Type Here to Get Search Results !

টাটা কন্সালটেন্সি সার্ভিসেসে নিয়োগ চলছে, অনলাইনে আবেদন করুন

 


Phase 2 TCS Off Campus Hiring 2021: টাটা কন্সালটেন্সি সার্ভিসেসে কাজ করতে চান, তাহলে ফ্রেশার্স প্রার্থীদের বিশেষ সুযোগ । টি সি এসে আবার নিয়োগ শুরু হয়েছে। এর আগে এই বছরের সেপ্টেম্বর মাসে ফেজ 1 অফ ক্যাম্পাস হায়ারিং এর মাধ্যমে নিয়োগ হয়েছিল। চলতি বছরে আবার Phase 2 TCS Off Campus Hiring হতে চলেছে। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 08/11/2021 তারিখ থেকে, চলবে 15/12/2021 তারিখ পর্যন্ত। শুধু মাত্র 2020 এবং 2021 সালের B.E / B.Tech / M.E / M.Tech / MCA / M.Sc  উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। যে সমস্ত প্রার্থী IT Jobs  করতে ইচ্ছুক  তারা TCS Phase 2 Off Campus Recruitment 2021 এ আবেদন করতে পারেন। টি সি এস ফেজ 2 অফ ক্যাম্পাস হায়ারিং-এ ব্যতিক্রমীভাবে পারফর্মকারী প্রার্থীদের TCS Digital-এর পক্ষ থেকে উন্নত সুযোগের অফার করা হবে।  বিস্তারিত নিচে আলোচনা করা হল।

ফেজ 2 অফ ক্যাম্পাস হায়ারিং এর  যোগ্যতার মানদণ্ড হিসাবে নিম্ন লিখিত বিষয়গুলি চাওয়া হয়েছে:-

1.  স্বীকৃত ইনস্টিটিউট / ইউনিভার্সিটি থেকে 60% নম্বর (সমস্ত সেমিস্টারে সমস্ত বিষয়) সহ B.E / B.Tech / M.E / M.Tech / MCA / M.Sc  উত্তীর্ণ হতে হবে।  শুধুমাত্র 2020 এবং  2021 সালের উত্তীর্ণ প্রার্থীরাই আবেদন করতে পারবেন। দশম, দ্বাদশ শ্রেণি, ডিপ্লোমা (যদি প্রযোজ্য হয়), স্নাতক এবং স্নাতকোত্তর পরীক্ষায় ন্যূনতম মোট 60% বা 6 সিজিপিএ নম্বর থাকতে হবে।

2.  শিক্ষার্থীদের শিক্ষা তাদের নির্ধারিত সময়কালের মধ্যেই শেষ করতে হবে (অর্থাৎ কোন বর্ধিত শিক্ষা নয়)।

3.  শিক্ষার্থীদের কোনো পেন্ডিং ব্যাকলগ থাকা চলবে না।

4.  শিক্ষায় যদি কোনো ব্যবধান (গ্যাপ) থাকে তা ঘোষণা করা বাধ্যতামূলক। সর্বোচ্চ যোগ্যতা না হওয়া পর্যন্ত সামগ্রিক একাডেমিক ব্যবধান 24 মাসের বেশি হওয়া উচিত নয়। প্রাসঙ্গিক নথি প্রমাণ স্বরূপ দিতে হবে, একাডেমিক গ্যাপ পরীক্ষা করা হবে।

5.  শুধুমাত্র ফুল-টাইম কোর্স বিবেচনা করা হবে (পার্ট-টাইম / কোরাসপন্ডেন্স / ডিসটেন্স কোর্স বিবেচনা করা হবে না)। যে সমস্ত ছাত্র ছাত্রীরা NIOS (ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং) থেকে তাদের মাধ্যমিক এবং / অথবা উচ্চমাধ্যমিক কোর্স শেষ করেছে তারাও আবেদন করার যোগ্য যদি অন্য কোর্সগুলি পূর্ণকালীন হয়।

6.  2 বছর পর্যন্ত পূর্বের কাজের অভিজ্ঞতা সহ ছাত্ররাও TCS অফ ক্যাম্পাস নিয়োগ প্রক্রিয়ার জন্য আবেদন করার যোগ্য।

বয়স:

টি সি এস ফেজ 2 অফ ক্যাম্পাস নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের বয়স 18 থেকে 28 বছর হতে হবে।

আবেদন ফী:

টি সি এসে পরীক্ষায় অংশগ্রহণকারীদের কোনো আবেদন ফী দিতে হয় না।

প্রার্থী বাছাই পদ্ধতি:

প্রার্থী বাছাইয়ের দায়িত্বে থাকবে TCS iON (NQT)। লিখিত পরীক্ষা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

টেস্ট প্যাটার্ন:

PART A

Cognitive Skills

 

Group Name

Time

1

Numerical Ability

40 Mins

2

Verbal Ability

30 mins

3

Reasoning Ability

50 mins

Total

120 mins

PART B

Programming

1

Programming Logic

15 mins

2

Coding section

45 mins

Total

60 mins

Total Test Duration

180 Mins

 

আবেদন পদ্ধতি:

শিক্ষার্থীদের অনলাইনে https://www.tcs.com/ এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের লিংক শেষে দেওয়া আছে।

টেস্টে এর তারিখ:

টি সি এস ফেজ 2 অফ ক্যাম্পাস হায়ারিং 2021 এর পরীক্ষা ৮ ই নভেম্বর থেকেই শুরু হয়ে গেছে। পরীক্ষাটি শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের তারিখের উপর নির্ভর করে ক্রমাগত ব্যাচে অনুষ্ঠিত হচ্ছে। তাই তাড়াতাড়ি আবেদন করুন।

 

হেল্পডেস্ক: যেকোনো সহায়তার জন্য, টি সি এস এর TAG হেল্পডেস্ক টিমের সাথে যোগাযোগকরতে পারেন।

Email ID: ilp.support@tcs.com

Toll-Free Helpline No: 1800 209 3111


অফিসিয়াল ওয়েবসাইট

অফিসিয়াল নোটিফিকেশন

রেজিস্ট্রেশনের  লিংক


সরকারি, বেসরকারি , পার্টটাইম চাকরির আপডেট পেতে, বিভিন্ন বিষয়ের GK এবং কারেন্ট অ্যাফেয়ার্স বাংলায় পড়তে Tathya Point এর FACEBOOK পেইজ টি Like এবং Follow  করুন এবং Telegram চ্যানেল টি JOIN এবংSubscribe করুন।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.