Type Here to Get Search Results !

উত্তর ২৪ পরগনা স্বাস্থ্য বিভাগে ডাটা এন্ট্রি অপারেটর এবং কো-অর্ডিনেটর নিয়োগ

 


North 24 Parganas Health Depertment Recruitment 2021: উত্তর 24 পরগনায় চাকরি প্রার্থীদের জন্য সুখবর। ডিস্ট্রিক হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, উত্তর 24 পরগনায় ডাটা এন্ট্রি অপারেটর এবং কো-অর্ডিনেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট 20 টি শূন্যপদে এই নিয়োগ গুলি করা হবে। আবেদন করতে হবে অনলাইনে। আবেদন শুরু হবে 29/11/2021 তারিখ থেকে। আবেদনের শেষ দিন 09/12/2021 তারিখ। North 24 Parganas Data Entry Recruitment 2021 বিস্তারিত নিচে আলোচনা করা হলো।

North 24 Parganas Health Co-Ordinator Recruitment 2021 Advertisement Memo No.- CMOH/N24PGS/NHM/11087  Date:- 24/11/2021

ডাটা এন্ট্রি অপারেটর:

শূন্যপদ: 10 টি (UR)।

যোগ্যতা: স্বীকৃত ইউনিভার্সিটি / ইনস্টিটিউট থেকে যেকোনো বিষয়ে গ্র্যাজুয়েশন উত্তীর্ণ হতে হবে। সঙ্গে কোনো সরকারি স্বীকৃত ইনস্টিটিউট থেকে কম্পিউটার এপ্লিকেশনে অন্ততপক্ষে 1 বছরের সার্টিফিকেট অথবা ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে। মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এক্সেস এবং ইন্টারনেট বিষয়ে কাজের জ্ঞান থাকতে হবে।

কম্পিউটারে ডাটা রেকর্ডিং / ডাটা এনালিস্ট এর কাজে সরকারি সংস্থায় অন্ততপক্ষে তিন বছরের অথবা কোনো বেসরকারি সংস্থায় পাঁচ বছরের কাজে অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা: 01/01/02021 তারিখের হিসাবে বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে।

বেতন: 13,560 টাকা প্রতি মাসে বেতন পাবেন।

 

কো-অর্ডিনেটর:

শূন্যপদ: 10 টি (UR)।

যোগ্যতা: স্বীকৃত ইউনিভার্সিটি / ইনস্টিটিউট থেকে  হেলথ কেয়ার ম্যানেজমেন্ট অথবা হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন এ পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা / ডিগ্রি উত্তীর্ণ হতে হবে। কম্পিউটারে মাইক্রোসফট অফিস বিষয়ে কাজ করার জ্ঞান থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে কোনো সরকারি অথবা বেসরকারি সংস্থায় অন্ততপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা: 01/01/02021 তারিখের হিসাবে বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে।

বেতন: 45,000 টাকা প্রতি মাসে বেতন পাবেন।

আবেদন ফি:

প্রার্থীদের আবেদন ফী দিতে 100 টাকা এবং সংরক্ষিত প্রার্থীদের 50 টাকা। অনলাইনে ফী জমা করতে হবে।

আবেদন পদ্ধতি:

ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে www.wbhealth.gov.in অথবা www.north24parganashealth.org এই ওয়েবসাইট থেকে। আবেদন শুরু হবে 29/11/2021 তারিখ থেকে। আবেদনের শেষ দিন 09/12/2021 তারিখ। আবেদন ফাইনাল সাবমিট করার পর প্রিন্ট করে নেবেন।

অরোও বিশদে জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখতে অনুরোধ করা হচ্ছে।


👉অফিসিয়াল ওয়েবসাইট

👉অফিসিয়াল নোটিফিকেশন

👉রেজিস্ট্রেশন লিংক 


সরকারি, বেসরকারি , পার্টটাইম চাকরির আপডেট পেতে, বিভিন্ন বিষয়ের GK এবং কারেন্ট অ্যাফেয়ার্স বাংলায় পড়তে Tathya Point এর FACEBOOK পেইজ টি Like এবং Follow  করুন এবং Telegram চ্যানেল টি JOIN এবংSubscribe করুন।


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.