগীত:-  i). মোট অন্তত 50% নম্বর নিয়ে  মাধ্যমিক / উচ্চমাধ্যমিক বা সমতুল্য উত্তীর্ণ হতে হবে এবং সঙ্গে স্বীকৃত ইনস্টিটিউট / ইউনিভার্সিটি থেকে রবীন্দ্র সংগীতে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে।

ii). বাংলা / ইংরেজি / হিন্দি মাধ্যমে শিক্ষা দানের অভিজ্ঞতা থাকতে হবে।

iii). কম্পিউটার এপ্লিকেশনে  জ্ঞান থাকতে হবে।

বয়স:

অফিসিয়াল নোটিফিকেশনে উল্লেখ নেই।

বেতন:

12,000/- টাকা প্রতি মাসে বেতন পাবেন।

আবেদন ফি :

কোনো আবেদন ফী দিতে হবে না।

 

প্রার্থী নির্বাচন পদ্ধতি:

আবেদন পত্র দেখে শর্ট লিস্টেড করা প্রার্থীদের অনলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে। ইন্টারভিউয়ের জন্য নির্বাচিত প্রার্থীদের নামের তালিকা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হবে। তাই এই নিয়োগের যাবতীয় তথ্যের আপডেট পেতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখুন।

আবেদন পদ্ধতি:

আবেদন করতে নিজের বায়োডাটা দিয়ে। বায়োডাটাতে সমস্ত যোগ্যতা লিখতে হবে। নিজের মোবাইল নম্বর এবং ই-মেইল আইডি বায়োডাটাতে অবশ্যই উল্লেখ করবেন। এখনকার তোলা এক কপি নিজের ফটো বায়োডাটার ডান দিকে চেটাবেন। এরপর সেলফ এটাস্টেড করা সমস্ত ডকুমেন্টস (শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, সার্টিফিকেট, ইত্যাদি) এবং বায়োডাটা নিচের ই-মেইল আইডিতে সেন্ড করবেন 14/12/2021 তারিখের মধ্যে।

 ই-মেইল আইডি:     siksha-satra@visva-bharati.ac.in


👉অফিসিয়াল ওয়েবসাইট

👉অফিসিয়াল নোটিফিকেশন 


সরকারি, বেসরকারি , পার্টটাইম চাকরির আপডেট পেতে, বিভিন্ন বিষয়ের GK এবং কারেন্ট অ্যাফেয়ার্স বাংলায় পড়তে Tathya Point এর FACEBOOK পেইজ টি Like এবং Follow  করুন এবং Telegram চ্যানেল টি JOIN এবংSubscribe করুন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.